চিকিৎসায় দালাল সিন্ডিকেট, উত্তপ্ত মালদা শহর

মানস দাস,মালদা

দালাল চক্র নিয়ে উত্তেজনা ছড়াল মালদা শহরের ৩ নং গভঃ কলোনি এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন  ইংরেজবাজার থানার বিশাল পুলিশবাহিনী।  স্থানীয় সূত্রে জানা গেছে এক মহিলা চিকিৎসার জন্য পৌঁছান মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বহির বিভাগে। গুড ফ্রাইডের জন্য বন্ধ ছিল বহির বিভাগ। অভিযোগ,এরপর স্থানীয় এক রিক্সাওয়ালা  ওই মহিলাকে ৩ নং গভঃ কলোনি এলাকায় এক ডাক্তারের খোঁজ দেন। সেই মতো ওই মহিলা রোগী তার স্বামীকে নিয়ে পৌছান চিকিৎসকের কাছে। সেখানে সুগার টেস্ট এর জন্য তার কাছে চাওয়া হয় ৩০০ টাকা। এই ঘটনার প্রতিবাদ করেন মহিলা। তিনি চিকিৎসককে জানান, সুগার টেস্ট এর জন্য ৪০ টাকা লাগে।  কেন তিনি এত বেশি টাকা চাইছেন। এই কথা বলতেই রোগের স্বামীর সাথে বচসা শুরু হয় চিকিৎসকের। সেই সময় ওই রোগীর স্বামীকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে চিকিৎসকের বিরুদ্ধে।  এরপরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় কাউন্সিলর শিপ্রা রায়। পুলিশ অভিযুক্ত ডাঃ গৌতম পালের চেম্বার আপাতত বন্ধ করে রেখেছে। যদিও এ ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যায়নি চিকিৎসককে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গত কয়েক মাস ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক ভুয়ো চিকিৎসকদের হদিস করেছে পুলিশ।  আবারো এরকম একটি দালাল চক্রের ঘটনায় উত্তেজনা ছড়ালো ৩নং গভঃ কলোনি এলাকায়।  দূর-দূরান্ত থেকে আসা রোগীদের এই ভাবেই বোকা বানিয়ে চলেছে দালাল চক্র।  কে বা কারা এ ঘটনা ঘটাচ্ছে তা নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।  অভিযুক্ত চিকিৎসকের খোজে তল্লাশি শুরু করেছে তারা।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু