বলগনার সমবায় ব্যাংকে তালা, উত্তেজনা

মোল্লা  জসিমউদ্দিন ,

দিন কয়েক পূর্বে পারিবারিক কারনে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছিলেন ভাতারের বলগনা - নিত্যানন্দপুর সমবায় ব্যাংকের এক ম্যানেজার। তার আত্মহনন ঘিরে নানান প্রশ্নচিহ্ন উঠেছিল। তবে তা তদন্ত সাপেক্ষ। যদিও ভাতার থানার পুলিশ সমবায় ম্যানেজারের আত্মহত্যার ঘটনায় তদন্ত চালাচ্ছে। এরেই মাঝে উক্ত সমবায় ব্যাংকে অস্থায়ী  ম্যানেজার নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির জেরে  তালা ঝুলল সমবায়ের মূল গেটে। দিনভর তালাবন্ধ থাকায় পরিষেবা না পেয়ে ফিরে গেলেন বহু  চাষী থেকে  আমানতকারী। গত সোমবার এই ঘটনা ঘটলেও ঘটনার রেশ মঙ্গলবার বিকেল অবধিও দেখা যায়। যদিও দুই বিবাদমান শিবিরের আলোচনা চলছে। উল্লেখ্য,  গত ৭ই  জুন আত্মঘাতী হয়েছিলেন ভাতারের বলগোনা নিত্যানন্দপুর সমবায় ব্যাংকের ম্যানেজার কমলেশ চট্টোপাধ্যায়  গত সোমবার ছিল অস্থায়ী ম্যানেজার  নির্বাচনের দিন, সেই অনুযায়ী সমবায়ের ১২ জন কার্যকারী সদস্য  চেয়ারম্যান  লাল মোহন চৌধুরীর নেতৃত্বে বোর্ড মিটিং তে বসেছিলেন। বিশেষ  সূত্রে জানা গেছে, বোর্ড মিটিং তে  সমবায়ের দুই কর্মচারী ক্যাশিয়ার সেখ আনসার ও লোন অফিসার সোমনাথ সামন্ত এর নাম ম্যানেজার পদের জন্য প্রস্তাবনা  উঠে। সমবায়ের  বর্তমান ক্যাশিয়ার শেখ আনসার বারোজনের মধ্যে  সাত জন সদস্যের সমর্থন পান বলে  প্রকাশ।  অভিযোগ, সমবায় চেয়ারম্যান লালমোহন চৌধুরী এই সিদ্ধান্ত মানতে না চাওয়ায় অফিস থেকে বেরিয়ে যান।এরপরই শেখ আনসারের নেতৃত্বে সমবায়ের বাইরে দাঁড়িয়ে থাকা  শখানেক  সমর্থক সমবায়ের অন্যান্য কর্মচারীদের অফিস থেকে বের করে দিয়ে মূল গেটে  তালা ঝুলিয়ে দেয়।  সমবায় ব্যাংকের চেয়ারম্যান লালমোহন চৌধুরী এ বিষয়ে বলেন - "আমাদের বোর্ড মিটিংয়ে আলোচনার  পর্যায় চলছিল, কোন লিখিত সিদ্ধান্ত হয়নি।  তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা কিছুটা সময় নিচ্ছিলাম।কিন্তু এভাবে সমবায় তালা দেওয়া যায় না "। অন্যদিকে অস্থায়ী ম্যানেজার পদপ্রার্থী   সেখ আনসার  বলেন - তিনি সমবায়ে তালা মারেন নি, এলাকার ক্ষিপ্ত মানুষজন  চেয়ারম্যানের অন্যায় আচরণ সহ্য করতে না পেরে এই কাণ্ড ঘটিয়েছে। ঠিক এইরকম পরিস্থিতিতে বলগনা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা গেছে। গোটা ঘটনার উপর ভাতার থানার পুলিশ নজর রাখছে বলে জানা গেছে। মঙ্গলবার বিকেল অবধি সমবায় ব্যাংকে  কোন সমাধান সুত্র বের হয়নি । বারোজন সদস্যর মধ্যে সাতজন অস্থায়ী ম্যানেজার পদপ্রার্থী কে মেনে নিলেও কেন চেয়ারম্যান এই বিষয়টি মানতে চাইছেন না তা নিয়েও উঠেছে বিস্তর প্রশ্নচিহ্ন।                                 

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু