লোন না পেয়ে কান্দির ব্যাংকে তালা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের
ভাস্কর ঘোষ
লোন না পেয়ে ব্যাঙ্কে তালা দিল স্বনির্ভর গষ্ঠির মহিলারা। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দী থানার জীবন্তি গ্রামে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায়।এদিন প্রায় ১৪ থেকে ১৫ টি গোষ্ঠীর মেয়েরা আজ সকালেই ব্যাঙ্কের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশের সামনেই তারা বিক্ষোভ চালিয়ে যান। পরে অবশ্য ব্রাঞ্চ ম্যানেজারের আশ্বাসে তারা বিক্ষোভ থেকে সড়ে দাঁড়ান।