স্ত্রীর গলায় কাঁচি চালিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর

সুরজ আলি খান

স্ত্রীর গলায় কাঁচি চালিয়ে নিজেও আত্মহত্যা করার চেষ্টা করল স্বামী। এমনই এক ঘটনা ঘটেছে পুরশুরা থানার নিমডাঙ্গী এলাকায় । স্বামীর নাম দেবদাস ঘোড়ুই । জানা গিয়েছে, শনিবার সকাল ১১ টা নাগাদ দেবদাস তার স্ত্রী সাগরিকাকে ঘরের মধ্যে ঢুকিয়ে খিল দিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর সে  তার স্ত্রীর মুখ চেপে ধরে, গলাতে কাঁচি চালিয়ে দেয়।  রক্তাক্ত অবস্থায় সাগরিকা চেঁচাতে থাকে।এবার দেবদাস নিজের গলা কাঁচি দিয়ে কেটে ফেলে। চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে আসে। বন্ধ দরজা ভেঙে ঘরের মধ্যে ঢোকে প্রতিবেশীরা। ঘরের মধ্যে  স্বামী-স্ত্রী দুজনকেই রক্তাক্ত অবস্থায় দেখা যায়। প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসে। জরুরী বিভাগ থেকে সঙ্গে সঙ্গে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তাররা তার চিকিৎসা শুরু করেন।  হাসপাতালের বেডে শুয়ে সাগরিকা বলেন, আমার স্বামী খুব ভালো। ও আমাকে খুব ভালবাসে। আমাকে ছাড়া থাকতে পারে না। ক্লাবের কিছু ছেলের পাল্লায় পড়ে ওর মাথাটা খারাপ হয়ে গেছে। দেবদাসের এক কাকা বলেন, বেশ কিছুদিন ধরেই ও অস্বাভাবিক আচরণ করছিল। সেই জন্য তাকে বর্ধমানে রবিবার মনোরোগ বিশেষজ্ঞ কে দেখানোর কথা। আজ হঠাৎ এমন ঘটনা ঘটানোই আমরা হতবাক। দেবদাসের এক বন্ধু বলেন, ও পড়াশুনায় খুব ভাল ছিল । খেলাধুলাতেও ভালো ছিল। ওকে খেলায় ক্যাপ্টেন করা হতো। প্রায় ছ'বছর আগে মিস কলে ওদের প্রেম হয় তারপর প্রায় দু'বছর বিয়ে হয়েছে। ও এখন ইন্টারনেট ঘেঁটে কিছু সফটওয়্যার তৈরী করছিল। আজ কেন যে এমন করল, বুঝতে পারছি না। খবর পেয়ে তারকেশ্বরের ভীমপুর থেকে আরামবাগ হাসপাতালে ছুটে আসেন সাগরিকার বাবা ও মা। সাগরিকার বাবা শিবু ঘড়া বলেন, গতকালই জামাইয়ের বাড়িতে গিয়েছিলাম। জামাইয়ের  সঙ্গে কথাবার্তা বলে কিছুটা অস্বাভাবিক লাগছিল।আমার জামাই কে কেউ কিছু খাইয়ে তার মাথাটা  গন্ডগোল করে দিয়েছে।
শেষ পাওয়া খবরে জানা গিয়েছে,এদিন সন্ধ্যায় তাদের শারীরিক অবস্থার অবনতি হলে  কলকাতায় স্থানান্তর করা হয়।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু