মানসিক অসুস্থ সদ্যজাতর মা কে বাড়ী ফেরাল আইনী সহায়তা কেন্দ্র

সোমনাথ ভট্টাচার্য

পূর্ব বর্ধমান জেলার আইনি সহায়তা কেন্দ্রের মানবিক মুখ দেখলো বিহারের  গোদাবরী দেবীর পরিবার।জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষর সচিব জয় প্রকাশ সিং জানান,গোদাবরী দেবী নামক এক মহিলা প্রায় দুবছর আগে বর্ধমানে মানসিক ভারসাম্যহীন ভাবে ঘুরছিল।এই সময় মহিলাটি অন্তঃসত্ত্বা ছিল।তার পর থেকে মহিলাটির স্থান হয় নিবেদিতা হোম বর্ধমানে।এর পর মহিলাটি একটি পুত্র সন্তানের জন্ম দেয়।কিন্তু বেশ কিছুদিন পর থেকে মহিলাটি তার শিশু পুত্রর ওপর অত্যাচার শুরু করে,তাকে খামচে দেয়,আঁচড়ে দেয়,মারে।কোলানোব গ্রামের নিবেদিতা ভবন সেই সময় চাইল্ড ওয়েল ফেয়ার এর হাতে শিশু টিকে তুলে দেয় রক্ষণাবেক্ষণ এর জন্য।চাইল্ড ওয়েল ফেরার বর্ধমান শিশুটিকে একটি হোমে রাখে।অন্যদিকে গোদাবরীর চিকিৎসাও চালাতে থাকে নিবেদিতা হোম।পরে চিকিৎসক জানান মহিলাটি এখন সুস্থ সেই মতো মেডিকেল সার্টিফিকেট ও দেন চিকিৎসক।গোদাবরী দেবীর হাতে তুলে দেওয়া হয় তার শিশুকে।শিশুটির বয়েস এখন প্রায় সাত মাস।গোদাবরী দেবীর পরিবারের সন্ধান মেলে পুলিশএর সহায়তায়।এর পরই বর্ধমান জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষ গোদাবরী দেবী ও তার শিশু পুত্রকে তার পরিবারের হাতে তুলে দেবার জন্য আইনের দিক থেকে সবরকম চেষ্টা করে।যেহেতু গোদাবরী দেবীর বয়েস ১৮ বছর ।আইনি সহায়তা কর্তৃপক্ষর সচিব জয় প্রকাশ সিং জানান, "আমরা সব রকম কাগজপত্র খুবই তাড়াতাড়ি তৈরি করে গোদাবরী দেবীকে তার পরিবারের হাতে তুলে দিতে পেরেছি।এটাই আমাদের কাছে খুশির ব্যাপার"।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু