মালদায় বাস দুর্ঘটনায় জখম ৫০

মানস দাস,মালদা

বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আহত হলেন ৫০জন। আজ সকালে দুর্ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার যদুপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে বিদ্যুতের পোস্টে ধাক্কা মারে। এর জেরে এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটে।
জানা গিয়েছে, আসানসোলের একটি টুরিস্ট বাস জাতীয় সড়ক ধরে শিলিগুড়ি যাচ্ছিল। সকাল সাড়ে ৬টা নাগাদ উলটো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্য হয়। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। জাতীয় সড়কের ধারে বিদ্যুতের ট্রান্সফরমারের পোস্টে ধাক্কা মেরে বাসটি উলটে যায়। স্থানীয়রা বাস থেকে যাত্রীদের উদ্ধার করেন। তবে কোনও যাত্রীর আঘাত গুরুতর নয়।
গতরাতে জেলায় প্রবল বৃষ্টি হয়েছে। ফলে জাতীয় সড়কের ধারের মাটি নরম ছিল। এর জেরেই সংঘর্ষের পর চাকা পিছলে বাসটি রাস্তার ধারে নেমে যায় বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। এখনও পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু