ধনিয়াখালিতে একশো জন ক্ষত্রিয় পুরোহিতদের খাদ্য সামগ্রী বিলিতে মন্ত্রী

সুভাষ মজুমদার
  

টোলে ১০০ জন ক্ষত্রিয় ব্রাহ্মণ কে খাদ্য সামগ্রী বিতরণ করলেন মন্ত্রী অসীমা পাত্র।
এদিন ধনিয়াখালি বসো শিবতলা এলাকার একটি টোলে পাঠরত ছাত্র এবং শিক্ষক দের চাল ডাল সহ  নিত্য প্রয়োজনীয় খাদ্য বিতরণ করেন মন্ত্রী।পাশাপাশি এলাকার পুরোহিতদের ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মন্ত্রী বলেন অন্যান্ন দের পাশাপাশি এই বিধান সভায় একটি ব্রাহ্মণ ট্রাস্ট আছে।লকডাউন পরিস্থতি তে প্রায় সকলেই দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে।সামর্থ্য অনুযায়ী ধনিয়াখালী এলাকার সকল কেই যথাসাধ্য খাদ্য দেবার চেষ্টা করে চলেছি ।লকডাউন পরিস্থিতি যতদিন থাকবে চেষ্টা করে যাবো সকলের পাশে থাকার। উল্লেখ্য এই মহতী কাজে উপস্থিত ছিলেন ধনিয়াখালি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সৌমেন ঘোষ সহ অন্যান্য ব্যক্তিবর্গরা ৷

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

কৃস্টিলোক ময়দানে এক অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী

উত্তর দিনাজপুর জেলাপুলিশের যোগব্যায়াম শিবির