বর্ধমান শহরে জেলা প্রশাসনের দোকানে স্টক রেজিস্টার দেখার অভিযান

সুরজ প্রসাদ

পুর্ব বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক নিখিল নির্মল এবং আর.টি.ও. মহঃ আবরার আলমের নেতৃত্বে একটি দল শহরের বেশ কয়েকটি দোকানে হানা দেয়।  লক্ষীপুর মাঠের একটি দোকানে প্রথমে যান আধিকারিকরা। দোকানের স্টক রেজিস্টার সহ অন্যান্য কাগজপত্র খতিয়ে দেখেন তাঁরা। কিন্তু দোকানে থাকা এক কর্মী জানান, তাদের সমস্ত নথিপত্র বাড়িতে আছে। কিছু প্রমাণপত্র দখিল করতে না পারায় দোকানটি সিল করে দেওয়া হয়। শহরে এইধরনের বেশ কিছু দোকানে এইরুপ অভিযান চলে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর অবধি।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

করোনায় ত্রাণ বিলিতে দক্ষিনেশ্বর যোগ্যদা মঠ

চিত্র সাংবাদিক গোপাল দেবনাথ ভারত স্বজন সম্মান পেলেন

হাইকোর্টে অস্বস্তির মাঝে আইনী স্বস্তি পেলেন মুকুল রায়