রামানন্দ চট্টোপাধ্যায় এর ১৫৪ তম জন্মবার্ষিকী

                      
    সাধন মণ্ডল

  বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেসক্লাবেরর উদ্যোগে ও বাঁকুড়া পৌরসভার সহযোগিতায় বিশ্ববরেণ‍্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের ১৫৪ তম জন্মদিনটি যথোচিত মর্যাদার সঙ্গে সাংবাদিক দিবস হিসাবে পালিত হল। সকালে রামানন্দ স্মৃতি ভবনে এবং ভবনের সামনে অবস্থিত রামানন্দের মূর্তিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান বাঁকুড়ার পৌরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত, প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ ভট্টাচার্য, সভাপতি সুনীল দাস, উপপৌরপ্রধান দিলীপ আগর ওয়ালা, কাউন্সিলর ভ্রমর চৌধুরী সহ স্থানীয় অধিবাসীরা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। পরে উপস্থিত সকলে দেশাত্মবোধক সংগীত সহ প্রভাতফেরী করে রামানন্দের জন্মভিটায় গিয়ে  ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শহরের পোদ্দারপাড়ার মূর্তিতেও ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান সকলেই। পশ্চিমবঙ্গ সরকারের জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগেও এবছ‍র মর্যাদা সহকারে দিনটি পালন করা হয়। জেলা প্রেস কর্ণারে আয়োজিত অনুষ্ঠানে রামানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানোর পর একটি মনোজ্ঞ আলোচনা সভার সূচনা করেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাণা দেবদাশ।  সভার মুখ‍্য আলোচক জেলা প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ ভট্টাচার্য রামানন্দবাবুর দীর্ঘ কর্মজীবন নিয়ে আলোচনা করেন। আলোচনায় রামানন্দবাবুর সাথে তৎকালীন জাতীয় রাজনৈতিক নেতাদের এবং রবীন্দ্রনাথ, আচার্য জগদীশচন্দ্র বসু, শিবনাথ শাস্ত্রী, ভগিনী নিবেদিতা সহ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে রামানন্দের ঘনিষ্ট সম্পর্কের প্রতি তিনি আলোচনায় আলোকপাত করেন। এছাড়াও বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ চৌধুরীও আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে সঙ্গীত ও কবিতায় শ্রদ্ধা জানান রবি বাগ্দী, সুবল দত্ত ও আতঙ্ক ভঞ্জন পরামানিক প্রমুখ।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু