পোস্টগুলি

মে, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এসবিআই ব্যাংক ধর্মঘট চলছে

সৈয়দ রেজওয়ানুল হাবিব সারাদেশের সাথে সংযোগ-রেখে স্বরুপনগরেও চলছে এস,বি আই এর ব্যাংক ধর্মঘট।সাথে এ.টি.এম কাউন্টার গুলোও যুক্ত হয়েছে।ফলে সাধারন মানুষ নাকাল হচ্ছে।রমজান মাসের রোজার কারনে সাধারন মানুষ বিশেষভাবে অর্থনৈতিক সমস্যার পড়েছে৷

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

ছবি
সৈয়দ রেজওয়ানুল হাবিব অনেক আন্দোলন এর অবসান শেষ করে শেষপর্যন্ত রাস্তা পুনঃসংস্কারের কাজ শেষ হল৷গনমুখি আন্দোলন এর ফলে স্বরূপনগর থেকে তরণীপুর এবং ডাকবাংলা থেকে হাকিমপুর মোট ২৬ কিঃমিঃ বেহাল পাকা রাস্তা সংস্কার এর কাজ শুরু হয়।যার মধ্যে স্বরূপনগর থেকে তরণীপুর পাকা রাস্তার কাজ শেষ হয়েছে। ডাকবাংলা থেকে হাকিমপুর এর রাস্তার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে৷খুব শীঘ্র সেটাও শেষ হবে৷

ভাতারে তৃনমূলের প্রতিবাদ মিছিল

ছবি
সুদিন মন্ডল বুধবার  ভাতার ব্লক তৃনমূল কংগ্রেস  এর  উদ্যোগে কেন্দ্রের বিজেপি সরকারের তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ব্লক পার্টি অফিস থেকে বের হয়ে গোটা ভাতার বাজার  ঘুরে পার্টি অফিসে  শেষ হয়। মিছিলের নেতৃত্বে  ছিলেন বিধায়ক সুভাষ মন্ডল, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, ব্লক সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায় প্রমুখ।

অজয়ের বালি চুরি রুখতে চেকপোস্ট

ছবি
পারিজাত মোল্লা অজয় নদের বালি চুরি রুখতে মঙ্গলকোটের নুতনহাট বাইপাসে হচ্ছে ভূমি দপ্তরের চেকপোস্ট।  খুব তাড়াতাড়ি চালুর মুখে এটি।

ভাতারে তৃনমূলে এলেন বিজেপির নেতারা

ছবি
সুদিন মন্ডল বুধবার বিকেলে  ভাতারের মাহাতা পঞ্চায়েত এলাকায় তৃনমূলের এক সভায় বিজেপির পূর্ব বর্ধমান জেলা কিষাণ মোর্চার সম্পাদক রতন বজর  কয়েকজন বুথ স্তরের সভাপতিকে সঙ্গে নিয়ে  দলত্যাগ করেন। তার হাতে দলীয় পতাকা তুলে দেন ভাতারের বিধায়ক সুভাষ মন্ডল।  এবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে মাহাতা পঞ্চায়েতের ৩নং আসনে দাঁড়িয়েছিলেন রতন বজরের স্ত্রী শ্রাবন্তী বজর।রতন বাবু জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায় এর উন্নয়ন এ সামিল হতেই এই যোগদান।  ভাতারের বিধায়ক সুভাষ মন্ডলের দাবি, “ভাতারের বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মী ও নেতা, যারা পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং ভোট করিয়েছিলেন, তাঁদের অনেকেই দলে যোগ দিতে চাইছেন। তাঁদের জানিয়েছি দলের সাথে আলোচনা করে দল যদি সম্মতি দেয় তখনই তাঁদের দলে যোগ করানো হবে”।

শারীর শিক্ষার ক্যাম্প শেষ হল বাঁকুড়ায়

ছবি
সাধন মন্ডল বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে ও পরিচালনায় সাত দিনের অনাবাসিক শরীর শিক্ষা শিবির আজ শেষ হল। সমাপ্তি অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বাঁকুড়ার পৌরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত, বিধায়ক শম্পা দরিপা, উপ পৌরপ্রধান দিলীপ আগরওয়াল,ডাঃ অমিতাভ চট্টরাজ, সহ বিশিষ্ট জনেরা। শিবিরে শিক্ষার্থীরা  যে সমস্ত বিষয়ে প্রশিক্ষন নিল সেগুলির অভিপ্রদর্শনী করে দেখায় উপস্হিগতত। দশর্কদের। সমস্ত বিভাগের মধ্যে জিমন্যাস্টিকস বিভাগের শিক্ষার্থীরা দর্শকদের নজরকাড়ে।

২৪ টি চোরাই মোবাইল মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

ছবি
তথাগত চক্রবর্তী হারিয়ে যাওয়া ২৪ টি মোবাইল  মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল জেলা পুলিশের তরফ থেকে সিউড়িতে। হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে সাফল্য পেল জেলা পুলিশ।সম্ভব।এদিকে হারিয়ে যাওয়া মোবাইল হাতে পেয়ে খুশি মোবাইলের মালিকেরা। ফোন উদ্ধার করা গেলেও ফোন চোরদের গ্রেফতার করা যায়নি।

নিকাশি বেহাল রামপুরহাট সুপার স্পেশালিষ্ট হাসপাতালে

ছবি
তথাগত চক্রবর্তী নিকাশির অভাবে অল্প বৃষ্টিতেই হাসপাতাল চত্বরে জল জমে যায়।এক পসলা বৃষ্টি হলেই জল জমছে রামপুরহাট শরের অত্যাধুনিক সুপার স্পেসালিটি হাসপাতালে। ফলে রোগীর আত্মীয় থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হাসপাতালে ধুক্তে হচ্ছে এক হাঁটু নোংরা জলের উপর দিয়ে। অভিযোগ এই ঘটনা প্রথম নয়। বৃষ্টি হলেই আতঙ্কে থাকেন হাসপাতালের চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। এনিয়ে একে অপরের উপর দায় চাপিয়ে নিজেদের নির্দোষ প্রমানের চেষ্টা চালিয়েছেন আধিকারিকরা।

রামপুরহাট তৃনমূল ফুটপাত ব্যবসায়ী সমিতির প্রতিবাদ

ছবি
তথাগত চক্রবর্তী শহরের প্রাণকেন্দ্র রামপুরহাট পাঁচমাথা মোড়ে পেট্রোল, ডিজেল ও গ্যাসেরদাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী পালন সেই সঙ্গে  প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে রামপুরহাট তৃণমূল ফুটপাত ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি।

মঙ্গলকোট ব্লক অফিসের তোরণদ্বার হচ্ছে

ছবি
মোল্লা জসিমউদ্দিন অবশেষে মঙ্গলকোট ব্লক অফিসের মূল গেটের সংস্কারের কাজ চলছে।বিদায়ী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল হক জানিয়েছেন - ব্লক অফিসের তোরণটি আধুনিক করা হচ্ছে।উল্লেখ্য কালবৈশাখী তান্ডবে প্রশাসনিক অফিসের গেটের নেমপ্লেট টি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

প্রসূতি বিভাগে বেডের সংখ্যা বাড়ানোর দাবি

ছবি
পারিজাত মোল্লা মঙ্গলকোট বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিধায়ক তহবিলের কুড়ি লক্ষ অনুদানে তৈরি মঙ্গলকোট ব্লক হাসপাতালের প্রসূতি বিভাগে ব্যাপক গর্ভবতী/সন্তান হওয়া মায়েদের ভীড় বাড়ছে।এরফলে চাহিদামত বেড না থাকায় অনেককেই মেঝেতে স্যালাইন নিতে হচ্ছে।যদিও বিএমওএইচ ড: প্রণয় ঘোষ জানিয়েছেন - বেডের সংখ্যা বাড়ানো হবে, কাজ চলছে।

পুরুলিয়ায় বিজেপি কর্মী খুন

ছবি
সঞ্জয় হালদার পুরুলিয়ায় ১১ নং জেলা পরিষদের বলরামপুর মন্ডলের ২২৪ নং বুথের 'বুথ-সুরক্ষা কমিটি'-র সহ-প্রমুখের দায়িত্বে ছিলেন সদ্য ভোটাধিকার প্রাপ্ত নিহত ভারতীয় জনতা যুবমোর্চা-কর্মী ত্রিলোচন মাহাতো। স্থানীয়দের দাবি - তৃনমূল সুপরিকল্পিতভাবে এই ব্যক্তি কে খুন করে পঞ্চায়েত ভোটের ব্যর্থতা ঢাকতে সন্ত্রাস চালাচ্ছে।

দিনহাটায় উন্নয়নকাজ দেখতে কেন্দ্রীয় প্রতিনিধিদল

ছবি
সুজিত ঘোষ দিনহাটাতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের একাধিক প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সাথে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়।

বিজেপির রাজ্যসম্পাদক গ্রামছাড়াদের নিয়ে সভা করলেন সমুদ্রগড়ে

ছবি
শ্যামল রায় মঙ্গলবার বিজেপির ডাকে এক কর্মী জমায়েত আলোচনা সভা অনুষ্ঠিত হলো সমুদ্রগড় তাঁত কাপড় হাটে। গনেশ চন্দ্র তাঁত কাপড় হাটে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু রাজ্য আরেক সম্পাদক রাজিব জেলা সম্পাদক কৃষ্ণ ঘোষ বিধান চন্দ্র ঘোষ অনেকে।এই বৈঠকে বিগত পঞ্চায়েত নির্বাচনের সমস্ত দিক পর্যালোচনা করা হয় সেইসাথে পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের সন্ত্রাসের শিকার হয়ে যে সমস্ত কর্মীরা বাড়িছাড়া তাদের ঘরে ফেরানোর ডাক দিল বিজেপির জেলা নেতৃত্ব। এছাড়াও আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। আগামী ১ জুন ঘেরাও কর্মসূচিকে সফল করবার জন্য কর্মী-সমর্থকদের কাছে আবেদন রাজ্য ও জেলা নেতৃত্ব। জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে জানিয়ে দেয়ার যে পঞ্চায়েত নির্বাচনে ভোটাররা তাদের দলীয় প্রার্থীদের ভোট দিলেও শাসকদলের সন্ত্রাসের কাছে জোটবদ্ধভাবে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারেনি আলোচিত হয়েছে এদিন কার বৈঠকে।বহু গ্রাম পঞ্চায়েতে তাদের প্রার্থীরা জয়ের পথে এগিয়ে গেলেও শাসকদলের দুষ্কৃতীরা তাদেরকে গণনা কেন্দ্র থেকে বের করে দিয়ে নিজেরাই জয়ী ঘোষণা করেছে। গণতন্ত্রের পক্ষে বিপদজনক বলে আখ্যা দিয

কালনা ২ ব্লকে তৃনমূলের প্রতিবাদ মিছিল

ছবি
শ্যামল রায় মঙ্গলবার কালনা ২ নম্বর ব্লকের অধীন বিভিন্ন গ্রামে বিজয় মিছিল করল তৃণমূল কংগ্রেস। এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি দেবু টুডু, ছিলেন গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান পলাশ মন্ডল সহ অনেকে।এদিনে এই গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য ও জেলা পরিষদের সদস্যরা উপস্থিত থেকে আবির খেলায় মেতে ওঠেন।এছাড়াও হুহু করে দেশজুড়ে পেট্রোল ডিজেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির ঘটনা ঘটছে। এর প্রতিবাদে ও ঝড় তোলেন উপস্থিত নেতারা। বিজয় মিছিল যেমন হয় তেমনি পাশাপাশি স্লোগানে ভরে ওঠে কেন্দ্রীয় সরকারের পেট্রোল ডিজেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্লোগানব্যানার-ফেস্টুন নিয়ে বিজয় মিছিলে পা মিলান অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের সাথে নবনির্বাচিত সদস্য সদস্যরা।প্রতিবাদে বলা হয় যে পেট্রোল-ডিজেলের দাম যেভাবে বাড়ছে তাতে গরিব মানুষের বেঁচে থাকাটাই দুর্বিষহ উঠছে বলে ক্ষোভ প্রকাশ করেন নেতৃত্ব বর্গ।এছাড়াও তুলোধনা করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন তৃণমূল নেতৃত্ব।

রামানন্দ চট্টোপাধ্যায় এর ১৫৪ তম জন্মবার্ষিকী

ছবি
                           সাধন মণ্ডল   বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেসক্লাবেরর উদ্যোগে ও বাঁকুড়া পৌরসভার সহযোগিতায় বিশ্ববরেণ‍্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের ১৫৪ তম জন্মদিনটি যথোচিত মর্যাদার সঙ্গে সাংবাদিক দিবস হিসাবে পালিত হল। সকালে রামানন্দ স্মৃতি ভবনে এবং ভবনের সামনে অবস্থিত রামানন্দের মূর্তিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান বাঁকুড়ার পৌরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত, প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ ভট্টাচার্য, সভাপতি সুনীল দাস, উপপৌরপ্রধান দিলীপ আগর ওয়ালা, কাউন্সিলর ভ্রমর চৌধুরী সহ স্থানীয় অধিবাসীরা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। পরে উপস্থিত সকলে দেশাত্মবোধক সংগীত সহ প্রভাতফেরী করে রামানন্দের জন্মভিটায় গিয়ে  ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শহরের পোদ্দারপাড়ার মূর্তিতেও ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান সকলেই। পশ্চিমবঙ্গ সরকারের জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগেও এবছ‍র মর্যাদা সহকারে দিনটি পালন করা হয়। জেলা প্রেস কর্ণারে আয়োজিত অনুষ্ঠানে রামানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানোর পর একটি মনোজ্ঞ আলোচনা সভার সূচনা করেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাণা দেবদাশ।  সভার মুখ‍্য আলোচক জেলা প্রেস

ঝাড়্গ্রামে তৃনমূল বনাম বিজেপির মারপিট, আহত সাংবাদিক

ছবি
সঞ্জয় হাল্দার তৃণমূল ও বিজেপি সংঘর্ষ ঝাড়গ্রাম শহরে। লাঠি, বোমা,  গুলি  গত কাল রাত সাড়ে দশটা নাগাদ ছোড়া বোতলে জখম হলেন বর্তমানের চিত্র সাংবাদিক সুমন্ত সিনহা। তাঁর বাম হাতে এসে পড়ে বোতল। কনুইয়ের কাছে গর্ত হয়েছে। এলাকা উত্তপ্ত। অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতোর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে।

নলহাটিতে উদ্ধার বিপুল বিস্ফোরক

ছবি
তথাগত চক্রবর্তী গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে  বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর এলাকা থেকে প্রচুর পরিমানে বিস্ফোরক উদ্ধার করল নলহাটি থানার পুলিশ ।

বাদুড়িয়ায় তৃনমূলের প্রতিবাদ মিছিল

ছবি
ওয়াসিম বারি কেন্দ্রীয় সরকারের অস্বাভাবিক হারে পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে  বাদুড়িয়া তৃণমূল কংগ্রেস নেতা তথা পৌরসভার পৌরপ্রধানতুষার সিংহ মহাশয়ের নেতৃত্বে কয়েক শ নেতা কর্মী সহ আজ বাদুড়িয়াতে এক বিশাল পথ সভার আয়োজন করা হয়। পৌরপ্রধান সহ পথ সভায় উপস্থিত ছিলেন  শ্রী সুভাষ সাহা, সাহানোয়াজ সরদার, গৌতম গুপ্তা, নাজিবুর রহমান, এমদাদুল মন্ডল, সমীর মণ্ডল, শুধাংশু মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ববৃন্দ।

প্রতিবাদ অবস্থানে সাংসদ ড: কাকলি ঘোষদস্তিদার

ছবি
ওয়াসিম বারি কেন্দ্র সরকারের আকাশছোঁয়া পেট্রোল,ডিজেল,রান্নার গ্যাস সহ অন্যান্য পেট্রোপণ্যের  মূল্যবৃদ্ধির প্রতিবাদে, গান্ধীমূর্তির পদদেশে অভিষেক ব্যানার্জীর নেতৃত্বে চললো  অবস্থান বিক্ষোভ,উপস্থিত আছেন বারাসাতের সাংসদ ডঃ কাকলি ঘোষদস্তিদার সহ তৃনমূল কংগ্রেসের প্রথম সারির নেতা ও কর্ম কর্তারা ।

আসানসোল ২২ নং ওয়ার্ডে স্বাস্থ্য ক্যাম্প

ছবি
মোহন সিং আসানসোল পুরনিগমের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়ে গেল।  প্রতি তিনমাস অন্তর এই ধরনের হেলথ ক্যাম্প হয়ে থাকে। কল্যানপুর এলাকায় কাউন্সিলার অনিমেষ দাস উদ্যোগী হয়ে পুরনিগমের সহযোগিতায় এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করে থাকেন। এলাকাবাসীরা বিনামুল্যে স্বাস্থ্য পরিক্ষার পরিষেবা পাওয়ার পাশাপাশি সুস্থ থাকার নানা নিদানও পেয়ে থাকেন। আগামী দিনে বিনামুল্যে চক্ষু পরীক্ষা শিবিরও করা হবে বলে জানা গিয়েছে।

লোচনদাস সেতুর পালিতপুর মোড়ে চলছে লক্ষাধিক অর্থের তোলাবাজি

ছবি
পুলকেশ ভট্টাচার্য  পূর্ব বর্ধমান ও বীরভূম জেলা দুটির সংযোগস্থল অজয় নদের লোচনদাস সেতু সংলগ্ন পালিতপুর মোড়ে তোলাবাজি চালাচ্ছে নানুর থানার পুলিশ বলে অভিযোগ।তবে পুলিশ এক্ষেত্রে সরাসরি না করে জনৈক তাপস বাবু কে ডাকমমাস্টার রেখে এহেন কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চালাচ্ছে। মহম্মদবাজার - খয়রাশোল থেকে পাথর বোঝাই গাড়ী পিছু দুশো, এবং অজয় নদের বালির গাড়ী পিছু পাঁচশো,  ইটের গাড়ী পিছু দুশো টাকা করে চার থেকে পাঁচজন এই তোলাবাজিটি চালাচ্ছে পালিতপুর তেমাথা মোড়েই।প্রতিদিন এক লক্ষের বেশি কালেকশান হয় এখান থেকে বলে বিশস্ত সুত্রে জানা গেছে।৭ নং রাজ্যসড়ক হওয়ায় এই রুটে যানবাহন বেশি যাতায়াত করে থাকে।ফুটিসাকো, বোলপুর, খুজুটিপাড়া এবং পূর্ব বর্ধমানের কাটোয়া - গুশকরা - বর্ধমান - নিগন সর্বোপরি কলকাতা রুটে প্রতিনিয়ত গাড়ী চলাচল করে এই রুটটির উপর দিয়ে।পাথর,  বালি, ইট সহ গরু বোঝাই গাড়ীর সংখ্যায় বেশি।লোচনদাস সেতুর টোলট্যাক্স এর তথ্য অনুযায়ী প্রতিদিন কয়েকশো লরি, ডাম্পার, ট্রাক্টর যাতায়াত করে পালিতপুর মোড়ের উপর দিয়ে। গাড়ী পিছু দুশো থেকে পাঁচশো টাকা গড়ে নিলে দৈনিক হিসাবে এক লক্ষের বেশি অর্থ দাঁড়ায়।নানুর থানার পালিতপুর মোড়ে এই মোট

পূর্বস্থলীতে বধূনির্যাতনের অভিযোগ

ছবি
শ্যামল রায় সোমবার পূর্বস্থলী থানা এলাকায় এক গৃহবধূকে মানসিকভাবে অত্যাচার ও মারধর করার অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুর বাড়ির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে। পূর্বস্থলী থানায় এরকম এক লিখিত অভিযোগ দায়ের করেছেন নাসমিনা বিবি। বাড়ি পূর্বস্থলী থানার কাস্ট শালী মাঝের পাড়ায়।নাসমিনা বিবির অভিযোগ যে দীর্ঘদিন ধরে তার স্বামী রাজু শেখ তার উপর অত্যাচার এবং মানসিকভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে দিনের পর দিন। এমনকি প্রতিবাদ করলে মারধরও করা হয় বলে অভিযোগ তাঁর। তাই তিনি দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবিতে থানায় অভিযোগ দায়ের করেছেন। পূর্বস্থলী থানার পুলিশ জানিয়েছেন অভিযোগ পেয়েছি অভিযুক্ত ধরতে তল্লাশি শুরু হয়েছে।

বোর্ড গঠন না হওয়ায় সমিতি - গ্রামপঞ্চায়েতে অচলাবস্থা

ছবি
শ্যামল রায় পূর্ব বর্ধমান জেলার বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির অফিসে বোর্ড সদস্যরা কেউ টিকিট পাননি কেউ সংরক্ষণের গেরোয় পড়ে প্রার্থী হতে পারেননি কেউ ভোটে হেরেছেন তাই গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির অফিসে না আসার কারণে কাজকর্ম বন্ধ বলে অভিযোগ উঠেছে।তবুও জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন যে উন্নয়নমূলক কাজকর্ম ঠিকমতো চালু রাখার জন্য স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক দের উদ্যোগী হতে বলেছি। উন্নয়নমূলক কাজ যাতে কোন রকম ব্যাহত না হয় সেই ব্যাপারে নজরদারি এবং উন্নয়নমূলক কাজ বজায় রাখার অনুরোধ জানিয়েছেন বিডিওদের।ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে। নির্বাচন শেষ হতেই দেখা গিয়েছে যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি অফিসে পদাধিকারীদের গরহাজির উপস্থিতি। কারণ অনেকেই টিকিট পেয়েছেন আবার অনেকে পাননি আবার অনেকেই হেরে গিয়েছেন এই পরিস্থিতিতে অনেকেই পঞ্চায়েত অফিস এবং সমিতির অফিস মুখ হচ্ছেনা বলে কাজকর্ম বন্ধের মুখে।এরকম একটি দৃষ্টান্ত চোখে পড়েছে আউশগ্রাম পঞ্চায়েত সমিতিতে। বিদায়ী বোর্ডের সভাপতি আয়েশা খাতুন এবার টিকিট পাননি তাই অভিমুখী হচ্ছেন না পাশাপা

নজরুলজয়ন্তী পালনে বাংলার রাইটাস ফোরাম

ছবি
শ্যামল রায় রবিবার বাংলার রাইটাস ফোরামের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন হলো হালিশহর বিকাশ চন্দ্র দাসের বাড়িতে।সান্ধ্যকালীন  রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়। শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বিদ্রোহী কবি  কাজী নজরুল ইসলামকে।এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ কবি-প্রাবন্ধিক মুরারী মোহন চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন শান্তা কর রায় বিশেষ অতিথি ছিলেন বিকাশ বিশ্বাস। এই অনুষ্ঠানে মোট কুড়িজন তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। বাংলার রাইটাস ফোরামের ব্যবস্থাপনায়কলকাতার বরানগরের বাসিন্দা বিশিষ্ট কবি শিব শংকর বক্সী মহাশয় কে এবছর রবীন্দ্র-নজরুল স্মরণে অভিজ্ঞানপত্র সম্মানে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। মানপত্র একটি মেমোনটো ফুলের স্তবক তুলে দেন অনুষ্ঠানে সভাপতির মুরারী মোহন চক্রবর্তী সহ অনেকে। কবি উপন্যাসিক শিব শংকর বক্সী জানান যে তিনি দীর্ঘদিন ধরে কবিতা লিখে যাচ্ছেন ইতিমধ্যেই তার কবিতা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত যেমন হচ্ছে তেমনি বাংলা কবিতার জগতে একটা বিশেষ জায়গা দখল করে নিয়েছে। বাংলার রাইটস ফোরামের রাজ্য সম্পাদক সাংবাদিক কবি সম্পাদক