আন্টার্ক্টিকায় মৃত্যু পুরুলিয়ার তরুণ গবেষকের

সঞ্জয় হাল্দার

স্বপ্নের উড়ান থমকে গেল এক দুর্ঘটনায়। আন্টার্কটিকায় মৃত্যু হল গবেষণারত পুরুলিয়ার তরুণের। গোয়ার ন্যাশনাল সেন্টার ফর আন্টার্কটিক অ্যান্ড ওশন রিসার্চ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে, আন্টার্কটিকায়
তাদের অভিযানে অংশ নেওয়া গবেষক শুভজিৎ সেন মঙ্গলবার প্রয়াত হয়েছেন। বরফের দেশে।
ভারতের রিসার্চ বেস মৈত্রী তে সোমবার এক দুর্ঘটনায় জখম হন শুভজিং। চিকিৎসকরা শত চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি। শুভজিতের বাড়ি পুরুলিয়ায়।তাঁর বাড়িতে খবর পাঠিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। তবেদেহ কবে দেশে ফিরবে, সে বিষয়ে কোনও তথ্য মেলেনি। হঠাৎ এমন খবর পেয়ে শোকাহত পরিবার।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু