পোস্টগুলি

মার্চ, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এসজেডিএর একগুচ্ছ পরিষেবা চালু ময়নাগুড়িতে

ছবি
সোমনাথ চক্রবর্তী ময়নাগুরি শনিবার ময়নাগুরিতে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তিপক্ষের উদ্যোগে গ্রামে গ্রামে পথবাতি এর প্রকল্পের শুভ উদ্ধোধন হলো।উদ্ধোধন করেন ময়নাগুরি বিধায়ক অনন্ত অধিকারি। এ ছারাও এ দিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুরি বিডিও শ্রেয়সী ঘোষ,পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ বোস,কৃষি কর্মাধক্ষ মনোজ রায়,বিশিষ্ট সমাজসেবি ঝুলন সান্যাল সহ অনেকেই।মনোজ রায় বলেন S.J D.A এর এই উদ্যোগে যথেষ্ট খুশি ময়নাগুরি বাসি।ময়নাগুরি সহ রায়গঞ্জ, জলপাইগুড়ি সদর,আলিপুরদুয়ার ১ এবং ২  ব্লক মিলিয়ে ৬০০০পথ বাতির উদ্বধোন হলো আজ। তিনি আরো বলেন এই পথ বাতির ফলে ময়নাগুরি সহ বিভিন্ন এলাকার প্রতান্ত গ্রাম যে খানে অন্ধকার ছিলো সেখানে আর অন্ধকার থাকবে না।তিন এ জন্য সৌরভ চক্রবর্তী কে  ধন্যবাদ জানিয়েছেন।

ময়নাগুরিতে মৃত কর্মীর বড়ীতে রাহুল সিনহা

ছবি
সোমনাথ চক্রবর্তী ময়নাগুরি ময়নাগুরি ব্যঙ্কান্দি নিবাসি ক্ষীরোদ রায় যিনি বিজেপির দলের কাজে বর্ধমানে নিযুক্ত ছিলেন সেখানে তার মৃত্যু ঘটে।শনিবার ময়নাগুরির ব্যঙ্কান্দিতে মৃত ক্ষীরোদ রায়ের পরিবারের সাথে দেখা করতে আসেন বিজেপির কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক রাহুল সিনহা।তার সাথে ছিলেন বিজেপি নেতা দিপ্তীমান সেনগুপ্ত ও অনুপ পাল।রাহুল সিনহা মৃত ক্ষীরোদ রায়ের স্ত্রীর ও সন্তান্দের সাথে কথা বলেন।ক্ষীরোদ রায়ের দুই সন্তানের পড়াশুনোর সমস্ত দ্বায়িত্ত্ব দলের তরফ থেকে নেবার কথা ঘোষনা করেন। এর পর ক্ষীরোদ রায়ের পথিকৃতিতে স্রদ্ধা জানান তিনি।রাহুল সিনহা জানান ট্রেন থেকে পরে মৃত্যু হয়েছে ক্ষীরোদ রায়ের। তিনি মৃত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন যা ঘটেছে তার ভাগ্যচক্র ও ইশ্বরের ব্যপার তাই কারো করার কিছু নেই।তিনি বলেন পরিবারটি যাতে অসহায় না হয়ে পড়ে তার জন্য দল সবসময় তাদের পরিবারের পাশে থাকবে এবং স্থানিও লোকজন তাদের পরিবারের পাশে আছে বলে তিনি জানান। ভারতীয় জনতা পার্টি ক্ষীরোদ রায়ের পাশে আছে এ কথা জানানোর জন্যই তিনি আজ ক্ষীরোদ রায়ের বাড়ি এসেছেন বলে জানান রাহুল সিনহা।ক্ষীরোদ রায়ের ২জন সন্তানের মধ্যে গঙ্গা রায়(১

চ্যাংড়াবান্দায় যানজট সমস্যা মেটাতে পুলিশের বৈঠক

ছবি
মেখলিগঞ্জ চ্যাংড়াবান্ধা সীমান্তের যানজট সমস্যা মেটাতে এবার উদ্যোগ নিল পুলিশ।এই উদ্দ্যেশে মেখলিগঞ্জ পুলিশের তরফে থানায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়।যেখানে মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও অভিষেক রায়,সি আই রবিন থাপা,ওসি অজিত শা সহ ভারত বাংলাদেশ সীমান্ত বাণিজ্যের সাথে যুক্ত বিভিন্ন ব্যবসায়ীরাও হাজির ছিলেন।কিভাবে যানজট সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।পুলিশের তরফে ট্রাফিক নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবার হুমকিও দেওয়া হয়েছে।

স্ত্রীর গলায় কাঁচি চালিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর

ছবি
সুরজ আলি খান স্ত্রীর গলায় কাঁচি চালিয়ে নিজেও আত্মহত্যা করার চেষ্টা করল স্বামী। এমনই এক ঘটনা ঘটেছে পুরশুরা থানার নিমডাঙ্গী এলাকায় । স্বামীর নাম দেবদাস ঘোড়ুই । জানা গিয়েছে, শনিবার সকাল ১১ টা নাগাদ দেবদাস তার স্ত্রী সাগরিকাকে ঘরের মধ্যে ঢুকিয়ে খিল দিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর সে  তার স্ত্রীর মুখ চেপে ধরে, গলাতে কাঁচি চালিয়ে দেয়।  রক্তাক্ত অবস্থায় সাগরিকা চেঁচাতে থাকে।এবার দেবদাস নিজের গলা কাঁচি দিয়ে কেটে ফেলে। চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে আসে। বন্ধ দরজা ভেঙে ঘরের মধ্যে ঢোকে প্রতিবেশীরা। ঘরের মধ্যে  স্বামী-স্ত্রী দুজনকেই রক্তাক্ত অবস্থায় দেখা যায়। প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসে। জরুরী বিভাগ থেকে সঙ্গে সঙ্গে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তাররা তার চিকিৎসা শুরু করেন।  হাসপাতালের বেডে শুয়ে সাগরিকা বলেন, আমার স্বামী খুব ভালো। ও আমাকে খুব ভালবাসে। আমাকে ছাড়া থাকতে পারে না। ক্লাবের কিছু ছেলের পাল্লায় পড়ে ওর মাথাটা খারাপ হয়ে গেছে। দেবদাসের এক কাকা বলেন, বেশ কিছুদিন ধরেই ও অস্বাভাবিক আচরণ করছিল। সেই জন্য তাকে ব

মালদায় বাস দুর্ঘটনায় জখম ৫০

ছবি
মানস দাস,মালদা বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আহত হলেন ৫০জন। আজ সকালে দুর্ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার যদুপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে বিদ্যুতের পোস্টে ধাক্কা মারে। এর জেরে এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটে। জানা গিয়েছে, আসানসোলের একটি টুরিস্ট বাস জাতীয় সড়ক ধরে শিলিগুড়ি যাচ্ছিল। সকাল সাড়ে ৬টা নাগাদ উলটো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্য হয়। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। জাতীয় সড়কের ধারে বিদ্যুতের ট্রান্সফরমারের পোস্টে ধাক্কা মেরে বাসটি উলটে যায়। স্থানীয়রা বাস থেকে যাত্রীদের উদ্ধার করেন। তবে কোনও যাত্রীর আঘাত গুরুতর নয়। গতরাতে জেলায় প্রবল বৃষ্টি হয়েছে। ফলে জাতীয় সড়কের ধারের মাটি নরম ছিল। এর জেরেই সংঘর্ষের পর চাকা পিছলে বাসটি রাস্তার ধারে নেমে যায় বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। এখনও পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।

কাঠ বোঝাই ট্রাক আটক মেখলিগঞ্জে

ছবি
মেখলিগঞ্জ ৩১ মার্চ:প্রয়োজনীয় নথিপত্র দেখাতে না পারায় কাঠ বোঝাই একটি ট্রাক আটক করল পুলিশ।ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের ধুলিয়াহাট এলাকায়।জানাগেছে উত্তরপ্রদেশ থেকে কাঠ নিয়ে লরিটি এখানে এসেছিল।পুলিশের সন্দেহ হওয়ায় সেটিকে আটক করেন।বিষয়টি নিয়ে স্থানীয় মানুষের সাথে পুলিশের একটু বচসাও বাধে।তারা অভিযোগ করেন বৈধ কাগজপত্র থাকা সত্বেও পুলিশ গাড়িটিকে আটকেছেন।দীর্ঘ প্রায় ছয় ঘন্টা বিষয়টি নিয়ে স্থানীয় মানুষের সাথে পুলিশের মনোমালিন্য চলছিল।যদিও পুলিশ শেষমেশ গাড়িটিকে আটক করেছেন।মেখলিগঞ্জ থানার পুলিশ জানিয়েছেন বৈধ নথিপত্র দেখাতে না পারার কারণেই গাড়িটিকে আটক করা হয়েছে।জামালদহ ফরেস্টের বিট অফিসার সুদীপ্ত তালুকদার জানিয়েছেন, কাঠ গুলি চোরাই কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।সংশ্লিষ্ট কাঠ ব্যবসায়ীর অবশ্য দাবি তিনি বৈধ কাগজপত্রের মাধ্যমেই কাঠ কিনে এনেছেন।তবে কাঠের মূল্য সম্পর্কে কেউ স্পষ্ট কিছু বলেননি।

গুড ফ্রাইডের শোভাযাত্রা কালনায়

ছবি
মোল্লা জসিমউদ্দিন গুড ফ্রাইডে উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে শোভাযাত্রা বের হয়।গত শুক্রবার বিকেলে এই কর্মসূচী করে থাকে এলাকাবাসীরা।

চিকিৎসায় দালাল সিন্ডিকেট, উত্তপ্ত মালদা শহর

ছবি
মানস দাস,মালদা দালাল চক্র নিয়ে উত্তেজনা ছড়াল মালদা শহরের ৩ নং গভঃ কলোনি এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন  ইংরেজবাজার থানার বিশাল পুলিশবাহিনী।  স্থানীয় সূত্রে জানা গেছে এক মহিলা চিকিৎসার জন্য পৌঁছান মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বহির বিভাগে। গুড ফ্রাইডের জন্য বন্ধ ছিল বহির বিভাগ। অভিযোগ,এরপর স্থানীয় এক রিক্সাওয়ালা  ওই মহিলাকে ৩ নং গভঃ কলোনি এলাকায় এক ডাক্তারের খোঁজ দেন। সেই মতো ওই মহিলা রোগী তার স্বামীকে নিয়ে পৌছান চিকিৎসকের কাছে। সেখানে সুগার টেস্ট এর জন্য তার কাছে চাওয়া হয় ৩০০ টাকা। এই ঘটনার প্রতিবাদ করেন মহিলা। তিনি চিকিৎসককে জানান, সুগার টেস্ট এর জন্য ৪০ টাকা লাগে।  কেন তিনি এত বেশি টাকা চাইছেন। এই কথা বলতেই রোগের স্বামীর সাথে বচসা শুরু হয় চিকিৎসকের। সেই সময় ওই রোগীর স্বামীকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে চিকিৎসকের বিরুদ্ধে।  এরপরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় কাউন্সিলর শিপ্রা রায়। পুলিশ অভিযুক্ত ডাঃ গৌতম পালের চেম্বার আপাতত বন্ধ করে রেখেছে। যদিও এ ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যায়নি

