বোর্ড গঠন না হওয়ায় সমিতি - গ্রামপঞ্চায়েতে অচলাবস্থা


শ্যামল রায়

পূর্ব বর্ধমান জেলার বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির অফিসে বোর্ড সদস্যরা কেউ টিকিট পাননি কেউ সংরক্ষণের গেরোয় পড়ে প্রার্থী হতে পারেননি কেউ ভোটে হেরেছেন তাই গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির অফিসে না আসার কারণে কাজকর্ম বন্ধ বলে অভিযোগ উঠেছে।তবুও জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন যে উন্নয়নমূলক কাজকর্ম ঠিকমতো চালু রাখার জন্য স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক দের উদ্যোগী হতে বলেছি। উন্নয়নমূলক কাজ যাতে কোন রকম ব্যাহত না হয় সেই ব্যাপারে নজরদারি এবং উন্নয়নমূলক কাজ বজায় রাখার অনুরোধ জানিয়েছেন বিডিওদের।ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে। নির্বাচন শেষ হতেই দেখা গিয়েছে যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি অফিসে পদাধিকারীদের গরহাজির উপস্থিতি। কারণ অনেকেই টিকিট পেয়েছেন আবার অনেকে পাননি আবার অনেকেই হেরে গিয়েছেন এই পরিস্থিতিতে অনেকেই পঞ্চায়েত অফিস এবং সমিতির অফিস মুখ হচ্ছেনা বলে কাজকর্ম বন্ধের মুখে।এরকম একটি দৃষ্টান্ত চোখে পড়েছে আউশগ্রাম পঞ্চায়েত সমিতিতে। বিদায়ী বোর্ডের সভাপতি আয়েশা খাতুন এবার টিকিট পাননি তাই অভিমুখী হচ্ছেন না পাশাপাশি এই ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পঞ্চায়েতের প্রধান ভোটে প্রতিদ্বন্দ্বিতা করায় সুযোগ পাননি তাই এইসব পদাধিকার ব্যাক্তিবর্গ পঞ্চায়েত মুখি হচ্ছেন না ফলে উন্নয়ন বন্ধ হবার মুখে।এছাড়াও ভাতার আমরুল ১ও ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান গুণ এবার টিকিট পাননি ফলে পঞ্চায়েত অফিসে যাতায়াত বন্ধ করে দিয়েছেন।মেমারি 1 ব্লকের বাগিলা পঞ্চায়েতের বিদায়ী বোর্ডের প্রধান বন্ধনা সিংকে এবার টিকিট দেয়নি দল বাধ্য হয়ে তিনি বিদ্যাপতিকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন উপ-প্রধান টিকিট পাননি তাই পঞ্চায়েত অফিস প্রায় বন্ধের মুখে।এছাড়াও বিভিন্ন পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে পদাধিকারীরা ভোটে প্রতিদ্বন্দ্বিতা ভোটের টিকিট না পাওয়ায় পঞ্চায়েত মুখী হচ্ছেন না।আরো জানা গিয়েছে যে জেলায় মুরগি হাঁস বাচ্চা বিরু করার কথা শেখানো অনেকটা ঘাটতি পড়ে যাচ্ছে কিছু কিছু ব্লকে মুরগি এবং হাঁসের বাচ্চা বিলু হলেও জেলার অন্যান্য পঞ্চায়েত অফিসে হচ্ছে না কারণ পদাধিকারী অফিসে আসছেন না।
অভিযোগ উঠেছে এসব কর্মকাণ্ডের ফলে বহু পঞ্চায়েতের রাস্তা সংস্কারের কাজকর্ম বন্ধ রয়েছে ।উন্নয়ন থমকে রয়েছে বলে অভিযোগ উঠেছে তাই বিদায়ী বোর্ড সদস্যরা না আসার কারণে প্রশাসনিক স্তরে নির্দেশ দেওয়া হয়েছে সমষ্টি উন্নয়ন আধিকারিক দের উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখে দ্রুত কাজ বজায় রাখা।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু