পোস্টগুলি

মে, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

তৃণমূল লিগ্যাল সেলের রক্তদান শিবির

ছবি
মোল্লা জসিমউদ্দিন  শুক্রবার দুপুরে  কলকাতা হাইকোর্ট চত্বরে   তৃণমূল লিগ্যাল সেলের পক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে শতাধিক আইনজীবী রক্তদান করেন। এই কর্মকান্ডেউপস্থিত  ছিলেন আইনজীবী তথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল লিগ্যাল সেলের চেয়ারম্যান ভাস্কর বৈশ্য প্রমুখ। ইতিপূর্বেতৃণমূল লিগ্যাল সেলের পক্ষে সবজির হাট বসানো হয়েছিল কলকাতা হাইকোর্ট চত্বরে।                          

ঈদের নামাজ আদায় হলো

সেখ নিজাম আলম গলসিতে ঈদের নামাজ সুষ্ঠুভাবে। গলসি থানার অধীনে সমস্ত মুসলিমগণ প্রশাসনের নিয়মানুযায়ী নামাজ সম্পন্ন করলেন বলে জানা যায়। এতে গর্বিত গলসি থানার পুলিশ - প্রশাসন। জানা যায়,গলসি থানার কোন গ্রামেই ঈদের নামাজ ঈদগাহে হয়নি। প্রত্যেক গ্রামের পাড়ায় পাড়ায় অল্প সংখ্যক লোকের সমাগমে নামাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। প্রত্যেকে মাস্ক পরে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সুষ্ঠুভাবে নামাজ সম্পন্ন হওয়ায় প্রশাসনিক মহল খুশী। তবে এতবড় ঈদের নামাজ সকলে মিলে একত্রে না পড়ে এইভাবে পাড়ায় পাড়ায় কম সংখ্যক মানুষ নামাজ পড়ার কৃতিত্ব গলসি থানার ওসি দীপঙ্কর সরকারের। কারণ আগে থেকেই এলাকার সমস্ত মসজিদে ঈমামদেরকে গলসি থানার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে স্মরণ করিয়ে দেওয়া হয়,প্রশাসনিক নিয়মানুসারে নামাজ পড়লে তার কোন ব্যাঘাত ঘটবে না। তাই লক ডাউনে নতুনভাবে নামাজ পড়তে প্রশাসনের নিয়মে নামাজ পড়ায় খুশী গলসি থানার পুলিশ। তাই থানার নিয়মে যেমন মানুষ নামাজ পড়েছেন,ঠিক তেমনি নিয়ম সফল হওয়ায় মুসলিমদেরকে সুষ্ঠুভাবে নামাজ পড়ার সুযোগও করে দেওয়া হয় গলসি থানার পক্ষ থেকে।

কলকাতায় সিকিউরিটি গার্ডের করোনা পজিটিভ

ছবি
শ্যামল রায়    ফের করোনাভাইরাস পজিটিভ ধরা পরল কালনা ২ নম্বর ব্লকের বাদলা গ্রাম পঞ্চায়েতের সিমলা গ্রামে। বৃহস্পতিবার বিভিন্ন সূত্রে জানা গিয়েছে যে কলকাতার সিকিউরিটি বিভাগে কাজ করেন সিমলা গ্রামের  এক ব্যক্তি। ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে কোন ভাইরাসের পজেটিভ ধরা পড়ায় কলকাতাতেই ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে ব্লক প্রশাসনের কাছে কোন ভাইরাসের পজিটিভ বিষয় নিয়ে কোনো খবর নেই বলে জানা গিয়েছে। তবে বিভিন্ন সূত্রে খবর ওই ব্যক্তি করো না পজেটিভ ধরা পড়ায় ভর্তি কলকাতার হাসপাতালে। তড়িঘড়ি ব্লক প্রশাসনের তরফ থেকে ওই ব্যক্তির পরিবারের সদস্যদের কালনা ২ নম্বর ব্লকের কিষাণ মান্ডিতে  হোম কোয়ারেন্টাইন এর স্পেশালভাবে এক ঘরে রাখা হয়েছে। বৃহস্পতিবার ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে জানা গিয়েছে যে কোন ভাইরাসের রোগ এমনটাই কঠিন যে তড়িঘড়ি পরীক্ষা করলে ধরা নাও পরতে পারে তাই দুই একদিন  অপেক্ষা করতেএ হবে । কোয়ারেন্টাইনে থাকা ওই পরিবারের সদস্যদের করোণা  ভাইরাসের পরীক্ষা করা হবে এবং তার পর নিশ্চিত হওয়া যাবে পজেটিভ না  নেগেটিভ। তবে ব্লক প্রশাসন এবং স্বাস্থ্য দফতরের কর্মীরা নজরদারি এবং সতর্ক করা

পরিযায়ী শ্রমিকদের নিয়ে তটস্থ নদীয়া

ছবি
শ্যামল রায়   ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকের করোনাভাইরাস এর পজেটিভ ধরা পরল নদীয়া জেলার ভীমপুর থানা এলাকার ভাঙ্গানা গ্রামে। ওই যুবককে আইসোলেশন এ পাঠানো হয়েছে। এলাকা সিল করে দেয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে যে ওই পরিযায়ী শ্রমিক ছত্রিশগড় থেকে বাড়ি ফিরে আসার পরেই স্বাস্থ্য পরীক্ষার সময় ধরা পড়ে কোন ভাইরাসের পজেটিভ। বাড়িতে আসার পর অনেকের সাথে মেলামেশা করেছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। তাই নদীয়া জেলা পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে ওই যুবকের সংস্পর্শে থাকা মোট ১২ জনকে কোয়ারেন্টাইন এ পাঠানো হয়েছে। স্থানীয় সাংসদ তথা প্রাক্তন বিধায়ক মহুয়া মৈত্র জানিয়ে দিয়েছেন যারা আটকে ছিলেন তাদেরকে বাড়ী ফেরার ব্যবস্থা করা হয়েছে, যারা বাড়িতে আসছেন তাদের বাড়িতে থাকার ব্যবস্থা না করে হোম করেন টাইনে পাঠাতে হবে এবং দ্রুত স্বাস্থ্য পরীক্ষার মধ্যে দিয়ে করনা ভাইরাসের সংক্রমণ আছে কিনা চিহ্নিতকরণ করতে হবে। না হলে গ্রামের প্রত্যেকের মধ্যে যদি কোন ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়লে যেমন বিপদ তেমনি এই রোগটি ছড়িয়ে পড়ে তাহলে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে তাই যে যেখানেই

মেমারি পুরসভার প্রশাসক হলেন বিদায়ী পৌরপ্রধান

ছবি
সেখ সামসুদ্দিন    মেমারি পৌরসভার ভোট না হওয়াই আজ থেকে পুরবোর্ডের কার্যকারিতা শেষ হয়ে গেল এবং দুই সদস‍্যের প্রশাসক নিয়োগ করা হল। প্রশাসক বা চেয়ারপার্সন হিসাবে নিয়োগ করা হয় বিদায়ী বোর্ডের চেয়ারম্যান স্বপন বিষয়ী ও সদস‍্য করা হয় ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্তকে। এই দুই সদস‍্যের প্রশাসক বোর্ড কাল থেকে কাজ শুরু করবে।

রমজান সামগ্রী বিলিতে মুরাতিপুরের হাজি সাহেব

ছবি
আমিরুল ইসলাম    ভাতারের এক ব্যবসায়ীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ। পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের মুরাতিপুর গ্রামের বাসিন্দা  হাজী মোহাম্মদ ইউসুফের রয়েছে একটি মুদির দোকান।হাজী মোহাম্মদ ইউসুফের নিজের উদ্যোগে 100 জন দুঃস্থ মানুষদের কে খাদ্য সামগ্রী বিতরণ করলেন আজ। দীর্ঘদিন ধরে চলছে লকডাউন এর ফলে মানুষ কাজ হারিয়ে ফেলেছে এবং গতকাল থেকে আমফানের প্রভাবে একরকম ঘরের মধ্যে বন্দি হয়ে রয়েছেন এলাকার মানুষজন। তাদের কথা চিন্তা করে আজ সকাল থেকেই বাড়ি বাড়ি পৌঁছে দিলেন খাদ্য সামগ্রী ।হাজী মোহাম্মদ ইউসুফের উদ্যোগে খুশী এলাকার মানুষজন। হাজী মোহাম্মদ ইউসুফের জানান, বর্তমান পরিস্থিতিতে লকডাউন এর ফলে কাজ হারিয়েছে এলাকার মানুষ। এরপর শুরু প্রাকৃতিক বিপর্যয় ।সব কথা ভেবে আমি 100 জন দুঃস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলাম ।আগামীতে আবারো মানুষের পাশে থাকার চেষ্টা করব ।

প্রাক্তন প্রধানমন্ত্রীর ২৯ তম মৃত্যুবার্ষিকী

ছবি
নীলাদ্রি ঘোষ    সমগ্র দেশের সাথে প্রাক্তন  প্রধান মন্ত্রী রাজীব গান্ধীর ২৯তম মৃত্যু বার্ষীকি পালিত হল পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকে l স্থানীয় ডাবড় মোড়ে প্রয়াত এই দেশ নেতার মূর্তীতে মাল্য দান করেন স্থানীয় ব্লক কংগ্রেসের সভাপতি রনেন বাগচি , ব্লক যুব কংগেস নেতা বরুন মন্ডল ও সংগঠনের বর্ষীয়ান্ নেতা তথা বিশিষ্ট সমাজ কর্মী পরেশ প্রসাদ প্রমুখ l উপস্থিত সকল বক্তাই তাদের বক্তব্যে দেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক শক্তির কুপ্রভাব ও প্রয়াত নেতার সহজ সরল জীবন ও রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরেন l সভা শেষে স্থানীয় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে করোনার বিরুদ্ধে লড়াই কারী সকল চিকিৎসক , স্বাস্থ্য কর্মী সহ সাফাই কর্মীদের হাতে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয় l স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের হাতে তুলে দেওয়া ফল ও মিষ্টি l

ভাতার - মঙ্গলকোটে করোনা পজিটিভ

ছবি
আমিরুল ইসলাম    খন্ডঘোষ  - সদর বর্ধমান - মেমারি - কেতুগ্রাম - আউশগ্রামের পর একই সাথে মঙ্গলকোট এবং ভাতার ব্লকের দুজন পরিযায়ী শ্রমিকের করোনা পজিটিভ মিললো।স্থানীয় সূত্রে  প্রকাশ মঙ্গলকোটের ওই পরিযায়ী শ্রমিক চেন্নাইয়ে রাজমিস্ত্রীর   কাজে গিয়েছিল। গত ১৫ ই মে চেন্নাই থেকে ট্রেনে পুরুলিয়ায় আসে। এরপর বাসে পুরুলিয়া থেকে বর্ধমান শহরে আসে ওই দুজন শ্রমিক। বর্ধমান শহরে দুদিন আগে লালারস পরীক্ষা হয়। সেইসাথে রিপোর্ট না দেখেই চিকিৎসকরা হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়৷         গতকাল  অর্থাৎ সোমবার সন্ধায় রিপোর্ট  আসে করোনা  পজেটিভ এর। মঙ্গলকোটের নুতনহাট  এলাকাকে সিল করে দেওয়া হয়েছে ।এইমুহূর্তে মঙ্গলকোটের নতুনহাট থমথমে ।মঙ্গলকোটে আক্রান্ত শ্রমিকের পরিবারের    মোট ১৮  জনকে বর্ধমান করোনা হাসপাতালে   নিয়ে যাওয়া হয়েছে। তবে আক্রান্ত কে দুর্গাপুর করোনা হাসপাতালে নিয়ে যেতে মঙ্গলকোট ব্লক প্রশাসনের ব্যাপক গড়িমসি দেখা যায়।    অন্যদিকে  করোনার পজিটিভ রিপোর্ট এলো ভাতারের বড়পোষলা গ্রামে। হরিয়ানায় স্টিল পালিশ এর কাজ করত ওই শ্রমিক । হরিয়ানা থেকে দিল্লি, দিল্লি থেকে ফিরে পশ্চিমবাংলায়। গত ৫ দ

আগামীকাল দিঘায় রোদ দেখা যেতে পারে?

ছবি
জুলফিকার আলি    এই মূহুর্তে কাঁথির সোজা দক্ষিণে ২৫২ কিমি দূরে অবস্থান করছে। শেষ ৬ ঘন্টায় আম্ফান ১৬ কিমি/ঘন্টা বেগে উত্তর-পূর্বে এগিয়েছে। আরো উত্তর-পূর্বে এগিয়ে বিকেল সাড়ে পাঁচটায় সাগরদ্বীপ এলাকায় ল্যান্ডফল করবে। ঐ সময়ে ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ থাকবে প্রায় ১৫৭ কিমি/ঘন্টা। কাঁথিতে বিকেলে অব্দি ঝড়বৃষ্টি বাড়বে। বাতাসের গতিবেগ ৭০/৮০ কিমি হতে পারে। জুনপুট দারিয়াপুর বাঁকিপুট এলাকায় ঝড়ের তান্ডব বেশি হবে। রাতের পরে কাঁথি দীঘা মন্দারমনি এলাকায় ঝড়বৃষ্টি দ্রুত কমতে আরম্ভ করবে। কাল আকাশ রোদ ঝলমলে থাকবে।

নলহাটিতে মিললো দুই করোনা পজিটিভ

ছবি
তথাগত চক্রবর্তী    বীরভূমের নলহাটি টু ব্লকের কুমারসান্ডা গ্রামে বাইরে থেকে আসা দুজনের করোনা  পজেটিভ আসায়। তাদের বাড়ি বাঁশের বেড়া দিয়ে সিল করে দিল প্রশাসন।

রবীঠাকুর - দীপঙ্কর চক্রবর্তী

ছবি
রবীঠাকুর দীপঙ্কর চক্রবর্তী   বোশেখ মাসের আকাশ জুড়ে রবীর সুরে মাতি গাছে গাছে ফুলের ডালি রঙবেরঙের পাখি।। ছোট বড় সবার মনে তোমার আসন পাতা তোমার কথায় সকল সভা হ্রদয়েতে গাঁথা।। সারা মাসে তোমার কথায় সবার মনের কোনে তোমায় নিয়ে বাঁচা মরা লেখায়, গানে,গানে। এই যে কবি,এই যে ঋষী পথ ভোলা এক পথিক আমরা যেন থাকি বেঁচে বুকে নিয়ে অমূল্য এক মানিক।।

আমফান মোকাবিলায় দীঘায় কন্ট্রোল রুমে শুভেন্দু অধিকারী

ছবি
জুলফিকার আলি    দীঘা সেচ দপ্তরের বাংলোর কন্ট্রোলরুমে আধিকারিকদের সাথে সুপার সাইক্লোন আমফান বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত আলোচনা, আগামী 2 দিন এই কন্ট্রোলরুম থেকে পরিস্থিতির উপর নজর রাখবেন  পরিবহন মন্ত্রী এবং আজ এইমূহুর্তে আসন্ন প্রাকৃতিক দূর্যোগের জন্য সশরীরে বিপর্যয় মোকাবিলার যাবতীয় বন্দোবস্ত ঘুরে দেখলেন  যিনি এত প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও নিজের কথা না ভেবে ছুটে গেছেন দীঘা।

ঘোষপুরে ত্রাণ বিলিতে মন্তেশ্বর বিধায়ক

ছবি
সেখ সামসুদ্দিন    মন্তেশ্বর বিধানসভার ঘোষপুর গ্রামে আজ চাল, আলু, সোয়াবিন,  লবণ,  মুসুরির ডাল,  সাবান,  মুড়ি,  কুমড়ো,  তুলে দিলেন বিধায়ক সৈকত পাঁজা। একশো পরিবারের মধ্যে এই খাদ‍্য সামগ্রী প্রদান করা হয়। বিধায়ক বলেন তার বিধানসভা এলাকায় কাউকে অভুক্ত থাকতে দেবে না। যেখানেই মানুষ সমস‍্যায় আছেন খবর পেলেই সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সদা সচেষ্ট।

আরামবাগে ৫০ জন ইমামদের আর্থিক সহযোগিতা প্রদান

ছবি
সুভাষ মজুমদার    আরামবাগ মহাকুমা তে 50 জন ইমাম সাহেব দের হাতে 2000 টাকা করে তুলে দিলেন সামনে ঈদ সেই উপলক্ষে আরামবাগের বিশিষ্ট সমাজসেবী আরামবাগ হোটেল এন্ড রিসোর্ট কর্ণধার শেয়ার মার্কেট বিশেষজ্ঞ সৈয়দ জিয়াজুর  রহমান সাহেব, তিনি বলেন লকডাউন এরপর থেকে সাধারণ মানুষের জন্য তিনি বারবার এগিয়ে গেছেন এছাড়াও পুরোহিতের কথা ভেবে তিনি তার ক্ষুদ্র মত তাদের হাত বাড়িয়ে দিয়েছেন ৷

বরাহনগরে ভ্রাম্যমাণ রক্তদান শিবির

ছবি
সুবল সাহা  সারা বিশ্ব আজ করোনায় আতঙ্কিত। আজ প্রায় পঞ্চাশ দিনের কাছাকাছি হতে চলেছে লকডাউন। তারই মধ্যে চলছে রক্তের ভয়াবহ সঙ্কট । রক্তের অভাবে থ্যালাসেমিয়া থেকে শুরু করে বিভিন্ন রোগে মারা যাচ্ছে বহু মানুষ।  বাদ পড়ছে না শিশুরাও। এই মর্মান্তিক সঙ্কটের পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিভিন্ন জায়গায় চলছে ভ্রাম্যমান রক্তদান শিবির।   দক্ষিণ বরানগরের ১নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ সোনালী সিনেমার কাছে এই অভিনব শিবির করল সমস্ত ক্লাবের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। এই ভ্রাম্যমান রক্তদান শিবিরের উদ্বোধন করেন দমদম লোকসভা কেন্দ্রের  সাংসদ অধ্যাপক সৌগত রায়।  তিনি বলেন, এই সঙ্কটে সময় তৃণমূল কর্মীরা ত্রাণ শিবিরের সাথে সাথে ভ্রাম্যমান  রক্তদান শিবিরের মাধ্যমে  এক দৃষ্টান্তমূলক সমাজসেবায় ব্রতী হয়েছে।  এছাড়াও উপস্থিত ছিলেন বরানগর ১ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট শুভাশিস কর, যুবনেতা নবীন চক্রবর্তী, মহিলা প্রেসিডেন্ট সম্প্রীতি ধর, অনিল সাহা, প্রতীক গুহ ও অন্যান্যরা। ১০০ জন রক্তদাতা এই অভিনব রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। সমগ্র শিবিরটি Peoples

ঘুর্নিঝড় মোকাবিলায় তৈরি ভারত সেবাশ্রম সংঘ

ছবি
ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুত ভারত সেবাশ্রম সংঘ রাজকুমার দাস    ঘূর্ণিঝড় উম্পুন থেকে যেকোনো ধরনের ক্ষয়ক্ষতি রুখতে প্রস্তুত ভারত সেবাশ্রম সংঘের শাখা গুলি। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, ইতিমধ্যেই ভারত সেবাশ্রম সংঘের সুন্দরবনের মৌসুমী দ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ঘোড়ামারা, মহেন্দ্রগঞ্জ, কাকদ্বীপ সহ সুন্দরবন এলাকায় যে সমস্ত শাখা রয়েছে এবং দিঘাতে সংঘের পক্ষ থেকে ঝড়ের আগেই বহু মানুষকে উদ্ধার করে বিভিন্ন সেন্টারে রাখা হয়েছে। তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ।এর পাশাপাশি সংঘের স্বেচ্ছাসেবকরা ঐ সমস্ত শাখাগুলিতে প্রস্তুত রয়েছে ঝড়ের পর যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় ও উদ্ধারকাজে।  তিনি বলেন, ঘূর্ণিঝড় আইলার কথা মাথায় রেখে ওই সমস্ত এলাকায় ইতিমধ্যেই পর্যাপ্ত শুকনো খাবার এবং অন্যান্য ত্রাণসামগ্রী মজুদ করা হয়েছে। প্রয়োজনীয় ওষুধপত্র পৌঁছে গেছে।  ছবি :ফাইল চিত্র।

ঘূর্নিঝড় আমফানে প্রস্তুত উত্তর ২৪ পরগণা

ছবি
ওয়াসিম বারি      ঘূর্ণিঝড় আমফানের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই সম্ভাব্য সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে উত্তর ২৪ পরগণা জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলের মধ্যেই বসিরহাটের উপকূলবর্তী ও নদীতটবর্তী এলাকা থেকে প্রায় ৬০,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে। স্থানান্তরের কাজ এখন ও চলছে। সন্ধ্যার মধ্যেই সর্বসাকুল্যে প্রায় ৭০,০০০ মানুষকে স্থানান্তর করার কাজ সম্পূর্ণ হবে। এর জন্য প্রায় ৪৯৫ টি ক্যাম্প ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। আশ্রয় শিবিরগুলিতে খাবার ও জল, শিশুখাদ্য, জলের পাউচ, স্যানিটাইজার, মাস্ক ইত্যাদির ব্যবস্থা রাখা হয়েছে। মাননীয়া জেলাশাসক ইতিমধ্যেই জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে বৈঠক করেছেন। স্বাস্থ্য দপ্তর সহ সংশ্লিষ্ট  সব দপ্তরকে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। এক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার সঙ্গে সঙ্গে কোভিড সংক্রান্ত অন্যান্য নিয়ম ও মেনে চলা হচ্ছে। মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরের কাজে নিযুক্ত ব্যক্তিদের দেওয়া হয়েছে পিপিই।ইতিমধ্যেই ৩ কোম্পানি NDRF, ১ কোম্পানি SDRF  ও ২ কোম্পানি DMG মোতায়েন করা হয়ে

নিয়মবিধি মেনে জমজমাট বর্ধমানের কার্জন গেট

ছবি
সুরজ প্রসাদ    লকডাউনের মধ্যে দেখা মিলছে বর্ধমানের যানজটের পুরানো চিত্র।শহরের দোকান-পাট খুলতেই, রাস্তায় বারতে শুরু করেছে মোটরসাইকেল থেকে গাড়ির সংখ্যা। বি.সি.রোডের মতো রাস্তা যেখানে নো-পার্কিং জোন ছিলো, এখন সেই রাস্তা পার্কিং জোনে পরিনত হয়েছে। নো-পার্কিং বোর্ডের সামনেই রাখা থাকছে মোটরসাইকেল থেকে গাড়ি। এখন দোকান-পাট খোলায় যানজট আরো বেরেছে, এর ফলে সমস্যায় পরতে হচ্ছে সাধারণ মানুষকে। এই বিষয়ে জেলাপুলিশ সুপার ভাষ্কর মুখার্জী  বলেন, এতো দিন বি.সি.রোডের দোকান গুলি বন্ধ থাকায় রাস্তা ফাঁকা ছিলো। এবার একটু একটু করে দোকান খোলায় মানুষ আসছে, রাস্তার পাশে পার্কিং করে কেনাকাটা করছে। এর জেরে নো-পার্কিং জোনে এখন পার্কিং হচ্ছে, আমরা ব্যবস্থা নিচ্ছি যাতে যানজট তৈরী না হয়।

ধনিয়াখালিতে একশো জন ক্ষত্রিয় পুরোহিতদের খাদ্য সামগ্রী বিলিতে মন্ত্রী

ছবি
সুভাষ মজুমদার    টোলে ১০০ জন ক্ষত্রিয় ব্রাহ্মণ কে খাদ্য সামগ্রী বিতরণ করলেন মন্ত্রী অসীমা পাত্র। এদিন ধনিয়াখালি বসো শিবতলা এলাকার একটি টোলে পাঠরত ছাত্র এবং শিক্ষক দের চাল ডাল সহ  নিত্য প্রয়োজনীয় খাদ্য বিতরণ করেন মন্ত্রী।পাশাপাশি এলাকার পুরোহিতদের ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মন্ত্রী বলেন অন্যান্ন দের পাশাপাশি এই বিধান সভায় একটি ব্রাহ্মণ ট্রাস্ট আছে।লকডাউন পরিস্থতি তে প্রায় সকলেই দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে।সামর্থ্য অনুযায়ী ধনিয়াখালী এলাকার সকল কেই যথাসাধ্য খাদ্য দেবার চেষ্টা করে চলেছি ।লকডাউন পরিস্থিতি যতদিন থাকবে চেষ্টা করে যাবো সকলের পাশে থাকার। উল্লেখ্য এই মহতী কাজে উপস্থিত ছিলেন ধনিয়াখালি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সৌমেন ঘোষ সহ অন্যান্য ব্যক্তিবর্গরা ৷

আমফান মোকাবিলায় তৈরি দিঘা

ছবি
জুলফিকার আলি    হাওয়া অফিসের নির্দেশ অনুসারে ইতিমধ্যেই রাজ্যে আছে পড়তে চলেছে ঘূর্ণিঝড় "আমফান" ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা, শংকরপুর, তাজপুর, মন্দারমনি এলাকা জুড়ে বাড়তি সতর্কতা জারি করেছে জেলা প্রশাসনের তরফ থেকে। আবহাওয়াবিদরা বলছেন, আগামী ২০ শে মে বিকেল এবং সন্ধের সময় দীঘা হয়ে তা বাংলাদেশে চলে যাওয়ার সময় পশ্চিমবঙ্গে ব্যাপক তাণ্ডব চালিয়ে যাবে। কাল বিকেল বা সন্ধ্যে থেকেই ঘন্টায় ৪০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে শুরু করতে পারে বলে জানা যাচ্ছে। তার সঙ্গেই ভারী ও অতি ভারী বর্ষনের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। তবে ঝোড়ো হওয়ার সঙ্গে ভারী বর্ষণ আগামী কাল থেকে এই তিন জেলার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও নদীয়া জেলাকে ব্যতিব্যস্ত করে রাখবে বলেই মনে করা হচ্ছে। ফলে, আগামী কয়েক দিন ধরেই যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে এই ঘূর্ণিঝড়। ইতি মধ্যেই প্রশাসনের তরফে সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের সময়ে কি করা উচিত আর কি করা উচিত নয়, তার একটি তালিকা জন সাধারনের সুবিধার জন্য তুলে ধরা হ

মেমারির দশ নং ওয়ার্ডে রমজান সামগ্রী বিলিতে ভাইস চেয়ারম্যান

ছবি
সেখ সামসুদ্দিন    মেমারি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত নিজ ১০ নং ওয়ার্ডে ঈদ উৎসবের প্রাক্কালে রমজান মাসের রোজদারদের হাতে ইফতারের সামগ্রী তুলে দেওয়া হয়। চতুর্থ লকডাউনের প্রথম দিনে সত্তর জন রোজদারের হাতে শসা, কলা, আম, তরমুজ, বড় লেরো বিস্কুট, মুড়ি, লস‍্যি, চিনি, সিমুই, ঘি ইত্যাদি খাদ‍্য সামগ্রী প্রদান করা হয়। ভাইস চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন মেমারি ব্লক শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক, সমাজসেবী শুভেন্দু গুহ, সোনা বিশ্বাস, জাহির সহ ওয়ার্ড কমিটির সদস‍্যবৃন্দ।

করোনায় ত্রাণ বিলিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা

ছবি
কবিরুল ইসলাম   বর্ধমান ইউনিভার্সিটি র প্রাক্তন ছাত্র ছাত্রী আর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক কাঞ্চন কামিল্যা স্যার এর উদ্যোগে ত্রাণ বিতরণ করা হচ্ছে।05/05/2020 তারিখে প্রথম পূর্ব বর্ধমান জেলার সরাইটিকর গ্রামপঙ্চায়েতের অন্তরগত মির্জাপুর ডাঙ্গাপাড়াতে 50টা পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়েছে। তারপর 11/05/2020 তারিখে খেতিয়া ও রাইন-2 নাম্বার গ্রাম পঞ্চায়েত অন্তর্গত খৈড্ডা, তেঁতুলিয়া,ভিটা ডাঙ্গাপাড়াতে 125 টা দুঃস্থ পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হলো।17/05/2020 তারিখে কাঞ্চননগর ও তার আসে পাশের 50 টা পরিবারের হাতে ত্রাণ বিতরণ করা হলো‌।আর যারা সবার পক্ষ থেকে ত্রাণ নিয়ে গিয়েছিলো বা যাচ্ছে তারা হলো সূর্য কান্ত দত্ত, কৌশল দাস,সেখ আজিজুল হক,সায়ন রায়, বনবিহারি সাউ ও দীপঙ্কর সাহা।

অবশেষে হুগলিতে চালু হল ইন্টারনেট , হাইকোর্ট কে জানালো রাজ্য

ছবি
মোল্লা জসিমউদ্দিন (টিপু)     আজ অর্থাৎ রবিবার থেকে হুগলিতে চালু হচ্ছে স্বাভাবিক ইন্টারনেট পরিষেবা। শনিবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণন এবং বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে এজি কিশোর দত্ত জানান - 'ভদ্রেশ্বরের  তেলিনিপাড়ায় এক গন্ডগোলের জেরে শ্রীরামপুর এবং চন্দননগর মহকুমা এলাকায় বিক্ষিপ্ত উত্তেজনার ঘটনা ঘটে। গুজবে যাতে অশান্তি না হয় সেজন্য হুগলি জেলা পুলিশ ও প্রশাসন গত ১২ মে থেকে ১৭ মে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখে বিজ্ঞপ্তি জারী করে। বর্তমানে ওই এলাকায় কোন অশান্তি নেই। এখন স্বাভাবিক,তাই রবিবার থেকে স্বাভাবিক হচ্ছে ইন্টারনেট পরিষেবা '। যদিও এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী শুক্রবার। উল্লেখ্য, মে মাসের ১১ তারিখে হুগলির ভদ্রেশ্বর এলাকায় তেলিনিপাড়ায় এক গোস্টি সংঘর্ষর ঘটনা ঘটে। এই ঘটনার পরবর্তীতে বিভিন্ন সোশ্যালমিডিয়ায় নানান ভিডিও - ছবি ভাইরাল হয়ে উঠে। তাতে হুগলি জেলার শ্রীরামপুর এবং চন্দননগর মহকুমা এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষর ঘটনা ঘটে। এতে তড়িঘড়ি জেলা পুলিশ ও প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ মে থেকে ১৭ মে অবধি বন্ধ রাখ

ভারত চেতনা - হুমায়ুন কবীর

ছবি
ভারত চেতনা হুমায়ুন কবীর   কে না জানে শিক্ষার সাথে জ্ঞান কোথায় যেন ওতপ্রোত ভাবে জড়িয়ে, আর জ্ঞান বিকশিত করে  চেতনাকে। চেতনার ইতিহাস বড্ড পুরাতন আর এই ইতিহাস পুরাকালে ভারতবর্ষেরই ছিল একচেটিয়া। মানুষের ১৩৫০ গ্রাম মস্তিস্কের কোষে কোষে সঞ্চিত জ্ঞানই হল চেতনার আধার। চার হাজার বছরেরও বেশী পুরাতন ভূর্জপত্রে লেখা ঋক বেদ পৃথিবীতে অন্যতম পুরান গ্রন্থ আর তার জন্মভিটে ভারতবর্ষ, গ্রন্থ আকারে ঋক বেদ শিক্ষার শুধু নয় জ্ঞান আর চেতনার শক্তপোক্ত প্রমান। তবে শিক্ষ ছাড়া চেতনা হয় না বা শুধু মানুষেরই চেতনা আছে তাতো নয়, নইলে ফি’বছর সাইবেরিয়া থেকে গুচ্ছের হাঁস উড়ে আসতে পারতো না সাঁতরাগাছি ঝিলে, ডিম ফুটিয়ে বাচ্চা বড় করে ফিরেও যেতে পারত না বছরের পর বছর, এমন হাজারো উদাহরনের ছড়াছড়ি জীববিজ্ঞানের বইগুলোতে। মজার ব্যপার হল ঋক বেদেই আছে ভারতের উল্লেখ, দুশ্মন্ত আর শকুন্তলার সন্তান রাজচক্রবর্তী ভরত চেয়েছিলেন অখণ্ড ভারতে হাজারো ভাষাভাষী আর ভিন্ন ভিন্ন ঈশ্বর বিশ্বাসের ভিতের উপর দাঁড়িয়ে থাকা মনুষ্যের মধ্য জাতীয় চেতনা জাগাতে, ভৌগলিক বা রাজনৈতিক বাঁধনে নয়, জ্ঞানের উন্মেষ ঘটিয়ে। অভিজ্ঞতা জ্ঞান আর চেতনার বিকাশের সঙ্গে

বঙ্গের পরিযায়ী শ্রমিকরা খুশি পাঞ্চাব - উত্তরপ্রদেশ সরকারের ভূমিকায়

ছবি
সুরজ প্রসাদ  পরিযায়ী শ্রমিকদের নিয়ে স্পেশাল ট্রেন এলো বর্ধমান স্টেশনে। অমৃতসর থেকে এই ট্রেনটি গতকাল ছাড়ে। ব্যাণ্ডেল স্টেশনে শ্রমিক স্পেশাল ট্রেনের যাত্রা শেষ হবে। সকাল থেকেই স্টেশন চত্বরে শুরু হয় কাউন্ট ডাউন। পুলিশে পুলিশে ছয়লাপ করে দেওয়া হয়।চার নম্বর প্লাটফর্ম থেকে স্টেশনের মূলগেট ও গোটা স্টেশন চত্বরে ব্যারিকেড করে দেওয়া হয় দড়ি নিয়ে।রেলপুলিশের পাশাপাশি ছিল বর্ধমান থানার পুলিশ। এক নম্বর প্লাটফর্মে প্রত্যেক যাত্রীর থার্মাল ক্লিনিং করা হয়। তারপর যাত্রীদের খাবারের প্যাকেট ও জলের বোতল দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বাসে চাপিয়ে নিয়ে যাওয়া হয় কোয়ারেন্টিন সেন্টারে। বর্ধমানের সরকারি কৃষিখামারে কোয়ারেন্টিন সেন্টার করা হয়েছে। এদিন পূর্ব বর্ধমান জেলা ছাড়াও হুগলির আরামবাগ,গোঘাটের বহু যাত্রী নামেন। তবে যাত্রীরা জানান ট্রেনের যাত্রাপথে কোন সমস্যা হয় নি।পানীয় জল ও খাবার দেওয়া হয় রেলের পক্ষ থেকে। পাশাপাশি পাঞ্জাব সরকারও তাঁদের খাবার দিয়েছে। রাস্তায় উত্তর প্রদেশ সরকারও ট্রেনে খাবার তুলে দেয়।সব নিয়ে তাঁরা বাড়ি ফিরতে পেরে চরম খুশি।

নবদ্বীপে জাতীয় ডেঙ্গু সচেতনতা বাড়াতে পদযাত্রা

ছবি
শ্যামল রায়   নবদ্বীপ পৌরসভার তরফ থেকে জাতীয় ডেঙ্গু দিবসে পদযাত্রা নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে জাতীয় দিবস পদযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো। শনিবার ডেঙ্গু দিবসে স্বাস্থ্য কর্মী আশা কর্মী সহ অনেকেই পদযাত্রায় সামিল হন। পৌরসভার প্রাঙ্গণ থেকে পদযাত্রা টি শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে। সামনের সারিতে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা সহ বিশিষ্টজনেরা। পদযাত্রায় বলা হয়েছে যে জল জমতে দেওয়া যাবে না ঘুমানোর সময় অবশ্যই মশারি টানাতে হবে। মশার হাত থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে সকলকে। ডেঙ্গুর হাত থেকে রেহাই পেতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাড়ির  জায়গাগুলো।

মহিষাদলের এই গ্রাম কনটেনমেন্ট জোন হলো

ছবি
জুলফিকার আলি    মহিষাদলের দক্ষিণ-পূর্ব শ্রীরামপুর গ্রামের করোনা পজেটিভ ব্যক্তি যিনি কলকাতায় একটি মিষ্টি দোকানে কাজ করতেন ইতিমধ্যেই তাকে পাঁশকুড়ার করোনা হাসপাতালে পাঠানো হয়েছে। তার সংস্পর্শে আসা আরো 9 জনকে নিয়ে যাওয়া হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য। আজ দক্ষিণ-পূর্ব শ্রীরামপুর গ্রামে জেলাশাসক পুলিশ সুপার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বিশাল পুলিশবাহিনী ও স্বাস্থ্যকর্মীরা পৌঁছান, পুরো গ্রামটিকে কনটেনমেন্ট জোন ঘোষণা করে সিল করে দেয়া হয়েছে সমস্ত প্রবেশপথ, এখন থেকে প্রয়োজনীয় যাবতীয় সমস্ত কিছু পৌঁছে দেবেন পুলিশকর্মীরা।

ঘনঘন করোনা পরীক্ষার দাবি মারিশদায়

ছবি
জুলফিকার আলি    আজ ১৬৷০৫৷২০২০ তারিখ মারিশদা এরিয়া কমিটির এলাকায় বনমালীচট্টা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের-- পি পি ই মাস্ক,বীমা, ঘনঘন পরীক্ষা,ব্যাপক রেপিট টেস্ট  প্রভৃতি  সুরক্ষার ব্যবস্থা করার দাবিতে ডেপুটেশন ও প্রতীকী প্রতিবাদ কর্মসূচী করা হয়।নেতৃত্ব কমরেড কালীপদ শীট, অশোক পণ্ডা, কৌশিক বারিক,অনন্ত পণ্ডা, স্বপন খাঁড়া, শংকর পাল, অর্জুন করণ 

খেতে পারছেনা মানুষ, তাতে আবার আসছে ত্রৈমাসিক বিদ্যুৎ বিল

ছবি
জুলফিকার আলি    পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপি যুব র প্রতিকি অবস্থান বিক্ষোভ । ভগবানপুর এক নং ব্লকের কোটনাউড়ি বিদ্যুৎ অফিসে বিজেপি যুব মোর্চার অবস্থান বিক্ষোভ । করোনা ভাইরাসের মতো মারন অসুখের সময় সাধারণ মানুষ খেয়ে পরে থাকতে পারছে না কিন্তু বিদ্যুৎের বিল আসছে লাগামছাড়া। সেকারনে একাধিক দাবি নিয়ে বিক্ষোভ কর্মসুচী চলল বেশকিছু সময়। অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে বিদ্যুৎের বিল অতিরিক্ত মাত্রায় আসছে বলেও দাবি বিজেপির। তাঁদের দাবি বিদ্যুৎের বিল তিন মাসের জন্য মুকুব করতে হবে, বিদ্যুৎের বিল প্রত্যেক মাসে সাধারণ মানুষ যাতে দিতে পারে তা চালু করতে হবে, এমনই দাবিদাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভ কিছু সময় চলার পর উঠে যায় বিক্ষোভ।

বেসরকারি কারখানার তরফে হলদিয়া হাসপাতালে বেড প্রদান

ছবি
জুলফিকার আলি    মহামারী করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে, হলদিয়া মহকুমা হাসপাতাল কে আরো মজবুত করতে, বেসরকারি কারখানার কর্তৃপক্ষের করোনা বেড প্রদান।  হলদিয়া :::হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলার একটি রেড জোন হিসাবে চিহ্নিত করণ হয়েছে। এখনো পর্যন্ত আঠারোটি করোনা পজিটিভ পাওয়া গেছিল তার মধ্যে বেশিরভাগ সুস্থ হয়েছেন। এই করণার মোকাবিলা করার জন্য হলদিয়া মহকুমা হাসপাতাল কে আরো মজবুত করতে, বেসরকারি কারখানার কর্তৃপক্ষের করোনা বেড প্রদান করা হলো। আজ বেসরকারি হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানি কুড়িটি করোনা বেড এবং ইসিজি মেশিন ও মেডিকেল ইন্সট্রুমেন্ট প্রদান করলেন হলদিয়া মহকুমা হাসপাতাল কে।আজ দুপুরে হলদিয়া মহকুমা হাসপাতালে করোনা বেড প্রদানের সময় উপস্থিত ছিলেন হলদিয়ার মহকুমা শাসক মিস্টার পুনিয়ান, কারখানার কর্তৃপক্ষের এইচ আর অঙ্কিত প্রকাশ  ও বিভিন্ন পদাধিকারী, দুর্গাচক থানার ওসি বিপ্লব হালদার ও আই সি,হলদিয়া মহকুমা হাসপাতালে সুপারিনটেনডেন্ট সুমনা দাস গুপ্ত প্রমূখ ।

ভাতার পুলিশের সহযোগিতায় ফিরছে ১৫ জন পরিযায়ী শ্রমিক

ছবি
আমিরুল ইসলাম      ভাতার থানার ম উদ্যোগে ১২ জন পরিযায়ী শ্রমিক ফিরল তাদের বাড়িতে।পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার টহলরত পুলিশকর্মীরা দেখতে পান প্রায় ১২ জন পরিযায়ী শ্রমিক পায়ে হেঁটে আসছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় -  'তারা বিহারের পাটনায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। লক ডাউন এর জন্য কোন গাড়ি না পাওয়ায় প্রায় পাঁচ দিন ধরে পায়ে হেঁটে তারা ফিরছেন ।তাদের বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলায়'।এরপর ওই শ্রমিকদের প্রথমে ভাতার স্টেট জেনারেল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা   করানো হয় । ভাতার থানার উদ্যোগে তাদের খাবার দেওয়া হয়। এরপর ওই শ্রমিকদের পূর্ব বর্ধমান জেলার পুলিশ লাইনে পাঠানো হয় ।সেখান থেকে সরকারি বাসে করে তাদের বাড়ি ফিরে দেওয়ার ব্যবস্থা করা হবে। ভাতারপুলিশের উদ্যোগে খুশি ওই পরিযায়ী শ্রমিকরা।এক পরিযায়ী শ্রমিক রফিক শেখ জানান - " পাঁচ দিন ধরে হাঁটতে হাঁটতে পায়ে ফোসকা পড়ে গেছে। আর হাটতে পারছিলাম না এই প্রচণ্ড রোদে ।এরপর ভাতার থানার পুলিশ আমাদেরকে আটক করে, প্রথমে ভয় পেয়ে গেছিলাম। হয়তো বাড়ি ফেরা আর হবেনা। কিন্তু পুলিশ যেভাবে বাড়ি ফিরিয়ে দেওয়ার

খাবারের সন্ধানে কাটোয়া শহরে ঘুরছে গরুর দল

ছবি
কবিরুল ইসলাম    খাবারের সন্ধানে কাটোয়া শহরের বিভিন্ন রাস্তায় ঘুরছে গরুর দল।   

করোনা স্বাস্থ্যবিধি মেনে বর্দ্ধমান শহরে একাংশ দোকানপাট খুললো

ছবি
সুরজ প্রসাদ   আজ থেকে খুলে গেলো বর্ধমান শহরে দোকান পাট। কয়েক হাজার দোকানের মধ্যে ১ঃ৩ অনুপাতে দোকান খোলার পক্রিয়া চলবে বলে বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, দোকানের ভিড় এড়াতে অল্প সংখক কর্মী নিয়ে দুপুর ১২টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকান। সেক্ষেত্রে  ক্রেতা-বিক্রেতা উভয়ের ক্ষেত্রেই মাস্ক পরা এবং দোকানে প্রবেশের সময় হাত স্যানিটাইজার করা বাধ্যতামূলক। বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির ডেভেলপমেন্ট সেক্রেটারি বিশ্বেশ্বর চৌধুরী জানিয়েছেন, মার্কেটে কমপ্লেক্সে ও সপিং মল খোলার ক্ষেত্রে রাজ্যে সরকারের তরফ থেকে এখনও কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি তাদের।

মহিষাদলে করোনা পজিটিভ দেখা গেল

ছবি
  জুলফিকার আলি    অবশেষে করোনা পজেটিভ পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার দক্ষিণ-পূর্ব শ্রীরামপুর গ্রামে ঐ ব্যক্তি কোলকাতা থেকে বাড়ি ফিরেছিল।  বেশ কয়েকদিন আগে বাড়ি ফিরেছে কলকাতায় একটি মিষ্টি দোকানে কাজ করতো। আজ পজেটিভ মিললো।  তাকে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক গন ও মহিষাদল থানার উদ্যোগে তাঁকে পাঁশকুড়া বড়মা হাসপাতালে পাঠানো হয়েছে। মহিষাদল এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। কলকাতা থেকে সোমবার এসেছে সোমবারে টেস্ট দেয়া হয়েছিল বাড়িতে থাকতে বলা হয়েছিল কিন্তু শোনেনি বাজার হাট রেগুলারই আসত। ওদের বাড়ি মিলে মোট আটজনকে  নিয়ে যাওয়া হয়েছে।

রেশন সহ নানান পরিষেবা প্রদানে শালবনী তৃণমূল

ছবি
15 মে শালবনি : শালবনি ব্লক  তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্লকের মানুষের হেল্প  লাইনের মাধ্যমে আবেদনের ভিত্তিতে আজ 45জন মানুষের রেশন কার্ডের সমস্যার সমাধান করা হয়,অন্য জেলা ও রাজ্যে স্থানান্তরের জন্য 9 জন মানুষের এক্সিট ও এন্ট্রি পাশের প্রসেস করাহয় , মানবিক ও জয় বাংলা পেনশন প্রকল্পের জন্য আগত 17 জন ব্যাক্তির সহযোগিতা করলাম আমরা

মেমারিতে খাদ্য সামগ্রী বিলিতে ব্যাংককর্মীরা

ছবি
  সেখ সামসুদ্দিন   লকডাউন পরিস্থিতিতে এই প্রথম মেমারিতে কোনো ব‍্যাঙ্ক এগিয়ে এলো খাদ‍্য সহায়তা প্রদানে। মেমারি জিটিরোড সংলগ্ন দেনা ব‍্যাঙ্ক বতর্মানে ব‍্যাঙ্ক অফ বরোদার জিটিরোড শাখা প্রবন্ধক সহ ব‍্যাঙ্ক কর্মীদের উদ্যোগে মেমারি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্তের সহযোগিতায় এদিন ৬০ জন গরীব পরিবারের হাতে মুড়ি, বিস্কুট, চানাচুর সহ শুকনো খাবারের প‍্যাকেট তুলে দেওয়া হয়। শাখা প্রবন্ধক সুমন মাহাতো জানান এই ব‍্যাঙ্কের কাজ সামলিয়ে প্রতি সপ্তাহে একদিন সীমিত ক্ষমতার মধ্যে  এরকম কিছু পরিবারের হাতে শুকনো খাবারের প‍্যাকেট তুলে দেওয়ার চেষ্টা করব। ভাইস চেয়ারম্যান বলেন আজকের এই ব‍্যতিক্রমী প্রচেষ্টা আগামীতে অন‍্যান‍্য রাষ্ট্রায়ত্ত ব‍্যাঙ্কগুলিকেও এই ধরনের মানবিক কর্মসূচির উদ্যোগী হতে পথ প্রদর্শকের ভুমিকা রাখল বলে মনে করি। ধন‍্যবাদ জানান ব‍্যাঙ্ক কর্মীদের। এদিন শাখা প্রবন্ধক ও ভাইস চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন সমাজসেবী শুভেন্দু গুহ এবং রামকৃষ্ণ বোস।

মন্তেশ্বর বিধায়কের উদ্যোগে অসহায়দের খাদ্য সামগ্রী বিলি

ছবি
সেখ সামসুদ্দিন    পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সৈকত পাঁজা লকডাউনের মধ‍্যে লম্বা পরিষেবা দিয়ে চলেছেন বিধানসভা এলাকার সকল অঞ্চলে। বিধায়কের উদ‍্যোগে আজ বড়পলাশন গ্রামে একশো পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন এবং বড়পলাশন ভাই ভাই সংঘ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০০০১ টাকার চেক বিধায়কের হাতে প্রদান  করেন। আটাশপুর গ্রামে ৭৫ পরিবারের হাতে এবং মালডাঙা বাজারে অসহায় ৭৫ পরিবারের হাতে চাল, আলু, ডাল, সোয়াবিন, তেল ইত্যাদি খাদ্যদ্রব‍্য তুলে দেন। ইতিমধ্যে তিনি বিধানসভা এলাকার বিজুর, বারকোনা, ভোজপুর, মন্তেশ্বর, জাকরা, করন্দা, ভাগড়া, কুলি ইত‍্যাদি এলাকায় হাজার অধিক পরিবারের হাতে খাদ‍্যসামগ্রী তুলে দেন এবং সতেরোটি অঞ্চলের সভাপতিদের হাতে এক হাজার প‍্যাকেট খাদ‍্যসামগ্রী তুলে দিয়েছেন বলে জানান বিধায়ক সৈকত পাঁজা।

৩১ শে মে অবধি বহাল আদালত অচল থাকার নির্দেশিকা

ছবি
মোল্লা জসিমউদ্দিন    গত ১৬ মার্চ থেকে বিশ্বব্যাপী মারণ ভাইরাস করোনা পরিস্থিতি পর্যালোচনা করে এই রাজ্যের সমস্ত আদালত একপ্রকার বন্ধ শুরু হয়েছে। যা পর্যায়ক্রমে আগামী ৩১ শে মে অবধি বহাল রাখলো কলকাতা হাইকোর্ট। গত বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশক্রমে রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেন। আজ অর্থাৎ শুক্রবার কলকাতা হাইকোর্টে ভিডিও কনফারেন্সে শুনানি রয়েছে জনস্বার্থ সহ গুরত্বপূর্ণ মামলা গুলির। এদিনই আবার জারি হতে পারে আগামী ৩১ শে মে অবধি কোন কোন তারিখে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মামলার শুনানি হতে পারে সেই বিষয়ে।ইতিমধ্যেই দফায় দফায় কলকাতা হাইকোর্টের বিভিন্ন ভবন জীবাণু মুক্ত করা হয়েছে। সেইসাথে হাইকোর্ট সংলগ্ন ব্যাংকশাল - সিটি সেশন আদালত গুলিও জীবাণু মুক্ত করা হয়েছে। তবে বার এসোসিয়েশন ভবন গুলি স্যানিটাইজ করা হয়নি বলে আইনজীবীদের একাংশের অভিযোগ। সারাদেশ ব্যাপি আগামী ১৭ মে তৃতীয় দফার লকডাউন শেষ হচ্ছে। যদিও প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করার ইঙ্গিত দিয়েছেন। তারই মধ্যে কলকাতা হাইকোর্ট আগামী ৩১ শে মে অবধি রাজ্যের

কবিতার নাম - অচেনা বৈশাখ

ছবি
অচেনা বৈশাখ         প্রেরণা দাশগুপ্ত   অচেনা এই বৈশাখে, কেবলই চেনা তুমি। তোমার লেখা 'বলাকা-‌গোরা-গীতাঞ্জলি',  আঁচড় কাটে স্মৃতিপটে সবার প্রিয় সেই 'চোখের বালি'। 'আগুনের পরশমণি' ছুঁইয়ে প্রতি প্রাণে,, ভুবন মোদের ভরিয়ে দিলে সুন্দর গানে গানে। পুরানো সেই দিনের কথায়, ফিরে পাই তোমায় ভাইয়ের মায়ের স্নেহ - মমতায়। তব ভুবনে তব ভবনে তুমি আছো চির স্মরণে, গীতবিতান আর কিশলয়ের পাতায় পাতায় আছো প্রভু‌ তুমি যত্নে। অচেনা এই বৈশাখে আমার পরান যাহা চায়, সংরক্ষিত তা কেবলই রবিঠাকুর তোমার সাহিত্যচর্চায়।

কবিতার নাম - বিশস্ত প্রহরী

ছবি
বিশ্বস্ত প্রহরী         স্বপ্না ব্যানার্জি  রাস্তা ঘাট শুনশান,  নেই লোকজনের হুড়োহুড়ি, তবু কিছু জন আছে,  যারা পুলিশের সঙ্গে করে লুকোচুরি, কেন যে এসব করো বাপু  বুঝিনা ছাই কিছু পুলিশ কি আর এমনি এমনি,  ছোটে তোমার পিছু পিছু?? তোমার ক্ষতি না হয় যাতে  সদা চিন্তা থাকে ওদের মাথায়, কেউ আসে না ওদের খোঁজে দিন নেই রাত নেই, থাকে সদা পাহারায়, উর্ধশ্বাসে ছুটে চলে এপ্রান্ত ওপ্রান্ত পড়ে থাকে ওদের ভালোবাসার ঘর আমাদের জন্য ওদের বড় চিন্তা ওদের ও জীবন বাগানে ফোটে সব ফুল আকাশ ভরা তারার মাঝে খুঁজে ফেরে কূল, এখন যেন বড়ই অসহায় সকালে আমরা হেমন্তের ভরা ক্ষেত্রে দুর্বল বাতাস দোলা দেয়, খেলা করে ওদের মনের ভিতর, নির্ঘুম চোখ জেগে থাকে বিশ্বস্ত প্রহরীর মত, বিপন্ন পৃথিবীর নীরব ছোঁয়ায়  হয়ে পড়েছি সবাই অসহায়, তাই লুকোচুরি না খেলে মেলাও হাতে হাত, তাহলে আকাশ জুড়ে থাকবে না আর কালোর ছোটা ছুটি ভোরের পাখির কলতানে জাগবে পৃথিবী স্বামী আলো ময় সোনালী সুদিন দেখো খুঁজে পাবো আমি !

করোনায় অসহায় দের পাশে বাংলাদেশের নেত্রকোনা জেলায় দানবীর আলাল উদ্দিন আলাল

ছবি
দুর্গাপুরে অসহায় কর্মহীন মানুষের পাশে  দানবীর আলাল উদ্দিন আলাল বাবুল সাহা   বাংলাদেশের নেত্রকোণা জেলার সুসঙ্গ দুর্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী , দানবীর আলাল উদ্দিন আলাল। ১৯৭১ সালে তাঁর পিতা এ উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের একজন সুনামধন্য চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যান থাকা অবস্থায় পাকবাহিনীর হাতে আলাল উদ্দিন আলালের পিতা শহীদ হন। এই দানবীর হচ্ছেন,সেই শহীদ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে সেই ৭১ সালে পরিবারের প্রতি নেমে এসেছিল অকথ্য নির্যাতন। স্বাধীনতা পরবর্তী সময়ে দানবীরের ভগ্নিপতি মরহুম জননেতা, বীরমুক্তিযোদ্ধা বাংলাদেশ আওয়ামীলীগের তিন , তিন বার এম,পি ছিলেন এই সংসদীয় এলাকায়। তাঁর সুযোগ্য কন্যা জান্নাতুল ফেরদৌস ঝুমা বর্তমানে দুর্গাপুর উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান। এবার বলি দানবীরের কথা। বিভিন্ন চরাই উৎরাইয়ের মধ্যে দিয়ে এই দানবীর একসময় বৈধ বালুর ব্যবসার সাথে জড়িত হন। এবং এই ব্যবসার মাধ্যমে প্রচুর অর্থ সম্পদের মালিক হন। সদা হাস্যোজ্জ্বল একজন সাদা মনের মানুষ। অসাম্প্রদায়িক চেতনার একজন মানুষ। এই দুর্গাপুরে তথা বাংলাদেশে লক্ষ, কোটি কোটি টাকার মানুষ প্রচ

কুলবাড়ি পঞ্চায়েতের তরফে ১ লক্ষ ১৫ হাজারের করোনা অনুদান

ছবি
জুলফিকার আলি    কুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় মুখ্যমন্ত্রীর ত্রাণ  তহবিলে 1 লক্ষ 15 হাজার টাকার চেক প্রদান।  পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুর ব্লকের কুল বাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপদেষ্টা স্নেহাংশু পণ্ডিতের নির্দেশক্রমে কুল বাড়ি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায়  নভেল করোনা ভাইরাস মহামারির বিরুদ্ধে, যুদ্ধে বিপন্ন মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে 1 লক্ষ 15 হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে।  গতকাল বিকেলে চন্ডিপুর ব্লকের বি ডি ও  অভিষেক দাস এর হাতে চেক তুলে দিলেন স্নেহাংশু পন্ডিত, পঞ্চায়েত প্রধান অপূর্ব বেরা , উপপ্রধান সুস্মিত কুমার সাঁতরা, সঞ্চালক বিশ্বজিৎ জানা। জানা গেছে, পঞ্চায়েতের সদস্য সদস্যা, আইসিডিএস কর্মী, ভিআরপি দলের সদস্য সদস্যা, এন এম, এ এন এম, আশা কর্মী বৃন্দ এবং সমাজকর্মী মিলে 1 লক্ষ 15 হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।   এছাড়াও এই গ্রাম পঞ্চায়েত এর পক্ষ থেকে পর্যায়ক্রমে দুস্থ , অসহায় এক হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে পঞ্চায়েত প্রধান অপূর্ববাবু জানান। ত

নন্দকুমারে রেশন নিয়ে রাজনৈতিক অশান্তি

ছবি
জুলফিকার আলি   নন্দকুমারে রেশন দুর্নীতির অভিযোগ, বিজেপি- তৃণমূল চাপানউতোর তুঙ্গে বর্তমান গোটা বিশ্বে করোনা আতঙ্কে ঘরবন্দী সাধারণ মানুষের অন্য সুনিশ্চিত করতে ইতিমধ্যে সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আর এরপর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় রেশন দুর্নীতি নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠতে শুরু করেছে। মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের খঞ্চিতে তৃণমূল পরিচালিত সমবায় সমিতির অধিন রেশন দোকানে একাধিক অভিযোগ নিয়ে রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষজনেরা। বেশ কিছুক্ষণ ধরে এদিন বিক্ষোভ দেখানোর পর ঘটনাস্থলে স্থানীয় নন্দকুমার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  নন্দকুমারের খঞ্চিতে তৃণমূল পরিচালিত এই সমবায় কৃষি উন্নয়ন সমিতির অধীনে একটি রেশন দোকান রয়েছে। যেখানে তৃণমূলের বিরুদ্ধে রেশন সামগ্রী আত্মসাতের অভিযোগ উঠছে। প্রায় শতাধিক গ্রাহকের অভিযোগ, সরকার থেকে কুপন পাওয়ার পরও তাদের সঠিক পরিমাণে রেশন দ্রব্য দেওয়া হচ্ছে না। সেই সমস্ত রেশন তৃণমূল পরিচালিত বোর্ড আত্মস্যাৎ করছে। এমনকি সাধারণ মানুষকে নির্দিষ্ট পরিমাণের কম পরিমা

করোনা স্বাস্থ্যবিধি প্রচারে মেমারি পুলিশ

ছবি
সেখ সামসুদ্দিন    পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে মেমারি শহরে মাইক প্রচার করে জনসাধারণকে সচেতন করা হয়। এদিন মেমারি থানার অফিসার জয়দেব দে, ভিলেজ পুলিশ হিল্লোল কুমার মল্লিক সহ পুলিশ প্রশাসন মেমারি চকদিঘী মোড়, বামুনপাড়া মোড়, হসপিটাল মোড় সহ শহরের বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে মাইক প্রচার করে সোশ্যাল ডিসটেন্স মেনে চলতে, যতটা কম সম্ভব বাইরে বের হতে, মুখে মাস্ক ব‍্যবহার করতে এবং ঘন ঘন সাবান দিয়ে হাত ধৌত করতে বার্তা দেন। একই সঙ্গে আহ্বান জানান লকডাউনের নিয়ম মেনে নিজে সুস্থ থাকুন ও পারিপার্শ্বিক সকলকে সুস্থ থাকতে সাহায্য করুন।

করোনা স্বাস্থ্যবিধির বালাই নেই মঙ্গলকোট ব্লক অফিসে

ছবি
সুকান্ত ঘোষ    করোনা স্বাস্থ্যবিধি শিকেয়! মঙ্গলকোট বিডিও অফিস ঢুকতে নেই কোন সামাজিক দুরত্ব। কাছাকাছি-পাশাপাশি ব্লকের বিভিন্ন প্রান্তের মানুষজন।            

অভুক্তদের মুরগিভাত খাওয়ালো বর্ধমান শহরের এই সংগঠন

ছবি
সেখ রতন   মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ খাবার বিতরণ 50 তম।  আজকের মেনু ছিল মুরগির মাংস আলু ঝোল এবং সাদা ভাত উপস্থিত ছিলেন বর্ধমান সহজ পাঠের পক্ষে থেকে তাপস কুমার পাল মহাশয় এবং ভাতার থানা  রাধানগর গ্রামে বাড়ি মুল্লা শামসুদ্দিন মহাশয় এবং তার স্ত্রী হাজিরা বেগম এবং বিশিষ্ট সমাজসেবী বিসু চৌধুরী মহাশয়

রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টারের হেলফ কর্মীর করোনা পজিটিভ

ছবি
মোল্লা জসিমউদ্দিন (টিপু)     ; সর্বপ্রথম খন্ডঘোষে কাকা - ভাইঝির করোনা পজিটিভ দেখা মেলে। এরপর সদর বর্ধমান শহরের সুভাষপল্লীর এক নার্সের করোনা পজিটিভ। তারপর মেমারি শহরে এক যুবকের রক্ত রিপোর্টে  মিলে করোনার জীবাণু। গত একমাসে পূর্ব বর্ধমান জেলার তিনটি থানা এলাকায় এইরুপ করোনা পজিটিভ মেলায় চাপা আতঙ্কে ছিল পূর্ব বর্ধমান জেলা। এই চাপা আতঙ্কের মধ্যেই গত সোমবার রাতে কেতুগ্রামের পালিটা অঞ্চলে রতনপুরে এক মহিলার রক্ত রিপোর্টে এলো করোনা পজিটিভ। এখনও পর্যন্ত পূর্ব বর্ধমানের চারটি ব্লক তথা দুটি মহকুমা এলাকায় চারটি করোনা পজিটিভ কেস সামনে আসায় গোটা পূর্ব বর্ধমান জেলাজুড়ে তীব্র চাঞ্চল্য দেখা গেছে। এই চারটি করোনা পজিটিভের অন্তরালে প্রত্যেকেরই কলকাতা ফেরত সংযোগ পাওয়া গেছে। তাতে পূর্ব বর্ধমান জেলা পুলিশ ও প্রশাসন ডানকুনি - দূর্গাপুর সড়কপথে জামালপুর এবং পালসিটে পুলিশের কড়া চেকিং বসিয়েছে কলকাতা থেকে কারা কিভাবে কেন ফিরছে পূর্ব বর্ধমানে তা জানতে।  গত সোমবার রাতে বিধাননগরের রাজারহাট থানা থেকে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানায় ম্যাসেজ আসে যে, রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টারের হেলফলাইনে কর্মরতা এক মহিলার ক

কলকাতা পুর প্রশাসক মন্ডলীর মেয়াদ বাড়ালো হাইকোর্ট

ছবি
কলকাতা পুর প্রশাসকমন্ডলীর মেয়াদ বাড়ালো হাইকোর্ট মোল্লা জসিমউদ্দিন (টিপু)     মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ কলকাতা পুরসভার মেয়াদ বাড়িয়ে দিলো। সিঙ্গেল বেঞ্চের রায় কে বহাল রেখে মেয়াদ ৮ জুন থেকে ২০ জুলাই অবধি বহাল রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এরমধ্যে দুপক্ষকেই হলফনামা পেশের নির্দেশ দেওয়া রয়েছে। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে  আগামী ২০ জুলাই। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় কে বহাল রেখেও কলকাতা পুরসভার এহেন মেয়াদবৃদ্ধির সাংবিধানিক বৈধতা এবং আইনী যৌক্তিকতা নিয়ে পরবর্তী শুনানিতে বিচার হবে বলে আশ্বাস দিয়েছে ডিভিশন বেঞ্চ। করোনা পরিস্থিতি পর্যালোচনা করে এই নির্দেশ বলে ডিভিশন বেঞ্চ আদেশনামায় উল্লেখ রেখেছে। ডিভিশন বেঞ্চের এই রায়ে স্বস্তিতে রাজ্য।মহামারী পরিস্থিতিতে  জনপরিষেবা সচল রাখতে রাজ্য সরকার  সংবিধানের ১৫৪ ধারা ব্যবহার করে এই প্রশাসক মন্ডলী নিয়োগ করে। উল্লেখ্য, গত ৭ মে কলকাতা পুরসভার জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হয়৷ তার আগের দিন অর্থাৎ ৬ মে রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর এক বিজ্ঞ

পূর্বস্থলীতে বামেদের স্মারকলিপি

ছবি
দারকানাথ দাস    নয় দফা দাবি নিয়ে পূর্বস্থলী ২ নং ব্লকে সিপিএমের কৃষকসভার স্মারকলিপি। পরিযায়ীশ্রমিকদের ফিরিয়ে আনা, বোরোধান চাষের ক্ষতিপূরণ  প্রভৃতি দাবি গুলি ছিল            

মারিশদা ব্লকে পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ

ছবি
জুলফিকার আলি    মারিশদা ব্লকে কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়নের কর্মসূচি তে নেতৃত্ব দেন হিমাংশু পণ্ডা, কালীপদ শীট, প্রতাপ দাস,খাজা অাবুল হোসেন, দেব কুমার ভূঞা,অশোক পণ্ডা,সুকুমার ভূঞা, প্রভাংশু মন্ডল প্রমুখ নেতৃবৃন্দ। দেশপ্রাণ ব্লকের ডিওয়াইএফ অাই কমিটির উদ্যোগে অবস্থান কর্মসূচি তে নেতৃত্ব দেন তাপস মিশ্র, রাজকুমার চক্রবর্তী,দিলীপ চন্দ,সৌমেন পাল,অমল ভূঞা, সেক সফিউল অালি প্রমুখ নেতৃবৃন্দ। ক্ষেতমজুর ইউনিয়নের নেতা মামুদ হোসেন বলেন কেন্দ্র ও রাজ্য সরকার করোনা নিয়ে দায়িত্ব এড়িয়ে যেতে চাইছে। পরিযায়ী শ্রমিকদের বিনা ব্যয়ে টালবাহানা, অর্থনৈতিক প্যাকেজের কোন দেখা,নিবিড় করোনা টেস্টিং -এর নামগন্ধও নেই। দিশেহারা উভয় সরকার হাত তুলে নিতে চাইছে। এসবের বিরুদ্ধে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে গণঅান্দোলন ই একমাত্র পথ বলে উল্লেখ করেন মামুদ হোসেন।

কাঁথিতে স্মারকলিপি দিলো বামেরা

ছবি
জুলফিকার আলি    সারা ভারত কৃষক সভা ও সারা ভারত খেতমজুর ইউনিয়ন ইউনিয়ন এর যৌথ কৃষক- খেতমজুর ও পরিয়ারি শ্রমিক দের জ্বলন্ত দাবি গুলি র ভিত্তিতে কাঁথি 3 ব্লক এর বিরুদ্ধে বিডিও নেহাল আহমেদ এর কাছে স্মারকলিপি  পেশ ও প্রতি কী প্রতিবাদ কর্মসূচী চলছে--- নেতৃত্ব ছিলেন কমরেড হিমাংশু পণ্ডা, প্রতাপ দাস, খাজা আবুল আলি, কালীপদ শীট, দেবকুমার ভূঁইয়া, অশোক পণ্ডা, সুকুমার ভুঁইঞা, প্রভাংশু মণ্ডল।