বনগা বিডিও অফিসের সামনে পথের বলি ১

ছবি
ওয়াসিম বারি ওভারটেক করতেগিয়ে ট্রাকের তলায় পিষ্ঠ যুবক ৷বনগাঁ-বাগদা সড়কে বনগাঁ বিডিও অফিসের সামনে ওভারটেক করতে গিয়ে বাইক ঢুকে গেল ট্রাকের নিচে৷ট্রাকের তলায় পড়ে মৃত্যু হল বাইক চালকের ৷ঘটনাটি ঘটে বেলা ১২ টা নাগাদ ৷ স্থানীয় সূত্রে জানা যায় , বনগাঁ থানার পাইকপাড়ার দিকে একটি ট্রাক রাস্তা ধরে যাচ্ছিল, একটি বাইক ঐ ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লাগে এবং বাইক টি ট্রাকের নিচে ঢুকেযায় ৷ ঘটনা স্থলেই যুবকের মৃত্যুহয় ৷ যুবকের নাম সাইবুল মণ্ডল (৩৬), বাবা ইউনুস মন্ডল ,বাড়ি হরিনঘাটা থানার আদমপাড়া গ্রামে ৷

বামুনগাছির শীতলা মন্দিরে চুরি ঘিরে চাঞ্চল্য

ছবি
ওয়াসিম বারি বামুনগাছি কাশিমপুর রোডে বারোয়ারি শীতলা মন্দিরে চুরি। প্রনামির বাকসো ভেঙ্গে নগদ ৩০ হাজার আর মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে ঠাকুরের পেতলের বাসনপত্র সহ লক্ষাধিক টাকার চুরি। আশ্চর্যজনক ভাবে দেবীর ভয়ে দেবীর গায়ে থাকা সোনার গহনা অক্ষত। স্থানীয়দের অনুমান দেবীর রোষে পড়তে হইবে সেই ভয়ে স্পর্শ করা হইনি দেবীকে। এলাকায় চাঞ্চল্য। ভক্তরা চিন্তিত সামনেই বাৎসিরিক অনুষ্ঠান মেলা। সারা বছর প্রনামীর টাকা বাক্সে জমা হয়। কয়েক দিনের মধ্যেই তা খোলা হতো। তার আগেই প্ল্যান করে এই চুরি।

তৃনমূলের এসসি এসটি ওবিসি সেলের সম্মেলন বাঁকুড়ায়

ছবি
সাধন মন্ডল আজ বাঁকুড়ায় জেলা তৃনমূল কংগ্রেসের sc/ st/ obc  সেল এর উদ্যোগে জেলা সন্মেলন হল,সেখানে বক্তব্য রাখেন পঃবঙ্গ সরকারের এগ্রো ইন্ডাস্টিজ কর্পোরেশন  এর ভাইস চেয়ারম্যান  শুভাশীষ বটব্যাল।তিনি বলেন    sc,st, obc দের অবহেলা করবেন না।ওদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে তাকে সন্মান করতে হবে। সন্মলনে উপস্হিত  ছিলেন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু,জোৎস্না মান্ডী,সমীর চক্রবর্তী,  সভাধিপতি অরুপ চক্রবর্তী,  সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। সেলের পঃবঙ্গ  সভাপতি সুনীল মণ্ডল বলেন আজ আমাদের সরকার আমাদের জন্য এত কিছু করার পরেও কেন আমরা পিছিয়ে আছি তা ভেবে দেখতে হবে। সন্মেলনটি বাঁকুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়। বাঁকুড়া জেলা কমিটিতে গোউর টুডু ছাড়া আরো তিনজনকে কার্যকারি সভাপতি করা হয়েছে তারা হলেন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু,জোৎস্না মান্ডী ও স্বপন বাউরী।

বর্ধমানের মালির মাঠ ঘুরে গেলেন কৈলাস বিজয়বর্গী

ছবি
সুরজ প্রসাদ বর্ধমানের নীলপুরের মালির মাঠ পরিদর্শন করলেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক  কৈলাস বিজয়বর্গীয়। সঙ্গে ছিলেন বিজেপি নেতা মুকুল রায়।বৃহস্পতিবার কলকাতা থেকে কাটোয়ার দাঁইহাটে দলীয়  সভায় যোগ দিতে  যাবার পথে মালির মাঠে যান বিজেপির দুই নেতা। এখানে উল্লেখ্য রামনবমীর আগের সন্ধ্যায় মালির মাঠে রামনবমীর সভা মঞ্চে ভাঙচুর চালানো হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়।অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে।তবে এদিন দুই নেতা কিছু বলতে অস্বীকার করেন।

আন্টার্ক্টিকায় মৃত্যু পুরুলিয়ার তরুণ গবেষকের

ছবি
সঞ্জয় হাল্দার স্বপ্নের উড়ান থমকে গেল এক দুর্ঘটনায়। আন্টার্কটিকায় মৃত্যু হল গবেষণারত পুরুলিয়ার তরুণের। গোয়ার ন্যাশনাল সেন্টার ফর আন্টার্কটিক অ্যান্ড ওশন রিসার্চ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে, আন্টার্কটিকায় তাদের অভিযানে অংশ নেওয়া গবেষক শুভজিৎ সেন মঙ্গলবার প্রয়াত হয়েছেন। বরফের দেশে। ভারতের রিসার্চ বেস মৈত্রী তে সোমবার এক দুর্ঘটনায় জখম হন শুভজিং। চিকিৎসকরা শত চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি। শুভজিতের বাড়ি পুরুলিয়ায়।তাঁর বাড়িতে খবর পাঠিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। তবেদেহ কবে দেশে ফিরবে, সে বিষয়ে কোনও তথ্য মেলেনি। হঠাৎ এমন খবর পেয়ে শোকাহত পরিবার।

বারাসাতে বিজ্ঞান মঞ্চে সম্মানিত যুব নেতা সিয়াম আলি

ছবি
সৈয়দ রেজওয়ানুল হাবিব বারাসাত এডুকেশন ডেভেলপমমেন্ট সোস্যাইটির ৫ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে। জেলার প্রতিনিধিদের চোখে পড়ারমতো ছিল।তাদের আবৃত্তি, রবীন্দ্র ও নজরুল  সংগীতের মাধ্যমে অনুষ্ঠান প্রাণবন্ত  হয়ে ওঠে। সোস্যাটির সম্পাদক সাজাহান মন্ডলের সম্পাদকীয় প্রতিবেদন পাঠে বলেন, সারাবছর ধরে শিক্ষা, সংস্কৃতি ও সেবামুলক কাজে সোস্যাটির কর্মীরা ব্যস্ত থেকে সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের  শিক্ষার মুলস্রোতে ফিরিয়ে আনা হয়। বছরে  ২০ হাজার ছাত্রদের মেধা পরীক্ষার মাধ্যমে পুরষ্কার প্রদানকরে উৎসাহ দেওয়া হয়। সমাজের গুনিজনদের সংবর্ধনা, শিক্ষা সেমিনার ইত্যাদি পরিকল্পনা নেওয়া হয়। সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম প্রতিনিধিদের আরো বেশী দায়িত্বশীল হওয়ার আহবান করেন। নতুন জেলা কমিটি ঘোষনা করেন। সম্মেলনে বিশিষ্ট সাহিত্যিক লোকমান হাকিমকে সাহিত্য সম্পদ  সম্মান দেওয়া হয়। বক্তব্য রাখেন, নহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ কামালুদ্দিন, প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের রাজ্য সভাপতি সিয়ামত আলি, সিরাতের রাজ্য সম্পাদক শিক্ষক আবু সিদ্দিক খান, আলফাজ হোসেন, অমিত মন্ডল, মোনালিসা হালদার, সোনালি মিস্ত্রী, আলিম মন্ড

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী দরকার : কৈলাস বিজয়বর্গী

ছবি
মোল্লা জসিমউদ্দিন একদিকে যখন রাজ্য নির্বাচন কমিশনের উদ্যোগে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে সর্বদলীয় বৈঠক চলছে।ঠিক সেসময় বিজেপির তিন শীর্ষ নেতা এরাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে অশনিসংকেত দিলেন।বৃহস্পতিবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর সংলগ্ন দাঁইহাটে ২৩ টি ব্লক নেতৃত্বদের নিয়ে বিজেপি নির্বাচনী প্রস্তুতি সভা সারে।এদিন এই সভায় কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্য নেতা মুকুল রায় সহ জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন।কেন্দ্রীয় নেতা তথা এরাজ্যের দলীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী এদিন জানান - রানীগঞ্জ এর ঘটনা নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলার কংকাল রুপ ধরা পড়েছে, তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সুস্টভাবে ভোট করার জন্য কেন্দ্রীয় বাহিনী লাগবে।আমরা দলীয়ভাবে তা কেন্দ্র কে জানাব।এরপরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন - মে মাসে ভোট হলে আমরা ভোট যাতে না হয় ওইসময়, সেজন্য কলকাতা হাইকোর্টের দারস্থ হব।কেননা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে।তাই ওই কম সময়ে প্রচারের সুযোগ পাবনা।উল্লেখ্য এবারেই প্রথম পঞ্চায়েত নির্বাচনে হেলিকপ্টার এনে বেশি বেশি সভাসমাবেশ করার প

স্বরুপনগরে সীমান্ত এলাকায় উদ্ধার অস্ত্রশস্ত্র

ছবি
সৈয়দ রেজওয়ানুল হাবিব বিএসএফ সূত্রে খবর, রাতের অন্ধকারে বসিরহাটের স্বরূপনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে পিস্তল পাচারের খবর আসে তাদের কাছে। খবর পেয়ে বিএসএফ এর ৭৬ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা স্পেশাল তল্লাশী শুরু করে স্বরূপনগর গোবরা এলাকায়। তল্লাশির সময় বিএসএফকে দেখে পালিয়ে যায় পাচারকারীরা। গ্রাম থেকে উদ্ধার হয় চারটি পিস্তল আর দুটি গুলি। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি বিএসএফ এর পক্ষ থেকে তুলে দেওয়া হয় স্বরূপনগর থানার পুলিশের হাতে।

জিতুজুড়ী অঞ্চলে সোলার হোম লাইট সিস্টেম

ছবি
সঞ্জয় হালদার আজ পুরুলিয়ার মানবাজার 1নং ব্লকের জিতুজুড়ী গ্রাম পঞ্চায়েতের 3নং I. C. D. S কেন্দ্রে সোলার হোম লাইট সিস্টেম উদ্বোধন করলেন, মাননীয়া মন্ত্রী শ্রীমতী সন্ধ্যা রানী টুডু মহাশয়া। উপস্থিত ছিলেন মহকুমাশাসক, প্রধান ,উপপ্রধান ও অন্যান্য আধিকারিক গন।

সাপ্তাহিক ছুটির দিনেও বহিবার্ণিজ্য চালু থাকবে ভারত বাংলাদেশে

ছবি
মেখলিগঞ্জ চ্যাংড়াবান্ধা স্থল বন্দরের যানজট সমস্যা মেটাতে এবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটির দিনেও ভারত বাংলাদেশ বহির্বাণিজ্য চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নিলেন দুই দেশের ব্যবসায়ীরা।সেই অনুযায়ী আগামীকাল শুক্রবার এখান দিয়ে পণ্যবোঝাই ট্রাক বাংলাদেশে পাঠানো হবে।এতে ট্রাকের লাইন অনেকটা কমবে স্বাভাবিকভাবেই যানজট সমস্যা কিছুটা হলেও মিটবে বলে ব্যবসায়ীরা মনে করছেন।চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স এসোসিয়েশনের আহ্বায়ক বিমল কুমার ঘোষ জানান,যানজট সমস্যা মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।তবে আপাতত একটি শুক্রবারেই এই বৈদেশিক বাণিজ্য চালু রাখা হচ্ছে।প্রয়োজনে পরবর্তীতে এনিয়ে আরো ভাবা যেতে পারে।উল্লেখ বর্তমানে এখানে যানজট সমস্যা মারাত্মকরূপ ধারণ করেছে।

গাইঘাটায় ডিজে বক্স বাজিয়ে অনুষ্ঠান উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়

ছবি
ওয়াসিম বারি চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা, গাইঘাটা থানার গাঁজনায় চলল ডিজে বক্স বাজিয়ে বিচিত্রা অনুষ্ঠান। হাইকোর্টের রায়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে পুলিশের সামনেই মধ্যরাত পর্যন্ত ডিজে বাজিয়ে চলল বিচিত্রা অনুষ্ঠান। গভীর রাত পর্যন্ত  বিচিত্রা অনুষ্ঠানের ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার গাঁজনায় ।বাসন্তী পূজো শেষ হয়ে গিয়েছে দু'দিন আগে। তবু ও তার আনন্দে মেতে আছে গাইঘাটার গাঁজনার রামকৃষ্ণ ক্লাব। বুধবার মধ্য রাত পর্যন্ত লাউড স্পিকারে ডিজে বক্স বাজিয়ে চলল বিচিত্র অনুষ্ঠান, গায়কের গানের ফাঁকে ফাঁকে দেখা গেল নাচও। রাত পোহালেই উচ্চমাধ্যমিকের দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরাজি পরীক্ষা, হুশ নেই অনুষ্ঠানের আয়োজক থেকে প্রশাসনের। সমগ্র অনুষ্ঠানটি  উপভোগ করলেন কর্তব্যরত পুলিশ কর্মীরাও।  সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে চালনার বেশির ভাগ দায়ভারটা তাদের উপরে ছিল কি? প্রশ্ন উঠছে দায়িত্ব পরায়ন পুলিশ কর্মীরা কি  উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর কথা ভুলে গিয়েছিলেন? কি করে ক্লাব কর্তৃপক্ষ উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন অনুষ্ঠান করল তা নিয়ে প্রশ্ন তুলছে  পরীক্ষার্থীর অভিভাবকেরা ।

পঞ্চায়েত ভোটে প্রার্থী তালিকা নিয়ে মঙ্গলকোটে তরজা

ছবি
মোল্লা জসিমউদ্দিন আর হাতে এক থেকে দুমাস সময়সীমা,  তারপরেই পঞ্চায়েত নির্বাচন বাংলার বুকে।ইতিমধ্যেই তৃনমূলের প্রার্থী তালিকা একপ্রকার তৈরি বলা যায়।এলাকায় রাজনৈতিক কর্তৃত্ব আদায়ে প্রতিটি থানা এলাকায় বিধায়ক বনাম দলীয় ব্লক সভাপতির লড়াই চলছে।সেক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচন স্থানীয় ক্ষমতা আদায়ের অন্যতম দিক দুতরফেই।মঙ্গলকোটের রাজনৈতিক পরিস্থিতি বরাবরই উত্তপ্ত।সেই নকশাল পিরিয়ড থেকে বাম জমানা।এমনকি তৃনমূলের আমলেও হানাহানি কমেনি, উল্টে বেড়েছে।ঠিক এইরকম পরিস্থিতিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃনমূলের দুই বিবাদমান গোষ্ঠীর প্রার্থী তালিকা 'রেডি' রয়েছে।পনেরোটি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলাপরিষদের তিনটি আসনে কারা কোথায় দাঁড়াবে, তা স্থির হয়ে গেছে।ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর পক্ষে এই বিধানসভা কেন্দ্রের দলীয় পর্যবেক্ষক অনুব্রত মন্ডল সম্প্রতি দুবার মঙ্গলকোটে সভা করে বলে গেছেন - অপূর্ব চৌধুরীর নেতৃত্বে এবার মঙ্গলকোট বিরোধী শুন্য হবে।অপরদিকে বিপক্ষ গ্রুপের কাণ্ডারি মঙ্গলকোট বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রকাশ্যে কিছু না বললেও, বর্ধমান সার্কিট হাউসে চলতি মাসে অনুগামীদের ছবি সহ ভোটার