পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বালিলুটের নিরাপদ করিডর জানুন

দক্ষিণ বঙ্গের বিভিন্ন প্রান্তে বালি ব্যবসায়ীদের কাছে মঙ্গলকোটের অজয় নদের বালির কদরই আলাদা। তাই রাজারহাট কিংবা নিউটাউন সব ইমারতি ব্যবসায়ীদের কাছে মঙ্গলকোট এলাকা ব্যবসায়ীক হিসাবে খুবই গুরত্বপূর্ণ। নামমাত্র এজেন্ট রেখে বিভিন্ন বালিঘাটের ইজারাদার হয়েছে কেউ কেউ। আবার দশ বিশটা ডাম্পার - লরি রেখে সবসময় ছুটছে বালির গাড়ি। অভিযোগ, এদের হাত অনেকদূর, নেতা - পুলিশ - মন্ত্রীদের একাংশকে সন্তুষ্ট রেখে বেপরোয়া চলে এই সিন্ডিকেট। তাই এরা অনেকসময় আইন কানুনের উধ্বে বলা যায় বলে স্থানীয়দের অভিযোগ । মাঝেমধ্যে একটা - দুটো গাড়ী নরমাল কেস দিয়ে আবার পরে ছাড়াও পেয়ে যায় তারা। ঠিক এইরকম পরিস্থিতিতে মঙ্গলকোটের বেশ কয়েকটি সড়ক রুট অত্যন্ত বেহাল হয়ে উঠেছে এই অতিরিক্ত বালি বোঝাই গাড়ি যাতায়াতের জন্য। যার মধ্যে অন্যতম হচ্ছে নুতনহাট থেকে মাথরুণ ৮ কিমি সড়কপথ।এই সড়ক রুটে দু চাকা থেকে চার চাকা ঘন্টায় কুড়ি কিমি গতিবেগে যাওয়াটাও দুস্কর হয়ে পড়ে । একপ্রকার প্রাণ সংশয় ঘটতেও পারে বেশি গতিবেগে গাড়ি চালালে । অথচ এই সড়ক পথে কাটোয়া থেকে গুসকারা রুটে শতাধিক যাত্রীবাহী বাস চলাচল করে থাকে। বাস মালিকদের একাংশ জানাচ্ছেন - এই রুটে গাড়ী চালাতে

হাসনাবাদ বারাসাত রেলরুটে অবরোধ

সঞ্জীবন  সরকার , বসিরহাটের  ভ্যাবলা স্টেশন এ 38 নম্বর রেলগেট  বারবার ভেঙে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ ভ্যাবলা স্টেশন এ স্থানীয় বাসিন্দা ও রেল যাত্রীদের।  হাসনাবাদ শিয়ালদা ডাউন লোকাল আটকে অবরোধ ও বিক্ষোভ এর ফলে হাসনাবাদ বারাসাত লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত ঘটে ।

বিশ্বভারতীর প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য এবার 'কুমুদ সাহিত্য রত্ন' সম্মান পাচ্ছেন

মোল্লা  জসিমউদ্দিন ,   আগামী  ৩ রা মার্চ  মঙ্গলকোটের  কোগ্রামে  পল্লিকবি  কুমুদরঞ্জন  মল্লিকের  বসতভিটায় যে কুমুদ সাহিত্য  মেলা  হতে চলেছে। সেখানে এবার ১১ জন ব্যক্তি কে সম্মান জানানো হবে বলে জানা গেছে। এঁদের  মধ্যে  খ্যাতনামা  ব্যক্তিত্ব যেমন রয়েছেন ঠিক তেমনি অখ্যাত মানুষরাও রয়েছেন সংবর্ধনা প্রাপকদের তালিকায়। পল্লিকবির বাড়ীর আমবাগানে এই উৎসবে  প্রতিবারেরি কয়েকশো  সাহিত্য সংস্কৃতির সাথে যুক্ত ব্যক্তিদের আগমন ঘটে। এবার ' কুমুদ সাহিত্য  রত্ন' সম্মান পেতে চলেছেন কবিগুরু  রবীন্দ্রনাথ  ঠাকুরের গড়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন  ভারপ্রাপ্ত উপাচার্য  তথা অধ্যাপিকা সবুজকলি  সেন  মহাশয়া কে। যিনি সাম্প্রতিককালে ভারত ও বাংলাদেশের দুই রাস্ট্রপ্রধানদের শান্তিনিকেতন সমাবর্তন অনুষ্ঠানে এনে বাঙালি সাহিত্য ধারার গতি কে আরও গতিশীল গড়েছেন। উল্লেখ্য এই বিশ্ববিদ্যালয়ের আচার্য হলেন ভারতের প্রধানমন্ত্রী স্বয়ং এবং এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মান দেশিকোত্তম পুরস্কার প্রাপ্ত সেখ হাসিনা  হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভুমিপুত্র বৈষ্ণব কবি লোচনদাস স্মরণে 'লোচনদাস রত্ন' সম্মান পাবেন  পূর্

