বঙ্গের পরিযায়ী শ্রমিকরা খুশি পাঞ্চাব - উত্তরপ্রদেশ সরকারের ভূমিকায়

সুরজ প্রসাদ 

পরিযায়ী শ্রমিকদের নিয়ে স্পেশাল ট্রেন এলো বর্ধমান স্টেশনে। অমৃতসর থেকে এই ট্রেনটি গতকাল ছাড়ে। ব্যাণ্ডেল স্টেশনে শ্রমিক স্পেশাল ট্রেনের যাত্রা শেষ হবে।
সকাল থেকেই স্টেশন চত্বরে শুরু হয় কাউন্ট ডাউন। পুলিশে পুলিশে ছয়লাপ করে দেওয়া হয়।চার নম্বর প্লাটফর্ম থেকে স্টেশনের মূলগেট ও গোটা স্টেশন চত্বরে ব্যারিকেড করে দেওয়া হয় দড়ি নিয়ে।রেলপুলিশের পাশাপাশি ছিল বর্ধমান থানার পুলিশ।
এক নম্বর প্লাটফর্মে প্রত্যেক যাত্রীর থার্মাল ক্লিনিং করা হয়। তারপর যাত্রীদের খাবারের প্যাকেট ও জলের বোতল দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বাসে চাপিয়ে নিয়ে যাওয়া হয় কোয়ারেন্টিন সেন্টারে। বর্ধমানের সরকারি কৃষিখামারে কোয়ারেন্টিন সেন্টার করা হয়েছে। এদিন পূর্ব বর্ধমান জেলা ছাড়াও হুগলির আরামবাগ,গোঘাটের বহু যাত্রী নামেন। তবে যাত্রীরা জানান ট্রেনের যাত্রাপথে কোন সমস্যা হয় নি।পানীয় জল ও খাবার দেওয়া হয় রেলের পক্ষ থেকে। পাশাপাশি পাঞ্জাব সরকারও তাঁদের খাবার দিয়েছে। রাস্তায় উত্তর প্রদেশ সরকারও ট্রেনে খাবার তুলে দেয়।সব নিয়ে তাঁরা বাড়ি ফিরতে পেরে চরম খুশি।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু