নিয়মবিধি মেনে জমজমাট বর্ধমানের কার্জন গেট

সুরজ প্রসাদ

  

লকডাউনের মধ্যে দেখা মিলছে বর্ধমানের যানজটের পুরানো চিত্র।শহরের দোকান-পাট খুলতেই, রাস্তায় বারতে শুরু করেছে মোটরসাইকেল থেকে গাড়ির সংখ্যা। বি.সি.রোডের মতো রাস্তা যেখানে নো-পার্কিং জোন ছিলো, এখন সেই রাস্তা পার্কিং জোনে পরিনত হয়েছে। নো-পার্কিং বোর্ডের সামনেই রাখা থাকছে মোটরসাইকেল থেকে গাড়ি। এখন দোকান-পাট খোলায় যানজট আরো বেরেছে, এর ফলে সমস্যায় পরতে হচ্ছে সাধারণ মানুষকে। এই বিষয়ে জেলাপুলিশ সুপার ভাষ্কর মুখার্জী  বলেন, এতো দিন বি.সি.রোডের দোকান গুলি বন্ধ থাকায় রাস্তা ফাঁকা ছিলো। এবার একটু একটু করে দোকান খোলায় মানুষ আসছে, রাস্তার পাশে পার্কিং করে কেনাকাটা করছে। এর জেরে নো-পার্কিং জোনে এখন পার্কিং হচ্ছে, আমরা ব্যবস্থা নিচ্ছি যাতে যানজট তৈরী না হয়।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু