দুর্নীতিরর দাবি তুলে স্মারকলিপি মেখলিগঞ্জ বিজেপির

নিজস্ব বার্তা, মেখলিগঞ্জ

বিভিন্ন দাবির ভিত্তিতে বৃহস্পতিবার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধায় মিছিল করে বিক্ষোভ দেখল বিজেপি।সংঠনের মেখলিগঞ্জ উত্তর এবং দক্ষিণ মন্ডল সভাপতি বিশ্বনাথ শিল এবং দধিরাম রায় বলেন,এদিনের মিছিলে ব্যাপক সাড়া পড়েছে।মিছিলের পর ২১ টি দাবির ভিত্তিতে মেখলিগঞ্জ ব্লকের বিডিওকে স্মারকলিপিও প্রদান করেছেন তারা।এদিন বিডিও অফিসের সামনেও কিছুক্ষনের জন্য অবস্থান বিক্ষোভ আন্দোলন তারা করেছেন।সেখানে শ্যামল সাহা,শ্যামল চন্দ্র বর্মন প্রমুখ বক্তব্য রাখেন।সরকারি বিভিন্ন প্রকল্পের কাজে দুর্নীতি, বেছে বেছে শাসক দলের লোকেদের সরকারি।সুযোগ সুবিধা পাইয়ে দেবার চেষ্টা হচ্ছে ইত্যাদি অভিযোগও এদিন তারা করেছেন।এই উপলক্ষে এদিন মেখলীগঞ্জের বিডিও অফিস চত্বরে ব্যাপক পুলিশের নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়েছে।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

করোনায় ত্রাণ বিলিতে দক্ষিনেশ্বর যোগ্যদা মঠ

চিত্র সাংবাদিক গোপাল দেবনাথ ভারত স্বজন সম্মান পেলেন

হাইকোর্টে অস্বস্তির মাঝে আইনী স্বস্তি পেলেন মুকুল রায়