তিন বছরের শিশুকন্যা কে ধর্ষণের চেষ্টা মামলায় আসামির দশ বছরের জেল
ভাস্কর ঘোষ
বছর তিনেকের এক শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টার অপরাধে রাখাল মন্ডল নামে এক যুবককে ১০বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দিল বহরমপুর জেলা ও দায়রা আদালত। বৃহস্পতিবার বহরমপুরের জেলা জজ আদালতে এই রায় ঘোষনা করেন অতিরিক্ত জেলা জজ ফিরোজা খাতুন।এই মামলার সরকারি আইনজীবী আব্দুল কাইয়ুম জানান, ঘটনার সূত্রপাত ২০১৪সালের ১৬ জুলাই রেজিনগর থানার হরিগঞ্জ গ্রামে এক দিনমজুরের ৩বছরের শিশু কন্যাকে লজেন্স খাওয়ার লোভ দেখিয়ে ফসলের জমির মধ্যে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে রাখাল মন্ডল নামে এলাকার ওই যুবক। শিশুটির চিৎকারে ছুটে আসে এলাকার বাসিন্দারা। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করে রেজিনগর থানার পুলিশ। বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষনা করেন অতিরিক্ত জেলা বিচারক ফিরোজা খাতুন। তিন বছরের শিশু কন্যার উপর পাশবিক অত্যাচারের অপরাধে বিচারক অপরাধী যুবক রাখাল মণ্ডলকে ১০বছরের সশ্রম কারাদন্ড ও ৫০হাজার টাকার জরিমানা। অনাদায়ে আরো ১বছর সশ্রম কারাদন্ডের নির্দেশ দেন।