গাইঘাটায় ডিজে বক্স বাজিয়ে অনুষ্ঠান উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়

ওয়াসিম বারি

চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা, গাইঘাটা থানার গাঁজনায় চলল ডিজে বক্স বাজিয়ে বিচিত্রা অনুষ্ঠান। হাইকোর্টের রায়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে পুলিশের সামনেই মধ্যরাত পর্যন্ত ডিজে বাজিয়ে চলল বিচিত্রা অনুষ্ঠান। গভীর রাত পর্যন্ত  বিচিত্রা অনুষ্ঠানের ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার গাঁজনায় ।বাসন্তী পূজো শেষ হয়ে গিয়েছে দু'দিন আগে। তবু ও তার আনন্দে মেতে আছে গাইঘাটার গাঁজনার রামকৃষ্ণ ক্লাব। বুধবার মধ্য রাত পর্যন্ত লাউড স্পিকারে ডিজে বক্স বাজিয়ে চলল বিচিত্র অনুষ্ঠান, গায়কের গানের ফাঁকে ফাঁকে দেখা গেল নাচও। রাত পোহালেই উচ্চমাধ্যমিকের দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরাজি পরীক্ষা, হুশ নেই অনুষ্ঠানের আয়োজক থেকে প্রশাসনের। সমগ্র অনুষ্ঠানটি  উপভোগ করলেন কর্তব্যরত পুলিশ কর্মীরাও।  সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে চালনার বেশির ভাগ দায়ভারটা তাদের উপরে ছিল কি? প্রশ্ন উঠছে দায়িত্ব পরায়ন পুলিশ কর্মীরা কি  উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর কথা ভুলে গিয়েছিলেন? কি করে ক্লাব কর্তৃপক্ষ উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন অনুষ্ঠান করল তা নিয়ে প্রশ্ন তুলছে  পরীক্ষার্থীর অভিভাবকেরা ।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু