পোস্টগুলি

জানুয়ারী, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কোতলপুরে চলছে ভীম মেলা

ছবি
ব্যাসদেব চক্রবর্তী বাঁকুড়া জেলার কোতলপুর ব্লকে সিহড় অঞ্চলে করালীবাগান কালিমাতা ফুটবল একাডেমি ও গ্ৰামের সমস্ত মানুষের উদ‍্যোগে ভীম মেলার অনুষ্ঠান চলছে।উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

সোনারপুরে জেলা সবলা মেলা চলছে

ছবি
উজ্বল বন্দ্যোপাধ্যায় গত মঙ্গলবার থেকে সোনারপুর চাঁদমারির মাঠে শুরু হলো নবম দ: ২৪পরগণা জেলা সবলা মেলা।সোনারপুর থানা থেকে বনাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই মেলার শুভ সূচনা হলো।এদিনের অনুষ্ঠানে ছিলেন খাদ্য প্রকিয়া ও উদ্দান পালন মন্ত্রী আব্দুল রাজ্জাক মোল্লা,বিধায়ক জীবন মুখোপাধ্যায়,বিধায়ক নির্মল মন্দল,জেলা সভাধিপতি শামিমা সেখ,সহ সভাধিপতি শৈবাল লাহিড়ী, অতিরিক্ত জেলাশাসক(সাধারন)শ্যামল মন্দল,মহকুমাশাসক সামা পারভিন, রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান ডাঃ পল্লব দাস,ভাইস চেয়ারপার্সন শান্তা সরকার,জেলাপরিষদের কর্মাধ্যক্ষগন আবিদা পারভিন,সাজাহান মোল্লা,মহামায়া নস্কর, তন্দা পুরকাইত  ও আরো অনেকে।মেলাতে ১৪৫টি স্টল আছে।মেলা চলবে ৫ই ফেব্রুয়ারি পযন্ত।

বইমেলায় ড. হুমায়ুন কবীরের উপন্যাস 'ফাইনাল গাজী ' উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ছবি
বইমেলায় ড. হুমায়ুন কবীরের উপন্যাস 'ফাইনাল গাজী' উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফারুক আহমেদ দক্ষ পুলিশ আধিকারিক ও চলচ্চিত্র পরিচারক  ড. হুমায়ুন কবীরের উপন্যাস "ফাইনাল গাজী" আর্ন্তজাতিক কলকাতা বইমেলায় উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। "দেশ" পত্রিকায় ধারাবাহিক প্রকাশিত হয়েছিল এই উপন্যাসটি। বইমেলাতে বই আকারে প্রকাশিত হল প্রকাশ করল "আনন্দ পাবলিশার্স।" "ফাইনাল গাজী" উপন্যাসটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার, রাজ্যের মন্ত্রী  ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য,  গিল্ডের কর্মকর্তা ত্রিদেব চট্টোপাধ্যায় ও শুধাংশুশেখর দে প্রমুখ। ৪২ বার ঘন্টা বাজিয়ে ৪২তম আর্ন্তজাতিক কলকাতা বইমেলার শুভ সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ফ্রান্সের রাষ্ট্রদূত আলেকজান্ডার জিগারের উপস্থিতিতে প্রবাদ প্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রচিত ৯টি গ্রন্থেরও আনুষ্ঠানিক   উদ্বোধন হল বইমেলার মূল মঞ্চে। এসবিআই অডিটোরিয়ামে বক্তব্য রাখার সময় মুখ্যম

ভাতারে রাস্তা উদঘাটনে জেলা সভাধিপতি

ছবি
সুদিন মন্ডল ভাতার এর বলগোনা গ্রাম পঞ্চায়েত এর ভাটাকুল গ্রামে দুই কিমি পাকা রাস্তার শিলান্যাস করলেন পূর্ব বর্ধমান এর জেলা পরিষদ সভাধিপতি দেবু টুডু। সঙ্গে ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, রূপালি সাহা,মানগোবিন্দ অধিকারী,অমলেন্দু পাল প্রমুখেরা।

তাজপুর রামচরণপুর উচ্চবিদ্যালয়ে বার্ষিকগতি

ছবি
ব্যাসদেব চক্রবর্তী বাঁকুড়ার কোতলপুর এলাকার তাজপুর রামচরনপুর উচ্চ বিদ্যালয় এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হল।উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

ভাতারে আত্মঘাতী সিভিক

ছবি
সুদিন মন্ডল ভাতার এর নিত্যানন্দপুর গ্রামে আত্মঘাতী এক সিভিক ভলেনটিয়ার মৃতের নাম সঞ্জয় ঘোষ।  সোমবার রাতে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ভাতার হসপিটালে তাকে মৃত ঘোষণা করে। মঙ্গলবার তার ময়নাতদন্ত হয়।

সত্যপীরের মিলন মেলা কোতলপুরে

ছবি
ব্যাসদেব চক্রবর্তী বাঁকুড়ার কোতুলপুর ব্লকের রামচক এলাকায় সত‍্যপীরের মিলন মেলা (১বর্ষ) চলছে।উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

নেতাজী সুভাষ স্টেট গেম কোচবিহারে হচ্ছে

ছবি
শিখা ধর আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি কোচবিহার রাজবাড়ি চত্বর মাঠে হবে নেতাজী সুভাষ রাজ্য খেলা।উদ্বোধক থাকছেন মন্ত্রী অরুপ বিশ্বাস, প্রধান অতিথি থাকছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

মেখলিগঞ্জে সেচ প্রকল্পে উপকৃত চাষিরা

ছবি
মেখলিগঞ্জ উত্তরবঙ্গ সমবায় সেচ প্রকল্পের মাধ্যমে জমিতে জল সেচের জন্য পাম্পসেট সহ আনুসঙ্গিক বিভিন্ন উপকরণ পেলেন মেখলিগঞ্জ ব্লকের কৃষকেরা।মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের হাতে ওইসব সামগ্রী তুলে দেওয়া হয়েছে।ব্লকের চ্যাংড়াবান্ধায় ওই সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মেখলিগঞ্জ ব্লকের বিডিও বিরুপাক্ষ মিত্র,পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য হরিপদ অধিকারি প্রমুখ উপস্থিত ছিলেন।বিডিও জানিয়েছেন ব্লকের মোট ৪০ টি চাষিদের দ্বারা গঠিত সমবায় সমিতি এই প্রকল্পের সুবিধা পাবেন।এদিন ২৭ টি সমবায় সমিতির হাতে সেচ সামগ্রী তুলে দেওয়া হয়েছে।বাকিদের হাতেও দ্রুত তুলে দেওয়া সম্ভব হবে বলে তিনি জানান।

মাশরুম চাষে সাফল্য তালডাংরায়

ছবি
সাধন মন্ডল ঘরে বসে কম খরচে বিকল্প আয়ের পথ দেখাচ্ছে বাঁকুড়ার তালডাংরা ব্লক কৃষি বিভাগ। কৃষিআধিকারিক স্বপন কোলে বলেন " আমাদের ব্লকে অনেক বেকার ছেলে রয়েছেন, তাদের মাসরুম চাষকরে অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তুলতে এই উদ্দ্যোগ নিয়েছি।এ ব্যাপারে আমাকে সর্বতোভাবে সাহায্য করে চলেছেন দুলাল চন্দ্র দুলে মশায়।। মূলত তারই উৎসাহে পাঁচমুড়া এলাকার পাঁচ ছয়টি গ্রামে প্রায় একশ জনকে মাসরুম চাষ করানো হয়েছে।এক কথায় যদি ঠিকঠাক ভাবে ফলন হয় তবে এক একজন চাষী আশাতীত ভাবে সাফল্য লাভ করবেন।"  চাষী দুলাল বাবু বলেন " গত বছর আমি কিছু চাষকরি তাতে ভাল সাফল্য আাসে।তখন বিষয়টা এ ডি এ  সাহেবকে বলি এবং তিনি আরো বেশীকরে বীজ আনার ব্যবস্হা করেন।আসলে এটি একটি প্রোটিন জাতীয় নিরামিষ খাদ্য এবং এই চাষে কোনো রাসায়নিক নেই।আর মাসরুম চাষেবাড়তি কোনো জায়গা লাগে না।বাড়ীর মধ্যেই এই চাষ করা যায়।প্রয়োজনে আপনার শোবার খাটের তলায়ও করা  যায়। এর জন্য চাই শুধু একটু উদ্দ্যোগ।           প্রণালী:- চাই কিছু খড়।সেগুলোকে খুব ছোট করে ১/২ ইঞ্চি বা ১ ইঞ্চি সাইজের করে কাটতে হবে। সেগুলো একটা বড় পলিথিন প্যাকেটে অথবা ছোট বাঁশের ঝুড়িতে রাখুন,কিছুটা

আউশগ্রামে পালিত বাংলা আবাস যোজনা দিবস

ছবি
পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ১ নং ব্লকে বাংলা আবাস যোজনা দিবস পালিত হল।স্থানীয় ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির কর্মকর্তারা ছিলেন এই অনুষ্ঠানে।

শ্রমিক মেলা উদ্বোধনে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী

ছবি
সুজিত ঘোষ কুচবিহার শহরের রাসমেলার মাঠে শ্রমিক মেলা ২০১৮ এর শুভ উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ।

বর্ধমান হাসপাতালে বিশেষ গাড়ী প্রদান বিধায়কের

ছবি
সুরজ প্রসাদ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল একটি ব্যাটারি চালিত বিশেষ গাড়ি প্রদান করলেন বর্ধমান-দক্ষিনের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়। এই গাড়ি পেয়ে খুশি রোগীদের পরিবারগুলি।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন এসএফআই এর

ছবি
সুরজ প্রসাদ কলেজে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে,ত্রুটি মুক্ত রেজাল্টে বের করতে হবে সহ বেশ কয়েকদফা দাবীতে ডেপুটেশন দিল এসএফআই এর স্থানীয় নেতৃত্ব ।বর্ধমান  বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডেপুটেশন দেওয়া হয় সংগঠনের তরফে।

হাটগোবিন্দপুরে আবাস যোজনা দিবস পালন

ছবি
সুরজ প্রসাদ বর্ধমান হাটগোবিন্দপুর বনগ্রাম মাঠে বাংলা আবাস যোজনার ঘর বিলি করা হল। এদিন প্রায় ১৩৪৩ জনকে আবাস যোজনার চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। পূর্ব বর্ধমান জেলায়  ৫০১৮৫ জনকে এই প্রকল্পে বাড়ির কাগজপত্র তুলে দেওয়া হয়।

জঙ্গলমহল বাঁকুড়ায় আবাস যোজনা দিবস পালন

ছবি
সাধন মন্ডল বাংলার আবাসযোজনায় জঙ্গলমহলের নেতুরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ১৩৯ জন উপভোক্তার হাতে মানপত্র তুলে দেওয়া হল এক অনুষ্ঠানের মধ্যদিয়ে। অনুষ্ঠানটি হয় গ্রামপঞ্চায়েতের হলঘর চত্বরে।পঞ্চায়েত প্রধান দিপালী দুলে সকল উপভোক্তার হাতে মানপত্র তুলে দিয়ে বলেন - সবাই বাড়ীরপাশে একটি করে শৌচাগার বানাবেন এবং তা নিয়মিতভাবে ব্যাবহার করবেন।আমাাদের পঞ্চায়েত কে নির্মল পঞ্চায়েত ঘোষনা করতে সকলের সহযোগিতা চাই।

রামপুরহাটে চলছে বিদ্যুৎ মেলা

ছবি
তথাগত চক্রবর্তী বীরভূমের রামপুরহাটের বরশাল গ্রামে বিদ্যুৎ পরিষেবা মেলা।এই মেলার বিশেষত্ব হলো এখানে বকেয়া বিল ,নতুন কানেকশন, বিল জমা দেওয়া ছাড়া নানা বিদ্যুৎ  সমস্যার সমাধান ।বিদ্যুৎ চুরি নিয়ে চলে নানান আলোচনা ।

বীরভূমে নিত্যানন্দ জন্মতিথি পালন

ছবি
তথাগত চক্রবর্তী বীরভূমের বীরচন্দ্রপুর নিত্যানন্দ জন্মস্থানে প্রভু নিত্যানন্দ এর জন্মতিথি উপলক্ষ্যে জন সমাগম। উৎসব চলবে আগামী পূর্ণিমার দিন পর্যন্ত। নিতাই বাড়ি, বাঁকারায় বাড়ি, ইসকন মন্দির, গৌড়ীয় মঠ সর্বত্র চলছে অখন্ড হরিনাম, পালা কীর্তন ও হাজার হাজার মানুষের অন্নকূট উৎসব। বসেছে মেলা। আলোর রোশনাই এ সেজেছে একচক্রা ধাম।

চিত্তরঞ্জনে পথ দুর্ঘটনায় জখম ৪

ছবি
নীলাদ্রি ঘোষ চিত্তরঞ্জন স্টেশন রোডে পথ দুর্ঘটনার ঘটনা ঘটল সোমবার l দুর্ঘটনায় গুরুতর আহত হন ৪ জন  l আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক l প্রত্যক্ষদর্শীরা জানান - সকালে  ঝাড়খন্ডের জামতারা রোড ও চিত্তরঞ্জন রোডের সংযোগ স্থলে বিপরীত দিক থেকে আগত দুটি বাইকের মুখোমুখী সংর্ঘষ হয় l  বাইকের আরোহীরা  ছিটকে পড়েন l বাসিন্দারা দ্রুত বাইক আরোহীদের চিত্তরঞ্জন কে জি হাসপাতালে নিয়ে যায় l চিকিৎসকরা জানান -আহতদের এক জনকে প্রথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে l বাকিদের চিকিৎসা চলছে l

সালানপুরে আজাদ হিন্দ ক্লাবের ৬২ তম বার্ষিকী

ছবি
নীলাদ্রি ঘোষ আসানসোল মহকুমার সালানপুর ব্লকের উল্লেখযোগ্য ক্রীড়া প্রতিষ্ঠান আজাদ হিন্দ ক্লাবের ৬২ তম  বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল গত রবিবার l ক্লাবের নিজস্ব ময়দানে এই অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের নিয়ে অঙ্কন , আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় l ক্লাবের পক্ষ থেকে জানানো হয় বয়স ভিত্তিক বিভিন্ন বিভাগে ১৫৭ জন ছাত্র ছাত্রী অংশ নেন l এছাড়াও রেডিও ও দুরদর্শন শিল্পী বিশিষ্ঠ আবৃত্তিকার সৈকত চক্রবর্তীর কবিতা পাঠ ছিল উল্লেখযোগ্য l প্রতিযোগিতার সফল প্রতিযগীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাব সভাপতি  সমাজকর্মী তমাল রায় , তাপস চক্রবর্তী সহ এলাকার গুনিজনেরা l

বাংলা আবাস যোজনা পালন কোচবিহারে

ছবি
সুজিত ঘোষ আজ কোচবিহার শহরে রবীন্দ্র ভবনে বাংলার আবাস বিতরণ দিবস ২০১৮ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ ।

মেখলিগঞ্জে পালিত বাংলা আবাস যোজনা দিবস

ছবি
মেখলিগঞ্জ বাংলার আবাস বিতরণ দিবস সোমবার পালিত হল কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকেও।চ্যাংড়াবান্ধায় নেতাজি কমিউনিটি হলে মেখলিগঞ্জ ব্লক প্রসাশনের তরফে আয়োজিত এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন এলাকার বিধায়ক অর্ঘ্য রায় প্রধান।অনুষ্ঠানের বিষয় নিয়ে মহকুমা শাসক অপ্রতিম ঘোষ,বিডিও বিরুপাক্ষ মিত্র,পঞ্চায়েত সমিতির সভাপতি বর্ণালী রায় প্রমুখ আলোচনা করেন।এদিনের মঞ্চ থেকে বিভিন্ন উপভোক্তাদের হাতে বাংলার আবাস প্রকল্পের নথিপত্র বিলির পাশাপাশি স্কুল পড়ুয়াদের সাইকেলও দেওয়া হয়েছে।এই উপলক্ষে নাচ গানেরও আয়োজন ছিল।