হাড়োয়া পুলিশের প্রচেষ্টায় মাধ্যমিক পরীক্ষা দিতে পারলো এক ছাত্রী

সৈয়দ রেজওয়ানুল হাবিবঃ গত  ১২ই ফেব্রুয়ারী,শুরু হলো মাধ্যমিক পরীক্ষা ২০১৯ ৷ রুবিনা খাতুন, পিতা মনিরুল ইসলাম।বাড়ী শালীপুর-হাড়োয়া।সে হাড়োয়া শালিপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে এবার মাধ্যমিক পরীক্ষার্থী, ৷ পরীক্ষা কেন্দ্র গোপালপুর গার্লস স্কুল।সকালে প্রয়োজনীয় কাগজপত্র ব্যাগে নিয়ে যাওয়ার পথে তা হারিয়ে ফেলে৷স্কুলে গিয়ে অপেক্ষা করছিলো।ইতিমধ্যে ঐ প্রয়োজনীয় নথিসহ ব্যাগটি উদ্ধার করে হাড়োয়া থানার পুলিশ৷কাগজপত্র দেখে হাড়োয়া থানার পুলিশ অফিসার গোলাম সাহেব ছুটে যায় গোপালপুর গার্লস স্কুলে।সেখানে গিয়ে রুবিনা খাতুন কে পেয়ে তার হাতে ঐ অ্যাডমিট কার্ডসহ তার হারানোনথি তার হাতে তুলে দেয়।মেয়েটি তারপর পরীক্ষার হলে গিয়ে পরীক্ষায় বসে।পুলিশের কাছে সাধারন মানুষ এতটুকু দায়িত্বশীলতা আশা করে৷এই কাজের জন্য সাধুবাদ জানানো হয় ঐ মেয়ের পরিবারের পক্ষ থেকে।

বাজকুলে ইউনাইটেড ফোরামের ফুটবল টুর্নামেন্ট

জুলফিকার  আলি বাজকুল ইউনাইটেড ফোরামের উদ্দোগে গত ২০ শে জানুয়ারি থেকে চলা স্বর্গীয় আভা মাইতি স্মৃতি  এবং স্বর্গীয় বসন্ত মন্ডল রানিং স্বর্নকাপ আট দলিয় নক আউট ফুটবল প্রতিযোগিতা আজ বাজকুল কলেজ মাঠে শেষ হলো। ফাইন্যলে যে দুটি দল আংশ নেয় মা শীতলা স্পোর্টিং ক্লাব এবং টিচার্স এবং স্টুডেন্ট ফুটবল এসোসিয়েশন। প্রথমার্ধে কোনদল গোল করতে পারেনি।দ্বিতীয়ার্ধে শীতলার নাইজেরিয়ান স্টাকার হেনরী গোল এগিয়ে যায় ওই গোল শোধে জন্য আপ্রান চেষ্ট করেও টিচার্স স্টুডেন্ট এসোসিয়েশন শোধ করতে পারেনি এমন কি পেনাল্টি পেয়েও গোল কিপারে অনবধ্য সেভ দলকে গোল থেকে বঞ্চিত করে। শীতলা গোলকিপার প্রবিত্র মাইতি সারা খেলায় গোট পাঁচেক অবধারিত গোল বাঁচিয়ে খেলায় ম্যান অফ দি হিরো নিবার্চিত হন। চ্যাম্পিয়ন দল রানিং স্বর্নকাপ এবং ফরএভার ট্রফি সহ নগদ ৪০ হাজার টাকা রানার্স দল স্বর্গীয় শ্বেতকন্ঠ দাস স্মৃতি ট্রফি সহ নগদ ৩০ হাজার টাকা লাভ করে। খেলার শেষে পুরস্কার বিতরনী সভা সভাপতিত্ব করেন ইউনাইটেড ফোরামের স্থায়ী সভাপতি তথা এলাকার বিধায়ক অর্ধ্বেন্দু মাইতি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত খেজুরীর বিধায়ক রণজিৎ মন্ডল বিশেষ অতিথি ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়