ভাতার পুলিশের সহযোগিতায় ফিরছে ১৫ জন পরিযায়ী শ্রমিক

আমিরুল ইসলাম
  

  ভাতার থানার ম উদ্যোগে ১২ জন পরিযায়ী শ্রমিক ফিরল তাদের বাড়িতে।পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার টহলরত পুলিশকর্মীরা দেখতে পান প্রায় ১২ জন পরিযায়ী শ্রমিক পায়ে হেঁটে আসছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় -  'তারা বিহারের পাটনায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। লক ডাউন এর জন্য কোন গাড়ি না পাওয়ায় প্রায় পাঁচ দিন ধরে পায়ে হেঁটে তারা ফিরছেন ।তাদের বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলায়'।এরপর ওই শ্রমিকদের প্রথমে ভাতার স্টেট জেনারেল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা   করানো হয় । ভাতার থানার উদ্যোগে তাদের খাবার দেওয়া হয়। এরপর ওই শ্রমিকদের পূর্ব বর্ধমান জেলার পুলিশ লাইনে পাঠানো হয় ।সেখান থেকে সরকারি বাসে করে তাদের বাড়ি ফিরে দেওয়ার ব্যবস্থা করা হবে। ভাতারপুলিশের উদ্যোগে খুশি ওই পরিযায়ী শ্রমিকরা।এক পরিযায়ী শ্রমিক রফিক শেখ জানান - " পাঁচ দিন ধরে হাঁটতে হাঁটতে পায়ে ফোসকা পড়ে গেছে। আর হাটতে পারছিলাম না এই প্রচণ্ড রোদে ।এরপর ভাতার থানার পুলিশ আমাদেরকে আটক করে, প্রথমে ভয় পেয়ে গেছিলাম। হয়তো বাড়ি ফেরা আর হবেনা। কিন্তু পুলিশ যেভাবে বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করল এবং আমাদের কে খাবার খাওয়ালো আমরা  খুশি ।এর আগে কোন থানার পুলিশ এরকম ব্যবস্থা করলে এত পরিশ্রম আমাদের কে করতে হত না "। 

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু