পোস্টগুলি

জুন, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কালনা আদালতে বধূ খুনে স্বামীর যাবৎজীবন

পারিজাত  মোল্লা , বৃহস্পতিবার দুপুরে কালনা মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক তপন মন্ডলের এজলাসে এক বধূ খুনে স্বামীর যাবৎজীবন কারাবাসের রায়দান দেওয়া হয়। সেইসাথে নিহত বধূর প্রতি মানসিক ও শারীরিক নির্যাতন চালানোর দায়ে শ্বশুর ও শ্বাশুড়ির তিন বছরের কারাবাসের নির্দেশ দেওয়া হয়। আদালত সুত্রে প্রকাশ, ২০১৭ সালে ৮ এপ্রিল মন্তেশ্বরের দেনুর গ্রামে সন্তোষী মন্ডলের মেয়ে অঞ্জু মন্ডলের সাথে বিবাদ হয় কৃষ্ণরজক ( অসুর)  এর সাথে। ভালোবেসে বিবাহের বন্ধন অবশ্য বেশিদিন টিকে নি। বিয়ের পর থেকেই পণের দাবিতে বধূর প্রতি মানসিক ও শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ উঠে শ্বশুর, শ্বাশুড়ি সহ স্বামীর বিরুদ্ধে। দু সপ্তাহ কেটে যাওয়ার পর স্থানীয় এলাকার 'ভোরের দিঘি' নামে এক পুকুরে বধূর দেহ উদ্ধার হয়। নিহতের মা সন্তোষী মন্ডল মন্তেশ্বর থানায় বধূ নির্যাতন সহ খুনের মামলা দায়ের করেন। এই মামলায় ১৮ জন সাক্ষ্যদান করে থাকে। বৃহস্পতিবার অর্থাৎ আজ দুপুরে কালনা মহকুমা আদালতের  অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক তপন মন্ডলের এজলাসে খুনের মামলায় রায়দান হয়। বধূর স্বামী কৃষ্ণরজক ( অসুর)  কে ৩০২/২০১ ধারায় যাবৎজীবন কারাবাস এবং ৫

মঙ্গলকোটে পরকীয়ার জের, স্ত্রীর হাতে নৃশংস খুন স্বামী

আমিরুল  ইসলাম ,  মঙ্গলকোটের ধারসোনা গ্রামে  এক যুবক কে বটি দিয়ে গলার নলি কেটে খুন করলো তার স্ত্রী । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ঘটনাস্থলে মঙ্গলকোটের কৈচর  ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী।পরিবারের দাবি,  স্ত্রী খুন করেছে তার স্বামীকে। স্ত্রীর অবৈধ সম্পর্কের জন্য এই খুন, অনুমান পরিবারের। মৃত ব্যক্তির নাম লতিফ চৌধুরী (৩৩)। স্ত্রীর নাম মনোয়ারা বিবি ।কি কারণে খুন, কে করলো খুন,  তদন্ত শুরু করেছে মঙ্গলকোট থানার পুলিশ।এলাকা সুত্রে প্রকাশ ,  বছর এগারো  আগে লতিফ চৌধুরীর বিবাহ হয় বর্ধমানের ভূতারপারের মনোয়ারা বিবির সঙ্গে। বর্তমানে তার দুটি কন্যা সন্তান রয়েছে বড় মেয়ের নাম প্রিয়া চৌধুরী (১০) বছর ,ছোট মেয়ের নাম কেয়া চৌধুরী(৬)।  বিবাহের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে সেই ভাবে সু-সম্পর্ক হয়নি। মনোয়ারা বিবি অন্য কারো সঙ্গে সম্পর্ক আছে বলে প্রায় দিন ঝগড়া হতো স্বামী-স্ত্রীর মধ্যে। এ নিয়ে গ্রামে বেশ কয়েকবার সালিশি সভা হয়েছে। গত বৃহস্পতিবার ডাক্তার দেখাতে গিয়ে ছিল নিগনে৷  সেখান থেকে মনোয়ারা বিবি তার ছোট মেয়ে  কেয়া চৌধুরী কে নিয়ে পালিয়ে যায়। সেই দিন থেকে নিখো

এরুয়ার গ্রামে সজল ধারা নিয়ে বিক্ষোভ

আমিরুল  ইসলাম , পানীয় জলের দাবিতে ভাতার ব্লক কার্যালয়ের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের এরুয়ার গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর গ্রামের মানুষজন দের অভিযোগ প্রায় এক বছর ধরে পানীয় জল নেই গ্রামে। গ্রামে যতগুলি হ্যান্ড পাম্প অর্থাৎ টিউবয়েল ছিল সমস্ত খারাপ হয়ে পড়ে রয়েছে এক বছর ধরে। এরপর পঞ্চায়েতের উদ্যোগে সজল ধারা প্রকল্পের মাধ্যমে পানীয় জল সরবরাহ ছিল গ্রামে। ওই সজল ধারা জল আসতো সাহেবগঞ্জ থেকে। তাও বন্ধ হয়ে রয়েছে গত ছয় মাস ধরে। আজ পানীয় জলের দাবিতে শ্রীপুর গ্রামের মানুষজন ভাতার ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তাদের দাবি অবিলম্বে পানীয় জল চালু করতে হবে শ্রীপুর গ্রামে। জল না চালু হলে তারা বড় আন্দোলনে নামবে। শ্রীপুর গ্রামের বাসিন্দা বুলু বাগদী জানান বাড়ির পুরুষ মানুষ রা কাজে চলে যায় বাইরে ।সমস্ত জল আমাদেরকে আনতে হয় বিভিন্ন লোকের বাড়ি থেকে। দারুন সমস্যায় রয়েছি এক বছর ধরে ।অবিলম্বে জল চালু করা হোক এই আমাদের দাবি। পঞ্চায়েত সমিতির সদস্য বাসুদেব যশের আশ্বাসে অবশেষে উঠে এই বিক্ষোভ। বাসুদেব যশ জানান আগামীকাল থেকে একটা টাইম পানীয় জল দেয

কর্মবিরতি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বিমুখী অবস্থান

মোল্লা জসিমউদ্দিন,  লোকসভা নির্বাচনের   আগে এবং ভোট পরবর্তী সময়ে রাজ্যে যে দুটি ঘটনা শুধু  এই রাজ্য নয় সমগ্র দেশে প্রভাব ফেলেছিল। সেগুলি হল আইনজীবীদের কর্মবিরতি এবং চিকিৎসকদের কর্মবিরতি। সময়ের ব্যবধানে অবশ্য দুটি কর্মবিরতি উঠে গেছে।তবে আপামর সাধারণ মানুষের মনে এখনো জ্বলজ্বল করছে এই দুই ধরনের কর্মবিরতির কুপ্রভাব গুলি। অনেকেই অনেককিছু হারিয়েছে এইসব কর্মবিরতির ফলে। একাধারে যেমন আইনজীবীদের সৌসৌজন্যে বিচারধীন বন্দিরা কারাগারে পচেছে। ঠিক তেমনি আবার রোগ যন্ত্রণা নিয়ে হাসপাতালের সামনে অসহায়ভাবে ছটভট করতে দেখা গেছে রোগীদের কে। গত সপ্তাহে শিয়ালদহের এনআরএস হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় জুনিয়র ডাক্তারদের উপর হামলার অভিযোগে রাজ্যব্যাপী চিকিৎসকরা কর্মবিরতির ডাক দেন। দিন পাঁচ ছয় চলার পর মুখ্যমন্ত্রীর আলোচনায় তা উঠে। যদিও প্রথম পর্যায়ে মুখ্যমন্ত্রীর রনং দেহী অবস্থানে চিকিৎসকরা তীব্র অসন্তোষ অনেকখানিই মিটেছে। রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় স্বাভাবিক গতি এসেছে। মুখ্যমন্ত্রী চিকিৎসকদের কর্মবিরতির সপ্তাহ না ঘুরতেই যেভাবে আলোচনার মাধ্যমে প্রশাসনিক ও পুলিশগত দাবি গুলি পূরণ করেছেন। তাছাড়া তিনি নিজেও হাসপাতালে গি

শ্রীখণ্ড তাপবিদ্যুৎ কেন্দ্র না হওয়ার পেছনে কে দায়ী ?

   মোল্লা জসিমউদ্দিন, এবারে উন্নয়ন নিয়ে রাজনীতির আসরে শ্রীখণ্ড তাপবিদ্যুৎ প্রকল্পটি।  কোন রাজনৈতিক দল নয়, সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই  উন্নয়ন  নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ তুললেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী  শোভনদেব চট্টপাধ্যায়। আজ অর্থাৎ  শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমান  জেলার কাটোয়া সংলগ্ন দাঁইহাট পুর এলাকার হাউসিং দাস পাড়ায়  ৩৩/১১ কেবি ক্ষমতাসম্পর্ণ বিদ্যুৎ এর  সাবস্টেশন উদঘাটনে  এসে এই উন্নয়ন নিয়ে রাজনীতির অভিযোগ টি তুলেন। বিদ্যুৎ মন্ত্রীর পাশাপাশি  স্থানীয়  বিধায়ক রবীন্দ্রনাথ চট্টপাধ্যায়, দাঁইহাট  পুর চেয়ারম্যান  শিশির মন্ডল, জেলাস্তরের বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা   ছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে  । বিদ্যুৎ মন্ত্রী  বলেন - কেন্দ্রীয়  সরকারের রাজনীতির জন্যই কাটোয়ার শ্রীখণ্ড এলাকায় তাপবিদ্যুৎ প্রকল্পটি মাঝপথে বন্ধ হয়ে পড়ে রয়েছে। উন্নয়ন নিয়ে সদিচ্ছার  অভাব রয়েছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের মধ্যে। ইতিমধ্যেই তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ার সংস্থা এনটিপিসি তাদের বড় অফিসারদের  এখান থেকে বদলী করিয়েছে। কবে এই প্রকল্পে গতি আসবে তা রাজ্য সরকারের কাছেও অজানা বলে মন্ত্রী  জানান। এমনকি প্রকল্পটি যাত

কোটার দোহাই দিয়ে প্রাপক কে ভাতা থেকে বঞ্চিত করা যাবেনা , জানালো কলকাতা হাইকোর্ট

   মোল্লা  জসিমউদ্দিন ,  বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টের ৮ নং ঘরে বিচারপতি দেবাংশ বসাকের এজলাসে সুন্দরবনে এক সরকারি প্রকল্পে ভাতা সংক্রান্ত মামলা উঠে। বিচারপতি তাঁর নির্দেশিকায় পরিস্কার ভাবে জানিয়ে দেন - কোটার দোহাই দিয়ে বিধবাভাতা থেকে কাউকে বঞ্চিত করা যাবেনা। সেইসাথে সংশ্লিষ্ট বিডিও কে সাতদিনের মধ্যে বিধবা ভাতা চালু করার নির্দেশজারি করেছেন। আবেদনকারীর আইনজীবী ইন্দ্রজিৎ রায় চৌধুরী বলেন - "মহামান্য বিচারপতির এই রায় শুধু কোন নিদিষ্ট ব্যক্তির নয়, এইরূপ যারা রয়েছেন তারা প্রত্যেকেই এই সরকারি প্রকল্পে ভাতা পাওয়াতে আবেদন যোগ্য"।  আদালত সুত্রে প্রকাশ, ২০১৮ সালে জুলাই মাসে দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন অঞ্চলে মনোজ বিশ্বাস (৩৮) নামে এক দুস্থ  ব্যক্তি মারা যান।রেখে যান স্ত্রী স্বপ্না বিশ্বাস (৩২)  সহ দুই সন্তান কে।  এরেই মাঝে রাজ্য সরকার 'পশ্চিমবঙ্গ বিধবা পেনশন ভাতা ' নামে এক প্রকল্প চালু করে থাকে। যেখানে আবেদনকারী মহিলার স্বামী কে মৃত এবং মাসিক আয় এক হাজারের নিচে হতে হবে। ঠিক এইরকম পরিস্থিতিতে ওই বিধবা মহিলা গোসাবা ব্লক প্রশাসনের কাছে দারস্থ হন। বহু আবেদন নিবেদন করেও কোন সু

বলগনার সমবায় ব্যাংকে তালা, উত্তেজনা

মোল্লা  জসিমউদ্দিন , দিন কয়েক পূর্বে পারিবারিক কারনে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছিলেন ভাতারের বলগনা - নিত্যানন্দপুর সমবায় ব্যাংকের এক ম্যানেজার। তার আত্মহনন ঘিরে নানান প্রশ্নচিহ্ন উঠেছিল। তবে তা তদন্ত সাপেক্ষ। যদিও ভাতার থানার পুলিশ সমবায় ম্যানেজারের আত্মহত্যার ঘটনায় তদন্ত চালাচ্ছে। এরেই মাঝে উক্ত সমবায় ব্যাংকে অস্থায়ী  ম্যানেজার নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির জেরে  তালা ঝুলল সমবায়ের মূল গেটে। দিনভর তালাবন্ধ থাকায় পরিষেবা না পেয়ে ফিরে গেলেন বহু  চাষী থেকে  আমানতকারী। গত সোমবার এই ঘটনা ঘটলেও ঘটনার রেশ মঙ্গলবার বিকেল অবধিও দেখা যায়। যদিও দুই বিবাদমান শিবিরের আলোচনা চলছে। উল্লেখ্য,  গত ৭ই  জুন আত্মঘাতী হয়েছিলেন ভাতারের বলগোনা নিত্যানন্দপুর সমবায় ব্যাংকের ম্যানেজার কমলেশ চট্টোপাধ্যায়  গত সোমবার ছিল অস্থায়ী ম্যানেজার  নির্বাচনের দিন, সেই অনুযায়ী সমবায়ের ১২ জন কার্যকারী সদস্য  চেয়ারম্যান  লাল মোহন চৌধুরীর নেতৃত্বে বোর্ড মিটিং তে বসেছিলেন। বিশেষ  সূত্রে জানা গেছে, বোর্ড মিটিং তে  সমবায়ের দুই কর্মচারী ক্যাশিয়ার সেখ আনসার ও লোন অফিসার সোমনাথ সামন্ত এর নাম ম্যানেজার পদের জন্য প্রস্তাবনা  উ