পোস্টগুলি

নভেম্বর, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কালনা হাসপাতালে খাবারে মান দেখতে মহকুমাশাসক

ছবি
মোল্লা জসিমউদ্দিন বৃহস্পতিবার কালনা হাসপাতালে রোগীদের খাবারের গুনগতমান দেখতে পরিদর্শনে আসেন মহকুমাশাসক নিতিন সিংহানিয়া।নিম্নমানের খাবার সরবরাহ করার জন্য দুজন ঠিকেদারকে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন মহকুমাশাসক।

পুর্বস্থলীতে বিজেপির বিক্ষোভ

ছবি
মোল্লা জসিমউদ্দিন পুর্ব বর্ধমান জেলার পুর্বস্থলী ১ নং ব্লকের সামনে স্থানীয় বিজেপি নেতৃত্ব অবস্থান বিক্ষোভ দেখায়।পঞ্চায়েতে নানান দুর্নীতি, স্বজনপোষণ সহ বিভিন্ন বিষয় নিয়ে সরব হন বিজেপি নেতারা।

মঙ্গলকোটে আশাকর্মীদের বিক্ষোভ

ছবি
মঙ্গলকোট ব্লক অফিসে আশাকর্মীরা বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ দেখায়।সেইসাথে ব্লক স্বাস্থ্য আধিকারিক কে স্মারকলিপি জমা দেয় আশাকর্মীরা।

কোচবিহারে বিজেপির বিক্ষোভে এল র‍্যাফ

ছবি
শিখা ধর কোচবিহার ১ নং ব্লকে বিজেপির অবস্থান বিক্ষোভ কে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা যায়।আসে বিশাল পুলিশ বাহিনী, সাথে র‍্যাফ।উল্লেখ্য সারাদেশে বিজেপি ব্লক ভিক্তিক কর্মসূচি নিয়েছে আজকের দিন টি ঘিরে।

ভাতারে জমি মামলায় ধান রেখে দিল প্রশাসন

ছবি
সুদিন মন্ডল ভাতার এর  নিত্যানন্দপুর মৌজার 49 শতক এর একটি ধান জমির মালিক দাবী করে  এলাকার পাটনা গ্রামের দুই পরিবার কোর্ট এর দারস্থ হয়।কোর্ট এর নির্দেশমত বৃহস্পতিবার ভাতার এর  বিডিও, ওসি, এবং বিএলআরও  এর উপস্থিতিতে জমির সমস্ত ধান কেটে  রাখা হয় প্রশাসনের তদারকিতে।

বিজেপির বহরমপুরে অবস্থান বিক্ষোভ

ছবি
ভাস্কর ঘোষ বৃহস্পতিবার  বিজেপি-র উত্থান দিবস উপলক্ষে বহরমপুর বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল।বিজেপির উথ্যান দিবস উপলক্ষে এবং তৃণমূলের লাগাতার সন্ত্রাস, খূন দুর্নীতি ও কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে অনিয়মের প্রতিবাদে, বহরমপুর বিডিও অফিসের সামনে বহরমপুর ব্লক বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। উপস্থিত ছিলন বহরমপুর মণ্ডলের সভাপতি  বিশ্বনাথ সরকার, বিধান সরকার, সমরেন্দ্র নাথ দত্ত , কূশল মণ্ডল সহ বিজেপি-র কর্মী- সমর্থকরা।

আটদফা দাবি নিয়ে মেমারি ব্লকে বিজেপির স্মারকলিপি

ছবি
সেখ সামসুদ্দিন মেমারি ১ ব্লকের সাধারণ মানুষের নানাবিধ সমস্যা ও তার সমাধানের জন্য আট দফা দাবীতে বিডিও বিপুল কুমার মন্ডলের কাছে ভারতীয় জনতা পার্টি স্মারকলিপি দেয়। আট দফা দাবীর মধ্যে আবাস যোজনার ঘর, শৌচালয়, বার্ধক্য ভাতা, বিধবা ও অক্ষম ভাতা, রেশন ব্যবস্থা, একশো দিনের কাজ, বেকারদের পরিবর্তে অবসর প্রাপ্তদের পুনঃনিয়োগ, শিক্ষাক্ষেত্রের পরিবেশ ইত্যাদি বিষয়ে দুর্নীতি ও চরম অব্যবস্থার প্রতিকারের দাবী জানানো হয় । উপস্থিত ছিলেন লোকসভা পালক ভীষ্মদেব ভট্টাচার্য, রাজ্য কিষাণ মোর্চার সদস্য অসিত চৌধুরী, মেমারি বিধানসভার অবজার্ভার প্রবাল রায়, রাজ্য সম্পাদক বিকাশ মুদি সহ ব্লকের বিভিন্ন অঞ্চল ও শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

ভেল্লুপুরম এক্সপ্রেসে বাড়ল অতিরিক্ত বাতানুকূল কোচ, খুশি জঙ্গলমহল

ছবি
নিজস্ব বার্তা, পুরুলিয়া পূরণ হল তিন জেলার দাবী। পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের রেলযাত্রীদের দাবী মেনে পুরুলিয়া ভেল্লুপুরম এক্সপ্রেস ট্রেনে দেওয়া হল অতিরিক্ত একটি বাতানুকুল থ্রি টিয়ার কোচ। প্রতি সোমবার পুরুলিয়া ভেল্লুপুরম এক্সপ্রেস পুরুলিয়া থেকে ভেল্লুপুরমের উদ্দেশ্যে যাত্রা করে। এদিন সকাল ১০ঃ৩৫ মিনিটে পুরুলিয়া থেকে ছেড়ে মঙ্গলবার রাতে ট্রেনটি গন্তব্যে পৌঁছয় । এই  ট্রেনেই ভেলোর পুরুলিয়া ছাড়াও আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং মেদিনীপুরের মানুষ।  ট্রেনটি অল্প সময়ের মধ্যে ভেলোরে পৌঁছনোর জন্য ঝাড়খণ্ড থেকেও বিপুল সংখ্যক মানুষ এসে পুরুলিয়া স্টেশনে এসে এই ট্রেনে চাপেন। ভাল ট্রেন হবার জন্যই যাত্রীরা দীর্ঘদিন ধরে এই ট্রেনে কোচ বাড়ানোর দাবী করে আসছিলেন। সব থেকে বেশি চাহিদা ছিল বাতানুকুল কোচ বাড়ানোর। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম শারদ কুমার শ্রীবাস্তবের প্রচেষ্টায় তা পূরণ হল।   এবার থেকে স্থায়ী ভাবে এই কোচ থাকবে সাপ্তাহিক ট্রেনটিতে। উল্লেখ্য এই ট্রেনটিকে সাপ্তাহিক থেকে সপ্তাহে তিন দিন  করার জন্যও বার বার আবেদন করা হয়েছে।  ডিআরএম  বলেন যাত্রীদের অনান্য দাবীগুলি পুরন করার জন্যও সব রক

বর্ধমান শহরে জেলা প্রশাসনের দোকানে স্টক রেজিস্টার দেখার অভিযান

ছবি
সুরজ প্রসাদ পুর্ব বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক নিখিল নির্মল এবং আর.টি.ও. মহঃ আবরার আলমের নেতৃত্বে একটি দল শহরের বেশ কয়েকটি দোকানে হানা দেয়।  লক্ষীপুর মাঠের একটি দোকানে প্রথমে যান আধিকারিকরা। দোকানের স্টক রেজিস্টার সহ অন্যান্য কাগজপত্র খতিয়ে দেখেন তাঁরা। কিন্তু দোকানে থাকা এক কর্মী জানান, তাদের সমস্ত নথিপত্র বাড়িতে আছে। কিছু প্রমাণপত্র দখিল করতে না পারায় দোকানটি সিল করে দেওয়া হয়। শহরে এইধরনের বেশ কিছু দোকানে এইরুপ অভিযান চলে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর অবধি।

সালানপুরে কৃষিমেলা উদ্বোধনে সভাধিপতি

ছবি
নীলাদ্রি ঘোষ পশ্চিম বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে ও সালানপুর পঞ্চায়েত সমিতির ব্য ব স্থাপনায় স্থানীয় আল্লাডি পঞ্চায়েত ময়দানে শুরু হল কৃষি মেলা l মেলার উদ্ধোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি l তিন দিন ব্যাপি এই মেলায় বিশেষ আর্কষন হিসাবে থাকছে মাটি,কৃষি, উদ্যান পালন , মৎস্য, কৃষি বিপনন,সমবায় ও প্রানী সম্পদের সম্ভার l অনুস্টানে উপস্থিত ছিলেন সহ সভাধিপতি সুধাকর কর্মকার ও জেলা কৃযি কর্মাধক্ষ্য নরেন্দ্র নাথ চক্রবর্তী l এছারাও অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল মজুমদার , বিডিও তপন সরকার সহ বহু বিশিস্ট ব্যক্তিত্বরা l

হোটেল মালিকদের নিয়ে বৈঠক মুর্শিদাবাদ পুলিশের

ছবি
ভাস্কর ঘোষ দীর্ঘদিন ধরেই মুর্শিদাবাদের লালাবাগ এলাকার হোটেল গুলি নিয়ে উঠছিল নানান অভিযোগ। আবার   দিন ক'য়েক আগে হোটেলের ভেতরে এক তৃণমূলের নেতা খুন হন। সঙ্গে তো দেহব্যবসার  অভিযোগ প্রতিনিয়ত উঠছিল হোটেল গুলিতে। এরপরই মুর্শিদাবাদ থানার পুলিশ বিশেষ উদ্যোগ নেয়। হোটেল গুলিতে চলে ব্যাপক ধর-পাকড়। বুধবার গভীর রাত পর্যন্ত লালবাগের বিভিন্ন হোটেলে তল্লাসি চালায় পুলিশ। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ থানার আই সি আশীষ দেব এবং লালবাগ মহকুমা পুলিশ আধিকারিক বরুন বৈদ্য।  বৃহস্পতিবার লালবাগ এলাকার সমস্ত হোটেলের মালিকদের নিয়ে একটি মিটিং করা হয়। এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ- সুপার , লালবাগ মহকুমা পুলিশ আধিকারিক  এবং মুর্শিদাবাদ থানার আই সি।  এদিন সেখানে হোটেল মালিকদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয় হোটেলে দেহ ব্যবসা চলবে না। সেই সঙ্গে তাদের বেশকিছু নির্দেশ দেওয়া হয় বলে জানা গিয়েছে।

মুর্শিদাবাদে পথে প্রাণহানি বাড়ছে, ঘাতক ড্রাইভাররা অন্তরায়

ছবি
ভাস্কর ঘোষ ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কা এন টি পি সি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জামিরুল শেখ (২০)। ফরাক্কা থানার কেন্দুয়া গ্রামে তার বাড়ি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। যদিও সেটির চালক পলাতক। তার খোঁজে তল্লাসি চালাচ্ছে ফরাক্কা থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে জামিরুল ফরাক্কা থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেইসময় এন টি পি সি মোড়ে একটি ট্রাক তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জেলাবাসিদের মধ্যে প্রশ্ন উঠেছে জেলা পুলিশের ভুমিকা নিয়ে।যে পথ দুর্ঘটনায় এত লোক কেন মারা যাচ্ছে? পুলিশ কেনই বা ঘাতক গাড়ীর চালকদের গ্রেপ্তার করতে পারছেনা? সে নিয়ে উঠেছে প্রশ্নচিহ্ন

লোন না পেয়ে কান্দির ব্যাংকে তালা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের

ছবি
ভাস্কর ঘোষ লোন না পেয়ে ব্যাঙ্কে তালা দিল স্বনির্ভর গষ্ঠির মহিলারা। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দী থানার জীবন্তি গ্রামে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায়। এদিন প্রায় ১৪ থেকে ১৫ টি গোষ্ঠীর মেয়েরা আজ সকালেই ব্যাঙ্কের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশের সামনেই তারা বিক্ষোভ চালিয়ে যান। পরে  অবশ্য ব্রাঞ্চ ম্যানেজারের আশ্বাসে তারা বিক্ষোভ থেকে সড়ে দাঁড়ান। 

নবগ্রামে আদিবাসীদের ফুটবল টুর্নামেন্ট

ছবি
ভাস্কর ঘোষ বৃহস্পতিবার মুর্শিদাবাদের নবগ্রাম থানার কুলডাঙ্গা যোয়ান গাঁওতা আদিবাসী ক্লাবের পরিচালনায় একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।মোট আটটি ক্লাব এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে।খেলার উদ্বোধন করেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল।

রঘুনাথগঞ্জে ডাম্পারে ধাক্কায় মৃত্যু ১

ছবি
ভাস্কর ঘোষ ডাম্পারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বাগপাড়া মোড়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শিশির মন্ডল (৫০)। হলদিয়ার হরিদাসপুর এলাকায় তাঁর বাড়ি। সে রঘুনাথগঞ্জ এলাকায় পিডিএসের কর্মী ছিলেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পঠানো হয়েছে। ঘটক ডাম্পারটিকে পুলিশ আটক করেছে। যদিও ডাম্পারের চালক পলাতক। তার খোঁজে তল্লাসি চালাচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে শিশির বাবু সাইকেল চালিয়ে কাজে যাচ্ছিলেন। সেইসময় রঘুনাথগঞ্জের বাগপাড়া মোড়ে একটি পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রন হারিয়ে তাঁর সাইকেলে ধাক্কা মারলে সে পড়ে গিয়ে মারাত্মকভাবে জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাবার পথেই মারা যান শিশির বাবু। পুলিশ মৃতহেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সমস্থ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

তিন বছরের শিশুকন্যা কে ধর্ষণের চেষ্টা মামলায় আসামির দশ বছরের জেল

ছবি
ভাস্কর ঘোষ বছর তিনেকের এক শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টার অপরাধে রাখাল মন্ডল নামে এক যুবককে ১০বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দিল বহরমপুর জেলা ও দায়রা আদালত। বৃহস্পতিবার বহরমপুরের জেলা জজ আদালতে এই রায় ঘোষনা করেন অতিরিক্ত জেলা জজ ফিরোজা খাতুন। এই মামলার সরকারি আইনজীবী আব্দুল কাইয়ুম জানান,  ঘটনার সূত্রপাত ২০১৪সালের ১৬ জুলাই রেজিনগর থানার হরিগঞ্জ গ্রামে এক দিনমজুরের ৩বছরের শিশু কন্যাকে লজেন্স খাওয়ার লোভ দেখিয়ে ফসলের জমির মধ্যে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে রাখাল মন্ডল নামে এলাকার ওই যুবক। শিশুটির চিৎকারে ছুটে আসে এলাকার বাসিন্দারা। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করে রেজিনগর থানার পুলিশ। বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষনা করেন অতিরিক্ত জেলা বিচারক ফিরোজা খাতুন। তিন বছরের শিশু কন্যার উপর পাশবিক অত্যাচারের অপরাধে বিচারক অপরাধী যুবক রাখাল মণ্ডলকে ১০বছরের সশ্রম কারাদন্ড ও ৫০হাজার টাকার জরিমানা। অনাদায়ে আরো ১বছর সশ্রম কারাদন্ডের নির্দেশ দেন।

মুর্শিদাবাদে পথের বলি পুলিশ অফিসার

ছবি
ভাস্কর ঘোষ পাথরবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল ট্রেকারের এক যাত্রীর।ঘটনায় জখম হয়েছেন আরও চার জন। আশঙ্কাজনক অবস্থায় তাদের চার জনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে।বৃহস্পতিবার মুর্শিদাবাদের কান্দি থানায় গাঁথলা এলাকায় কান্দি - বহরমপুর রাজ্য সড়কে ঘটনাটি ঘটেছে।পুলিশ জানিয়েছে, মৃতের নাম ইজারুদ্দিন শেখ (৫৫)। কান্দি থানার নবগ্রাম এলাকায় তাঁর বাড়ি। সে রাজ্য পুলিশের এসআই পদে বহরমপুর থানায় কর্মরত ছিলেন।মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিলেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক লরিটিকে আটক করে কান্দি থানার পুলিশ।যদিও সেটির চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজে তল্লাসি চালাচ্ছে কান্দি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।তাঁর মৃত্যুতে জেলার পুলিশ মহলে শোকের ছায়া নেমে আসে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১২ টা নাগাদ বহরমপুর থানায় ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন ইজারুদ্দিন শেখ। ট্রেকারের পিছনে দাঁড়িয়ে ছিলেন তিনি।গাঁথলা এলাকায় একটি পাথর বোঝাই লড়ি নিয়ন্ত্রন হারিয়ে ওই। ট্রেকারের পিছনে ধাক্কা মারলে ৫ জন যাত্রী জখম হন।স্থানীয়রা

মানসিক অসুস্থ সদ্যজাতর মা কে বাড়ী ফেরাল আইনী সহায়তা কেন্দ্র

ছবি
সোমনাথ ভট্টাচার্য পূর্ব বর্ধমান জেলার আইনি সহায়তা কেন্দ্রের মানবিক মুখ দেখলো বিহারের  গোদাবরী দেবীর পরিবার।জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষর সচিব জয় প্রকাশ সিং জানান,গোদাবরী দেবী নামক এক মহিলা প্রায় দুবছর আগে বর্ধমানে মানসিক ভারসাম্যহীন ভাবে ঘুরছিল।এই সময় মহিলাটি অন্তঃসত্ত্বা ছিল।তার পর থেকে মহিলাটির স্থান হয় নিবেদিতা হোম বর্ধমানে।এর পর মহিলাটি একটি পুত্র সন্তানের জন্ম দেয়।কিন্তু বেশ কিছুদিন পর থেকে মহিলাটি তার শিশু পুত্রর ওপর অত্যাচার শুরু করে,তাকে খামচে দেয়,আঁচড়ে দেয়,মারে।কোলানোব গ্রামের নিবেদিতা ভবন সেই সময় চাইল্ড ওয়েল ফেয়ার এর হাতে শিশু টিকে তুলে দেয় রক্ষণাবেক্ষণ এর জন্য।চাইল্ড ওয়েল ফেরার বর্ধমান শিশুটিকে একটি হোমে রাখে।অন্যদিকে গোদাবরীর চিকিৎসাও চালাতে থাকে নিবেদিতা হোম।পরে চিকিৎসক জানান মহিলাটি এখন সুস্থ সেই মতো মেডিকেল সার্টিফিকেট ও দেন চিকিৎসক।গোদাবরী দেবীর হাতে তুলে দেওয়া হয় তার শিশুকে।শিশুটির বয়েস এখন প্রায় সাত মাস।গোদাবরী দেবীর পরিবারের সন্ধান মেলে পুলিশএর সহায়তায়।এর পরই বর্ধমান জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষ গোদাবরী দেবী ও তার শিশু পুত্রকে তার পরিবারের হাতে তুলে দেবার জন্য আইনের দিক

সালানপুরে সড়ক উন্নয়ন অব্যাহত

ছবি
নীলাদ্রি ঘোষ যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য রাস্তাঘাট তৈরি ও সংস্কারের উপর গুরুত্ব দিয়েছে রাজ্য প্রশাসন l এবিষয়ে বিশেষ করে পঞ্চায়েত এলাকায় আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে l বৃহস্পতিবার আসানসোল মহোকুমার সালানপুর ব্লকের তাঁতিপাড়া এলাকায় শুরু হয়েছে রাস্তা তৈরির কাজ l স্থানীয় পঞ্চায়েত প্রধান অর্পনা রায় জানালেন - এলাকায় মাটির রাস্তাতে   ঢালাইয়ের কাজ হচ্ছে  সেই সঙ্গে পুরোনো ঢালাই রাস্তা গুলিরও দ্রুত সংস্কার করা হবে l

মেয়েকে বিক্রি করার চেষ্টা মালদায়, চাঞ্চল্য

ছবি
মানস দাস, মালদা মেয়েকে দিয়ে খারাপ কাজ করানোর উদ্দেশে বিক্রি করে দিতে চেয়েছিল মা।মায়ের বিরুদ্ধে এমন অভিযোগের আঙ্গুল তুলেছেন খোদ মেয়ে।বাড়ি থেকে পালিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে সমস্ত ঘটনা লিখিতভাবে জানিয়েছে অষ্টম শ্রেণীর পড়ুয়া মেয়ে। তবে সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন অভিযুক্ত মা।বিদ্যালয়ের তরফে অভিযোগ পেয়ে অভিযুক্ত মাকে আটক করে জিজ্ঞাসাবাস চালাচ্ছেন পুলিশ।ঘটনা কোনো গ্রামের নয়, খোদ মালদা শহরের। ঘটনা মালদা শহরের মালঞ্চপল্লি এলাকার।জানা গেছে, মেয়েটির বাবা হৃদয় ঘোষ পেশায় শ্রমিক।কাজের সূত্রে বর্তমানে বাবা ভিনরাজ্যে রয়েছেন। বাড়ি মালদা শহরের বিশ্বনাথ মোড় এলাকায়। মাস পাঁচেক আগে মা শশুর বাড়ী ছেড়ে মেয়ে ও ছেলেকে নিয়ে মালঞ্চপল্লি এলাকায় চলে আসেন।সেখানেই ভাড়া বাড়িতে বসবাস করেন।অভিযুক্ত মায়ের নাম পুতুল ঘোষ।মেয়ে মৌমিতা ঘোষ শহরের রামকিঙ্কর গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ও ছেলে দীপঙ্কর ঘোষ পঞ্চম শ্রেণীর ছাত্র।মেয়ে জানান , "কিছুদিন ধরে তার মা তাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। মা তাকে খারাপ পথে নিয়ে যাওয়ারও চেষ্টা করেছে বলে অভিযোগ। মাঝেমধ্যেই মোবাইল ফোনে মা কারোর সঙ্গে কথা বলে। ফোনে

স্বরুপনগরে বিজেপির স্মারকলিপি

ছবি
সৈয়দ রেজওয়ানুল হাবিব আজ ভারতীয় জনতা পাটির উত্তান দিবসে স্বরূপনগর সাংগঠিনক তিনটি মন্ডলের নেতৃত্ব বিডিও বিপ্লব বিশ্বাসের নিকট এলাকার রাস্তাঘাট, স্বাস্থ্য পরিষেবা ও রেশন ব্যবস্থা উন্নতর করার দিকে সজাগ ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য লিখিতভাবে ম্মারকলিপি জমা দিল বিজেপি৷প্রতিনিধি হিসাবে হাজির ছিলেন স্বরুপনগর তিনটি সংগঠনিক মন্ডলের সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাষ.সন্তোষ মন্ডল, ও রঞ্জন মণ্ডল প্রমুখ।

দুর্নীতিরর দাবি তুলে স্মারকলিপি মেখলিগঞ্জ বিজেপির

ছবি
নিজস্ব বার্তা, মেখলিগঞ্জ বিভিন্ন দাবির ভিত্তিতে বৃহস্পতিবার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধায় মিছিল করে বিক্ষোভ দেখল বিজেপি।সংঠনের মেখলিগঞ্জ উত্তর এবং দক্ষিণ মন্ডল সভাপতি বিশ্বনাথ শিল এবং দধিরাম রায় বলেন,এদিনের মিছিলে ব্যাপক সাড়া পড়েছে।মিছিলের পর ২১ টি দাবির ভিত্তিতে মেখলিগঞ্জ ব্লকের বিডিওকে স্মারকলিপিও প্রদান করেছেন তারা।এদিন বিডিও অফিসের সামনেও কিছুক্ষনের জন্য অবস্থান বিক্ষোভ আন্দোলন তারা করেছেন।সেখানে শ্যামল সাহা,শ্যামল চন্দ্র বর্মন প্রমুখ বক্তব্য রাখেন।সরকারি বিভিন্ন প্রকল্পের কাজে দুর্নীতি, বেছে বেছে শাসক দলের লোকেদের সরকারি।সুযোগ সুবিধা পাইয়ে দেবার চেষ্টা হচ্ছে ইত্যাদি অভিযোগও এদিন তারা করেছেন।এই উপলক্ষে এদিন মেখলীগঞ্জের বিডিও অফিস চত্বরে ব্যাপক পুলিশের নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়েছে।

স্বরুপনগরে নাবালিকা বিয়ে রুখলেন বিডিও

ছবি
সৈয়দ রেজওয়ানুল হাবিব আজ  স্বরুপনগর ব্লকের ভাদুড়িয়া গ্রামের মহব্বত সরদার এর নাবালিকা কন্যা মেরিনা খাতুন এর বিবাহ উৎসবে বিডিও বিপ্লব বিশ্বাসের হস্তক্ষেপে বিবাহ বন্ধ হলো।মেরিনার বাবাকে আধিকারিক বোঝাতে সক্ষম হওয়ার তিনি এই ভূল আর করবেন না ১৮ বছর মেয়ের বয়স না হওয়া পর্যন্ত। তিনি তত দিন মেয়েকে পড়াশুনার মধ্যে রাখবেন বলে অঙ্গিকার করেন পুলিশ প্রশাসন ও আধিকারিকের সামনে লিখিতভাবে।