পোস্টগুলি

নভেম্বর, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পূর্বস্থলী নিয়ে কড়া বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী আজকের কালনার জনসভায়

ছবি
   মোল্লা জসিমউদ্দিন ,  আজ অর্থাৎ শুক্রবার দুপুর দুটোয় পূর্ব বর্ধমানের কালনার অঘোরনাথ স্টেডিয়ামে জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে এই জনসভায় মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চলেছেন,  তার দিকে তাকিয়ে জেলা রাজনৈতিক মহল। একগুচ্ছ প্রশাসনিক উন্নয়ন প্রকল্প তুলে ধরার পাশাপাশি পুলিশ নিয়ে কড়া হতে পারেন মুখ্যমন্ত্রী। এইরুপ আশংকায় কাঁপছে   জেলা পুলিশের বেশকিছু আধিকারিক। চলতি মাসের প্রথম সপ্তাহে পূর্ব বর্ধমানের চারটি থানায় দশের বেশি ঘটনায় বিব্রত জেলা পুলিশমহল। যেখানে মুখ্যমন্ত্রী কে  হস্তক্ষেপ   পর্যন্ত করতে হয়েছে। পুলিশসুপার এক সাব ইনস্পেক্টর, দুই এসিস্ট্যান্ট সাব ইনস্পেকটর,  এক কনস্টেবল কে সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের নির্দেশ পর্যন্ত দিয়েছেন। নবান্নের নির্দেশে আইসির শাস্তিমূলক বদলী হয়েছে। তাই বিশেষজ্ঞরা মনে করছেন - পুলিশি অনুশাসনে কড়া বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। আর এই সম্ভাবনার জন্য জেলা পুলিশের অনেক কর্তায় তটস্থ রয়েছেন বলে জানা গেছে। সর্বশেষ সংযোজন বিষমদের বলি ১২ জনের ঘটনায়। জানা গেছে,  বিষমদের মূল কেন্দ্র রয়েছে ঘটনাস্থলের ওপারে থাকা কালনা থানা এলাকা। নভেম্বর মাসের প্রথম

মুসলিম বঞ্চনার জিগির তুলে লোকসভা নির্বাচনের আসরে অনেকেই

ছবি
মোল্লা জসিমউদ্দিন, লোকসভা নির্বাচনের দামামা বাজতে আর বেশি দেরি নেই। এবার বাংলার দিকে 'পাখির চোখ' করে  রেখেছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি।অপরদিকে তৃনমূল শুধু এই রাজ্যে ৪২ এর ৪২ করা শুধু নয়,  অন্য রাজ্য থেকেও আসন জিতে কেন্দ্রের নির্ণায়ক দল হিসাবে প্রতিস্টা পেতে অত্যন্ত তৎপর। কেন্দ্রের শাসকদল এবং রাজ্যের শাসকদলের ভোট অঙ্কে বাংলার ত্রিশভাগ সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে সবাই ভীষন আগ্রহী। কেননা বাংলার রাজনীতিতে লোকসভার বেশিরভাগ আসনে জেতা - হারার হিসেব পাল্টে দেয় এই সংখ্যালঘু মানুষজন। তাই কট্টর হিন্দুত্বে বিশ্বাসী বিজেপি কে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু দরদি হতে দেখা যাচ্ছে। বিদ্রোহী কবি  কাঁজি নজরুল ইসলাম কে অন্য মোড়কে ব্যবহার করতে আগ্রহ দেখা যাচ্ছে বিজেপির মধ্যে।    বিশেষত লোকসভা নির্বাচনের বিজেপির আহবায়ক মুকুল রায় ইতিমধ্যেই বিভিন্ন মুসলিম সংগঠনের নেতা সহ পীরসাহেব - আলেম - উলেমাদের সাথে যোগাযোগ বাড়াচ্ছেন বলে প্রকাশ । আর এতেই রাতের ঘুম ছুটেছে শীর্ষ তৃনমূল নেতাদের। যদিও তারা প্রকাশ্যে কিছু বলছেন না। বিগত বাম জমানায় মাদ্রাসা সহ ওয়াকফ জনিত আন্দ্রোলন গুলিতে তৃনমূলের একদা সেনাপতি মুকুল রায় কে দেখা

পূর্বস্থলী থানার তোলাবাজি প্রকাশ্যে আনায়, অভিযোগকারী পুলিশি নিরাপত্তা চাইলেন

ছবি
মোল্লা জসিমউদ্দিন  ; মুখ্যমন্ত্রী কে পুলিশের তোলাবাজি নিয়ে অভিযোগ জানানো জের , প্রাণ সংশয়ে পূর্বস্থলীর এক সংখ্যালঘু যুবক।গতকাল অর্থাৎ ১০ নভেম্বর পূর্ব বর্ধমান জেলা পুলিশসুপারের অফিসে প্রাণভয়ে পুলিশি নিরাপত্তা চাইলো পূর্বস্থলীর সেই প্রতিবাদী যুবক। যার পাঠানো অভিযোগে পূর্বস্থলী থানার ডাকমাস্টার ( এএসআই)  কবীরুদ্দিন খান সাময়িক বরখাস্ত হয়েছে এবং সেইসাথে ওই থানার আইসি সোমনাথ দাস  কে    উত্তরবঙ্গে   শাস্তিমূলক বদলীর প্রাপ্তিযোগ ঘটেছে। উল্লেখ্য পূর্বস্থলীর খড়দত্তপাড়ার এক সংখ্যালঘু যুবক থানার বেশকিছু পুলিশ আধিকারিকদের কাছে মিথ্যা মামলায় ফেসে যাওয়ার ভয়ে কালিপুজোর চাঁদা হিসাবে ৫ হাজার টাকা দিতে বাধ্য হয়েছিল। গত ২ নভেম্বর পূর্বস্থলী থানার আরজি পার্টির বিলবইতে পুলিশ অফিসারের সাক্ষর করা রশিদটি পুলিশের বিভিন্ন মহলে পাঠিয়েছেন। তার জেরেই এক এএসআই  পদমর্যাদার পুলিশ অফিসার সাসপেন্ড এবং ইনস্পেক্টর লেভেলের পুলিশ অফিসার কে কম গুরত্বপূর্ণ পদে পাঠানো হয়। অভিযোগকারীর বাড়ীতে উকিল নিয়ে পূর্বস্থলী থানার   এক সাব ইনস্পেক্টর অভিযোগ প্রত্যাহার করতে যায় বলে এলাকাসুত্রে প্রকাশ   । সেইসাথে এক শাসকদলের চট্টপাধ্যায় ন

পূর্বস্থলীর বিতর্কিত আইসি কে ট্রান্সফার করা হল

ছবি
মোল্লা জসিমউদ্দিন,  ছিলেন দক্ষিণবঙ্গের শাঁসালো থানার আইসি, হলেন উত্তরবঙ্গের কম গুরত্বপূর্ণ আদালতের কোর্ট বাবু। নেপথ্যে কালিপুজোর নামে কোটির কাছাকাছি তোলাবাজি। জেলা পুলিশের ভাবমূর্তি ফেরাতে ফের সক্রিয় ভূমিকায় দেখা গেল রাজ্য পুলিশ প্রশাসন কে। দুদিন পূর্বে পূর্বস্থলী থানার  এক এএসআই  কবিরুদ্দিন খান   কে সাময়িক বরখাস্ত করার পর  , ওই থানার আইসি সোমনাথ দাস কে শাস্তিমূলক বদলী করা হল। পুলিশ সুত্রে জানা গেছে,  উত্তরবঙ্গের কালিম্পং মহকুমা আদালতে জিআরও  ( কোর্ট ইনস্পেক্টর)  পদে বদলী করা হয়েছে এই পুলিশ আধিকারিক কে । পুলিশের অপেক্ষাকৃত কম গুরত্বপূর্ণ পদ এটি।গত ২ নভেম্বর পূর্বস্থলীর এক সংখ্যালঘু যুবক থানার জোরপূর্বক চাঁদা তোলার অভিযোগ আইজি পার্সোনাল,  ডিজি,  হোম সেক্রেটারী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী কে তথ্য প্রমাণ সহ পাঠিয়ে ছিলেন। এহেন পুলিশ আধিকারিকদের নামে স্পর্শকাতর অভিযোগ আসায় নড়েচড়ে বসে রাজ্যের সদর প্রশাসনিক দপ্তর। নবান্নের নির্দেশে পূর্ব বর্ধমানের পুলিশসুপার ভাস্কর মুখার্জী নিজে তদন্তে নামেন। আইসি লেভেলের পুলিশ আধিকারিকের বিরুদ্ধে গুরতর অভিযোগ উঠায়   বিশেষ টিম নামানো হয় এক্ষেত্রে  । প্রাথমিকভ

পূর্বস্থলীর সেই পুলিশ আধিকারিক কে সাসপেন্ড করা হলো

ছবি
মোল্লা জসিমউদ্দিন,    অবশেষে পুলিশের ভাবমূর্তি উদ্ধারে তৎপরতা দেখালো পূর্ব বর্ধমানের  জেলা পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধেবেলায় অতিরিক্ত জেলা পুলিশসুপার রাজনারায়ণ মুখার্জীর জরুরী রিপোর্টে পুলিশসুপার ভাস্কর মুখার্জী সাসপেন্ডের নির্দেশিকা জারী করলেন পূর্বস্থলী থানার এএসআই   তথা ওই থানার ডাকমাস্টার কবিরুদ্দিন খানের বিরুদ্ধে। শুধু সাসপেন্ড নয়। তাঁকে খাঁকি পোশাক সহ সরকারী সমস্ত জিনিশ অত্যন্ত দ্রুত জমা দিতে বলা হয়েছে। এহেন পদক্ষেপে আপাতত খুশি পূর্বস্থলীর সেই লিখিত অভিযোগ পাঠানো   প্রতিবাদী যুবক। যে গত ২ নভেম্বর আইজি (পার্সোনাল) ,  ডিজি,  হোম সেক্রেটারি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী কে পূর্বস্থলী থানার কালিপুজোর নামে তোলাবাজির অভিযোগ তথ্যপ্রমাণ সহ পাঠিয়ে ছিলেন । এহেন অভিযোগে নড়েচড়ে বসে রাজ্যের সদর প্রশাসনিক দপ্তর  নবান্ন। এরপরেই চলতি মাসের ৬ তারিখে পুলিশসুপার নিজে এসে ঘটনার সিরিয়াস তদন্ত চালান। তদন্ত চলাকালীন পূর্বস্থলীর এক সাব ইনস্পেকটর কালনা আদালতের এক আইনজীবী কে সাথে নিয়ে অভিযোগকারীর বাড়ী যান অভিযোগ আইনিভাবে তুলে নেবার জন্য বলে স্থানীয় সুত্রে প্রকাশ  । এছাড়া এক পঞ্চায়েত সমিতির পদাধিকারী অভিযোগকা