পোস্টগুলি

জুন, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চোখ উপরে নেবার চেষ্টা, জখম ব্যবসায়ী

ছবি
মানস দাস বাড়ির পাশে জল ফেলার অপরাধে এক কাপড় ব্যবসায়ীর চোখ উপরে নেওয়ার চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতি।আক্রান্ত ব্যবসায়ী বর্তমানে চিকিৎসাধীন মালদা মেডিক্যালে কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া থানার সামসী গ্রামপঞ্চায়েতের গঙ্গারাম পাড়া এলাকায়। জানা যায় রতুয়া থানার  সামসী গ্রামপঞ্চায়েতের গঙ্গারাম পাড়ার বাসিন্দা হিমালয় চৌরসীয়া(২৮)পেশায় কাপড় ব্যবসায়ী। প্রতিবেশি যুবক গোবিন্দ দাসের সাথে মাঝে মধ্যে জল ফেলা নিয়ে দুই পরিবারের বিবাদ বেধেয় থাকত। এই নিয়ে কাপড় ব্যবসায়ী আগেও একবার রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিযুক্তদের বিরুদ্ধে। ফের রবিবার  সকালে হিমালয় চৌরসীয়া আবার বাড়ির পাশে ফাঁকা জায়গাতে জল ফেলে বলে অভিযোগ। সেই সময় প্রতিবেশি যুবক গোবিন্দ দাস,ফুলচাঁদ দাস,অতুল দাস, অনিল দাস সহ কয়েকজন তাকে লক্ষ্য করে গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে ব্যবসায়ী হিমালয় চৌরসীয়াকে ধারালো অস্ত্র দিয়ে তার ডান চোখে আঘাত করা হয়। তাছাড়াও ওই ব্যবসায়ীকে মাটিতে ফেলে লোহার রড দিয়ে বেধরক মারধোর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর আক্রান্তের পরিবারের তরফে রতুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। আক্রান্তের স্ত্রী কল্পনা চৌরসীয়