মুর্শিদাবাদে পথের বলি পুলিশ অফিসার

ভাস্কর ঘোষ

পাথরবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল ট্রেকারের এক যাত্রীর।ঘটনায় জখম হয়েছেন আরও চার জন। আশঙ্কাজনক অবস্থায় তাদের চার জনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে।বৃহস্পতিবার মুর্শিদাবাদের কান্দি থানায় গাঁথলা এলাকায় কান্দি - বহরমপুর রাজ্য সড়কে ঘটনাটি ঘটেছে।পুলিশ জানিয়েছে, মৃতের নাম ইজারুদ্দিন শেখ (৫৫)। কান্দি থানার নবগ্রাম এলাকায় তাঁর বাড়ি। সে রাজ্য পুলিশের এসআই পদে বহরমপুর থানায় কর্মরত ছিলেন।মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিলেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক লরিটিকে আটক করে কান্দি থানার পুলিশ।যদিও সেটির চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজে তল্লাসি চালাচ্ছে কান্দি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।তাঁর মৃত্যুতে জেলার পুলিশ মহলে শোকের ছায়া নেমে আসে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১২ টা নাগাদ বহরমপুর থানায় ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন ইজারুদ্দিন শেখ। ট্রেকারের পিছনে দাঁড়িয়ে ছিলেন তিনি।গাঁথলা এলাকায় একটি পাথর বোঝাই লড়ি নিয়ন্ত্রন হারিয়ে ওই। ট্রেকারের পিছনে ধাক্কা মারলে ৫ জন যাত্রী জখম হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে সেখানের চিকিৎসকরা ইজারুদ্দিন বাবুকে মৃত বলে ঘোষণা করেন।বাকি ৪ জনের সেখানেই চিকিৎসা চলছে। জানা গিয়েছে, ইজারুদ্দিন বাবু বুধবার রাতে ডিউটি সেরে বাড়ি এসেছিলেন।এদিন তিনি কাজে যোগ দিতে বহরমপুর যাচ্ছিলেন।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

করোনায় ত্রাণ বিলিতে দক্ষিনেশ্বর যোগ্যদা মঠ

চিত্র সাংবাদিক গোপাল দেবনাথ ভারত স্বজন সম্মান পেলেন

হাইকোর্টে অস্বস্তির মাঝে আইনী স্বস্তি পেলেন মুকুল রায়