ঈদের নামাজ আদায় হলো

সেখ নিজাম আলম

গলসিতে ঈদের নামাজ সুষ্ঠুভাবে।
গলসি থানার অধীনে সমস্ত মুসলিমগণ প্রশাসনের নিয়মানুযায়ী নামাজ সম্পন্ন করলেন বলে জানা যায়। এতে গর্বিত গলসি থানার পুলিশ - প্রশাসন। জানা যায়,গলসি থানার কোন গ্রামেই ঈদের নামাজ ঈদগাহে হয়নি। প্রত্যেক গ্রামের পাড়ায় পাড়ায় অল্প সংখ্যক লোকের সমাগমে নামাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। প্রত্যেকে মাস্ক পরে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সুষ্ঠুভাবে নামাজ সম্পন্ন হওয়ায় প্রশাসনিক মহল খুশী। তবে এতবড় ঈদের নামাজ সকলে মিলে একত্রে না পড়ে এইভাবে পাড়ায় পাড়ায় কম সংখ্যক মানুষ নামাজ পড়ার কৃতিত্ব গলসি থানার ওসি দীপঙ্কর সরকারের। কারণ আগে থেকেই এলাকার সমস্ত মসজিদে ঈমামদেরকে গলসি থানার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে স্মরণ করিয়ে দেওয়া হয়,প্রশাসনিক নিয়মানুসারে নামাজ পড়লে তার কোন ব্যাঘাত ঘটবে না। তাই লক ডাউনে নতুনভাবে নামাজ পড়তে প্রশাসনের নিয়মে নামাজ পড়ায় খুশী গলসি থানার পুলিশ। তাই থানার নিয়মে যেমন মানুষ নামাজ পড়েছেন,ঠিক তেমনি নিয়ম সফল হওয়ায় মুসলিমদেরকে সুষ্ঠুভাবে নামাজ পড়ার সুযোগও করে দেওয়া হয় গলসি থানার পক্ষ থেকে।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু