করোনায় ত্রাণ বিলিতে দক্ষিনেশ্বর যোগ্যদা মঠ

সুবল সাহা,  
বুধবার দক্ষিণেশ্বর যোগাদ্যা মঠের পক্ষ থেকে ত্রাণ প্রদান করা হয়।  করোনা ভাইরাস এর জেরে গোটা বিশ্বের সাথে আমাদের ভারতবর্ষেও চলছে লকডাউন। লকডাউন এর জেরে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাই এই সকল গরীব অসহায় মানুষদের পাশে অনেকেই দাঁড়াচ্ছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে।
এদিন যোগাদ্যা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া দক্ষিণেশ্বর শাখার পক্ষ থেকে ত্রাণ প্রদান অনুষ্ঠান হয়। বেলঘড়িয়া থানা কর্তৃপক্ষের হাতে ত্রান সামগ্রী তুলে দেন যোগাদ্যা মঠের ভারপ্রাপ্ত আধিকারিক তথা অধ্যক্ষ স্বামী অচ্যুতানন্দ মহারাজ। জানা গিয়েছে মঠের পক্ষ থেকে বারোশো কেজি চাল দেড়শ কেজি ডাল দেড়শ কেজি তেল, তিন শতাধিক পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বেলঘড়িয়া থানা কর্তৃপক্ষের হাতে।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

হলদিয়ার বিভিন্ন বাজারে ঢুকবার মুখে চলছে থার্মাল স্কিনিং