সালানপুরে কৃষিমেলা উদ্বোধনে সভাধিপতি


নীলাদ্রি ঘোষ

পশ্চিম বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে ও সালানপুর পঞ্চায়েত সমিতির ব্যস্থাপনায় স্থানীয় আল্লাডি পঞ্চায়েত ময়দানে শুরু হল কৃষি মেলা l মেলার উদ্ধোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি l তিন দিন ব্যাপি এই মেলায় বিশেষ আর্কষন হিসাবে থাকছে মাটি,কৃষি, উদ্যান পালন , মৎস্য, কৃষি বিপনন,সমবায় ও প্রানী সম্পদের সম্ভার l অনুস্টানে উপস্থিত ছিলেন সহ সভাধিপতি সুধাকর কর্মকার ও জেলা কৃযি কর্মাধক্ষ্য নরেন্দ্র নাথ চক্রবর্তী l এছারাও অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল মজুমদার , বিডিও তপন সরকার সহ বহু বিশিস্ট ব্যক্তিত্বরা l

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

করোনায় ত্রাণ বিলিতে দক্ষিনেশ্বর যোগ্যদা মঠ

চিত্র সাংবাদিক গোপাল দেবনাথ ভারত স্বজন সম্মান পেলেন

হাইকোর্টে অস্বস্তির মাঝে আইনী স্বস্তি পেলেন মুকুল রায়