কাঠ বোঝাই ট্রাক আটক মেখলিগঞ্জে


মেখলিগঞ্জ ৩১ মার্চ:প্রয়োজনীয় নথিপত্র দেখাতে না পারায় কাঠ বোঝাই একটি ট্রাক আটক করল পুলিশ।ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের ধুলিয়াহাট এলাকায়।জানাগেছে উত্তরপ্রদেশ থেকে কাঠ নিয়ে লরিটি এখানে এসেছিল।পুলিশের সন্দেহ হওয়ায় সেটিকে আটক করেন।বিষয়টি নিয়ে স্থানীয় মানুষের সাথে পুলিশের একটু বচসাও বাধে।তারা অভিযোগ করেন বৈধ কাগজপত্র থাকা সত্বেও পুলিশ গাড়িটিকে আটকেছেন।দীর্ঘ প্রায় ছয় ঘন্টা বিষয়টি নিয়ে স্থানীয় মানুষের সাথে পুলিশের মনোমালিন্য চলছিল।যদিও পুলিশ শেষমেশ গাড়িটিকে আটক করেছেন।মেখলিগঞ্জ থানার পুলিশ জানিয়েছেন বৈধ নথিপত্র দেখাতে না পারার কারণেই গাড়িটিকে আটক করা হয়েছে।জামালদহ ফরেস্টের বিট অফিসার সুদীপ্ত তালুকদার জানিয়েছেন, কাঠ গুলি চোরাই কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।সংশ্লিষ্ট কাঠ ব্যবসায়ীর অবশ্য দাবি তিনি বৈধ কাগজপত্রের মাধ্যমেই কাঠ কিনে এনেছেন।তবে কাঠের মূল্য সম্পর্কে কেউ স্পষ্ট কিছু বলেননি।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু