পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মঙ্গলকোটের গর্ব পল্লিকবির আজ প্রয়াণ দিবস

ছবি
মোল্লা জসিমউদ্দিন, আজ পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের ৪৮ তম প্রয়াণ দিবস। তাঁর বসতভিটে মঙ্গলকোটের কোগ্রামে। প্রতিবছর ৩ রা মার্চ কবির জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলার আয়োজন করে থাকে 'কাটোয়া সাবডিভিশনাল প্রেস কর্নার' নামে এক সংগঠন।  ইতিমধ্যেই গত  আট বছরে শতাধিক গুণীজনদের সংবর্ধনা জানিয়েছে 'কুমুদ সাহিত্য মেলা কমিটি'।                    

হাই প্রোফাইল মামলায় নজরদারি বাড়াচ্ছে মুকুল বলয়

ছবি
মোল্লা জসিমউদ্দিন,   হাতে মাত্র কয়েকটা মাস,  তারপরেই লোকসভা ভোটের দামামা বাজবে গোটা দেশ জুড়ে। নির্বাচনী বিধি শুরু হবে। সেইসাথে 'ফেরার'অভিযুক্তদের গ্রেপ্তারি করতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বারবার জেলা পুলিশ প্রশাসন কে নির্দেশিকা জারি করবে। এবারে নির্বাচন  নিয়ে রাজ্যসরকার  ও কেন্দ্রীয়সরকারের মধ্যে মুখোমুখি লড়াই হতে চলেছে। তা অনেকেই উপলব্ধি করছেন। বিশেষত রামনবমী,  হনুমান জয়ন্তী,  সর্বশেষ রথযাত্রার পেক্ষাপট দুই শিবির কে সামনাসামনিতে দাঁড় করিয়ে দিয়েছে।      তাই লোকসভা নির্বাচনের আগে ভোট করানো নেতা কর্মী বিশেষত যারা বিভিন্ন ফৌজদারি মামলায় অভিযুক্ত,  তাদের 'ফ্রেস' করানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিশেষ সুত্রে প্রকাশ। খুন, ধর্ষণ, ডাকাতি, অস্ত্রপাচার,  গাঁজাপাচার সহ গুরতর জামিন অযোগ্য ধারায় মামলা গুলিতে যেসব রাজনৈতিক নেতা কর্মী অভিযুক্ত রয়েছেন জেলার অন্দরে কিংবা জেলের বাইরে।তাদের জামিন পেতে প্রক্রিয়া শুরু হয়েছে। যাতে লোকসভায় তাদের কে যেমন পাওয়া যায়,  আবার ওয়ারেন্ট নিয়ে নির্বাচন কমিশনের কথা শুনতে না হয়।     বেশ কয়েকটি আদালত সুত্রে প্রকাশ,  তাদের জামিন করানো নিয়ে তৎপরতা শুরু হয়েছে

দলের মন্ত্রীদের সভায় না পেয়ে জমিয়ত সভা মেগা হিট বানালেন সিদ্দিকুল্লাহ

ছবি
মোল্লা জসিমউদ্দিন,  ঘটনা ১,  গত ৩০ নভেম্বর পূর্ব বর্ধমানের কালনায় জনসভায় মুখ্যমন্ত্রী এসেছিলেন। সেখানে দুই বর্ধমানের সব মন্ত্রী,  সাংসদ সহ অধিকাংশ বিধায়কগন হাজির। মঞ্চে নেই শুধু মঙ্গলকোট বিধায়ক তথা জেলার অন্যতম মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী।     ঘটনা ২,  আগামী ১৯ জানুয়ারী ব্রিগেডের সমাবেশ উপলক্ষে ব্লকে ব্লকে প্রস্তুতির জনসভা চলছে। গত ২ ডিসেম্বর মঙ্গলকোট থানার সামনে তৃনমূলের জনসভায় অনুব্রত মন্ডল তার জেলার বিধায়ক তথা মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ কে নিয়ে বিশাল সভা সারলেন। সেখানেও নেই স্থানীয় বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। অথচ আগামী ১৬ ডিসেম্বর মঙ্গলকোটের নুতনহাট বিএড কলেজের সামনের মাঠে জেলা গ্রন্থাগার মেলার প্রস্তুতি নিয়ে এখনও অবধি চার চারটি বৈঠক মঙ্গলকোটে করে গেছেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ। জেলা গ্রন্থাগার মেলা নিয়ে এত প্রস্তুতি  বৈঠক আগে কোথাও হয়েছে কিনা,  তা প্রশাসনের আধিকারিকরাও জানেন না! ঘটনা পরম্পরা দেখে বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী জেলায় জনসভা করে যাচ্ছেন,  সেখানে গড়হাজির জেলারই মন্ত্রী। আবার ব্রিগেড নিয়ে সভা হচ্ছে সেখানেও ব্রাত সিদ্দিকুল্লাহ। তবে আসাম রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে স

সিঙ্গুরে মহামিছিল দেখে সিপিএম কে হাঙ্গরের দল বললেন তৃনমূল নেত্রী

ছবি
মোল্লা জসিমউদ্দিন , শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমানের কালনার অঘোরনাথ স্টেডিয়ামে জনসভা সারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একাধারে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি কেন্দ্রীয় সরকার কে তুলোধুনো করেন তিনি।বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হিসাবে উঠে এসেছে বীরভূমের পাঁচামী এলাকা। এই এলাকায় রাজ্য সরকার ১২ হাজার কোটি টাকার প্রকল্প নিতে চাইছে। তবে কেন্দ্রীয় ছাড়পত্র মিলছেনা। এদিন কালনার জনসভায় মুখ্যমন্ত্রী অভিযোগ তুলে বলেন - কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে  ছাড়পত্র দিচ্ছেনা। তাই কয়েক লক্ষ যুবকের কর্মসংস্থান ঘটছেনা। তবে এক আইএএস অফিসার নাম গোপন রাখার শর্তে জানান - মাটির নিচে অর্থাৎ ভূগর্ভস্থ খনিজ সম্পদ তোলার ক্ষেত্রে অধিকারবলে রয়েছে কেন্দ্রীয় সরকার। তাই তারা সবদিক বিবেচনা করে  সির্দ্ধান্ত গ্রহন করে থাকে। এক্ষেত্রে তাই হয়েছে। আবার আরও একটি সমস্যা রয়েছে এই পাঁচামী এলাকায়। সেটি হল - যারা ভূমিপুত্র আদিবাসী সম্প্রদায় তারাও রাজ্যসরকারের বিরুদ্ধে। গত দুবছর পূর্বে বীরভূমে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় কয়েকজন উচ্চশিক্ষিত আদিবাসী যুবক জেলাশাসক সহ এক দাপুটে শাসকদলের নেতার চোখে চোখ র