আগামীকাল দিঘায় রোদ দেখা যেতে পারে?

জুলফিকার আলি
  

এই মূহুর্তে কাঁথির সোজা দক্ষিণে ২৫২ কিমি দূরে অবস্থান করছে। শেষ ৬ ঘন্টায় আম্ফান ১৬ কিমি/ঘন্টা বেগে উত্তর-পূর্বে এগিয়েছে।

আরো উত্তর-পূর্বে এগিয়ে বিকেল সাড়ে পাঁচটায় সাগরদ্বীপ এলাকায় ল্যান্ডফল করবে। ঐ সময়ে ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ থাকবে প্রায় ১৫৭ কিমি/ঘন্টা।

কাঁথিতে বিকেলে অব্দি ঝড়বৃষ্টি বাড়বে। বাতাসের গতিবেগ ৭০/৮০ কিমি হতে পারে। জুনপুট দারিয়াপুর বাঁকিপুট এলাকায় ঝড়ের তান্ডব বেশি হবে।

রাতের পরে কাঁথি দীঘা মন্দারমনি এলাকায় ঝড়বৃষ্টি দ্রুত কমতে আরম্ভ করবে।
কাল আকাশ রোদ ঝলমলে থাকবে।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু