রঘুনাথগঞ্জে ডাম্পারে ধাক্কায় মৃত্যু ১

ভাস্কর ঘোষ

ডাম্পারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বাগপাড়া মোড়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শিশির মন্ডল (৫০)। হলদিয়ার হরিদাসপুর এলাকায় তাঁর বাড়ি। সে রঘুনাথগঞ্জ এলাকায় পিডিএসের কর্মী ছিলেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পঠানো হয়েছে। ঘটক ডাম্পারটিকে পুলিশ আটক করেছে। যদিও ডাম্পারের চালক পলাতক। তার খোঁজে তল্লাসি চালাচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে শিশির বাবু সাইকেল চালিয়ে কাজে যাচ্ছিলেন। সেইসময় রঘুনাথগঞ্জের বাগপাড়া মোড়ে একটি পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রন হারিয়ে তাঁর সাইকেলে ধাক্কা মারলে সে পড়ে গিয়ে মারাত্মকভাবে জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাবার পথেই মারা যান শিশির বাবু। পুলিশ মৃতহেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সমস্থ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

করোনায় ত্রাণ বিলিতে দক্ষিনেশ্বর যোগ্যদা মঠ

চিত্র সাংবাদিক গোপাল দেবনাথ ভারত স্বজন সম্মান পেলেন

হাইকোর্টে অস্বস্তির মাঝে আইনী স্বস্তি পেলেন মুকুল রায়