রমজান সামগ্রী বিলিতে মুরাতিপুরের হাজি সাহেব

আমিরুল ইসলাম
  
ভাতারের এক ব্যবসায়ীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ।

পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের মুরাতিপুর গ্রামের বাসিন্দা  হাজী মোহাম্মদ ইউসুফের রয়েছে একটি মুদির দোকান।হাজী মোহাম্মদ ইউসুফের নিজের উদ্যোগে 100 জন দুঃস্থ মানুষদের কে খাদ্য সামগ্রী বিতরণ করলেন আজ।
দীর্ঘদিন ধরে চলছে লকডাউন এর ফলে মানুষ কাজ হারিয়ে ফেলেছে এবং গতকাল থেকে আমফানের প্রভাবে একরকম ঘরের মধ্যে বন্দি হয়ে রয়েছেন এলাকার মানুষজন। তাদের কথা চিন্তা করে আজ সকাল থেকেই বাড়ি বাড়ি পৌঁছে দিলেন খাদ্য সামগ্রী ।হাজী মোহাম্মদ ইউসুফের উদ্যোগে খুশী এলাকার মানুষজন।

হাজী মোহাম্মদ ইউসুফের জানান, বর্তমান পরিস্থিতিতে লকডাউন এর ফলে কাজ হারিয়েছে এলাকার মানুষ। এরপর শুরু প্রাকৃতিক বিপর্যয় ।সব কথা ভেবে আমি 100 জন দুঃস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলাম ।আগামীতে আবারো মানুষের পাশে থাকার চেষ্টা করব ।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু