বারাসাতে বিজ্ঞান মঞ্চে সম্মানিত যুব নেতা সিয়াম আলি

সৈয়দ রেজওয়ানুল হাবিব

বারাসাত এডুকেশন ডেভেলপমমেন্ট সোস্যাইটির ৫ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে। জেলার প্রতিনিধিদের চোখে পড়ারমতো ছিল।তাদের আবৃত্তি, রবীন্দ্র ও নজরুল  সংগীতের মাধ্যমে অনুষ্ঠান প্রাণবন্ত  হয়ে ওঠে। সোস্যাটির সম্পাদক সাজাহান মন্ডলের সম্পাদকীয় প্রতিবেদন পাঠে বলেন, সারাবছর ধরে শিক্ষা, সংস্কৃতি ও সেবামুলক কাজে সোস্যাটির কর্মীরা ব্যস্ত থেকে সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের  শিক্ষার মুলস্রোতে ফিরিয়ে আনা হয়। বছরে  ২০ হাজার ছাত্রদের মেধা পরীক্ষার মাধ্যমে পুরষ্কার প্রদানকরে উৎসাহ দেওয়া হয়। সমাজের গুনিজনদের সংবর্ধনা, শিক্ষা সেমিনার ইত্যাদি পরিকল্পনা নেওয়া হয়। সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম প্রতিনিধিদের আরো বেশী দায়িত্বশীল হওয়ার আহবান করেন। নতুন জেলা কমিটি ঘোষনা করেন। সম্মেলনে বিশিষ্ট সাহিত্যিক লোকমান হাকিমকে সাহিত্য সম্পদ  সম্মান দেওয়া হয়। বক্তব্য রাখেন, নহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ কামালুদ্দিন, প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের রাজ্য সভাপতি সিয়ামত আলি, সিরাতের রাজ্য সম্পাদক শিক্ষক আবু সিদ্দিক খান, আলফাজ হোসেন, অমিত মন্ডল, মোনালিসা হালদার, সোনালি মিস্ত্রী, আলিম মন্ডল,আমির আলি, বাবলু সরকার, রাকিবুল ইসলাম প্রমুখ।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু