পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এবারে কুমুদ সাহিত্য মেলায় কি কি হচ্ছে?

ছবি
আর হাতে মাত্র ২ দিন। এরপরই মঙ্গলবার সারাদিন ব্যাপি চলবে 'কুমুদ সাহিত্য মেলা'। এবারে মেলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বেশকিছু সংগঠন। প্রথমত 'মনন' সংগঠন টি ১৫০ জন দুস্থদের বস্ত্রবিলি ও অন্নভোগের আয়োজন করেছে। 'সুসম্পক' সংগঠন টি ১০০ জন প্রাথমিক পড়ুয়াদের শিক্ষাসামগ্রী দেবে। 'চারুচন্দ্র আর্ট সেন্টার ' সংস্থা টি আমাদের ফ্লেক্স থেকে প্রীতিপত্র প্রায় কাজের ডিজাইন বানিয়েছে। 'ডঃ আর এন ঘোষ মেমোরিয়াল সোসাইটি ' ২ জন কৃতি পড়ুয়াদের আর্থিক সহযোগিতা করছে। 'উদার আকাশ' লিটিল ম্যাগাজিনের তরফে ৩ জন সাংবাদিকদের সংবর্ধনা দেবে।  কুমুদ সাহিত্য মেলা কমিটির আর্থিক দুরবস্থার কথা জেনে স্বয়ং পরিবহন মন্ত্রী মেলা কমিটি কে 'সেফ ড্রাইভ' কর্মসূচি পালনে প্রচারের দায়িত্ব দিয়েছেন। এতে আমরা চিরকৃতজ্ঞ। এর পাশাপাশি জেলা পুলিশ স্বতন্ত্র ভাবে সেফ ড্রাইভ কর্মসূচি পালনে ভূমিকা নেবে বলে অবগত করেছে।  আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হচ্ছে মঙ্গলবার সকাল ৯ টা থেকে। ২৬ জন সর্বমোট সংবর্ধনা পাচ্ছেন। পল্লিকবি কুমুদরঞ্জন  মল্লিক কে নিয়ে স্মরণিকা প্রকাশ হচ্ছে। বেশকিছু বই -

হাইকোর্টে রোজভ্যালী কর্তার জামিন খারিজ হলো

ছবি
মোল্লা জসিমউদ্দিন    শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদের এজলাসে রোজভ্যালী কর্তা গৌতম কুন্ডুর জামিনের আবেদনের শুনানি চলে। উভয় পক্ষের সওয়াল-জবাব শুনে বিচারপতি রোজভ্যালী কর্তার জামিন খারিজ করে দেন। তবে সেইসাথে আরেক অভিযুক্ত ভোক্যাল ক্যান্সারে আক্রান্ত অরুণ মুখোপাধ্যায়ের  চিকিৎসা চলবে সুপার স্পেশালিষ্ট হাসপাতালে বলে নির্দেশিকা জারী হয়েছে। চিকিৎসার সমস্ত খরচ বহন করবে তদন্তকারী সংস্থা ইডি বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে আদেশনামায়। প্রায় ১৮ হাজার কোটি বাজার থেকে বেআইনীভাবে তুলে নেওয়ার মামলায় ইডি গ্রেপ্তার করে রোজভ্যালী কর্তা কে। ২০১৫ সালে জুন মাসে রোজভ্যালী কর্তা সহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে ইডি। প্রায় ৪ বছর ১১ মাস জেলে থাকার পর শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদের এজলাসে জামিনের আবেদন জানান রোজভ্যালী কর্তার আইনজীবী। আরেক অভিযুক্ত অরুণ মুখোপাধ্যায়ের   জামিনের সপক্ষে শারীরিক অসুস্থতার মেডিকেল প্রেসক্রিপশন দেখানো হয়। তবে উভয় পক্ষের সওয়াল-জবাব শুনে বিচারপতি রোজভ্যালী কর্তার জামিন খারিজ করে দেন। তবে আরেক অভিযুক্ত অরুণ মুখোপাধ্যায়

উপভোক্তা নিয়ে সেমিনার মঙ্গলকোটে

ছবি
পারিজাত মোল্লা    বৃহস্পতিবার দুপুরে মঙ্গলকোট ব্লক অফিসে উপভোক্তা বিষয়ক সেমিনার হলো। উপস্থিত ছিলেন বিডিও মুস্তাক আহমেদ, আয়োজক সংস্থার সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। রাজ্য সরকারের উপভোক্তা বিষয়ক ২০১৩ আইন  নিয়ে বিস্তারিত আলোচনা চলে। মঙ্গলকোটের বিভিন্ন প্রান্তের এলাকাবাসী এই সেমিনারে অংশগ্রহণ করেন বলে জানান আয়োজক সংস্থা 'নুতনহাট হসপিটাল পাড়া খাদি উন্নয়ন সমিতি'র  সম্পাদক নজরুল ইসলাম।                                         

সাহিত্যিক ফারুক আহমেদ কে নজরুল রত্ন সম্মান দিচ্ছে কুমুদ সাহিত্য মেলা কমিটি

ছবি
কুমুদ সাহিত্য মেলায় 'নজরুল রত্ন' পুরস্কার পাচ্ছেন কবি ফারুক আহমেদ বিশেষ প্রতিবেদন  কুমুদ সাহিত্য মেলায় ৩ মার্চ ২০২০ কোগ্রাম, মঙ্গলকোটে  'নজরুল রত্ন' পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হবে কবি ফারুক আহমেদকে। কাজী নজরুল ইসলাম-এর জন্ম ২৫ মে ১৮৯৯ সালে তাঁর মৃত্যু হয় ২৯ আগস্ট ১৯৭৬ সালে। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য। বাঙালি মনীষার এক তুঙ্গীয় নিদর্শন নজরুল।  পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দুই বাংলাতেই তাঁর কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তাঁর কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। কবি কাজী নজরুল ইসলাম  পুরস্কার পেয়েছেন স্বাধীনতা পুরস্কার (১৯৭৭),

নিখোঁজ মানসিক অসুস্থ যুবক কে পরিবারের হাতে তুলে দিল কৈচর পুলিশ

ছবি
পারিজাত মোল্লা এক নিখোঁজ মানসিক অসুস্থ যুবক কে বাড়ী ফেরালো মঙ্গলকোটের কৈচর পুলিশ ফাঁড়ির পুলিশ। চলতি সপ্তাহে দুরমুট এলাকায় রুস্তম সেখ নামে এক যুবক কে ইতস্ততভাবে ঘুরাঘুরি করতে দেখা যায়। বিষয়টি স্থানীয় পুলিশ কর্মীরা কৈচর আইসি সুজিত ভট্টাচার্য কে অবগত করান। আইসি জানার সাথেসাথেই ওই যুবক কে ফাঁড়িতে এনে বাড়ীর ঠিকানা জোগাড় করে দ্রুত ডেকে পাঠান পরিবার কে। জানা যায় নদীয়ার তেহট্ট এলাকায় ফরিদপুরে আকাশ সেখের ছেলে রুস্তম বেশ কয়েক বছর ধরে মানসিক অসুস্থ। ছেলে কে পেয়ে খুশি পরিবার। কৈচর পুলিশ ফাঁড়ির মানবিক ভূমিকায় খুশি পূর্ব বর্ধমানের পুলিশমহল।                                      

মাধ্যমিক পরীক্ষার্থীদের ট্রাফিক বিপত্তি এড়াতে সক্রিয় কৈচর পুলিশ

ছবি
মোল্লা জসিমউদ্দিন    রাজ্যের ব্যস্ততম সড়ক রুট হিসাবে পড়ে থাকে বর্ধমান কাটোয়া সড়কপথ। এই পথের মধ্যে পড়ে সদর বর্ধমান, ভাতার, বলগনা, কৈচর, নিগন, শ্রীখণ্ড, কাটোয়া সদরের মত এলাকাগুলি। স্বাভাবিকভাবে এই পথে ছুটে শয়ে শয়ে গাড়ি, তার উপর গত ২২ জানুয়ারি থেকে মঙ্গলকোটের নুতনহাট সংলগ্ন লোচনদাস সেতুর মেরামতি শুরু হওয়ায় এই সড়কপথে গাড়ীর চাপ বেড়েছে বহুগুণ। দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের বেশিরভাগ গাড়ি ঘুরপথে যাচ্ছে বর্ধমান - কাটোয়া সড়করুটে। তাই এই রুটে ট্রাফিক সমস্যা দেখা যায় বেশি। মঙ্গলকোটের নিগন - কৈচর সড়কপথে বেশিরভাগ জায়গা জুড়ে থাকত টোটো গাড়ি। ঠিক এইরকম পরিস্থিতিতে, একাধারে লোচনদাস সেতু সংস্কারে গাড়ী গুলি এই রুটে চলাচল করা, অপরদিকে টোটোর দৌরাত্ম। এই দুইএর মাঝে চলে আসে মাধ্যমিক পরীক্ষা। তাই দ্রুত ট্রাফিক সমস্যা মেটাতে কৈচর পুলিশ ফাঁড়ি স্থানীয় শাসকদলের নেতৃত্বের পাশাপাশি টোটা ইউনিয়নের নেতাদের নিয়ে বৈঠক করে। সেখানে টোটা চালকদের মূল সড়কের সাথে লিংক রোড গুলিতে থাকবার কথা বলা হয়। এর পাশাপাশি  নিগন, কৈচর, বাজার বনকাপাসি সড়কমোড় গুলিতে তিনটি সময়কালে চারজন করে পুলিশ কর্মী দেওয়া হয় ট্রাফিক নিয়ন্ত্রণে।

অঞ্জনা যোগা ফিজিও কেন্দ্রের পরিচালনায় ১৮ তম রাজ্য যোগাসান প্রতিযোগিতা

ছবি
শরীর-মনকে সুস্থ তরতাজা রাখতে যোগাসনের বিকল্প নেই। পৃথিবীর এগিয়ে থাকা দেশগুলিতে যোগাসনের উপর নির্ভরতা ক্রমশ বাড়ছে। সারা দুনিয়ায় যোগাকে জনপ্রিয় করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উদ্যোগী হয়েছেন।  আমাদের দেশেও নতুন করে যোগাসনের জনপ্রিয়তা বাড়ছে। বিভিন্ন রোগের চিকিৎসাতেও যোগাসনের ব্যবহার বাড়ছে। সারা বছরই রাজ্যের বিভিন্ন জায়গায় যোগাসন প্রতিযোগিতাও ক্রমশ বাড়ছে। যাদবপুরের অঞ্জনা যোগা ফিজিও কেন্দ্র বহু বছর ধরে যোগাসন প্রশিক্ষণ দিচ্ছে। সম্প্রতি তাদের 18 তম সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা হয়ে গেল। সহযোগিতায় ছিল বেঙ্গল যোগা জাজেস অ্যাসেম্বলি। রাজ্যের 17 টি জেলা থেকে 987 জন প্রতিযোগিতায় অংশ নেয়। উদ্বোধন করেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবব্রত মজুমদার। প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে উত্তর 24 পরগনার প্রমিতি বর্মন। রানার আপ হয়েছে দক্ষিণ কলকাতার অনুষ্কা চ্যাটার্জী। ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে হাওড়ার সোহম মুখার্জি আর রানার আপ দক্ষিণ কলকাতার দেবজিৎ চন্দ্র।  যোগাসন প্রতিযোগিতার পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়। তাতে অংশ নেয় 67 জন।

বেলেঘাটা কান্ডে ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা যাবে নিহত শিশুর আসল বাবা?

ছবি
মোল্লা জসিমউদ্দিন    সোমবার দুপুরে কলকাতার শিয়ালদহ আদালতে কলকাতা পুলিশের তরফে বেলেঘাটা কান্ডে ডিএনএ পরীক্ষার আবেদন জানানো হয়।মামলার তদন্তকারী পুলিশ অফিসারের এই আবেদন গ্রহণ করেছে শিয়ালদহ আদালত। মৃত শিশুর সঠিক পরিচয় জানতে বাবা ও মায়ের উভয়রেই ডিএনএ পরীক্ষা করা হবে। ডিএনএ পরীক্ষার প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই এনআরএস হাসপাতালের সাথে প্রাথমিক কথাবার্তা সেরে ফেলেছে কলকাতা পুলিশ। এই মুহূর্তে মৃত শিশুর মা পুলিশি হেফাজতে রয়েছে। উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি বেলেঘাটা থানা এলাকায় এক ম্যানহোল থেকে দুমাসের সদ্যোজাত শিশুর  মৃতদেহ উদ্ধার করা হয়। পরে জানা যায় সন্ধ্যা জৈনের সন্তান এটি। পুলিশি তদন্তে মৃতের মা মানসিক অশান্তির জন্য নিজের সন্তান কে খুন করেছে বলে দাবি করে। যদিও প্রাথমিক তদন্তে সন্তান খুনে অপহরণ ত্বত্ত্ব দেখিয়েছিল অভিযুক্তা। পুলিশ জানতে পারে, বিবাহের পূর্বে সন্ধ্যা জৈন হরিয়ানার এক যুবকের সাথে টানা দশ বছর প্রেম চালিয়েছে। হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক চ্যাটিংতে তার প্রমাণ রয়েছে বলে পুলিশের দাবি৷ ঠিক এইরকম পরিস্থিতিতে কলকাতা পুলিশ মৃত শিশু টি অবৈধ সম্পর্কের পরিণতি কিনা তা জানতে ডিএনএ পরীক্ষার আবেদন

টাইম টেবিল বর্ধমান কাটোয়া রেলরুটের

ছবি
পুলকেশ ভট্টাচার্য বর্ধমান থেকে কাটোয়া রেলরুটের ট্রেনের টাইম টেবিল জেনে নিন। দীর্ঘদিন ধরে এই রুটে বড় লাইনের ট্রেন চলাচল করার দাবি ছিল। তা পূরণ হয়েছে।        

২০২০ সালে কুমুদ সাহিত্য রত্ন সম্মান পাচ্ছেন গবেষক স্নেহাশিস চক্রবর্তী

ছবি
২০২০ সালে ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক এর জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলায় 'কুমুদ সাহিত্য রত্ন' পাচ্ছেন গবেষক ও প্রাবন্ধিক স্নেহাশিস চক্রবর্তী। গতবছর বিশ্বভারতীর প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন মহাশয়া পেয়েছিলেন  এই সম্মান।  মোল্লা  জসিমউদ্দিন (সম্পাদক - কুমুদ সাহিত্য মেলা কমিটি)

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুলছে মঙ্গলকোটের লোচনদাস সেতু

ছবি
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুলছে লোচনদাস সেতু মোল্লা জসিমউদ্দিন    মঙ্গলবার দুপুর থেকে শুরু হচ্ছে রাজ্যব্যাপী মাধ্যমিক পরীক্ষা। যাতে পূর্ব বর্ধমান এবং বীরভূমের সীমান্তবর্তী মঙ্গলকোট ও নানুর থানা এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতে কোন অসুবিধা না হয়, সেজন্য সাময়িকভাবে খুলে দেওয়া হচ্ছে অজয় নদের উপর লোচনদাস সেতুর একাংশ। কেননা এই সেতু মেরামতির কাজ এখনও শেষ হয়নি। গত ২২ জানুয়ারি ৮৫ লক্ষ টাকা আর্থিক অনুদানে লোচনদাস সেতুর পিলার সহ পিচের সংস্কারের কাজ শুরু হয়েছে। ঘোষিত দিনক্ষণ হিসাবে আগামী ২২ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা বলা হলেও সংস্কারের সময়সীমা আরও বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও অজয় নদের লোচনদাস সেতু সংস্কারের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সঞ্জীব বাবু জানিয়েছেন - "আগামী ২১ শে ফেব্রুয়ারির মধ্যে আমরা যান চলাচলে পুরোপুরি উপযোগী করে তুলবো "। মঙ্গলকোট ওসি মিথুন ঘোষ জানান - " মঙ্গলবার সকাল থেকেই পুলিশ বাহিনী থাকবে মাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ী এপার ওপার যাওয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের  জন্য " ।  কেউ কেউ আশংকা করছেন - 'লোচনদাস সেতুতে চারচাকা ছোট গাড়ি যাতায়াত শুরু হল

ফের কুমুদ সাহিত্য মেলার উদ্যোগ কে সাধুবাদ উত্তরবঙ্গ মন্ত্রীর

ছবি
ফের কুমুদ সাহিত্য মেলার উদ্যোগ কে সাধুবাদ  উত্তরবঙ্গ মন্ত্রীর  পারিজাত মোল্লা    মঙ্গলকোটের কোগ্রামে  পল্লিকবি  কুমুদরঞ্জন  মল্লিক  এর  জন্মদিন  উপলক্ষে  কুমুদ  সাহিত্য  মেলা কমিটির  উদ্যোগ  কে  সাধুবাদ  জানিয়ে শুভেচ্ছা বার্তা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন  মন্ত্রী  রবীন্দ্রনাথ  ঘোষ  মহাশয় । তিনি গত বছরেও শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন । সম্প্রতি  উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কলকাতা  অফিসে ( মিত্র ভবনে) কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা  জসিমউদ্দিন এর সাথে মন্ত্রী  মহাশয়  পল্লিকবির জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বিস্তারিত জানেন।

অন্ডাল বিমানবন্দর কেন্দ্রিক মনোরেল গড়ার ভাবনা মমতার

ছবি
মোল্লা জসিমউদ্দিন     একাধারে যেমন বাংলার মুখ্যমন্ত্রী কে বাদ দিয়ে কেন্দ্রীয় সরকার  আজ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতায় ইস্ট ওয়েস্ট মেট্রোরেল পরিষেবা চালু করলো, ঠিক সেইরকম পরিস্থিতিতে দুর্গাপুরে সৃজনি পেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে রাঢ় বাংলায় রেল যোগাযোগে গতি বাড়াতে 'মনোরেল' গড়ার প্রস্তাবনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ইস্ট ওয়েস্ট মেট্রোরেলের ভাবনাটি ছিল একদা রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই।  অন্ডাল বিমানবন্দর ঘিরে যে মনোরেল গড়ার প্রস্তাবনা টি এদিন মুখ্যমন্ত্রী দুর্গাপুরে প্রশাসনিক সভায় তুললেন। তাতে পশ্চিম বর্ধমান জেলার পাশাপাশি সীমান্তবর্তী পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলাগুলির মানুষ অত্যাধুনিক রেলযোগাযোগে স্বপ্ন দেখা শুরু করলো।  দুর্গাপুর থেকে একদিকে পুরুলিয়ার রঘুনাথপুর, আবার দুর্গাপুর থেকে বাঁকড়া সদর অবধি মনোরেল গড়ার প্রস্তাবনা টি রাখেন মুখ্যমন্ত্রী। এটি মুলত অন্ডাল বিমানবন্দর ঘিরে রেল ভাবনা টি বলে জানিয়েছেন তিনি।  গত বুধবার বিকেলে দুর্গাপুরে প্রায় তিন কিমি জুড়ে  এনআরসি বাতিলের দাবিতে মিছিল করেন তৃণমূল সুপ্রিমো।বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ দুর

ব্যবসায়ীর মৃত্যুতে ময়নাতদন্তের রিপোর্ট তলব হাইকোর্টের

ছবি
মোল্লা জসিমউদ্দিন    মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সিঁথির এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে এক মামলা দাখিল হয়। তাতে শুনানিতে উভয় পক্ষের আইনজীবীদের সওয়াল-জবাব শুনে ডিভিশন বেঞ্চ নিহত ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুতে ময়নাতদন্তের রিপোর্ট সহ পুলিশ এই ঘটনার প্রথম পর্ব থেকে কি কি ব্যবস্থাগ্রহণ করেছে তার সবিস্তর রিপোর্ট চেয়েছে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে  । ইতিমধ্যেই এই ঘটনার পরিপেক্ষিতে কলকাতা পুলিশ অভিযুক্ত তিন পুলিশ অফিসারদের ক্লোজ করে বিভাগীয় তদন্ত শুরু করেছে। নিহতের পরিবারের পক্ষে সিঁথি থানায় ৩৪ আইপিসিতে ১৬৬, ১৬৬ এ, ৩৩০,৩৪২,৩৪৮ এবং ৩০৪ ধারায় মামলা দাখিল করেছে।উল্লেখ্য, গত সোমবার দুপুরে এক কাগজকুড়ানির চোরাই লোহা সামগ্রী বিক্রির তদন্তে স্থানীয় লোহা ব্যবসায়ী রাজকুমার সাউ (৫৪) কে তলব করে সিঁথি থানার পুলিশ। তাতে পুলিশি হেফাজতে অস্বাভাবিক মৃত্যু ঘটে এই ব্যবসায়ীর। পুলিশের তরফে মৃত্যুর জন্য রোগ কে দায়ী করা হয়। তবে নিহতের পরিবারের দাবি - থানায় পুলিশি জিজ্ঞাসাবাদে মারধর করার জন্য মৃত্যু ঘটেছে। মঙ্গলবার সকালে আরজিকর হাসপাতালে ম্যাজিস্ট্রেটে

ইস্ট ওয়েস্ট মেট্রোরেল সম্প্রসারণে হাইকোর্টের অনুমতি

ছবি
ইস্ট ওয়েস্ট মেট্রোরেল সম্প্রসারণে হাইকোর্টের অনুমতি মোল্লা জসিমউদ্দিন    মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করন নায়ার রাধাকৃষ্ণন এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ইস্ট ওয়েস্ট মেট্রোরেল সম্প্রসারণ নিয়ে মামলার শুনানি চলে। সেখানে ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে নির্মাণকারী সংস্থা কে ইস্ট ওয়েস্ট মেট্রোরেল সম্প্রসারণের অনুমতি দেয়। দীর্ঘ ৬ মাস পর অনুমতি মিললো। মূলত এসপ্লানেট এবং শিয়ালদহের মাঝখানে দুটি ট্যানেলে মেট্রোরেল সম্প্রসারণ করা যাবে। তবে ক্ষতিগ্রস্ত ট্যানেলে এইমুহূর্তে কাজ করা যাবেনা। মাদ্রাজের আইআইটি সংস্থা পুরো ব্যাপারটি নজরদারিতে রাখবে। সেইসাথে ১৫ দিন অন্তর রিপোর্ট পেশ করবে। এই মামলার পরবর্তী শুনানি ৪ সপ্তাহের পর বলে আদালত সুত্রে প্রকাশ।উল্লেখ্য, গত শুনানিতে   কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মেট্রোরেল সম্প্রসারণে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট পেশের সময়সীমা ছিল রাজ্যের। তবে রাজ্যের তরফে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানানো হয়েছিল - 'রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরে মেট্রোরেল সম্প্রসারণ নিয়ে বিশেষজ্ঞরা নেই'। জা

গলসিতে সম্মানিত কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক

ছবি
পারিজাত মোল্লা    মফস্বল সংবাদ পত্রিকা হিসাবে জেলার যেকটি কাগজ ত্রিশ বছর পার করেছে। তার মধ্যে গলসির পুরসা থেকে সেখ নিজাম আলম সম্পাদিত 'সকলের জন্য' পাক্ষিক পত্রিকাটি অন্যতম। প্রতি বছরের মত এ বছরেও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল এই মফস্বল সংবাদপত্রিকা কর্তৃপক্ষ। রবিবার বিকেল থেকে রাত আট পর্যন্ত চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা, আবৃত্তি, নৃত্য সেইসাথে সমাজের বিভিন্নস্তরের মানুষজনের সংবর্ধনা দেওয়া হয়। এই সাংস্কৃতিক সভায় ছিলেন গলসি বিধায়ক অলোক মাঝী, জেলাপরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মেহবুব মন্ডল,  প্রমুখ। এদিন মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক এর জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলার প্রসারের জন্য সাংবাদিক মোল্লা জসিমউদ্দিন এবং এক সাংবাদিক সংগঠনের কর্মকর্তা বৈদ্যনাথ কোনার কে সংবর্ধনা জানানো হয়। উদ্যোক্তাদের পক্ষে পত্রিকা সম্পাদক সেখ নিজাম আলম বলেন " প্রতি বছর পত্রিকার তরফে অপসংস্কৃতি রুখতে এহেন উদ্যোগ নেওয়া হয় "।                                                                        

বিধান শিশু উদ্যানে মুক্তাঙ্গন প্রতিযোগিতা হলো

ছবি
গোপাল দেবনাথ          কলকাতার হাডকো মোড় সংলগ্ন    বিধান শিশু উদ‍্যানে ৪৪ তম মুক্তাঙ্গন প্রতিযোগিতা হলো।রবিবার  সারাদিন ব্যাপি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান টি।  তিন থেকে ষোল  বছর বয়সী ছেলেমেয়েদের নৃত্য,অঙ্কন,রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি,লোকগীতি এবং ভজনের প্রতিযোগিতার আসর বসে । বয়সভিত্তিক চারটি বিভাগে দুহাজারের মতো প্রতিযোগী অংশগ্রহণ করে রাজ‍্যের বিভিন্ন প্রান্ত থেকে। রবিবার সন্ধেবেলায়  সমস্থ বিভাগের ফল ঘোষণা করে প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেন বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক একরাম আলি এবং বিশিষ্ট শিশু সাহিত্যিক সুনির্মল চক্রবর্তী মহাশয় ।বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের স্মরণে সর্বভারতীয় কংগ্রেস নেতা অতুল্য ঘোষ ছোটদের শারীরিক ও মানসিক বিকাশে প্রায় পঞ্চাশ বিঘে আয়তনে বিধান শিশু উদ্যান গড়ে গেছেন উল্টোডাঙ্গা সংলগ্ন হাডকো মোড় এলাকায়।  যোগ ব্যায়াম, তাইকুন্ডু, স্কেটিং প্রভৃতি যেমন রয়েছে। ঠিক তেমনি অঙ্কন,আবৃত্তি,গান শেখার ব্যবস্থা আছে এই সংস্থায়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রাক প্রস্তুতির জন্য কোচিং এর খ্যাতি গোটা বাংলা জুড়ে। রবিবার সারাদিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার

বেশকিছু রেলগেট বন্ধ হচ্ছে বর্ধমান কাটোয়া রেলরুটে

ছবি
মোল্লা জসিমউদ্দিন    এবার বর্ধমান-কাটোয়া রেলপথে বন্ধ হতে চলেছে ৬/৭ টির মত রেলগেট।উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিকল্প রেলরুট হিসাবে এটি কে প্রস্তুত করার জন্য এহেন প্রস্তাবনা রেলদপ্তরের।    অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকার মধ্যে নয়, এমন রেলগেটগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে  পূর্ব রেলের হাওড়া ডিভিশন কর্তৃপক্ষ । মাস খানেক পূর্বে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীদের  সঙ্গে কথা বলে জেলা প্রশাসনকে এ বিষয়ে নি রিপোর্ট পাঠাতে বলেছে রেলের হাওড়া ডিভিশন। জেলা প্রশাসন এই রিপোর্ট  পাঠানোর পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে রেলবিভাগ । কোথাও রেলগেট পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। আবার কোথাও আন্ডারপাস তৈরি করা হচ্ছে বলে জানা গেছে ।পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী সংবাদমাধ্যম কে জানিয়েছেন  - "এখন রেলগাড়ীর  চাপ কম রয়েছে, বেশকিছু  রেলগেট বন্ধ করা হচ্ছে। ধীরে ধীরে আরও রেলগেট বন্ধ করা হবে।'' জানা গেছে ৬ থেকে ৭ টি রেলগেট বন্ধ হতে চলেছে।   জেলা প্রশাসন সূত্রে জানা প্রকাশ , ৫৬ কিমির বর্ধমান-কাটোয়া রেললাইনকে 'বিকল্প রুট' হিসেবে ভাবতে শুরু করেছে রেল কর্তৃপক্ষ। ফলে,

সেমিনার হল হলদিয়া মেলা নিয়ে

ছবি
জুলফিকার আলি    হলদিয়া : হলদিয়া মেলা 2020-- সেই উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হল । 2030 সালে হলদিয়া কি পরিস্থিতিতে যেতে পারে এবং কি পরিবর্তন হতে পারে সেই বিষয় নিয়ে হলদিয়া ট্রেড সেন্টারে ভীষণ হলদিয়া 2030 নামে একটি সেমিনার হয়ে গেল। এই সেমিনারে উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল আদক এবং হলদিয়া উন্নয়ন পর্ষদ এর সিইও মিস্টার হরিশংকর পানিককার,হলদিয়া এনার্জি লিমিটেডের জেনারেল ম্যানেজার রবি চৌধুরী এছাড়া হলদিয়া পেট্রোকেমিক্যালস এর প্লান্ট হেড মিস্টার একে ঘোষ , আরো বিশিষ্ট অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।

বহরমপুরে জমিয়ত উলেমা হিন্দের সভা

ছবি
মোল্লা জসিমউদ্দিন      বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরে জমিয়ত উলেমা হিন্দের পরিচালনায় এক এনআরসি   বাতিলের দাবিতে সভা হল। যেখানে রাজ্যের মন্ত্রী তথা জমিয়ত উলেমা হিন্দের সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী, কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী আনসার মন্ডল প্রমুখ ছিলেন।                   

গলসী সহ দুই বর্ধমানে শুটিং হচ্ছে ভোজপুরি সিনেমার

ছবি
সেখ নিজাম আলম    গলসির রাকোনা গ্রামে রুদ্রা ফিল্ম প্রোডাকশন নিবেদিত উদ্বোধন হলো ভোজপুরি সিনেমা দিল তুজ পে কুরবান।   সংস্থার কর্ণধার অভয় তেওয়ারি জানান, ৭ই ফেব্রুয়ারি থেকে এই সিনেমার শুটিং শুরু হবে পানাগড় দার্জিলিং মোড় থেকে। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন গলসি বিধায়ক অলোক কুমার মাঝি। উপস্থিত ছিলেন গলসি ১ নং ব্লকের তৃণমূল সভাপতি জাকির হোসেন, গলসি ১ পঞ্চায়েত সহ সভাপতি অনুপ চ্যাটার্জী ও রুদ্রা ফিল্ম প্রোডাকশনের কলকাতা ও বোম্বে থেকে আসা সদস্যবৃন্দ।ডিরেক্টর রাজু চৌহান জানান এই ছবিটিতে নায়কের অভিনয় করছেন রিতেশ পান্ডে ও নায়িকার অভিনয় করছেন আয়ূসী তেওয়ারি। সমগ্র প্রোডাকশন দেখাশুনার দায়িত্বে থাকা পিয়ালী পোদ্দার জানান,এই ছবিটি পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার মধ্যে বেশী শুটিং হবে।

মেমারি ১ নং ব্লকে তৃণমূলের মানব বন্ধন কর্মসূচি

ছবি
সেখ সামসুদ্দিন   নো এনআরসি, নো সিএএ, নো এনআরপি ইস্যুতে রাজ্যের ঘোষিত কর্মসূচীতে মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ হতে ব্লকের গোপগন্তার ২ অঞ্চলে রাধাকান্তপুর বাজারে মেমারি মালডাঙা রোডে ৫ জানুয়ারি মানব বন্ধন করা হয়। এই মানব বন্ধনে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য, বিধায়ক নার্গিস বেগম, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, ব্লক যুব কার্যকরী সভাপতি সন্দীপ পরামানিক, সমাজসেবী এম এম মুন্সী, ছাত্র নেতা রাহুল সহ সকল অঞ্চল ও শাখা সংগঠনের নেতৃত্ব। এদিন মেমারি ২ ব্লকের সাতগেছিয়া বাজারে মানববন্ধন কর্মসূচীতে বিধায়িকা সকলের হাতে রাখী বাঁধেন।

উদার আকাশ পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশে শিক্ষামন্ত্রী

ছবি
উদার আকাশ বইমেলা বিশেষ সংখ্যা উদ্বোধন করলেন উচ্চ শিক্ষামন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায়  সংবাদদাতা, কলকাতা: উদার আকাশ কেবল পত্রিকা নয়, আত্মমর্যাদার অভিজ্ঞান। উদার আকাশ কেবল স্লোগান নয়, সুস্থ সমাজ গড়ার অঙ্গীকার। উদার আকাশ দিচ্ছে ডাক, ঘরে ঘরে ক্যা-বিরোধী চেতনা পৌঁছে  যাক।  বিভেদকামী শক্তিকে প্রতিহত করতে জোটবদ্ধভাবে কালা কানুন রুখবার জোরদার আওয়াজ তুলে প্রকাশিত হল উদার আকাশ আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২০ বিশেষ সংখ্যা। বইমেলায় "জাগোবাংলা"র স্টলে 'উদার আকাশ' পত্রিকা আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কলকাতা বইমেলার সাধারণ সম্পাদক ও সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় ও সুধাংশু শেখর দে, অধ্যাপক ও বিশিষ্ট লেখক অভীক মজুমদার, সাংসদ দোলা সেন, বাংলাদেশের কবি ও অধ্যাপক পাবলো শাহি ও ফিরোজা বেগম। এদিন উদ্বোধনের পর উচ্চ শিক্ষামন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায় প্রসংশা করে বললেন, সাহিত্য সংস্কৃতির বিকাশ ঘটাতে "উদার আকাশ" পত্রিকা ও প্রকাশনের গুরুত্ব অসীম। বইমেলা সংখ্যায় গুরুত্বপূর্ণ লেখা প্রকাশিত

পুরুলিয়া জেলা জুড়ে তৃণমূলের মানব বন্ধন কর্মসূচি

ছবি
সঞ্জয় হালদার    পুরুলিয়ার বিভিন্ন ব্লক দল নেত্রী।মমতা ব্যানার্জীর নির্দেশ মত মানব বন্ধন কর্মসুচি পালন করল তৃনমুল কংগ্রেস নেত্রীত্য কাশীপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের(চেয়ারম্যান  তথা বিধায়ক স্বপন কুমার বেলথরিয়া ) ডাকে  হুড়া থেকে লালপুর পর্যন্ত মানব বন্ধন সহ কারে  CAA ও NRC ও NPR এর  বিরুদ্ধে   "প্রতিবাদ মিছিল"ও সঙ্গে ছিলেন হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মা প্রসেনজিৎ মাহাত মহাশয় ও সমস্ত নেত্রী বৃন্দ ।মানবাজার বিধান সভার কেন্দাতে ,পাড়া ব্লকের দুবড়া বাজারে ও বান্দোয়ান বিধান সভার মানবাজার ২নং ব্লকের বারি জাগদা অঞ্চলে,পুরুলিয়া ২নং ব্লকে প্রতিবাদ মিছিল সহকারে পালন করেন।

বিপুল মাদক উদ্ধার স্বরুপনগরে

ছবি
সঞ্জীবন সরকার    সীমান্তে অলটো গাড়ি থেকে ফেন্সিডিল ও গাড়ি আটক চালক পলাতক।।  বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার স্বরূপ দা বাজার এলাকার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে 112 নম্বর ব্যাটালিয়নের জি কোম্পানির সীমান্তরক্ষী বাহিনীর। কর্মরত অবস্থায় আজ বুধবার ভোররাতে হাকিমপুর ও স্বরূপ দা ভারত-বাংলাদেশ সীমান্তের একটি সন্দেহভাজন অলটো গাড়ির চেকিং করতে গিয়ে। গাড়ি সিটের নিচ থেকে প্রায় 280 বোতল ফেনসিডিল উদ্ধার করে সীমান্তরক্ষী বাহিনী। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। চালক পলাতক ।গাড়ি ও ফেনসিডিল উদ্ধার করে স্বরূপনগর থানার পুলিশ হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ।

গিধনিতে হচ্ছে রাজ্য সিনিয়র ভলিবল প্রতিযোগিতা

ছবি
৬২ তম রাজ্য সিনিয়র  ভলিবল চ্যাম্পিয়নশিপ জঙ্গলমহলে পশ্চিমবঙ্গ রাজ্য ভলিবল সংস্থার উদ্যোগে মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং গিধনি স্পোর্টিং ক্লাবের সম্পূর্ণ পরিচালনায় ، গিধনিতে، গিধনি ফুটবল ময়দানে - আয়োজিত হতে চলেছে - ৬২ তম রাজ্য সিনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা ، পুরুষ ও মহিলা উভয় বিভাগ ۔ যেখানে অংশগ্রহণ করবে ২২ টি জেলার পুরুষ ভলিবল দল ও ১২ টি জেলার মহিলা ভলিবল দল ، আজ ৫ ঐ ফেব্রুয়ারী ২০২০ বর্ণাঢ্য  উদ্বোধন হলো এই প্রতিযোগিতার ، চলবে আগামী ৯ ঐ ফেব্রুয়ারী পর্যন্ত ، ডে - নাইট পর্যায়ে খেলাগুলি অনুষ্ঠিত হবে

মুকুল শিশু একাডেমির ১৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ছবি
সৈয়দ রেজওয়ানুল হাবিব     মুকুল শিশু অ্যাকাডেমির ১৫তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেগঙ্গার মির্জানগরে।   সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক, সিরাত নলেজ অ্যাকাডেমির সম্পাদক আবু সিদ্দিক খান মুকুল শিশু অ্যাকাডেমির প্রধান উপদেষ্টা ও অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে কতৃপক্ষকে ভূয়সী প্রশংসা করে বলেন, ছাত্রছাত্রীদের প্রধান কাজ হল পড়াশুনা করা । পড়াশুনাকে তপস্যার মতো করেই করা দরকার । তবে পড়াশুনার সাথে সাথে শরীরচর্চা ও খেলাধূলার বিশেষ প্রয়োজন আছে । কারণ অসমর্থ ও দুর্বল শরীরে কখনো ভালো পড়াশুনা হয় না।এই প্রসঙ্গে তরুণদের উদ্দেশ্যে স্বামীজী বলেছেন "গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে ।" ফুটবল খেলা অর্থাৎ নিয়মিত খেলাধূলা মন ও শরীরকে সতেজ ও সুস্থ রাখে একথা সবাই স্বীকার করে, খেলাধূলা আমাদের মনকে সতেজ করে শরীরকে সুস্থ রাখে । ছাত্রজীবনে অনাবিল আনন্দ দিতে পারে একমাত্র খেলাধূলা ।খেলাধূলার জন্য চাই সবুজ মাঠ । আর এই সবুজ মাঠের অভাব বর্তমানে খুবই প্রকঠ । অভাব থাকা সত্ত্বেও স্কুলে বা যেকোনো শিক্ষা প্রত

রাস্তায় চপ ভেজে বেকারত্বের প্রতিবাদ জানালো বর্ধমান কংগ্রেস

ছবি
সানি প্রসাদ   বেকার সমস্যা নিয়ে রাজ্য ও  কেন্দ্র  উভয় সরকারের উদাসীনতার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ বর্ধমানের কার্জন গেটের কাছে।ব্যস্ত রাজপথের উপরে চপ ভেজে প্রতিবাদ জানানোর  কর্মসূচি পালন করলো জেলা যুব কংগ্রেস। জেলা যুব কংগ্রেসের সভাপতির নেতৃত্বে আন্দোলন হয় এদিন। পথচলতি মানুষের সামনে চপ ভাজা হয়। সেই চপ নাগরিকদের হাতে তুলে দেওয়া হয় । এই অভিনব প্রতিবাদের কারণ হিসেবে জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে; কি কেন্দ্র- কি রাজ্য বেকার সমস্যা নিয়ে  উদাসীন। সংসদে যখন বেকারদের দুর্দশার কথা তুলে ধরা হচ্ছে তখন প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্য মন্ত্রীরা সমস্যার ভয়াবহতা অস্বীকার করছেন। রাজ্যে একইভাবে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্য মন্ত্রীরা বেকারদের সমস্যা কে পাত্তা দিচ্ছেন না। সমস্যা এতটাই ভয়াবহ যে স্নাতকোত্তর যুবকরা ডোমের চাকরির জন্য আবেদন করছেন। অন্যদিকে; চাকরি চাইতে গেলে মোদীজি পকোড়া ভাজতে বলছেন। আর দিদি বলছেন চপ ভাজতে। বেকারদের সমস্যার দিকে কেউ ফিরে তাকাচ্ছেন না। সে কারণেই যুব কংগ্রেস এই প্রতিবাদের আয়োজন করে এবং এর মধ্য দিয়ে সাধারণ মানুষকে প্রতিবাদে শামিল করতে চান তাঁরা।

কবি সম্মেলন হলো বলাগড় বইমেলায়

ছবি
সুভাষ মজুমদার    হুগলি: বলাগড় বইমেলার নবমবর্ষে কবি-সাহিত্যিক সম্মেলন ২রা ও ৩রা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়  ।  এই অনুষ্ঠানে কবিতা ও আবৃত্তি পাঠে অংশ গ্রহণ করেন  বলাগড়ের বিশিষ্ট লেখক-কবি তপন পাল , শিবনাথ মণ্ডল, শ্যামল সমাজদার , আকাশ নট্ট, অনুপ প্রামাণিক, সুমিতা সমাজদার, অনামিকা সেনগুপ্ত, কুলটি (বর্ধমানের) কবি রামচন্দ্র পাত্র , কালনার কবি ও সাংবাদিক পুলক মণ্ডল, চন্দননগরের মুরলী চৌধূরী । কবরী ঘোষের কণ্ঠে কবিতা বিশিষ্ট মাত্রা পায়। আবৃত্তি করেন টিউলিপ ঘোষ ও ব্রততী মিত্র  (পাণ্ডুয়া)।সঞ্চালক  ছিলেন দেবানন্দ বিশ্বাস ও জগদীশ পাল। কবিতাপাঠ , সঙ্গীত , আবৃত্তি সহযোগে বিশিষ্ট লেখক-কবিদের অনুষ্ঠানটি মনোমুগ্ধকর হয়।   জিরাট হাইস্কুল ক্রীড়াপ্রাঙ্গনে নবমবর্ষের বইমেলা ১লা ফেব্রুয়ারি উদ্বোধন হয় । নয়ই  ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠান হবে ।   উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক অসীম মাঝি মহাশয়  ও অন্যান্য বিশিষ্ট মানুষেরা । প্রতিবছরের ন্যায় এবছরও স্মারকসম্মান জানানো হল । স্যার আশুতোষ স্মারকসম্মান পেলেন ডা. সুপ্রিম সাঁধুখা এবং রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় স্মারকসম্মানে ভূষিত করা হয় বিশিষ্ট অভিনেতা দেবপ্রসাদ মুখার্জী বা 

গঙ্গারামপুর মহিলা নির্যাতনের ঘটনায় কলকাতা হাইকোর্টের রিপোর্ট তলব

ছবি
মোল্লা জসিমউদ্দিন    সোমবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করন নায়ার রাধাকৃষ্ণন এর ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানি চেয়ে রবিশঙ্কর চট্টোপাধ্যায় নামে এক আইনজীবী রক জনস্বার্থ মামলা দাখিল করেন। সেখানে গঙ্গারামপুর এলাকার দুই মহিলা কে প্রকাশ্যে দড়ি বেঁধে মারধর করা ভিডিও কান্ডে হস্তক্ষেপ দাবি করা হয়। বিষয়টি শুনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দ্রুত রিপোর্ট তলব করে জেলা লিগ্যাল সার্ভিস অথরিটির কাছে। সেইসাথে এই রিপোর্ট তলব টি স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির চেয়ারম্যান কেও অবগত করা হয়েছে। এদিন মামলার শুনানিতে আবেদনকারী আইনজীবী এজলাসে সওয়ালে জানান - 'যেভাবে দিনের আলোয় দুই মহিলা হাতে পায়ে দড়ি বেঁধে টেনে যাওয়া হচ্ছে। সেইসাথে লাঠিপেটা করা হয়েছে। তা মধ্যযুগীয় বর্বরোচিত ঘটনা। এতে শাসক দলের স্থানীয় জনপ্রতিনিধিরা যুক্ত। কোন ব্যবস্থাগ্রহণ করা হয়নি। চরম আতঙ্কে রয়েছেন ওই দুই নির্যাতিতা মহিলা '। উল্লেখ্য মারধরের ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল ভিডিও হিসাবে আত্মপ্রকাশ করেছে। যদিও এই ঘটনায় জড়িত সন্দেহে জেলা তৃনমূলের তরফে অভিযুক্ত গ্রাম পঞ্চায়েতের উপ

ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে আইনজীবী উপর হামলার মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড

ছবি
মোল্লা জসিমউদ্দিন    এক আইনজীবী ও তার স্ত্রী কে পাথর মেরে খুনের চেস্টা করার মামলায় শিয়ালদহ আদালতে ৭ বছরের সশ্রম কারাদন্ডের রায়দান ঘটলো। শুধু ৭ বছরের সশ্রম কারাদণ্ড নয় ২০ হাজার টাকার জরিমানা অনাদায়ে অতিরিক্ত দুমাসের সশ্রম কারাদণ্ডর উল্লেখ্য রয়েছে। গত শনিবার শিয়ালদহ আদালতে বিচারক জীমূতবাহন বিশ্বাসের এজলাসে এই মামলার রায়দান ঘটে। বিজয় ছেত্রী নামে ওই আসামি ইতিমধ্যেই জেল হেফাজতে রয়েছে। আদালত সুত্রে প্রকাশ, গতবছর ১৯ ফেব্রুয়ারি তাপসকুমার শাসমল নামে এক আইনজীবী সস্ত্রীক ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে প্লাটফর্মে দাঁড়িয়ে ছিলেন ট্রেন ধরবার জন্য।সেসময় দুজন দুস্কৃতি  অল্পবয়সী মহিলা যাত্রীদের উপর  ইভটিজিং করছিল। ওই আইনজীবী ঘটনার প্রতিবাদ করায় রেললাইনে ফেলে মারধর চালায় দুস্কৃতিরা। পাথর মেরে খুনের চেস্টা করা হয়। প্রচুর রক্তক্ষরণ হয় আইনজীবীর। কানে - মাথায় দশের বেশি সেলাই পড়ে। দমদম জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করা হয় দুজন দুস্কৃতির বিরুদ্ধে। এই মামলায় প্রথমভাগে গ্রেপ্তার হয় মূল অভিযুক্ত বিজয় ছেত্রী। এই মামলায় ৯ জন সাক্ষ্য দেয়। শনিবার দুপুরে শিয়ালদহ আদালতে বিচারক জীমূতবাহন বিশ্বাসের এজলাসে এই মামলার

প্লাটিনাম জুবিলী চলছে কলকাতা প্রেসক্লাবে

ছবি
গোপাল দেবনাথ    প্রেসক্লাব কলকাতা এই দেশের সবচেয়ে প্রাচীন সাংবাদিকদের সংগঠন। এখন এই সংস্হার প্লাটিনাম জুবিলি বর্ষ চলছে। সারা বছর ধরে নানা ধরণের সামাজিক কর্মসূচির সাথে গতকাল ৪৪তম কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলার এস.বি.আই অডিটোরিয়ামে এই সাংবাদিকদের সংগঠন এক আলোচনা সভার আয়োজন করে। বিষয় ছিল "সাংবাদিকতা ২০-২০"  এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন সাংবাদিক সুদীপ্ত সেনগুপ্ত, অনিন্দ্য জানা, মৌপিয়া নন্দী, প্রেসক্লাবের সম্পাদক কিংশুক প্রামানিক এবং সভাপতি স্নেহাশীষ শূর। সংবাদপত্র ও টিভি চ্যানেলে তাদের কাজের নানা কর্মপদ্ধতি এবং অতি দ্রুততার সাথে নজর কাড়া ভাবে পরিবেশন করা সম্পর্কে দৃষ্টিপাত করেন। কোনো সেলিব্রিটি ছাড়া কেবল মাত্র বিষয়ের গুনে দর্শকাশন সম্পূর্ণ ভাবে পরিপূর্ণ ছিল। এই অনুষ্ঠানেই কিংশুক প্রামানিকের লেখা প্রথম গল্পের বই "ভালো বাসা আছে ভালোবাসাতে" বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন সাংবাদিক ও সাহিত্যিক রঞ্জন বন্দোপাধ্যায় ও সাংবাদিক ও সাহিত্যিক প্রচেত গুপ্ত। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাব সভাপতি স্নেহাশিষ শূর।

লোচনদাস সেতু খুলবে ২২ ফেব্রুয়ারিতে

ছবি
  পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলার সড়কপথে সংযোগকারী অজয় নদের উপর লোচনদাস সেতুর মেরামতের কাজ চলছে জোরকদমে।  পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নতুনহাট অজয় নদীর উপর রয়েছে লোচনদাস সেতুটি। অত্যাধিক পণ্যবাহী গাড়ী এবং সেতুর পিলার সংলগ্ন বালিঘাটের দৌরাত্ম্যে সেতুটি বিপদজনক হয় গত বছর। রাজ্য সরকার এই সেতু সংস্কারে ৮৫ লক্ষ টাকা আর্থিক অনুদান দেয়।  লোচনদাস সেতুর সংস্কার কাজ শুরু হয়েছে গত ২২ জানুয়ারি থেকে। এর ফলে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে । ঘুরপথে চলছে এই রুটের গাড়ি গুলি। জেলা প্রশাসনিক তরফ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট সময় মত অর্থাৎ ২২ শে ফেব্রুয়ারি গাড়ি চলাচল শুরু হয়ে যাবে ।সংস্কারের কাজ চলছে পুরোদমে। প্রশ্ন উঠছে সেতুর নিচে বেআইনী বালিঘাট বন্ধ না হলে এবং সেতুর উপর দিয়ে অতিরিক্ত পাথর / বালি বোঝাই গাড়ি গুলি বন্ধ না হলে পুনরায় বিপদজনক সেতুর রুপ নেবে বৈষ্ণব কবি নামাঙ্কিত লোচনদাস সেতু।          

কুমুদ সাহিত্য মেলায় কাদের স্মরণ করা হয়?

ছবি
মোল্লা জসিমউদ্দিন (সম্পাদক কুমুদ সাহিত্য মেলা কমিটি)        আপনারা আছেন বলেই আমরা এগিয়ে চলি অবিরত  মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক এর  জন্মদিন  উপলক্ষে গত দশ বছর ধরে আমরা প্রথম পয্যায়ে সাহিত্য আসর, শেষ পয্যায়ে সাহিত্য মেলা করে চলেছি। ওইদিন শুধু পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক কে স্মরণ করে সম্মান জানানো নয়, মঙ্গলকোট যাঁদের স্মৃতিভূমি সেইসব ব্যক্তিত্বদের স্মরণে সম্মান জানায়। বৈষ্ণব কবি লোচন দাস  থেকে বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলাম। প্রত্যেকেরই অতীত রয়েছে এই মঙ্গলকোটে। শুধু বিশ্ব বাঙালি খ্যাত নয় স্থানীয়গত দিক দিয়ে অখ্যাত ব্যক্তিদের স্মরণেও আমরা সম্মান জানিয়ে থাকি। প্রত্নবিদ কেশব বন্দ্যোপাধ্যায় আমার খুব কাছের মানুষ ছিলেন। আজ তিনি নেই, তবে আমরা তাঁকে ভূলিনি। বর্ধমান বইমেলার প্রাণপুরুষ সমীরণ চৌধুরী বলুন কিংবা কাটোয়ার 'উজ্জ্বল নক্ষত্র' পত্রিকার সম্পাদক সমীর ভট্টাচার্য। সেইসাথে আমার প্রয়াত বাবা বিচারক মহম্মদ নুরুল হুদা মোল্লা যিনি ১৯৮৩ সালে বিচারক নিয়োগ পরীক্ষায় টপারদের মধ্যে অন্যতম ছিলেন।দি স্টেটসম্যান, বর্তমান প্রভৃতি পত্রিকায় সাংবাদিকতা করেছেন। ইনি কলকাতা বিশ্বব

মঙ্গলকোটে মায়ের শ্রাদ্ধ তে বস্ত্রবিলি

ছবি
জ্যোতিপ্রকাশ মুখার্জি    মায়ের শ্রাদ্ধতে বস্ত্রবিলি, এহেন মহতি উদ্যোগ দেখা গেল মঙ্গলকোটে।   মায়ের শ্রাদ্ধের দিন দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন পশ্চিম মঙ্গলকোটের গণপুরের বাসিন্দা শুভেন্দু চ্যাটার্জ্জী ও কৃষ্ণেন্দু চ্যাটার্জ্জী। এলাকা সুত্রে প্রকাশ,    বার্ধক্য জনিত কারণে গত ২২ শে জানুয়ারি গণপুর নিবাসী বীথিকা চ্যাটার্জ্জী (৮৪) মারা যান। মায়ের শ্রাদ্ধ এর দিন এলাকার  একশো জন দুস্থের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে ছবি রাণা, ভক্তি রাণারা খুব খুশি। পারিবারিক সদস্যা  তৃপ্তি দেবী বললেন - "আমার শাশুড়ি মা দুস্থদের মধ্যে থাকতে ও তাদের সাহায্য করতে ভালবাসতেন। আমার ভাসুর ও স্বামীও বিভিন্ন সময়ে দুস্থদের সাহায্য করেন।তাই শাশুড়ি মায়ের আত্মার শান্তিকামনার জন্য বস্ত্র বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়"।

রবীন্দ্র ভারতী সোসাইটির বই প্রকাশ করলেন কল্যাণ সেন বরাট

ছবি
মোল্লা জসিমউদ্দিন    সোমবার সন্ধেবেলায় কলকাতা বইমেলার ১৩৩ নং স্টলে    রবীন্দ্র ভারতী সোসাইটির 'কড়ি ও কমল' বইয়ের  শুভ উদ্বোধন করেন কল্যান সেন বরাট । পত্রিকা র সম্পাদক অসিত কৃষ্ণ দে, সাধারন সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় ও সদস্য সদস্যারা

পূর্ব মেদনীপুরে হুল্লোড় মুভিস অভিনয় কর্মশালা শুরু হলো

ছবি
জ্যোতিপ্রকাশ মুখার্জি           কেউ দমদম,কেউ কলকাতা,কেউবা বসিরহাটের বাসিন্দা।প্রত্যেকেই সাংস্কৃতিক জগতের মানুষ।এই সাংস্কৃতিক জগত তাদের একত্রিত করেছে, টেনে এনেছে একটা সাধারণ প্ল্যাটফর্মে।প্রত্যেকের চোখে-মুখে স্বপ্ন একটা প্রকৃত অভিনয় শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলা। অবশেষে তাদের স্বপ্নের "হুল্লোড় মুভিজ অভিনয় কর্মশালা" বাস্তবের রূপ পেল।       গত ১ লা ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুরের মেচেদার শান্তিপুরে একটি হোটেলে এই কর্মশালার উদ্বোধন করেন টলিউডের প্রখ্যাত অভিনেতা রুদ্রনীল ঘোষ। উপস্থিত ছিলেন এমিলি নাগ চৌধুরী, অরুণাভ দত্ত, পুলক মজুমদার ও 'রাখীবন্ধন' সিরিয়ালের ছোট্ট রাখী সহ বাংলা সাংস্কৃতিক জগতের বহু বিশিষ্ট ব্যক্তি।        এই কর্মশালার প্রধান উদ্যোক্তা হলেন ২০১৩ সালে অনুষ্ঠিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলা বিভাগে শ্রেষ্ঠত্বের শিরোপা পাওয়া '৯ নং পেয়ারা বাগান লেন' এর পরিচালক পল্লব মুখার্জ্জী। সংস্হার সভাপতি ও সম্পাদক হলেন যথাক্রমে শক্তিপদ মণ্ডল ও বিশ্বজিৎ মণ্ডল। যুগ্ম আহ্বায়ক মিণ্টু দত্ত ও নবনীল রায়চৌধুরী।         রুদ্রনীল বাবু বললেন - একটা মহৎ উদ্দেশ