সালানপুরে সড়ক উন্নয়ন অব্যাহত

নীলাদ্রি ঘোষ

যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য রাস্তাঘাট তৈরি ও সংস্কারের উপর গুরুত্ব দিয়েছে রাজ্য প্রশাসন l এবিষয়ে বিশেষ করে পঞ্চায়েত এলাকায় আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে l বৃহস্পতিবার আসানসোল মহোকুমার সালানপুর ব্লকের তাঁতিপাড়া এলাকায় শুরু হয়েছে রাস্তা তৈরির কাজ l স্থানীয় পঞ্চায়েত প্রধান অর্পনা রায় জানালেন - এলাকায় মাটির রাস্তাতে   ঢালাইয়ের কাজ হচ্ছে  সেই সঙ্গে পুরোনো ঢালাই রাস্তা গুলিরও দ্রুত সংস্কার করা হবে l

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

করোনায় ত্রাণ বিলিতে দক্ষিনেশ্বর যোগ্যদা মঠ

চিত্র সাংবাদিক গোপাল দেবনাথ ভারত স্বজন সম্মান পেলেন

হাইকোর্টে অস্বস্তির মাঝে আইনী স্বস্তি পেলেন মুকুল রায়