পোস্টগুলি

এপ্রিল, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মাছ ধরতে গিয়ে বাজ পড়ে মারা গেল যুবক

ছবি
ওয়াসিম বারি   মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল বছর চল্লিশের এক বেক্তির Iনাম-উৎপল পাত্র ৷ উ:২৪ পরগনার হাসনাবাদের মহিষপুকুর গ্রামের ঘটনা | আজ দুপুরে উৎপল বাবু বাড়ি থেকে বেরিয়ে ছিল মাছ ধরতে। নিজের পুকুরেই মাছধরতে নামে উৎপল পাত্র, এরপর বজ্র বিদ্যুত সহ ভারী বৃষ্টি শুরু হয় , পুকুরের মধ্যেই তার উপর বাজ পড়ে এবং জলের তলায় তলিয়ে যায় সে , ঘটনা স্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে।এলাকায় শোকের ছায়া |

দেগঙ্গায় সিপিএম প্রার্থীর বজ্রাহতে মৃত্যু

ছবি
ওয়াসিম বারি উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা থানার দেগঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতের খোদ্দা লেবুতলা এলাকায় ১৩১ নম্বর বুথের  সিপিএম প্রার্থী আজমিরা খাতুন এর বজ্রাঘাতে মৃত্যু ঘটেছে । এলাকা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ আজমিরা খাতুন  নামে দেগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩১ নম্বর বুথের সিপিএম প্রার্থী স্বামীর জন্য মাঠে খাবার দিতে যাওয়ার সময় বাজ পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । এরপর খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দেগঙ্গা থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় পুলিশ । তবে এই বুথের তৃনমূল প্রার্থী গীতা মন্ডল বলেন, এই মৃত্যু মর্মান্তিক, আমি তার আত্মার শান্তি কামনা করি ।

রাণীগঞ্জে সিপিএমের হাতে আক্রান্ত তৃনমূল

ছবি
মোহন সিং রানীগঞ্জে তৃণমূল নেতাকর্মীকে মারধর করার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। রবিবার রাতে পঞ্চায়েত ভোটের প্রচার সেরে রানীগঞ্জ বাঁশরা এলাকায় একটি মাঠে বসেছিলেন তৃণমূলের রানীগঞ্জ গ্রামীন ব্লকের সহ সভাপতি মধু ঘোষ ও সমর বাউরি। অভিযোগ সেই সময়ে সিপিএমের বেশ কয়েকজন কর্মী মিলে তাদের তুলে নিয়ে যায় ও মদ্যপ অবস্থায় মারধর করে। ভাঙচুর করা হয় সমর বাউরির মোটরসাইকেলটিও। দুজনকেই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। মধু ঘোষের অভিযোগ, সিপিএম নেতা কিশোর ঘটকের নেতৃত্বেই এই মারধর করা হয়েছে। ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে সিপিএম। সেই কারনেই এই মারধর বলে দাবি মধু ঘোষের। যদিও অভিযোগ অস্বীকার করেছেন রানীগঞ্জের বিধায়ক রুনু দত্ত। হাসপাতালে আক্রান্ত দুই তৃণমূল কর্মীকে দেখতে যান আসানসোল দক্ষিনের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। তিনি গোটা ঘটনার নিন্দা প্রকাশ করেছেন।

পঞ্চায়েত প্রার্থীদের নিয়ে পুজো দিলেন আসানসোল মেয়র

ছবি
মোহন সিং তিনি নিজে বিধানসভা ভোট বা পুরনিগমের ভোটে দাঁড়ানোর সময় আসানসোলের প্রাচীন দেবী মা ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়েই ভোটের প্রচারে নেমেছিলেন।মা প্রসন্ন হয়েছিলেন। দুটি ক্ষেত্রেই জয় এসেছিল। একদিকে আসানসোলের মেয়র অন্যদিকে পান্ডবেশ্বরের বিধায়ক হয়েছেন জিতেন্দ্র তেওয়ারী। আর তাই মাঝেমধ্যে প্রায়শই মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসেন জিতেন্দ্র তেওয়ারী। এবার পঞ্চায়েত ভোটের আগে নিজের বিধানসভা এলাকার পঞ্চায়েত প্রার্থীদের নিয়ে এসে পুজো দিয়ে গেলেন জিতেন্দ্র তেওয়ারী। সমস্ত প্রার্থীরা একত্রিত হয়ে আসেন এদিন। ছিলেন নরেন চক্রবর্তী সহ পান্ডবশ্বেরর অনান্য নেতারাও। পুজোর দেওয়ার পর সকলেরই পরিতৃপ্তি। এবারাও মায়ের আশীর্বাদ তারা পাবেন।

তৃনমূল ছেড়ে ফরওয়ার্ড ব্লকে যোগদান মেখলিগঞ্জে

ছবি
মেখলিগঞ্জ ৩০ এপ্রিল:পঞ্চায়েত ভোটের আগে তৃনমুল কংগ্রেসের এক বিদায়ী পঞ্চায়েত সদস্যা যোগ দিলেন সারাভারত ফরোয়ার্ডব্লকে।সোমবার ঘটানটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের নিজতরফ গ্রামপঞ্চায়েত এলাকায়।জানা গেছে ওই বিদায়ী পঞ্চায়েত সদস্যার নাম সবিতা বর্মন।এদিন তারহাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা সারাভারত ফরোয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক পরেশচন্দ্র অধিকারি।ওই পঞ্চায়েত সদস্যা এদিন বেশকিছু কর্মী সমর্থক নিয়েই তাদের দলে যোগদান করেছেন বলে ফরোয়ার্ড ব্লকের তরফে দাবি করা হয়।যদিও স্থানীয় তৃণমলের নেতারা জানিয়েছেন তাদের কাছে এইধরনের কোনো খবর নেই।

লোকসভা ভোটে সংখ্যালঘু মুখ খুঁজছে তৃনমূল

ছবি
মোল্লা জসিমউদ্দিন পঞ্চায়েত নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ আসনে রাজ্যের শাসকদল ইতিমধ্যে বিরোধী শুন্যতায় দখল রেখেছে।অবশিষ্ট আসনগুলিতে ভোটের দিন কিংবা গণনার দিন একই ট্রাডিশান বজায় রাখবে তৃনমূল,  তা বিরোধীরা বারবার অভিযোগ আকারে বিভিন্ন মহলে জানাচ্ছেন। অর্থাৎ পঞ্চায়েত ভোটে তৃনমূলের কোন চিন্তা নেই বললেই চলে।তবে আগামী বছরের লোকসভা নির্বাচন নিয়ে তৃনমূলের অন্দরে বিজেপি কে নিয়ে নানান দুশ্চিন্তা তৈরি হচ্ছে।নারদা - সারদায় সিবিআই ইডির যেমন চোরা আতংক।ঠিক তেমনি উগ্র হিন্দুত্ববাদ - সংখ্যালঘু ভোটব্যাংক নিয়ে বিজেপির সাথে মুখোমুখি লড়াই নিয়ে রণনীতি সাজাতে ব্যস্ত তৃণমূল নেতৃত্ব। বাংলায় শতকরা ত্রিশভাগের কাছাকাছি মুসলিম ভোটার।তাই বিজেপির সাথে হিন্দুত্ব লড়াই করতে গিয়ে সংখ্যালঘু ভোটব্যাংকে আদৌও চিড় ধরবেনা তার নিশ্চয়তা কোথায়?তৃনমূলের জন্মলগ্নে থাকা উল্লেখযোগ্য সংখ্যালঘু নেতা নেই বললেই চলে।যারা রয়েছেন তাঁদের সীমাবদ্ধতা সেই নির্বাচনী ক্ষেত্র অবধিই।আবার আবু আয়েষ মন্ডল কিংবা রেজ্জাক মোল্লার মত যারা সিপিএম থেকে তৃনমূলে এসেছেন, তাঁদের অতীতের রাজনৈতিক পেক্ষাপট দক্ষিনপন্থী ভোটারপদের কাছে বিশ্বাসযোগ্য নয়।ঠিক এইরকম পরিস্থিতিত

নুতন জমি দেখাতে গিয়ে পথের বলি দম্পতি

ছবি
শ্যামল রায় নদীয়া রবিবার সকালে জমি দেখতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক দম্পতির। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে মৃত দম্পতির নাম রাজেশ মন্ডল ও তার স্ত্রী মামনি মন্ডল। একমাত্র ছেলে পল মন্ডল বেঁচে আছেন রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এদিন ঘটনাটি ঘটেছে ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে রানাঘাট এলাকায়।কানাইঘাট থানার পুলিশ লরিটিকে আটক করলেও চালক ও খালাসি চালক পলাতক।এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা গিয়েছে যে এদিন রাজেশ মন্ডল তার স্ত্রী এবং ছেলে পলকে নিয়ে নতুন জমি কিনেছে সেই জায়গা দেখতে বাড়ি থেকে বের হয়েছিল। ৩৪ নম্বর জাতীয় সরক দিয়ে বাইকে যাচ্ছিলেন রাজেশ মন্ডল।উল্টো দিক থেকে একটি লরি এসে মোটরবাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই রাজেশ মন্ডল এবং তার স্ত্রী মামনি মন্ডল রাস্তায় পড়ে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তাদের একমাত্র ছেলে পল মন্ডল ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। প্রাণে না মরলেও মারাত্মকভাবে জখম হয়ে চিকিৎসাধীন রানাঘাট মহাকুমা হাসপাতালে। পথদুর্ঘটনা কেন্দ্র করে সাময়িকভাবে যানজট সৃষ্টি হয় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থি

ছেলের নির্বাচনী প্রচারে চিলাখানায় উত্তরবঙ্গ মন্ত্রী

ছবি
সুজিত ঘোষ কুচবিহারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে চিলাখানা অঞ্চলে ছেলের হয়ে নির্বাচনী ভোট প্রচারে বাবা  উত্তরবঙ্গ  উন্নয়ন মন্ত্রী মাননীয় শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়।

দ: ২৪ পরগনাতেও অনেক আসনে ভোটে না লড়ে জয় পেল তৃনমূল

ছবি
উজ্বল বন্দ্যোপাধ্যায় আজ শেষ হলো প্রার্থী পদ তোলার কাজ।দঃ ২৪পরগনায় বিনা প্রতিদন্দিতায় জয়ী আসনের অবস্থান হলো-জেলাপরিষদের ৮১ টি আসনের মধ্য ২৮টি,সমিতির ৯১৩টি আসনের মধ্য ২৯৬টি ও গ্রাম পঞ্চায়েতের ৪৮৮৩ টি আসনের মধ্য১৭৮৯টি।এই আসন গুলো তে কোন ভোট হবে না।জেলার বাকী আসন গুলোতে ১৪ই মে যথারীতি ভোট হবে।

বরাবাজারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ৩ মে

ছবি
সঞ্জয় হালদার আগামী ৩ রা মে নির্বাচনী জনসভা পুরুলিয়ার বরাবাজারে অভিষেক ব্যানার্জির তার প্রস্তুতি পর্ব।তাই প্রস্তুতি দেখতে রাজ্যসভার সাংসদ সহ অনেকেই।

সৌরশক্তি বিদ্যুৎ পরিষেবা চালু নির্মান আদর্শ বিদ্যাপিঠে

ছবি
সৈয়দ রেজওয়ানুল হাবিব স্বরূপনগরব্লকের নির্মান আর্দশ বিদ্যাপীঠের সোলার সিষ্টেম বিদ্যুৎ পরিষেবার শুভ সূচনা হলো।বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিত সরকার জানান-বিদ্যালয়ে ১৮ শত পড়ুয়ার জন্য ১ শত ফ্যান - লাইট সহ ১৫ টি কমপিউটার অনায়াসে চলতে সক্ষম এই সিসটেমের মধ্য দিয়ে।যার ফলে তীব্র গরমে পড়ুয়ারা ভাল থাকবে।আরো জানা যায় যখন বিদ্যালয় বন্ধ থাকবে তখন এই বিদ্যুৎ অন্যত্র সরবরাহ করা সম্ভব।এই পরিষেবা বিদ্যালয় সম্পূর্ণ বিনা খরচে ব্যাবহার করতে পারবে।এই জন্য খরচ হয়েছে ২৫ লক্ষ-টাকা বলে জানা যায়।

কেমিকেল রঙ করা তরমুজ খেয়ে স্বরুপনগরে অসুস্থ ৪

ছবি
সৈয়দ রেজওয়ানুল হাবিব বিকালে বাড়ীতে তরমুজ খেয়ে অসুস্থ্য হয়ে স্বরুপনগর ব্লকের শাড়াপুল গ্রামীন হাসপাতালে ভরতি হলেন দত্তপাড়া গ্রামের বাসিন্দা মেজবাবুল মোল্লা সহ তার পরিবারের আরো তিনজন ৷স্থানীয় দের ধারনা বাজারে ইদানিং তরমুজের ভিতর অসাধু উপায়ে বিভিন্ন ক্যামিক্যাল ব্যবহার এর ফলে এই ধরনের অসুস্থ্যতা | এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবী-করেন এলাকাবাসী।

দ্বিতীয় পর্ব মনোনয়ন পেশে ব্যর্থ হয়েও চুপচাপ কেন সিদ্দিকুল্লাহ চৌধুরী

ছবি
মোল্লা জসিমউদ্দিন যেভাবে গর্জিয়ে ছিলেন, ঠিক সেভাবে বর্ষালেন না সিদ্দিকুল্লাহ চৌধুরী ।প্রথমপর্বে মনোনয়ন পেশের শেষের দিনের পর অর্থাৎ ১০ এপ্রিল থেকে তিনি সরাসরি দলের সাথে সংঘাতে নেমেছিলেন।বিভিন্ন সংবাদমাধ্যমে মনোনয়ন পেশে গা জোয়ারি নিয়ে তিনি ক্ষোভ ব্যক্ত করেছিলেন।রামনবমী - হনুমান জয়ন্তী নিয়ে বিজেপির হাত শক্ত করার অভিযোগও তিনি তুলেছিলেন।সেইসাথে সরকারি নিরাপত্তারক্ষী - গাড়ী ছেড়ে দেওয়া, রাজভবন - বিকাশভবন না যাওয়া এমনকি রাজ্য মন্ত্রীসভা বৈঠকে গড়হাজির থেকে মুখ্যমন্ত্রী কে তাঁর তীব্র অসন্তোষ এইবিধ অবস্থানে বুঝিয়ে দেন।ঠিক এইরকম পেক্ষাপটে কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের নির্দেশে রাজ্য নির্বাচন কমিশন ২৩ তারিখে মনোনয়ন পেশের বাড়তি সময় দেয়।উল্লেখ্য এরমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ক্ষুব্ধ সিদ্দিকুল্লাহ চৌধুরী কে নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে মঙ্গলকোটের ৩৪ টি আসন সিদ্দিকুল্লাহের অনুগামীদের জন্য বরাদ্দকৃত করেন।ওয়াকিবহাল মহল মনে করেছিল যে, ২৩ এপ্রিলের পূর্বে মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষামন্ত্রীর আসনরফার বিষয়টি সিদ্দিকুল্লাহের পক্ষে ইতিবাচক দিক।আর কোন বাধায় রইলো মঙ্গলকোটের বুকে।

