হাড়োয়া পুলিশের প্রচেষ্টায় মাধ্যমিক পরীক্ষা দিতে পারলো এক ছাত্রী

সৈয়দ রেজওয়ানুল হাবিবঃ গত  ১২ই ফেব্রুয়ারী,শুরু হলো মাধ্যমিক পরীক্ষা ২০১৯ ৷ রুবিনা খাতুন, পিতা মনিরুল ইসলাম।বাড়ী শালীপুর-হাড়োয়া।সে হাড়োয়া শালিপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে এবার মাধ্যমিক পরীক্ষার্থী, ৷ পরীক্ষা কেন্দ্র গোপালপুর গার্লস স্কুল।সকালে প্রয়োজনীয় কাগজপত্র ব্যাগে নিয়ে যাওয়ার পথে তা হারিয়ে ফেলে৷স্কুলে গিয়ে অপেক্ষা করছিলো।ইতিমধ্যে ঐ প্রয়োজনীয় নথিসহ ব্যাগটি উদ্ধার করে হাড়োয়া থানার পুলিশ৷কাগজপত্র দেখে হাড়োয়া থানার পুলিশ অফিসার গোলাম সাহেব ছুটে যায় গোপালপুর গার্লস স্কুলে।সেখানে গিয়ে রুবিনা খাতুন কে পেয়ে তার হাতে ঐ অ্যাডমিট কার্ডসহ তার হারানোনথি তার হাতে তুলে দেয়।মেয়েটি তারপর পরীক্ষার হলে গিয়ে পরীক্ষায় বসে।পুলিশের কাছে সাধারন মানুষ এতটুকু দায়িত্বশীলতা আশা করে৷এই কাজের জন্য সাধুবাদ জানানো হয় ঐ মেয়ের পরিবারের পক্ষ থেকে।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু