আটদফা দাবি নিয়ে মেমারি ব্লকে বিজেপির স্মারকলিপি

সেখ সামসুদ্দিন

মেমারি ১ ব্লকের সাধারণ মানুষের নানাবিধ সমস্যা ও তার সমাধানের জন্য আট দফা দাবীতে বিডিও বিপুল কুমার মন্ডলের কাছে ভারতীয় জনতা পার্টি স্মারকলিপি দেয়। আট দফা দাবীর মধ্যে আবাস যোজনার ঘর, শৌচালয়, বার্ধক্য ভাতা, বিধবা ও অক্ষম ভাতা, রেশন ব্যবস্থা, একশো দিনের কাজ, বেকারদের পরিবর্তে অবসর প্রাপ্তদের পুনঃনিয়োগ, শিক্ষাক্ষেত্রের পরিবেশ ইত্যাদি বিষয়ে দুর্নীতি ও চরম অব্যবস্থার প্রতিকারের দাবী জানানো হয় । উপস্থিত ছিলেন লোকসভা পালক ভীষ্মদেব ভট্টাচার্য, রাজ্য কিষাণ মোর্চার সদস্য অসিত চৌধুরী, মেমারি বিধানসভার অবজার্ভার প্রবাল রায়, রাজ্য সম্পাদক বিকাশ মুদি সহ ব্লকের বিভিন্ন অঞ্চল ও শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

করোনায় ত্রাণ বিলিতে দক্ষিনেশ্বর যোগ্যদা মঠ

চিত্র সাংবাদিক গোপাল দেবনাথ ভারত স্বজন সম্মান পেলেন

হাইকোর্টে অস্বস্তির মাঝে আইনী স্বস্তি পেলেন মুকুল রায়