পোস্টগুলি

জানুয়ারী, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সরস্বতী পূজা উপলক্ষে বিধান শিশু উদ্যানে বনভোজন

ছবি
গোপাল দেবনাথ   সরস্বতী পূজা উপলক্ষে   বিধান শিশু উদ্যানে ক্ষুদেদের পাশাপাশি অভিভাবকদের নিয়ে চললো বনভোজন।         

হলদিয়ার রানিচকে মেলা উদঘাটনে শুভেন্দু অধিকারী

ছবি
জুলফিকার আলি    হলদিয়া রানিচক সংহতি ময়দানে শিল্প ও সংস্কৃতির মেলবন্ধন হলদিয়া মেলা ২০২০-র শুভ উদ্বোধনে হলদিয়া উন্নয়ন পর্ষদ এর চেয়ারম্যান তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহন, জলসম্পদ উন্নয়ন ও সেচ মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়।

৩ রা মার্চ কুমুদ সাহিত্য মেলায় সংবর্ধনা প্রাপকদের তালিকা

ছবি
মোল্লা জসিমউদ্দিন (সম্পাদক কুমুদ সাহিত্যমেলা কমিটি)        ২০২০ (৩ রা মার্চ) এর কুমুদ সাহিত্য মেলায় সংবর্ধনা প্রাপকরা হলেন স্নেহাশিস চক্রবর্তী (প্রাবন্ধিক),   মনিরুল  ইসলাম ( রাস্ট্রপ্রতি পুরস্কার প্রাপ্ত  শিল্পী),  নিগমানন্দ মন্ডল (প্রকাশক), ফারুক  আহমেদ (সাহিত্যিক),  বৈশাখী মিত্র চ্যাটার্জি (লেখিকা),   তুহিনা সুলতানা (কবি),  স্মৃতিকণা ভাদুড়ি (বাচিক শিল্পী),  রফিকুল ইসলাম (বাউলশিল্পী),   তন্ময় ঘোষ (কৃষি গবেষক), আব্দুর রব (লেখক), দীপঙ্কর চক্রবর্তী (লিটিল ম্যাগাজিন সম্পাদক),   সেখ নিজাম আলম (সাংবাদিক),  দীপঙ্কর সমাদ্দার (চিত্রশিল্পী),৷ চন্দ্রনাথ  মুখোপাধ্যায় (সাংবাদিক), নন্দিনী  ভট্টাচার্য ( মানবাধিকার কর্মী),  অরবিন্দ সিংহ (সমাজসেবী), মিনতি নায়েক (কবি),   মিতালী  চ্যাটার্জি (অধ্যাপিকা),  শফিকুল ইসলাম (শিক্ষাব্রতী) , রাজকুমার দাস ( চিত্রপরিচালক) ,  ডঃ হরিদাস মন্ডল ( কার্ডিওলজি),   তপন রায় (যাত্রাশিল্পী),  শ্যামলাল মকদমপুরী (ছড়াকার)  এছাড়া তিন সাংবাদিক ( সুদিন মন্ডল -ভাতার, সুভাষ মজুমদার -তারকেশ্বর,  সুরজ প্রসাদ - সদর বর্ধমান)  দের 'উদার আকাশ' পত্রিকার তরফ

এলাকাবাসীদের হইহট্টগোলে বাঁচলো পুরুলিয়ায় চারটি প্রাণ

ছবি
পুলকেশ ভট্টাচার্য      তখন বেলা একটা। আসানসোল - পুরুলিয়া রেলরুটে জয়চন্ডী পাহাড় স্টেশনে বেশকিছু মালগাড়ী দাঁড়িয়ে রয়েছে, আসানসোল গামী লোকাল ট্রেন কে পাশ দেবে বলে। সিগন্যাল লাল থেকে সবুজ হলো। আদ্রাগামী মালগাড়িটি প্লাটফর্ম ছাড়ছে লোকাল ট্রেন আসবে। শতাধিক ট্রেন যাত্রীরা তখন অপেক্ষায়। এইমত অবস্থায় তিন সন্তান কে নিয়ে মালগাড়ির সামনে দাঁড়িয়ে পড়লো স্থানীয় মাঝবয়েসী এক মহিলা। যেহেতু দীর্ঘক্ষণ প্লাটফর্মে দাড়িয়ে ছিল মালগাড়ি। তাই সেসময় প্লাটফর্ম পরিত্যাগ করতে গতিবেগ ততটা ছিলনা। চারিদিকে এলাকাবাসীর হইচই, মালগাড়ীর চালক জোড়ে ব্রেক কষলেন। এক হাত কি দুই হাত দুরে রেললাইনের ওরা চারজন।রেলপুলিশের পাশাপাশি ঘটনাস্থলে থাকা এই প্রতিবেদক ছুটলো সপরিবারে আত্মঘাতী হওয়া ওই মহিলাটির কাছে।  জানা গেল,  দাম্পত্যকলহে তিন সন্তান কে নিয়ে আত্মহত্যার পথে এগিয়েছিল এই মহিলা। তবে কয়েকজন এলাকাবাসী দ্রুত চলে যাওয়ায় মালগাড়ির ইঞ্জিনে মাথা দেওয়া হয়নি। হইহট্টগোলে  স্টেশন  থেকে   আরপিএফ এবং জিআরপির পুলিশ কর্মীরা আসে। নিয়ে যাওয়া অফিসে। ঘটনাটি বৃহস্পতিবার বেলা একটা নাগাদ পুরুলিয়ার জয়চন্ডী পাহাড় স্টেশনে।  আনাড়া জিআরপির  ওসি নির্ম

বর্ধমানে স্বাস্থ্য মেলার উদঘাটনে রাজ্যসভার সাংসদ ইমরান

ছবি
সানি প্রসাদ   বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্যমেলা। 'স্বাস্থ্যই সম্পদ' এই বাক্যে সামনে রেখেই এই মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় প্রতিদিন থাকছে ফ্রী হেলথ ক্যাম্প সহ একাধিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা। বর্ধমান টাউন হলে এদিন এই মেলার উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান ইমরান। উপস্থিত ছিলেন জেলাশাসক বিজয় ভারতী সহ অন্যান্যরা। এই মেলার প্রধান উ দ্যোক্তা সেখ আলহাজ উদ্দিন জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষা সহ স্বাস্থ্য বিষয়ক আলোচনা ছাড়া এই মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা

সরস্বতী পূজায় মেতে উঠলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

ছবি
সানি প্রসাদ   সরস্বতী পুজো মানেই বসন্তের ছোঁয়া বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে।আনাচে কানাচে ভালোবাসার খণ্ডচিত্র।ইতিউতি প্রেমের কাহিনী। আর আছে ভালোবাসার কাহিনী, ভালো লাগার কাহিনী।  তত্ত্বের ডালি আদান প্রদানের মধ্যে দিয়ে এদিন দিনভর গোটা ক্যাম্পাসে হৈ-হুল্লোড়ে মাতেন ছাত্রছাত্রীরা।সরস্বতী পুজো মানেই বাঙালীদের ভ্যালেন্টাইন ডে।ভালোবাসার দিন।প্রেমের দিন। প্রথা মেনে সরস্বতী পুজোর পরদিন বিশ্ববিদ্যালয়ের আবাসিক পড়ুয়ারা তত্ত্বের ডালি সাজিয়ে  বাজনা বাজিয়ে একে অপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করে।গার্গী,নিবেদিতা,সরোজিনী, মিরাবাঈয়ের আবাসিক ছাত্রীরা বিয়ের মত গায়ের হলুদের সাজে তত্ত্বের ডালা সাজিয়ে রঙের বেরঙের শাড়ি পরে তারা অরবিন্দ, নেতাজী, চিত্তরঞ্জন, বিবেকানন্দ, রবীন্দ্র ছাত্রাবাসে হাজির হয়।ছাত্রাবাসের পড়ুয়ারা ফুল দিয়ে অভ্যর্থনা জানায়।ঠিক একই ভাবে ছাত্রাবাসের ছাত্ররা নতুন জামা কাপড় পরে উপহারের ডালি সাজিয়ে বাজনা বাজিয়ে উপস্থিত হয় ছাত্রীদের হোস্টেলে।ছাত্রীরাও তাদের ফুল দিয় অভ্যর্থনা জানায়। সাধারণত নিয়মের বেড়াজালে ছাত্রীদের হোস্টেলে ছাত্রদের আর ছাত্রদের হোস্টেলে ছাত্রীদের

স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বসবাস , তাড়ালেন ঘরমালিক

জুলফিকার আলি   পূর্ব মেদিনীপুর ঃ এগরাঃ স্বামী- স্ত্রী'র পরিচয় দিয়ে কয়েকমাস ধরে দু'জনেই একইসঙ্গে অবৈধভাবে ভাড়া বাড়িতে ছিল।বৃহস্পতিবার এগরা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে কসবা এগরায় ওই ভাড়া বাড়িতে হাজির হয় ছেলের বাড়ির লোকজন।তারপর ছেলের বাড়ির লোকেদের সঙ্গে মেয়ের ও ছেলের মধ্যে তুমুল বচসা শুরু হয়।ছেলের বাড়ির লোকেদের দাবি, তাঁরা এগরা থেকে তাঁদের বাড়িতে ছেলেকে নিয়ে যেতে চায়।এই ঘটনা জানাজানি হতেই চলে আসে পাড়া প্রতিবেশীরা।শুরু হয় বিক্ষোভ।অবশেষে বাড়ি থেকে দু'জনেই বেরিয়ে গিয়ে থানায় দ্বারস্থ হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে পটাশপুর থানার প্রতাপদিঘী গ্রামের বাসিন্দা শেখ আনোয়ার (২৫) নামে'র এক যুবক শ্রীরামপুরের লক্ষীরানী ঠাকুরের (৩৫) সঙ্গে বিয়ে না করে দীর্ঘদিন ধরে একইসঙ্গে অবৈধভাবে বসবাস করে আসছে।তাঁরা স্থান পরিবর্তন করে এখানে ওখানে থাকছে।কিন্তু অভিযুক্তদের দাবি, তাঁরা বিয়ে করেছে।তবে তাঁদের বিয়ের কোনও উপযুক্ত বৈধ প্রমাণ পত্র নেই।কিন্তু তাঁরা সমস্ত অভিযোগই অস্বীকার করেছে।তবে বাড়ির মালিক শেখ জমির এ বিষয়ে কোন প্রতিক্রিয়া দিতে চাননি।স্থানীয় বাসিন্দা মান্নান খান বলেন, "আমরা ঘটনা

মেমারির আমাদপুরে সরস্বতী পূজা

ছবি
সেখ সামসুদ্দিন  পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার আমাদপুর গ্রাম কালী পূজার জন্য বিখ্যাত তা এতদঅঞ্চলের বহু মানুষই জানেন। সেই গ্রামে থিমের পুজো হচ্ছে সরস্বতী। যুব সমাজ যেখানে বিপথগামী, সেখানে আমাদপুর গ্রামের কয়েকজন যুবক সংঘবদ্ধভাবে সমাজ সচেতনতার বার্তা দিতে এগিয়ে এলো সরস্বতী পুজোর প্যান্ডেলের মাধ্যমে। বড়কালী যুব গোষ্ঠীর ২৯ তম সরস্বতী পুজোর থিম 'চক্রব্যূহে পাকচক্র'। ছয় রিপুর ন্যায় ধর্মান্ধতা, রাজনৈতিক উগ্রতা, নেশাচ্ছন্নতা, যন্ত্র নির্ভরতা, নীতিহীন বিচারব্যবস্থা ও সন্ত্রাসবাদের উপর থিম করা হয়েছে। পুজো কমিটির সম্পাদক সৌম্য ভট্টাচার্য্য জানান মহাভারতের অর্জুন পুত্র অভিমন্যুর ন্যায় চারিদিক থেকে গ্রাস করছে বর্তমান  সমাজকে। এই পুজোর প্যান্ডেল করা হয়েছে থার্মোকল, চট, কাগজ, ঝুড়ি, ইত্যাদি উপকরণ মিলিয়ে। পান্ডুয়ার ডেকোরেটরের মাধ্যমে মেদিনীপুরের কাঁথীর শিল্পী এই প্যান্ডেল গড়েছেন। প্রায় পাঁচ-ছয় লাখ টাকা বাজেটের এই পুজো এবং কৃষ্ণনগরের ঘূর্ণির প্রতিমা। আমাদপুর বড়মা কালীতলায় এই পুজোটি হচ্ছে। পুজো কমিটির সম্পাদক আরো জানান কলকাতা থেকে হরেকৃষ্ণ হালদারের শ্রীখোল বাদ্য, ব্যান্ড,

বলরামপুরে বস্ত্রবিলি তে মন্ত্রী শান্তিরাম মাহাতো

ছবি
সঞ্জয় হালদার    পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এম্পোলিয়স্ এন্ড ওয়ার্কাস্ ইউনিয়নের পুরুলিয়া জেলা কমিটির উদ্যোগে বলরামপুরের বেড়সা গ্রামে বস্ত্র বিতরণ করলেন মন্ত্রী শান্তিরাম মাহাত মহাশয় উপস্থিত ছিলেন ইউনিয়নের কর্মকর্তা গন।

সরস্বতী পূজোর আয়োজনে সুসম্পর্ক

ছবি
সুসম্পর্ক সামাজিক সংগঠনের শিক্ষাঙ্গনে দুস্থ পড়ুয়াদের নিয়ে সরস্বতী পূজোর আরাধনা হলো। সারাদিন ব্যাপি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।              

তারকেশ্বরে বিজেপির দলীয় অফিস উদঘাটন

ছবি
সুভাষ মজুমদার    বিজেপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ। এদিন তারকেশ্বরের ১১ নম্বর ওয়ার্ডের ১২ নং রেল গেট সং লগ্ন এলাকায় দলীয় কার্যালয় সামনে দলীয় পতাকা উত্তোল এবং ফিতে কেটে কার্যালয়ের উদ্বোধন করে জেলা সভাপতি। দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব সহ বিজেপি কর্মী সমর্থরা।

প্রণব স্মৃতি সংঘের সরস্বতী পূজা উদ্বোধনে সাংসদ মালা রায়

ছবি
দক্ষিণ কলকাতায় প্রণব স্মৃতি সংঘের ৫৭তম বর্ষের  সরস্বতী পুজোর উদ্বোধনে সাংসদ  শ্রীমতী মালা রায় রাজকুমার দাস   বিদ্যা দেহিং.....মন্ত্র উচ্চারণের সাথে বসন্ত পঞ্চমীর বিদ্যার দেবীকে সকলেই পুজো দিয়ে খুশিতে রাখার চেষ্টা করে।পরীক্ষায় যেন ভালো নম্বর পাওয়া যায় সেই দিকে ছাত্র ছাত্রীদের চিন্তা লেগেই থাকে তাই মা কে ভালো করে উপোস থেকে কুল,ফল ফুল দিয়ে সরস্বতী দেবীকে সন্তুষ্ট করতে সবাই মায়ের আরাধনা শুরু করে।কিন্তু শুধু পুজো নয় সমাজের কাজে অনেকেই আছে যারা সারা বছর কাজ করে,তার পাশাপাশি পুজো ও করে।এমনি এক ক্লাব দক্ষিণ কলকাতার রাসবিহারী র কাছে প্রণব স্মৃতি সংঘ।তাঁদের ক্লাবের এবছরের বাগ আরাধনা  ৫৭তম বর্ষে পদার্পন করলো।      প্রণব স্মৃতি সংঘ ক্লাবের এবছরের স্বরস্বতী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ শ্রীমতী মালা রায় মহাশয়া, সাথে ছিলেন ক্লাব সম্পাদক দেবদূত গঙ্গোপাধ্যায়,চিফ প্যাট্রন সঞ্জয় গুনাকর মিত্র, যুগ্ম ভাইস প্রেসিডেন্ট ডঃ সুজয় রায় চৌধুরী,শ্রী অগ্নিবান গাঙ্গুলী যুগ্ম সম্পাদক দেবজিত বন্দোপাধ্যায়,ও জয় ঘোষ সহ মানস দে ,প্রমুখ।বেশকিছু স্টুডেন্টদের এদিন বই খাতা তুলে দেওয়া হয়। শুধুই পুজো নয় সামাজি

মুক্তি - জয়া গুহ তিস্তা

ছবি
মুক্তি         জয়া গুহ তিস্তা    মানুষ কোনোদিন তার সব কথা গুছিয়ে বলতে পারে না। মানুষ আরাম বোধ করে তার স্বপ্নের ভিতর বহুদিন বিছানার কাছে গিয়ে উপুড় করে সমস্ত পাপ বহুদিন ব্যক্তিগত দুঃখে ভাবে মরে যাবে  কেউ একলা দক্ষিণের বারান্দায় ঝুঁকে খোঁজে আলো কেউ ডানপাশ ওপর নীচ ভেবে ঝুঁকি নেয় আত্মহত্যার পাগল,কাপুরুষ, ধর্মপ্রচারকদের জন্য বাঁচে পৃথিবী মানুষ ভাবে চিরন্তন চাঁদ-সূর্যের কারণ কিছু পবিত্র জন্ম গাধার টুপীর ভিতর আগলায়  'জীবন 'নামের অভিমান এসমস্তই অনায়াসে বলে দেওয়া যায়,তবু...  নক্ষত্রের রাতে দোঁহা লেখে অজানা প্রেয়সী!আমি দেখি  বিন্দুতে গার্হস্থ্যের অগাধ বিচরণ!আমি জানি রক্তস্রোতে আজ্ঞাবহের প্রাণ, অক্ষর!আমি মানি সেই সব পাগল,কাপুরুষ,ধর্মপ্রচারকের পাশে হাঁটু মুড়ে বসে বলি,"ভাষা বুঝে নেওয়ার জন্য আমি রয়েছি দেখো" কোনো পাপ আর কঠিন হবে না,  সব দুঃখ, কান্না হারিয়ে শিশুর মত খেলবে, যতদিন.. ততদিন  আমার এ জটিল পূজা ছেড়ে কোথাও যাব না তোমার কপালে যার শ্বাস পড়ে, সেই কবিতার পাতাকে আমার ভালোবাসা....

এনআরসির বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন করছে প্রগেসিভ ইয়ুথ ফাউন্ডেশন

ছবি
পুলকেশ ভট্টাচার্য     উত্তর 24 পরগনা জেলার বারাসাতের প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের জেলা নেতৃত্ব নিয়ে এক বিশেষ বৈঠক হয়। বর্তমানে ব্লক ও জেলার বিভিন্ন সমস্যা গুলি নিয়ে আলোচিত হয়।বিশেষ করে সাম্প্রতিক কালে দেশে কেন্দ্রীয় সরকার যে সংবিধান কে অবমাননা করে CAA চালু করতে চাইছে। যার বিরুদ্ধে গোটা দেশ উত্তাল ,মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে উঠেছে। সংগঠনের রাজ্য সভাপতি সিয়ামত আলি বলেন দেশে যে পরিমাণে হিংসা অসহিষ্ণুতা ও অসাংবিধানিক কার্যক্রম যেভাবে বেড়ে চলেছে তার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে সত্যাগ্রহ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সমাজের সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই সি এ এ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদিনে জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত হয়। উত্তর 24 পরগনা জেলার নতুন সভাপতি হিসাবে মনোনীত করা হয় মাওলানা আবুল কালাম কে। তিনি বলেন এই আন্দোলন ব্লক তথা পঞ্চায়েত বুথ স্তর পর্যন্ত ছড়িয়ে দিতে হবে। রাজ্য সরকার দেরিতে হলেও বিধানসভায় সি এ এ এর বিরুদ্ধে প্রস্তাব পাশ করানোর জন্য সংগঠনের তরফ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ অভিনন্দন জানানো হয়। এ দিনে অন্যান্যদ

বিজেপির জনপ্রতিনিধিরা এলেন বলরামপুর তৃণমূলে

ছবি
সঞ্জয় হালদার    পুরুলিয়া জেলার বলরামপুরের ব্লকের ঘাটবেড়া কেরওয়ার অঞ্চলের দুই বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য শম্ভু সিং সর্দার ও মালতি রাজোয়ার তৃনমুল সরকারের উন্নয়নের কাজ দেখে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতোর হাত দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

পশ্চিম মেদিনীপুরে মহাশোল সিংহ পরিবারের সরস্বতী পূজা

ছবি
মেদিনীপুর জেলার প্রাচীন পূজা মহাশোল সিংহ পরিবারের লক্ষী সরস্বতীপূজা ও হরিবাসর। ২৯ শে জানুয়ারি,  মেদিনীপুর  :::   গ্রামবাংলার উন্নতি হয়েছে সবুজ বিপ্লবের পর, তার আগে বাৎসরিক ধান চাষের সমাপন হতো পৌষ মাসে, আর মকর সংক্রান্তির পর এলাকার মানুষদের জন্য বসতো গ্রামীণ মেলা। গ্রামের হরিমন্ডপ ছাড়াও ঝিলিপির দেখা মিলতো সত্যিকারের, মহাশোল গ্রামের রাজপুত ক্ষত্রিয় পরিবারের পাঁচটি মূল অংশ বর্তমানে, কিন্তু সেই প্রথম পুরুষ থেকেই চলে আসছে এই সময় একত্রে লক্ষী সরস্বতীর আরাধনা ও চব্বিশ প্রহর ব্যাপী অখন্ড হরিনাম সংকীর্তন।            আজ সকালে ঘট ডুবিয়ে মায়ের অঞ্জলি সম্পন্ন হয় বিকেল পাঁচটায়। এলাকার মানুষের একমাত্র বিনোদনের এই পূজাতে আজ প্রায় দুশ বছরের বেশী সময়কাল ধরেই সাড়ম্বরে পূজিত ও পালিত হচ্ছে মহাশোল ক্ষত্রিয় বংশের লক্ষী সরস্বতীপূজা।  কথিত আছে নয় পুরুষ আগে অর্থাত্ প্রায় ২০০ বছরের বেশী সময়ে এই পূজার প্রচলন হয়েছে। সেই থেকে বংশানুক্রমে এই পূজা চলে আসছে। গ্রামের 'পাঁচবংশে'র সবথেকে বয়স্ক পুরুষ এই সিংহ বাড়ির পূজোর মূল আহ্বায়ক হন। গ্রামের পক্ষে চিত্তরঞ্জন সিংহ,দুলাল চন্দ্র সিংহ,নিরঞ্জন সিংহ,নেপাল সিংহ এই বছরে

কুমুদ সাহিত্য মেলা পরিচালনায় কারা?

ছবি
কুমুদ সাহিত্য মেলা পরিচালনায় কারা?  ২৯ জন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কুমুদ সাহিত্য মেলা কমিটি গড়া হলেও এই সাহিত্য - সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্ত শতাধিক কবি সাহিত্যিক সাংবাদিক প্রমুখ।  আমাদের ২৯ জনের মধ্যে সিংহভাগই সাংবাদিক। ১০ এর বেশি সাংবাদিক আছেন যারা ৪০ বছর+ সাংবাদিকতা করছেন, বাকিদের ২০ বছর+ চলছে অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট থেকে বিকাশ ভবনে শিক্ষার ল সেলের আধিকারিক আছেন।  বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের প্রাক্তন চেয়ারম্যান, সেইসাথে তৃণমূল লিগ্যাল সেলের প্রাক্তন চেয়ারম্যান তথা কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী আছেন  এইরূপ বিশিষ্ট ব্যক্তিদের আত্মীক টানে একসাথে আমরা ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক এর জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলা করে আসছি।  🙏💐 মোল্লা জসিমউদ্দিন সম্পাদক কুমুদ সাহিত্য মেলা কমিটি

মোহনপুর কেন্দুলি মেলা হলো সাঁতুডি ব্লকে

ছবি
জ্যোতিপ্রকাশ মুখার্জি          মূলত পুরুলিয়া জেলা হলেও পুরুলিয়া,বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের সংযোগবর্তী গ্রাম হল সাঁতুড়ি ব্লকের মোহনপুর গ্রাম।এই গ্রামেই গত প্রায় ২০০ বছর ধরে চলে আসছে সপ্তাহ ব্যাপী (২২-২৮ জানুয়ারী) ঐতিহ্যবাহী মোহনপুর- কেন্দুলী মেলা। গত ২২ শে জানুয়ারী এই মেলার শুভ উদ্বোধন করেন সাঁতুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রীণা লায়েক। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সত্যরঞ্জন রায়, প্রাক্তন শিক্ষক রামপদ মণ্ডল, ঝুমুর শিল্পী ও পুরাকৃতি গবেষক মাধব চন্দ্র মণ্ডল,কবি সুধাংশু মণ্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানের সভাপতি ছিলেন রামপদ মণ্ডল এবং পরিচালনা করেন ডা: অপূর্ব মিত্র। গতকাল ছিল এই মেলার শেষ দিন।        মেলার সাতদিন ধরেই চলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরুলিয়ার বিখ্যাত ছৌ নৃত্য, বীরভূমের দূরদর্শন-খ্যাত বিখ্যাত বাউল শিল্পী স্বপন অধিকারী ও প্রদীপ অধিকারীর বাউল গান, নিত্যানন্দ সেন ও সম্প্রদায়ের পালাকীর্তন, কবিগানের আসর সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে। ছিল ২৪ প্রহর হরিনাম কীর্তন ও  নরনারায়ণ সেবন।         এছাড়া যথাযোগ্য মর্যাদা সহকা

হাতির বলি ১ আসানসোলে

ছবি
মোহন সিং    হাতির হানায় মৃত্যু এক বৃদ্ধার কালা ঝরিয়া তে মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠেই দেখতে পান আসানসোলের দামোদর এলাকার কালা ঝরিয়া গ্রামের লোকেরা একটি দাঁতাল হাতি দেখতে পায় ছড়িয়ে পড়ে আতঙ্ক সেই দাঁতাল হাতি পদপিষ্ট হয়ে মারা গেলেন এক বৃদ্ধা পরে হাতি গ্রামে ঝোপ জঙ্গলে লুকিয়ে থাকে এই নিয়ে আতঙ্ক ছড়িয়ে যায় পরে স্থানীয় পুলিশ ও বন্দরে আধিকারিকরা এসে পরিস্থিতি সামাল দেয় তবে দফায় গ্রামবাসীদের উপরে হাতি ঘোড়া হয় পরে বাঁকুড়া বর্ধমান হুলা পার্টি এসে মশাল জ্বালিয়ে হাতিটিকে তার আবার চেষ্টা করেন কিন্তু সাফল্য পাওয়া যায়নি খবর লেখা অব্দি হাতিটি কালা ঝরিয়া গ্রামেই উৎপাত করছিল জানা গিয়েছে

উপাচার্যের অপসারণ চেয়ে আন্দ্রোলন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে

ছবি
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার ঘোষের অপসারণ চেয়ে আন্দোলন  সংবাদদাতা, কলকাতা : কল্যাণী বিশ্ববিদ্যালয় বিবাদ চরম শিখরে। প্রজাতন্ত্র দিবসে ধরা পড়ল অন্য এক ছবি। উপাচার্য শংকর কুমার ঘোষ মাত্র ৪-৫ সহযোগীদের নিয়ে প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করলেন। বিশ্ববিদ্যালয়ের সিডিউল মাফিক প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের সময় ছিল সকাল ৯ টা। উপাচার্য শঙ্কর কুমার ঘোষ ৮.৩০ নাগাদ পতাকা উত্তোলন করলেন চুপচাপ। তার সঙ্গে ছিল হাতে গোনা চার থেকে পাঁচ জন। আধিকারিক এবং কর্মী সংগঠনের পক্ষ থেকে কেউই সেখানে উপস্থিত হয়নি। একমাত্র আর্টস বিভাগের ডিন তপন কুমার বিশ্বাস নিজের দুর্নীতিকে আড়াল করতে উপাচার্যের সঙ্গে যোগাযোগ রাখেন। শঙ্কর কুমার ঘোষ একমাত্র অধ্যাপক সুভাষচন্দ্র সরকারকে তার পাশে দাঁড় করিয়ে পতাকা উত্তোলন করলেন।  ভিডিও ফুটেজে ও ছবিতে দেখা যাচ্ছে তিনি যখন পতাকা তুলছেন, ঠিক তখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কোনও আধিকারিক বা ছাত্র-ছাত্রী ও অধ্যাপক নেই। ছাত্রনেতা তুহিন ঘোষ ও ইয়াসিন আলি জানান, সত্যি বিশ্ববিদ্যালয় ইতিহাসে এ এক  নক্কারজনক ঘটনা। অনুষ্ঠানের সময়সূচি ছিল সকাল ন'টা থেকে। আর উপাচার্য শঙ্ক

কথা রাখলেন শালবনীর জেলাপরিষদ কর্মাধ্যক্ষ

ছবি
গত ৬ জানুয়ারী ২০২০ তারিখে শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ মহাশয় কর্ণগড় অঞ্চলের কড়েদানা গ্রামে এসেছিলেন দিদিকে বোলো কর্মসূচিতে ۔۔ পিছিয়েপড়া এই গ্রামের মানুষের প্রধান আবেদন ছিল গ্রামের মধ্যে দিয়ে যাওয়া মূল ভগ্ন ক্ষতবিক্ষত রাস্তাটি যেন পাকা করে দেওয়া হয় ، কথা দিয়ে গিয়েছিলেন নেপাল সিংহ মহাশয় কিন্তু এতো দ্রুত যে ব্যবস্থা গ্রহণ হবে তা ভাবতে পারেননি গ্রামের মানুষেরাও ، নেপাল সিংহ মহাশয়ের উদ্যোগে জেলাপরিষদে পাঠানো প্রকল্প ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে ، শুরু হয়েছে পঞ্চায়েত সমিতি থেকে টেন্ডার প্রক্রিয়া ۔ আসা করা যায় আগামী এক মাসের মধ্যেই কড়েদানা গ্রামের এই মূল রাস্তাটি পাকা রাস্তায় রূপান্তরিত হবে  একই ভাবে বিষ্ণুপুর অঞ্চলের জরকা শীতলপুর গ্রামে মিছিল করতে গিয়েছিলেন নেপাল সিংহ সেখানে মানুষের দাবিও ছিল গ্রামের মধ্যে দিয়ে যাওয়া বাহাদুর হেমব্রমের বাড়ি থেকে স্কুল পর্যন্ত ৫০০ মিটার রাস্তাটি পাকা করতে হবে، সেই দাবিও পুরন করলেন ব্লক তৃণমূল কংগ্রেসের  সভাপতি নেপাল সিংহ জেলাপরিষদের আর্থিক অনুমোদনক্রমে পঞ্চায়েত সমিতি রাস্তাটি কংক্রিট করার  টেন্ডার পক্রিয়

মধ্যমগ্রামে ৫২ তম প্রীতি সম্মেলন

ছবি
মধ্যমগ্ৰামে নেত্রকোণা সম্মিলনীর ৫২ তম বার্ষিক প্রীতি সম্মেলন ও গুণীজন সম্মাননা। বাবুল সাহা   কলকাতা থেকে : নেত্রকোণা সম্মিলনী ছিল মূলতঃ দু-বাংলার মেলবন্ধন। ১২ জানুয়ারী ২০২০ সুশোভিত মধ্যমগ্ৰাম উদয়রাজপুর নেতাজী সংঘের মুক্তাঙ্গনে দিনব্যাপী নানা কর্মসূচি মধ্যে দিয়ে পালিত হলো , সম্মিলনীর ৫২ তম প্রীতি সম্মেলন, সাধারণ সভা ও গুণিজন সম্বর্ধনা। সম্মিলনীর মুখপত্র সুনেত্র প্রকাশিত হয়েছে। সম্মিলনীর সাধারণ সম্পাদক অধ্যাপক মানিক সরকার জানান , অনুষ্ঠানে দু বাংলার গুণীজন সম্মাননা ছাড়াও হাসনা হেনা নামে একটি কাব্যগ্ৰন্থ প্রকাশিত হয়েছে। পতাকা উত্তোলন ও দেশাত্মবোধক গানের মধ্যে দিয়ে এ প্রীতি সম্মেলনের সূচনা ঘটে। সার্বিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি আজীবন সদস্য প্রহল্লাদ দাস। প্রধান অতিথি ছিলেন এটিসি প্রাঃ লিঃ এর কর্ণধার বিপুল চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মনজুর উল হক(সাবেক ডিজিএম বাংলাদেশ ব্যাংক), তরুণী কান্তি সাহা(টেমকম প্রাঃ লিঃ এর কর্ণধার) গুণীজন হিসাবে সম্মানিত হলেন অধ্যাপক ননী গোপাল সরকার ( অধ্যক্ষ ,ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোক সাহিত্য গবেষণা একাডেমি) , কলেজের প্রতিষ্ঠ

আইসিডিএস কর্মীদের পোশাক নিম্নমানের, তাই স্মারকলিপি

ছবি
সানি প্রসাদ   মঙ্গলবার দুপুরে  বিভিন্ন দাবী দাওয়া নিয়ে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিল আইসিডিএস কর্মীরা। এদিন তাঁরা অতিরিক্ত জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেন। মঙ্গলবার আই সি ডি এস কর্মীরা সমবেত হয়ে বেশকিছু দাবী তুলে ধরেন। দাবীগুলির মধ্যে অন্যত্ম হলো পোশাকের সমস্যা। তাঁদের সেন্টার চালানর জন্য যে শাড়ি দেওয়া হয়, সেই শাড়ি অত্যন্ত খারাপ মানের। একবার ধুলেই যার রঙ চলে যায়। কিন্তু ওই শাড়িতেই তাঁদের ৩-৪ বছর চালাতে হয়। এছাড়াও সেন্টার চালানোর জন্য যে ডিম এবং অন্যান্য শাকসবজী প্রয়োজন হয়, তার দাম বাড়ছে, কিন্তু সরকার বির্ধারিত মূল্য বাড়াচ্ছে না। ফলে সমস্যা বাড়ছে। একইসঙ্গে সেন্টারগুলির পরিকাঠামো ঠিক করার  দাবী জানানো হয় এদিন। এই প্রসঙ্গে অতিরিক্ত জেলাশাসক রজন নন্দা বলেন, বিষয়গুলি খতিয়ে দেখা হবে

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রকাশ পেল আইপিএস হুমায়ুন কবীরের 'উত্তরণ' বই

ছবি
মোল্লা জসিমউদ্দিন    মঙ্গলবার সন্ধেবেলায় কলকাতা বইমেলার শুভ উদঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন চুঁচড়া পুলিশ কমিশনার হুমায়ুন কবীরের লেখা বই 'উত্তরণ' বইটি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই আইপিএস অফিসারের ধারাবাহিক রচনা ইতিমধ্যেই এক প্রথম সারির দৈনিক কাগজে প্রতি রবিবার ক্রোড়পত্রে প্রকাশ পায়। 'উত্তরণ' বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। দেশের বিভিন্ন প্রান্তে এই প্রকাশনার স্টলে বই টি পাওয়া যাচ্ছে।                         

গুসকারা রটন্তী মেলায় কামদুঘা পত্রিকার গুণীজন সম্মাননা

ছবি
অভিজিৎ দাঁ        শীতের রোদ মেখে পাঁপড় ভাজা খেতে খেতে কবিতা পড়া ও শোনার মজাই আলাদা। প্রতিবছরের মতো এবারও সাহিত্যের আসর বসেছিল গুসকরার মেলা তলায় মঞ্চে। রটন্তী কালী পূজা উপলক্ষে উৎসব ও মেলা চলছে।৩৪ বর্ষে কামদুঘাপত্রিকার সাহিত্য আসর বসে মেলার মঞ্চে। স্থানীয়রা ও ছড়া ও পার্শ্ববর্তী জেলা হুগলি বীরভূম বাঁকুড়া হাওড়া ও কলকাতা থেকে কবিরা এসেছিলেন ।নবীন ও প্রবীণ  ও নবীন কবিদের সাহিত্য আসর জমে উঠেছিল, মহিলা কবিদের উপস্থিতি ও     উৎসাহ     ছিল যথেষ্।ট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী কুমুদ রঞ্জন মন্ডল ।অতিথি ছিলেন ডঃ বললাম বন্দ্যোপাধ্যায় ডঃ ভারতী বন্দ্যোপাধ্যয় ডক্টর আশিস নন্দী , ডক্টর কৃষ্ণেন্দু দে প্রাক্তন শিক্ষক উদয়চাঁদ চৌধুরী ও পরেশনাথ মুখোপাধ্যায়। অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট পাঁচব্যক্তি কে মানীশ্রী সম্মান ও 45 জন কবিকে সংবর্ধনা দেওয়া হয় ।সোমবার সোমবার বেলা দশটা থেকে বিকাল 5 টা পর্যন্ত এই সাহিত্য আসর চলে ।  কামদুধা পত্রিকার সম্পাদক ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় জানান প্রতিবছর আমরা এইরকম সাহিত্য আসর করে থাকি অনুষ্ঠানে অতিথিদের স্বাগত ধন্যবাদ জানান তিনি অনুষ্ঠান পরিচালনা ক

কুমুদ সাহিত্য মেলা কমিটির উদ্যোগ কে সাধুবাদ জানালেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী

ছবি
মোল্লা জসিমউদ্দিন সম্পাদক - কুমুদ সাহিত্যমেলা কমিটি প্রতি বছর মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক এর জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলা হয়ে আসছে। গত দশ বছর ধরে কয়েকশো কবি সাহিত্যিক সাংবাদিক দের নিয়ে এই সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। শুধু পূর্ব বর্ধমানের বিভিন্ন ব্লক এলাকা থেকে নয় দক্ষিণবঙ্গের ৬ থেকে ৭ টি জেলা থেকে ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে আসেন বহু মানুষজন। গুণীদের সংবর্ধনা, বাউলগান,আবৃত্তি, সমবেত নৃত্য প্রভৃতি চলে সারাদিন ধরে। এহেন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের গুরত্বপূর্ণ তিনটি দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারী।  শুভেচ্ছাবার্তায় মন্ত্রী কুমুদ সাহিত্য মেলার উদ্যোগ কে ধারাবাহিকভাবে নিয়ে যাওয়ার জন্য প্রশংসা করেছেন।                                                                 

বাংলাদেশে নেত্রকোনা জেলায় সাহাপুরে ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ স্থাপনে ভিক্তিপ্রস্ত্রর স্থাপন

ছবি
বাংলাদেশের নেত্রকোণা জেলার সাহাপুরে ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমির ভিত্তিপ্রস্থর স্থাপন গুনিজন সন্মাননা বাবুল সাহা  কলকাতা থেকে: কলকাতাস্থ নেত্রকোণা সম্মিলনীর সাধারণ সম্পাদক মানিক সরকারের সাথে কথা বলে জানা যায় , ২৫ জানুয়ারি ২০২০ ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন ও গুণিজন সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, প্রফেসর ড. গাজী হাসান কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান, প্রফেসর ড. মিজানুর রহমান ফকির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাসুম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রধান, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. রশিদুন নবী, একই বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য বিভাগের ডিন, প্রফেসর ড. সাহাবুদ্দিন বাদল, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের (ভারত) ড. সমির দাস, সিস্টেম ম্যানেজার ও অধ্যাপক, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ভারত) অধ্যাপক ড. দেবাশীষ দে, নেত্রকোণা সম্মিলনী, কলকাতার সাধারণ

গাইঘাটা ব্লকে পালিত হল প্রজাতন্ত্র দিবস

ছবি
পুলকেশ ভট্টাচার্য    উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা ব্লকের মধ্য ময়না অস্কার ক্লাবের উদ্যোগে 71 তম প্রজাতন্ত্র দিবস বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়। উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের রাজ্য সভাপতি সিয়ামত আলী বলেন বর্তমান দেশের যা অবস্থা তাতে আমাদের সকলকে এই 71 তম প্রজাতন্ত্র দিবসে ও আমরা দেশবাসী হিসেবে নাগরিক হিসেবে দেশের পবিত্র সংবিধান রক্ষার শপথ নিতে হবে। এমন কোন কর্মের দ্বারা দেশের সাধারণ নাগরিকের অসুবিধা হবে সেই সমস্ত কার্য আর যাই হোক দেশে চলতে পারে না। সংবিধানের উপরে কোন রকম আঘাত আসলে দেশের নাগরিক হিসেবে জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে জোট বদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে এবং তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস বলেন আজ এই প্রজাতন্ত্র দিবসে দেশে সম্প্রীতির মধ্য দিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান উদযাপিত করে থাকি। বিভেদ সৃষ্টি করে আমাদের মধ্যে কারো হিংসা ছড়াতে দেব না। কারণ এদেশে এমনই এক মহান দেশ বৈচিত্রের মধ্যে ঐক্য এটাই আমাদের গর্ব, এটাই দেশের ঐতিহ্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মিঠুন,

খুনের মামলায় আইনী স্বস্তি পেলেন বঙ্গ বিজেপির সাংসদ

ছবি
মোল্লা জসিমউদ্দিন    শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তৃনমূল বিধায়ক খুনে অভিযুক্ত বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের আগাম জামিনের আবেদনের শুনানি চলে। ডিভিশন বেঞ্চ উভয় পক্ষের সওয়াল-জবাব শুনে বেশকিছু শর্তাবলী রেখে আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত রানাঘাট সাংসদ জগন্নাথ সরকারের অন্তবর্তী জামিনের মেয়াদ রাখে। সেইসাথে তদন্তকারী সংস্থা সিআইডির জেরাপর্বের জন্য আগামী ৮, ৯, ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি সকাল দশটা থেকে বেলা চারটে পর্যন্ত তদন্তকারীদের সামনে থাকবার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চে নদীয়ার তৃণমূল বিধায়ক খুনের আগাম জামিনের মামলাটি উঠে। ইতিপূর্বে ডিভিশন বেঞ্চ জানিয়েছে - ' নদীয়ার বিধায়ক খুনে অভিযুক্ত মুকুল রায় কে আগামী এপ্রিল মাস অবধি গ্রেপ্তার করা যাবেনা। সেইসাথে তদন্তকারী সংস্থা সিআইডি মার্চ মাসের মধ্যেই এই মামলার অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ করবে'। এই মামলার পরবর্তী শুনানি এপ্রিল মাসে রয়েছে। সম্প্রতি সিআইডি এই খুনের মামলায় তদন্তে অভিযুক্তদের মধ্যে একজনের সাথে মুকুল রায়ের মোবাইলে কথপোক

দুস্থ পড়ুয়াদের ব্যাগ দিয়ে হাসি ফোটালো সুসম্পর্ক

ছবি
পারিজাত মোল্লা    বৃহস্পতিবার  কলকাতার ঠাকুরপকুর এলাকার  জেমসলং সরণির সংযোগস্থলে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস উপলক্ষে 'সুসম্পর্ক' এর উদ্যোগে  আরো একটি অনবদ্য প্রয়াস নেওয়া হলো  ।প্রথমে দুস্থ শিশুদের নিয়ে   প্রভাতফেরি হয়। এর প্রতিনিধিত্ব করেন 'সুসম্পর্কে'র  কোষাধক্ষ্য শোভন ভট্টাচার্য l নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অথিতি ডাক্তার নীলাদ্রি শেখর দোলুই এরপরেই  পঞ্চাশের বেশি দুস্থ শিশুর হাতে তুলে দেয় স্কুলের ব্যাগ এবং অন্যান্য উপহার সামগ্রী।উপস্থিত ছিলেন এই স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার শ্রীঅরবিন্দ সিংহ, অতিথি অন্তরা সেন প্রমুখ । অনুষ্ঠানের শেষে সংস্থার  কর্ণধার জানিয়েছেন - "আরও মানুষ এগিয়ে এলে  ভবিষৎতে অনেকবেশি এইরুপ সমাজসেবা করতে পারবে 'সুসম্পর্ক' "l

মহাকাশে অজানা তথ্য জানতে বিধান শিশু উদ্যান মুখি পড়ুয়ারা

ছবি
মহাকাশ বিজ্ঞান প্রদর্শনী চলছে বিধান শিশু উদ্যানে গোপাল দেবনাথ   মহাকাশ বিজ্ঞান প্রদর্শনী চলছে বিধান শিশু উদ্যানে। গত বুধবার দুপুরে শুরু হয়েছে চলবে শুক্রবার বিকেল পর্যন্ত। কলকাতার হাডকো মোড় সংলগ্ন    বিধান শিশু উদ‍্যানে মহাকাশ বিজ্ঞান নিয়ে প্রদর্শনীতে আজ সাধারণ মানুষের ঢল নামে।  প্রদর্শনী দেখতে  সকাল থেকেই হাজার হাজার মানুষ বিধান শিশু উদ‍্যান মুখী। এখন পযর্ন্ত প্রায় কুড়ি হাজারেরও বেশি দর্শনার্থী এসেছেন বলে জানা গেছে   । মহাকাশ বিজ্ঞান নিয়ে ছোটদের মধ্যে আগ্রহ চোখে পড়ার মতো। তাদের হাজারো প্রশ্নের উত্তর দিচ্ছেন আহমেদাবাদ থেকে আসা ইসরোর বিজ্ঞানীরা। তাদের যোগ্য সহযোগিতা করছে কলকাতার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা।  প্রসঙ্গত উল্লেখযোগ্য,গতকাল সকাল এগারোটায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন ইসরোর সিনিয়র এডভাইজার তথা বিশিষ্ট বিজ্ঞানী ড.তপন মিশ্র। উপস্থিত ছিলেন মধ‍্য শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি(একাডেমিক) ড.পার্থ কর্মকার,ড.চন্দন কুমার পাল,ড.শৈবাল রায়, বিশিষ্ট সাহিত‍্যিক সাংবাদিক একরাম আলি প্রমুখ । প্রদর্শনী চলবে শুক্রবার  সন্ধ্যা সাতটা পর্যন্ত। এর পাশাপাশি চলছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্র

মননের অষ্টম সংখ্যা প্রকাশে চাঁদের হাট বসলো

ছবি
মোল্লা জসিমউদ্দিন    বৃহস্পতিবার বিকেলে কলকাতার শিয়ালদহ সংলগ্ন কৃষ্ণপদ মেমোরিয়াল হলঘরে সাহিত্য সংগঠন 'মনন' এর বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হলো। উপস্থিত ছিলেন পান্ডব গোয়েন্দা খ্যাত ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, কবি মন্দাক্রান্তা সেন, বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের নাতনি সাহিত্যিক সোনালি কাজি,  সাহিত্য সম্রাটের পঞ্চম বংশধর তথা সাহিত্যিক জয়দীপ চট্টপাধ্যায়, বাচিক শিল্পী আরণ্যক বসু প্রমুখ। তিন শতাধিক কবি সাহিত্যিকদের নিয়ে ঘন্টা পাঁচের সভা চলে। "এই বাংলার বিভিন্ন জেলার পাশাপাশি সূদুর বাংলাদেশ থেকে আগত  সাহিত্যানুরাগীদের আবৃত্তি - গান চলে। বেশকিছু বই প্রকাশের পাশাপাশি মননের অষ্টম সংখ্যা প্রকাশ করা হয়" বলে জানান মননের কর্মকর্তা স্নেহাশিস চক্রবর্তী  । এদিন  সাহিত্য - সংস্কৃতি জগতের বেশ কয়েকজন গুণীজনদের সংবর্ধনা জানানো হয়। এই মঞ্চে 'কুমুদ সাহিত্য মেলা কমিটি'র সম্পাদক মোল্লা জসিমউদ্দিন আগামী ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে সংবর্ধনা প্রাপক  ২০ জন বিশিষ্ট ব্যক্তিদের তালিকা প্রকাশ করেন। ঘোষিত কর্মসূচি হিসাবে  কুমুদ

আজ সন্ধেয় কুমুদ সাহিত্য মেলার সংবর্ধনা প্রাপকদের তালিকা

ছবি
আজ সন্ধ্যাবেলায় কুমুদ সাহিত্য মেলা কমিটির পক্ষে সংবর্ধনা প্রাপকদের নাম প্রকাশ  করা  হবে।  একসময় ছিল যখন কুমুদ সাহিত্য মেলায় সংবর্ধনা জানানোর জন্য অনুরোধ /আবেদন - নিবেদন করে তালিকা প্রকাশ করা হত। কেউ কেউ ওইদিন জন্মদিন  অনুষ্ঠানে পুরস্কার নিতে আসেন নি। তাদের বাড়িতে গিয়ে আমাকে মানপত্র দিয়ে আসতে হয়েছে! ঠিক এইরকম পরিস্থিতিতে আজ কুমুদ সাহিত্য মেলা অঙ্গুরিত বীজ থেকে বটবৃক্ষ না হলেও চারাগাছ হিসাবে পরিচিত হয়ে উঠেছে। দক্ষিণবঙ্গের ১১ টি জেলা থেকে ৫০+ নামের তালিকা এসেছে বিভিন্ন সোর্স ধরে।  যারা নিয়মিত কুমুদ মেলার দিনে আসেন সেইসব কবি সাহিত্যিকদের আমরা অগ্রাধিকার দিই। খ্যাত - অখ্যাতদের মেলবন্ধনের ৩ রা মার্চ মঙ্গলকোটের  কোগ্রাম হয়ে উঠে সাংস্কৃতিক রাজধানী।   আমরা এবার ২০ জন বিশিষ্টজনদের সম্মান জানাবো, তার তালিকা আজ সন্ধেবেলায় প্রকাশ পাবে। যাদের নাম এবারে থাকছেনা, তাদের আগামী বছর অবশ্যই সম্মান জানাবো।  💐মোল্লা জসিমউদ্দিন ( সম্পাদক কুমুদ সাহিত্য মেলা কমিটি)

বিচার ঘড়ি উদ্বোধনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি

ছবি
বিচার ঘড়ি উদ্বোধনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মোল্লা জসিমউদ্দিন    বুধবার বিকেলে কলকাতা হাইকোর্টের ই গেটে চালু হল জার্জেস ক্লক  / বিচার ঘড়ি। শুভ উদঘাটন করেন প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করন নায়ার রাধাকৃষ্ণন। ছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত সহ বেশ কয়েকজন বিচারপতি।     এরাজ্যে বিচার প্রক্রিয়ায় গতি বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে কলকাতা হাইকোর্ট কর্তৃপক্ষ। ২২ জানুয়ারি অর্থাৎ বুধবার বিকেলে কলকাতা হাইকোর্টের 'ই' গেটে বসলো জাস্টিস ক্লক /বিচার ঘড়ি। যার সূচনা করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করন নায়ার রাধাকৃষ্ণন। জাস্টিস ক্লক আসলে কি?  সেখানে কিভাবে উপকৃত হবেন বিচারপ্রার্থীরা?  জাস্টিস ক্লক আসলে একটি জায়েন এলইডি স্কিন। যেখানে রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা আদালতের ফৌজদারি ও দেওয়ানি মামলার বিস্তারিত তথ্য থাকবে। কতগুলি মামলা বিচারধীন রয়েছে, মামলার পরবর্তী শুনানি কবে, কত মামলার নিস্পত্তি হয়েছে।এইবিধ নানান মামলা সম্পকিত তথ্য থাকবে এই বিচার ঘড়ির মধ্যে। তবে কলকাতা হাইকোর্ট সহ দুটি সার্কিট বেঞ্চের ( জলপাইগুড়ি ও আন্দাবান নিকোবর দ্বীপপুঞ্জ)  অধীনে মা

হাইকোর্টে সিএএ বিরোধী মিছিলে হাঁটলেন আইনজীবীরা

ছবি
হাইকোর্টে সিএএ বিরোধী মিছিলে হাঁটলেন আইনজীবীরা মোল্লা জসিমউদ্দিন    কেন্দ্রীয় সরকারের সিএএ এবং এনআরসির বিরোধিতায় সার্বিক ঐক্য দেখা গেল কলকাতা হাইকোর্ট চত্বরে  । যেখানে জাতীয় কংগ্রেস থেকে বামপন্থী এমনকি এই রাজ্যের শাসক দলের মতাদর্শে বিশ্বাসী আইনজীবীদের একসাথে হাটতে দেখা গেল কেন্দ্রের এনআরসি বাতিলের মিছিলে। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য, কংগ্রেস নেতা  অরুণাভ ঘোষ, আবার রাজ্য তৃনমূল লিগ্যাল সেলের চেয়ারম্যান ভাস্কর বৈশ্য। প্রত্যেকে আলাদা দলের মতাদর্শে বিশ্বাসী হলেও আজ আইনজীবীদের একসূরে সিএএ বিরোধীতা দেখা যায়। সোমবার দুপুরে কলকাতা হাইকোর্টের মেন গেট থেকে সিটি সিভিল আদালতের গেট অবধি কয়েকশো আইনজীবীদের রাজনৈতিক প্লাটফর্মের বাইরে এনআরসি বাতিলের মিছিলে দেখা যায়। এই প্রতিবাদ মিছিলে থাকা কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী মাসুদ করীম বলেন    - " ভারতে বসবাসকারী প্রত্যেককে নাগরিক হিসাবে মান্যতা দিতে হবে। ভোটার কার্ড যদি নাগরিকত্বের প্রমাণ না হয়, তাহলে নির্বাচনগুলিতে ভোটাধিকার প্রাপ্ত কেন্দ্রীয় সরকার কি ভাবে বৈধ হয়?  "।  উল্লেখ্য, এই আইনজীবী জনমা

মেরামতির জন্য বন্ধ মঙ্গলকোটের লোচনদাস সেতু

ছবি
মোল্লা জসিমউদ্দিন       উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সবথেকে ব্যস্ততম সড়কসেতু মঙ্গলকোটের অজয় নদের উপর লোচনদাস সেতুটি এক মাস বন্ধ থাকবে। সেতুর পিচ এবং পিলার মেরামতের জন্য ২১জানুয়ারি থেকে এই সেতুটি বন্ধ হয়েছে । চারচাকার সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে সাইকেল - মোটরসাইকেল সহ পথচারীদের উপর কোন বিধিনিষেধ থাকছেনা বলে প্রশাসন সুত্রে প্রকাশ। পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলা দুটি সংযোগকারী অজয় নদের উপর প্রায় এক কিমি দৈঘ্য বিশিষ্ট লোচনদাস সেতুটির অধিকাংশ সেতু পিলার গুলি বসে গেছে। যার ফলে সেতুর স্বাভাবিক ভরণ ক্ষমতা হারিয়েছে। সেতুর পিলারে বিশেষত নদী গর্ভে থাকা পিলার গুলিতে চিড় ধরেছে। সাথে সেতুর উপর পিচে ছোটবড় গর্তও তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে পূর্ত দপ্তরের মেরামতির প্রস্তাবনায় ৮০ লক্ষ টাকা আর্থিক অনুদান মঞ্জুর করে রাজ্য সরকার। সেই প্রকল্পের কাজ শুরু হয়েছে ২১ জানুয়ারি থেকে। কলকাতা থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের দশের বেশি জেলায় কয়েক হাজার যানবাহন এই সেতুর উপর যাতায়াত করে থাকে। ২১ জানুয়ারি থেকে এই গাড়ি গুলি বর্ধমান শহর থেকে একাধারে কাটোয়ার যাজীগ্রাম - ফুটিসাকো রুটে যাতায়াত করতে হবে। আরেকটি

কুমুদ সাহিত্য মেলার পাশে পরিবহন মন্ত্রী

ছবি
কুমুদ সাহিত্য মেলার পাশে দাঁড়ালেন রাজ্যের পরিবহন মন্ত্রী  স্বপ্ন কোনদিন বাস্তবে এলে, তার বহিঃপ্রকাশ  করার ভাষা খুঁজে পাওয়া যায়না। তবুও মনের অন্দরে থাকা সেই খুশি বা আনন্দ জানাতেই হয়।  গত দশ বছর ধরে মঙ্গলকোটের  কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক এর জন্মদিন উপলক্ষে কুমুদ  সাহিত্য মেলা করে আসছি।এতদিন  কোথাও কোন সরকারি সাহায্য পাইনি। তিনশোর বেশি কবি সাহিত্যিক আসেন, তাঁদের কাছে কোন ডেলিকেট ফি গ্রহণ করেনি এবং করবোও না। বিভিন্ন শুভাকাঙ্ক্ষী ব্যক্তিদের কাছে হাত পাতি।লজ্জা করিনা,অনেকেই সাধ্যমতো সহায়তা করেন। সাংবাদিকতা পেশার আয়ের সিংহভাগ খরচ হয় এই কুমুদ সাহিত্য মেলা ঘিরে। ঠিক এইরকম পরিস্থিতিতে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের পাশে দাঁড়ালেন। রাজ্যের গুরত্বপূর্ণ মন্ত্রীর নজরে কুমুদ সাহিত্য মেলা! এটা উপলব্ধি করতে পেরেই আমরা আপ্লূত।  আগামী ৩ রা মার্চ  আসছেন পান্ডব গোয়েন্দা খাত ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, কবি মন্দাক্রান্তা সেন, বিদ্রোহী কবির নাতনি সোনালি কাজি, সাহিত্য সম্রাটের পঞ্চম বংশধর জয়দীপ চট্টোপাধ্যায়, সাহিত্যক আরণ্যক বসু প্রমুখ। ওইদিন 'মনন' এর  তরফে ১৫০ জন দুস্থদের

মঙ্গলকোটের চাণকে পুলিশের স্বাস্থ্য শিবির

ছবি
মোল্লা জসিমউদ্দিন আমিরুল ইসলাম      সোমবার সারাদিন ব্যাপি   পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির হল মঙ্গলকোটে। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও মঙ্গলকোট থানার সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলকোটের চাণকের আদিবাসী পাড়ায়।আজ প্রায় চারশো  জন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এখানে স্বাস্থ্য পরীক্ষা করান।সমস্ত ধরনের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল এই স্বাস্থ্য শিবিরে। পাশাপাশি রক্ত পরীক্ষার ব্যবস্থা ছিল। এখানে উপস্থিত হয়েছিলেন  পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (কাটোয়া ও কালনা) ধ্রুব দাস,  কাটোয়া এসডিপিও ত্রিদিব বাসু , মঙ্গলকোট থানার ওসি  মিঠুন ঘোষ, কৈচর আইসি সুজিত ভট্টাচার্য প্রমুখ  ।আদিবাসী সম্প্রদায়ের মানুষজন খুশি পুলিশের এই উদ্যোগে। স্থানীয় বাসিন্দা  সোমনাথ কোঁড়া জানান - "পুলিশ এত মানুষের কাছে আসতে পারে তা আজকে বাস্তবে আমরা বুঝলাম ।প্রায় সমস্ত রকম স্বাস্থ্যপরিসেবা আমাদের আদিবাসী পাড়ায় চললো । এজন্য মঙ্গলকোট থানার সমস্ত পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই "।উল্লেখ্য, কয়েকদিন আগে আদিবাসী মহল্লার ৬০ জন ক্ষুদেদে

বিচার ঘড়ির সূচনা করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি

ছবি
মোল্লা জসিমউদ্দিন   এরাজ্যে বিচার প্রক্রিয়ায় গতি বাড়াতে অভিনব উদ্যোগ নিচ্ছে কলকাতা হাইকোর্ট কর্তৃপক্ষ। আগামী ২২ জানুয়ারি কলকাতা হাইকোর্টের 'ই' গেটে বসছে জাস্টিস ক্লক /বিচার ঘড়ি। যার সূচনা করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করন নায়ার রাধাকৃষ্ণন। একথা আজ অর্থাৎ শুক্রবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানালেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায়। জাস্টিস ক্লক  আসলে কি?  সেখানে কিভাবে উপকৃত হবেন বিচারপ্রার্থীরা?  জাস্টিস ক্লক আসলে একটি জায়েন এলইডি স্কিন। যেখানে রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা আদালতের ফৌজদারি ও দেওয়ানি মামলার বিস্তারিত তথ্য থাকবে। কতগুলি মামলা বিচারধীন রয়েছে, মামলার পরবর্তী শুনানি কবে, কত মামলার নিস্পত্তি হয়েছে।এইবিধ নানান মামলা সম্পকিত তথ্য থাকবে এই বিচার ঘড়ির মধ্যে। তবে কলকাতা হাইকোর্ট সহ দুটি সার্কিট বেঞ্চের ( জলপাইগুড়ি ও আন্দাবান নিকোবর দ্বীপপুঞ্জ)  অধীনে মামলাগুলির তথ্য এখনই থাকছেনা বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায়। তবে আগামী দিনে এইসব বেঞ্চের মামলা কেন্দ্রি

বাগমারী মানিকতলা উচ্চবিদ্যালয়ে ৫৮ তম বার্ষিকী

ছবি
বাগমারী - মানিকতলা উচ্চবিদ্যালয়ের ৫৮ তম বার্ষিকী   মোল্লা জসিমউদ্দিন   কলকাতার কাঁকুড়গাছি সংলগ্ন বাগমারী - মানিকতলা গভঃ স্পন্সর্ড উচ্চ বিদ্যালয়ে মহাসমারোহে পালিত হল ৫৮ তম বার্ষিকী। গত বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিনব্যাপি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।কৃতি ছাত্রদের পুরস্কার বিতরণী, ছাত্রদের পরিবেশিত চারুচলা এবং বিজ্ঞান প্রদর্শনী চলে। সেইসাথে কবিতা পাঠ, নৃত্য পরিবেশন তো ছিলই। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি অবধি কৃতিদের বইপত্র উপহার হিসাবে তুলে দেওয়া হয়। 'এল এন্ড টি' সংস্থার তরফে পুরস্কার দেওয়া হয় এদিন। উল্লেখ্য, এই সংস্থাটি  ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণি অবধি আগ্রহী পড়ুয়াদের কম্পিউটার শিক্ষা, স্পোকেন ইংলিশ শিক্ষা প্রদানে শিক্ষক ও বইপত্র বিনামূল্যে সরবরাহ করে থাকে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীদের বিধান শিশু উদ্যানে 'প্রয়াস' বিভাগে কোচিং করানোর ব্যবস্থাও রয়েছে। শুক্রবার বিকেলে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী বাসুদেব মাইতি, স্কুল পরিচালন সমিতির পদাধিকারী শ্রী দেবাশীষ সরকার, প্রধান শিক্ষক ডক্টর দেবীপ্রসাদ আচার্য প

পথহারা বৃদ্ধা কে বাড়ি ফেরালো মঙ্গলকোট থানার পুলিশ

ছবি
পথহারা বৃদ্ধা কে বাড়ি ফেরালো মঙ্গলকোট পুলিশ মোল্লা জসিমউদ্দিন      বছর পঞ্চাশের এক বৃদ্ধা গভীর রাতে পথ হারিয়ে একাকী ছিল চরম অনিশ্চয়তায়। ঠিক সেইসময় টহলরত পুলিশ কর্মীরা তাকে দেখতে পান। "কোথায় বাড়ী?  এত রাতে কি করছেন?  এখানে কারও বাড়ী এসেছেন কিনা?  " এই বিধ নানান প্রশ্নের উত্তর মেলেনি তখন, তাই থানায় এনে রাতের খাবার খাইয়ে মানবিক পুলিশ খুঁজে পেল তার ঠিকানা। ঠিকানা জানবার সাথেসাথেই সেখানকার থানায় খবর দিয়ে তুলে দেওয়া হল পরিবারের হাতে। পরিবারের লোকজন খুবই খুশি পুলিশের এহেন ভূমিকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলকোট থানার সিঙ্গত গ্রামে।মঙ্গলকোট ওসি মিঠুন ঘোষ জানিয়েছেন - " গত বুধবার  গভীররাতে টহলকারী পুলিশের গাড়ি নুতনহাট কাটোয়া সড়কপথে সিঙ্গত বাসস্ট্যান্ড এলাকায় বছর পঞ্চাশের এক বৃদ্ধা কে দেখতে পান। আংশিক স্মৃতিভ্রংশ ওই বৃদ্ধা সঠিক ঠিকানা বলতে পারেননি। তাই আমরা দায়িত্ব করে থানায় এনে ঠিকানা উদ্ধার করে বাড়ির লোকজনদের হাতে তুলে দিই"। জানা গেছে, আরতি সাঁতরা নামে ওই বৃদ্ধা নিকটাত্মীয় বাড়ীতে যাবার সময় ভূল বাসে চেপে পড়লে এই বিপত্তি ঘটে। দেওয়ানদিঘী থানার বালিশা গ্রামে ধানু সাঁতরার স্ত্

রবীন্দ্র ভারতী সোসাইটির ৭৪ তম বার্ষিকী পালন

ছবি
রবীন্দ্র ভারতী সোসাইটির ৭৪ তম বার্ষিকী    মোল্লা জসিমউদ্দিন    বুধবার সন্ধেবেলায় কলকাতার গিরিশপার্ক এলাকায় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রথীন্দ্র মঞ্চে রবীন্দ্র ভারতী সোসাইটির ৭৪ তম প্রতিস্টা বার্ষিকী পালন হল। এই বার্ষিকী পালনের সাংস্কৃতিক অনুষ্ঠানে এসেছিলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়, সাহিত্যিক সবিতেন্দ্র নাথ রায়, বিশ্ববভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর সুজিত কুমার বসু  প্রমুখ।স্বাগত ভাষন দেন আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক সির্দ্ধাথ মুখোপাধ্যায়। তিনি বিগত বছর গুলিতে নানা ধরনের সাংস্কৃতিক উদ্যোগ নেওয়া নিয়ে বিস্তারিত তথ্য পেশ করেন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনে রবীন্দ্র ভারতী সোসাইটির কলাকুশলীরা ছিলেন। এরপর বাংলাদেশের  প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং এপার বাংলার বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত কে সংবর্ধনা জানানো হয় আয়োজক সংস্থার তরফে। 'নহি সামান্য নারী' শিরোনামে নৃত্যানুষ্ঠান  হয়। 'মুক্তি' শীর্ষক গীতি আলেখ্য চলে। এটি পুনার উপাসানা সংস্থার পক্ষে মঞ্চস্থ হয়। পুরো সাংস্কৃতিক অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন শ্রী অলক রায় ঘটক মহাশয়। রবীন্দ

পথ নিরাপত্তা পালনে মঙ্গলকোট থানা

ছবি
মোল্লা জসিমউদ্দিন    দুর্ঘটনা প্রবণ মঙ্গলকোটে পথ দুর্ঘটনা রোধে সক্রিয় ভূমিকা নিল মঙ্গলকোট থানা। এদিন মঙ্গলকোট থানা থেকে নুতনহাট শহর জুড়ে পুলিশের সচেতনা মূলক শোভাযাত্রা বের হয়। বাদশাহী সড়ক পথে হেলমেটহীন চালকদের গোলাপ ফুল উপহার দিয়ে পথদুর্ঘটনার বীভৎসতা নিয়ে প্রচার চালান ওসি মিঠুন ঘোষ মহাশয়।                 

রেলবোর্ড প্রতারণা মামলায় বড় স্বস্তি মুকুল রায়ের

ছবি
মোল্লা জসিমউদ্দিন          মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি শহিদুল্লা মুন্সির ডিভিশন বেঞ্চে সরশুনা প্রতারণা মামলায় শুনানি চলে। সেখানে বাদী এবং বিবাদী উভয় পক্ষের সওয়াল-জবাব শুনে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় - 'পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি মুকুল রায় কে গ্রেপ্তার করা যাবে না। মামলার তদন্তে অগ্রগতি হলে সেটা পুলিশ কে জানাতে হবে ডিভিশন বেঞ্চ কে '। এহেন নির্দেশ অনেকখানি স্বস্তি আনলো বঙ্গ বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায় কে। গত শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী আর্থিক প্রতারণা মামলায় বিজেপি নেতা মুকুল রায়ের জামিনের বিরুদ্ধে কড়া সওয়াল চালিয়ে ছিলেন । তাঁর যুক্তি ছিল -" এই মামলায় ধৃত রাহুল সাউ এর ব্যাংক লেনদেনে ব্যাপক গড়মিল পাওয়া গেছে। উত্তরপ্রদেশ - বিহার - ঝাড়খণ্ড রাজ্যগুলিতে রেলের চাকরি - সদস্যপদ পাইয়ে দেওয়ার নামে এক সিন্ডিকেটের হদিস মিলেছে। এমনকি এক কেন্দ্রীয় মন্ত্রীর এক আপ্ত সহায়কের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা হচ্ছে। তাই মুকুল রায় জামিন পেলে এই মামলার তদন্তে ব্যাঘাত ঘটবে "। অপরদিকে মুকুল রায়ের আইনজীবী এইসব অভিযোগ ভিক্তিহীন দাবি করে রাজনৈতিক প্রত

পাঁচ বছর গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছে সুনীল সাহা সমাজসেবা সংগঠন

ছবি
গরীব মানুষের সেবায় পঞ্চমবর্ষে সুনীল সাহা সমাজসেবা সংস্থা রাজকুমার দাস    অনেকেই সমাজসেবার সাথে যুক্ত থাকে সারাবছর ধরে।কিন্তু একটু ব্যাতিক্রমী ভাবে বিগত পাঁচ বছর ধরে সমাজ কল্যাণের কাজে নিজের স্বর্গীয় বাবার স্মৃতির উদ্দেশ্য তার ছোট ভাই,বোন ও মা কে সাথে নিয়ে গরীবদের সাহায্যের হাত বাড়িয়েছে বেলেঘাটা র জেলে পাড়া শীতলা মন্দিরের বাসিন্দা সোমনাথ সাহা। আর্থিক ভাবে পিছিয়ে পড়া বেশ কিছু  দুঃস্থ ছাত্র ছাত্রীদের বই খাতা পেন সহ  গরীব দের হাতে কম্বল বিতরণ করা হয় সোমবার।স্বর্গীয় সুনীল সাহা ছিলেন উদার মনের একজন সমাজ সেবক কর্মী।তারই সুযোগ্য পুত্র দ্বয় এই প্রথা চালু রেখেছেন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পন্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের সুযোগ্য পুত্র শ্রী মল্লার ঘোষ ,চিত্র সাংবাদিক মৃত্যুঞ্জয় রায়,চিত্রপরিচালক বিমল দে, রাজকুমার দাস,শিউলি গোমস,সাংবাদিক আশীষ বসাক,সুবোধ মল্লিক,জনপ্রিয় অভিনেতা গুড্ডু,কবি পলাশ পাল,সহ একঝাঁক সাংস্কৃতিক প্রিয় মানুষ।সোমনাথ সাহা জানান প্রতি বছর শুধুই বাবাকে স্মরণ করা নয় তার চিন্তাধারাকে এগিয়ে নিয়ে গিয়ে মানুষের সেবাকে পিরম ধর্ম করে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়াটাই মূল উদ্দেশ্য।এই সামা

সরকারি সাহায্য থেকে বঞ্চিত 'কুমুদ সাহিত্য মেলা'

ছবি
কুমুদ সাহিত্য মেলায় সরকারি  সাহায্য মেলেনা   প্রতিবছর ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক এর বাসভবনে 'কুমুদ সাহিত্য মেলা কমিটি' এক সাহিত আসরের আয়োজন করে থাকে। ওইদিন সমাজের বিভিন্নস্তরের গুণীজন দের সম্মানিত করা হয়। টিফিন মধ্যাহ্নভোজনের ব্যবস্থা থাকে। কারও কাছে কোন ডেলিকেট ফি নেওয়া হয়না।সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানে ডেলিকেট ফি হিসাবে নূন্যতম দেড়শ থেকে দুশো টাকা নেওয়া হয়। আমরা গত দশ বছর কারও কাছে নিইনি এবং নেব না।  গত ৯ বছর ধরে রাজ্যে এই ধরনের উদ্যোগ কে অনুপ্রাণিত করতে আর্থিক সহযোগিতা করা হয় সরকারের তরফে  । তবে আমরা সরকারি সাহায্য পাইনা বললেই চলে । স্থানীয় বিধায়ক থেকে প্রশাসন কে লিখিত আবেদন করা সত্বেও কেউ দেখেনি। দেখেনি বলে আমরা হাল ছাড়েনি, শত শত মানুষের কুমুদ সাহিত্য মেলায় আগমন আমাকে অনুপ্রেরণা  জোগায়। সাংবাদিকতা থেকে যা বাৎসরিক বেতনের আয় হয় তার সিংহভাগ খরচ হয়ে যায় এই কুমুদ সাহিত্য মেলায়। জনা দশ শুভাকাঙ্ক্ষী আছেন, যারা যতই ব্যস্ত থাকুন কুমুদ সাহিত্য মেলায় অনুদান সাধ্যমতো দেন। অনেকেই ভিক্ষুক বলে উপহাস করে, আবার কেউ কেউ সিন্ডি

হাসপাতালে কুকুর হত্যা মামলায় চার্জ গঠন শিয়ালদহ আদালতে

ছবি
মোল্লা জসিমউদ্দিন           সোমবার দুপুরে কলকাতার শিয়ালদহ আদালতে এনআরএস হাসপাতালে কুকুর হত্যা মামলার শুনানি হয়।এদিন কুকুর শাবক হত্যায় অভিযুক্ত দুজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হল ।৪২৯, ২০১ এবং ১১ (এল) ধারায় চার্জ গঠন করা হয়। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। এই মামলায় অভিযোগকারী পুতুল রায় প্রথমে সাক্ষ্য দেবেন বলে জানা গেছে। যদিও অভিযুক্তরা নিজেদের নিরপরাধ বলে দাবি রাখে আদালতে । মাস খানেক পূর্বে শিয়ালদহ আদালতে এসিজেম এজলাসে এনআরএস  হাসপাতালে কুকুর হত্যা মামলায় চার্জশিট দাখিল করে এন্টালি থানার পুলিশ। প্রায় ৯ মাস পর ২০৪ পাতা বিশিষ্ট চার্জশিটে দুজন কে পুলিশি রিপোর্টে দোষী হিসাবে অভিযুক্ত করা হয়েছে। যদিও এই মামলায় ৫ জন সন্দেহভাজন ছিলেন। কুকুর হত্যা মামলায় এনআরএস হাসপাতালে নার্সিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী বাঁকুড়ার মৌটুসী মন্ডল এবং নাসিং বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্রী কাকদ্বীপের সোমা মন্ডলের নাম রয়েছে। ঘটনার প্রথমভাগে এরা দুজন গ্রেপ্তার হলেও বর্তমানে ব্যক্তিগত জামিনে মুক্ত রয়েছেন। চার্জশিটে পশু হত্যা, খুনের নৃশংসতা এবং তথ্য প্রমাণ লোপাটের ধারা গুলি আছে।