মেখলিগঞ্জ থানার জাতীয় সড়ক নিরাপত্তা সপ্তাহ

ছবি
মেখলিগঞ্জ মেখলিগঞ্জ থানার পুলিশের উদ্যোগে জাতীয় সড়ক নিরাপত্তা সপ্তাহ পালিত হল শুক্রবার।এই উপলক্ষে এদিন মেখলিগঞ্জ শহরের কথা ও গান সাংস্কৃতিক ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।সেখানে পথ নিরাপত্তা বিষয়ে মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও অভিষেক রায়,সিআই রবিন থাপা,ওসি অজিত শাহ প্রমুখ আলোচনা করেন।অনুষ্ঠান শুরুর পূর্বে সচেতনতামূলক একটি শোভাযাত্রাও পথ পরিক্রমা করে।যেখানে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অংশ নেয়।এনিয়ে এদিন একটি ক্যুইজ প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছিল।

জলছত্রের অনুষ্ঠান বাদুড়িয়ায়

ছবি
সৈয়দ রেজওয়ানুল হাবিব সকাল থেকে উঃ ২৪ পরগনার বাদুড়িয়া থানার মেদিয়া গ্রামে শুরু হলো জলছত্রের অনুষ্ঠান।মেদিয়া বকুলতলা ব্যবসায়ী সমিতির আয়োজনে গ্রামের প্রানকেন্দ্র বকুলতলা উপর দিয়ে আগত সমস্ত পথচারীদের প্রচন্ড গরমের সময় জল, মিষ্ঠি ,ভেজানো ছোলা ইত্যাদি দিয়ে আপ্যায়ন করা হচেছ।সমিতির সম্পাদক অমিত ব্যানার্জি জানান তীব্র গরমে পথচারীদের তৃষ্ণা মেটাতেই তাদের এই প্রয়াস৷অন্যদিকে সমিতির অন্য একজন সক্রিয় সদস্য প্রদ্বিপ গাইন বলেন-জলছত্রের মধ্য দিয়ে সাম্প্রদায়িক, সম্প্রীতির ভীত কে আরও সুদৃঢ় করা হচ্ছে।

জিরানপুরে নির্বাচনী প্রচারে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

ছবি
সুজিত ঘোষ কুচবিহারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জিরানপুর অঞ্চলে নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গ  উন্নয়ন মন্ত্রী মাননীয় শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়।

২৯ তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ ময়নাগুরিতে

ছবি
সোমনাথ চক্রবর্তী ২৯তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হলো ময়নাগুড়ি ব্লকের ঝাঝাঙ্গি তে।এ দিন এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি ফজরুল হক, হাইওয়ে ট্রাফিক ওসি মোস্তফা হোসেন এবং ট্রাফিক ইন্সপেক্টর হিরালাল ঠাকুর। এ দিন এই সচেতনতা শিবিরে ট্রাফিক আইন সম্বন্ধে মানুষের মধ্যে সচেতনা বাড়াতে বিভিন্ন ট্রাকের ড্রাইভার,খালাসি,বাইক চালকদের বলা হয় কি ভাবে ট্রাফিক মেনে গাড়ি চালাতে হবে। হিরালাল বাবু বলেন আমাদের এই সচেতনতা শিবির চলতে থাকবে।এই শিবিরে মানুষের মধ্যে ট্রাফিক আইন নিয়ে বোঝানো হবে। যেমন ট্রাফিক সিগন্যালে গাড়ি থামাতে হবে,মদ্যপ অবস্থায় গাড়ি চালানো যাবে না,বাইক চালানোর সময় হ্যেলম্যেট পড়তে হবে,বেশী ২ জনের বেশী যাত্রী নিয়ে বাইক চালানো যাবে না সহ বিভিন্ন বিষয়ে এ দিন জনগন কে সচেতন করা হয়।