পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী দরকার : কৈলাস বিজয়বর্গী


মোল্লা জসিমউদ্দিন

একদিকে যখন রাজ্য নির্বাচন কমিশনের উদ্যোগে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে সর্বদলীয় বৈঠক চলছে।ঠিক সেসময় বিজেপির তিন শীর্ষ নেতা এরাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে অশনিসংকেত দিলেন।বৃহস্পতিবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর সংলগ্ন দাঁইহাটে ২৩ টি ব্লক নেতৃত্বদের নিয়ে বিজেপি নির্বাচনী প্রস্তুতি সভা সারে।এদিন এই সভায় কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্য নেতা মুকুল রায় সহ জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন।কেন্দ্রীয় নেতা তথা এরাজ্যের দলীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী এদিন জানান - রানীগঞ্জ এর ঘটনা নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলার কংকাল রুপ ধরা পড়েছে, তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সুস্টভাবে ভোট করার জন্য কেন্দ্রীয় বাহিনী লাগবে।আমরা দলীয়ভাবে তা কেন্দ্র কে জানাব।এরপরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন - মে মাসে ভোট হলে আমরা ভোট যাতে না হয় ওইসময়, সেজন্য কলকাতা হাইকোর্টের দারস্থ হব।কেননা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে।তাই ওই কম সময়ে প্রচারের সুযোগ পাবনা।উল্লেখ্য এবারেই প্রথম পঞ্চায়েত নির্বাচনে হেলিকপ্টার এনে বেশি বেশি সভাসমাবেশ করার পরিকল্পনা নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এদিনের সভায় সবথেকে আক্রমণাত্মক রুপ দেখা যায় মুকুল রায়ের বক্তব্যে।তিনি বলেন - এরাজ্যের মুখ্যমন্ত্রী একজন মিথ্যুক, প্রায় প্রশাসনিক সবায় যেখানে জুলাই আগস্ট মাসে পঞ্চায়েত ভোট হবে বলে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে কি করে রাজ্যের নিয়ন্ত্রণে থাকা নির্বাচন কমিশন মে মাসের প্রথম সপ্তাহে ভোটের সূচী রাখবে? আসলে বিজেপি কে দিদি ভয় পেয়ে গেছে।যাতে প্রচার ঠিকমত আমরা করতে না পারি, সেজন্য আগাম প্রচারে জুলাই আগস্ট আর কার্যক্ষেত্রে মে মাসে ভোটের নামে প্রহশন করতে চাইছে।এদিনের বিজেপির সভায় পূর্ব বর্ধমানের আদি বিক্ষুব্ধ তৃনমূল কর্মী সমর্থকদের সাথে মুকুল রায়ের আলাপ আলোচনা করতে দেখা যায়।মনে করা হচ্ছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এইসব তৃনমূলের বিক্ষুব্ধদের দলীয় প্রতীক দিয়ে তৃনমূল কে ভোটের অন্তর্ঘাতমুখী করার পরিকল্পনা নিচ্ছেন একদা তৃনমূলের চাণক্য তথা বিজেপির পঞ্চায়েত নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা মুকুল রায়। 

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু