কবিতার নাম - বিশস্ত প্রহরী

বিশ্বস্ত প্রহরী
        স্বপ্না ব্যানার্জি 

রাস্তা ঘাট শুনশান, 
নেই লোকজনের হুড়োহুড়ি,
তবু কিছু জন আছে, 
যারা পুলিশের সঙ্গে করে লুকোচুরি,
কেন যে এসব করো বাপু
 বুঝিনা ছাই কিছু
পুলিশ কি আর এমনি এমনি,
 ছোটে তোমার পিছু পিছু??
তোমার ক্ষতি না হয় যাতে
 সদা চিন্তা থাকে ওদের মাথায়,
কেউ আসে না ওদের খোঁজে
দিন নেই রাত নেই, থাকে সদা পাহারায়,
উর্ধশ্বাসে ছুটে চলে এপ্রান্ত ওপ্রান্ত
পড়ে থাকে ওদের ভালোবাসার ঘর
আমাদের জন্য ওদের বড় চিন্তা
ওদের ও জীবন বাগানে ফোটে সব ফুল
আকাশ ভরা তারার মাঝে খুঁজে ফেরে কূল,
এখন যেন বড়ই অসহায় সকালে আমরা
হেমন্তের ভরা ক্ষেত্রে দুর্বল বাতাস দোলা দেয়,
খেলা করে ওদের মনের ভিতর,
নির্ঘুম চোখ জেগে থাকে বিশ্বস্ত প্রহরীর মত,
বিপন্ন পৃথিবীর নীরব ছোঁয়ায়
 হয়ে পড়েছি সবাই অসহায়,
তাই লুকোচুরি না খেলে মেলাও হাতে হাত,
তাহলে আকাশ জুড়ে থাকবে না আর কালোর ছোটা ছুটি
ভোরের পাখির কলতানে জাগবে পৃথিবী স্বামী
আলো ময় সোনালী সুদিন দেখো খুঁজে পাবো আমি !

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু