ময়নাগুরিতে মৃত কর্মীর বড়ীতে রাহুল সিনহা

সোমনাথ চক্রবর্তী ময়নাগুরি

ময়নাগুরি ব্যঙ্কান্দি নিবাসি ক্ষীরোদ রায় যিনি বিজেপির দলের কাজে বর্ধমানে নিযুক্ত ছিলেন সেখানে তার মৃত্যু ঘটে।শনিবার ময়নাগুরির ব্যঙ্কান্দিতে মৃত ক্ষীরোদ রায়ের পরিবারের সাথে দেখা করতে আসেন বিজেপির কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক রাহুল সিনহা।তার সাথে ছিলেন বিজেপি নেতা দিপ্তীমান সেনগুপ্ত ও অনুপ পাল।রাহুল সিনহা মৃত ক্ষীরোদ রায়ের স্ত্রীর ও সন্তান্দের সাথে কথা বলেন।ক্ষীরোদ রায়ের দুই সন্তানের পড়াশুনোর সমস্ত দ্বায়িত্ত্ব দলের তরফ থেকে নেবার কথা ঘোষনা করেন।
এর পর ক্ষীরোদ রায়ের পথিকৃতিতে স্রদ্ধা জানান তিনি।রাহুল সিনহা জানান ট্রেন থেকে পরে মৃত্যু হয়েছে ক্ষীরোদ রায়ের। তিনি মৃত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন যা ঘটেছে তার ভাগ্যচক্র ও ইশ্বরের ব্যপার তাই কারো করার কিছু নেই।তিনি বলেন পরিবারটি যাতে অসহায় না হয়ে পড়ে তার জন্য দল সবসময় তাদের পরিবারের পাশে থাকবে এবং স্থানিও লোকজন তাদের পরিবারের পাশে আছে বলে তিনি জানান। ভারতীয় জনতা পার্টি ক্ষীরোদ রায়ের পাশে আছে এ কথা জানানোর জন্যই তিনি আজ ক্ষীরোদ রায়ের বাড়ি এসেছেন বলে জানান রাহুল সিনহা।ক্ষীরোদ রায়ের ২জন সন্তানের মধ্যে গঙ্গা রায়(১৬) মাধ্যমিক দিয়েছে আর একজন ক্লাস এইটের ছাত্র সাহেব রায়(১৩)।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু