মন্তেশ্বর বিধায়কের উদ্যোগে অসহায়দের খাদ্য সামগ্রী বিলি

সেখ সামসুদ্দিন
 

 পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সৈকত পাঁজা লকডাউনের মধ‍্যে লম্বা পরিষেবা দিয়ে চলেছেন বিধানসভা এলাকার সকল অঞ্চলে। বিধায়কের উদ‍্যোগে আজ বড়পলাশন গ্রামে একশো পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন এবং বড়পলাশন ভাই ভাই সংঘ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০০০১ টাকার চেক বিধায়কের হাতে প্রদান  করেন। আটাশপুর গ্রামে ৭৫ পরিবারের হাতে এবং মালডাঙা বাজারে অসহায় ৭৫ পরিবারের হাতে চাল, আলু, ডাল, সোয়াবিন, তেল ইত্যাদি খাদ্যদ্রব‍্য তুলে দেন। ইতিমধ্যে তিনি বিধানসভা এলাকার বিজুর, বারকোনা, ভোজপুর, মন্তেশ্বর, জাকরা, করন্দা, ভাগড়া, কুলি ইত‍্যাদি এলাকায় হাজার অধিক পরিবারের হাতে খাদ‍্যসামগ্রী তুলে দেন এবং সতেরোটি অঞ্চলের সভাপতিদের হাতে এক হাজার প‍্যাকেট খাদ‍্যসামগ্রী তুলে দিয়েছেন বলে জানান বিধায়ক সৈকত পাঁজা।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু