হোটেল মালিকদের নিয়ে বৈঠক মুর্শিদাবাদ পুলিশের
ভাস্কর ঘোষ
দীর্ঘদিন ধরেই মুর্শিদাবাদের লালাবাগ এলাকার হোটেল গুলি নিয়ে উঠছিল নানান অভিযোগ। আবার দিন ক'য়েক আগে হোটেলের ভেতরে এক তৃণমূলের নেতা খুন হন। সঙ্গে তো দেহব্যবসার অভিযোগ প্রতিনিয়ত উঠছিল হোটেল গুলিতে। এরপরই মুর্শিদাবাদ থানার পুলিশ বিশেষ উদ্যোগ নেয়। হোটেল গুলিতে চলে ব্যাপক ধর-পাকড়। বুধবার গভীর রাত পর্যন্ত লালবাগের বিভিন্ন হোটেলে তল্লাসি চালায় পুলিশ। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ থানার আই সি আশীষ দেব এবং লালবাগ মহকুমা পুলিশ আধিকারিক বরুন বৈদ্য। বৃহস্পতিবার লালবাগ এলাকার সমস্ত হোটেলের মালিকদের নিয়ে একটি মিটিং করা হয়। এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ- সুপার , লালবাগ মহকুমা পুলিশ আধিকারিক এবং মুর্শিদাবাদ থানার আই সি।
এদিন সেখানে হোটেল মালিকদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয় হোটেলে দেহ ব্যবসা চলবে না। সেই সঙ্গে তাদের বেশকিছু নির্দেশ দেওয়া হয় বলে জানা গিয়েছে।