বেসরকারি কারখানার তরফে হলদিয়া হাসপাতালে বেড প্রদান

জুলফিকার আলি
  

মহামারী করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে, হলদিয়া মহকুমা হাসপাতাল কে আরো মজবুত করতে, বেসরকারি কারখানার কর্তৃপক্ষের করোনা বেড প্রদান। 
হলদিয়া :::হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলার একটি রেড জোন হিসাবে চিহ্নিত করণ হয়েছে। এখনো পর্যন্ত আঠারোটি করোনা পজিটিভ পাওয়া গেছিল তার মধ্যে বেশিরভাগ সুস্থ হয়েছেন। এই করণার মোকাবিলা করার জন্য হলদিয়া মহকুমা হাসপাতাল কে আরো মজবুত করতে, বেসরকারি কারখানার কর্তৃপক্ষের করোনা বেড প্রদান করা হলো। আজ বেসরকারি হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানি কুড়িটি করোনা বেড এবং ইসিজি মেশিন ও মেডিকেল ইন্সট্রুমেন্ট প্রদান করলেন হলদিয়া মহকুমা হাসপাতাল কে।আজ দুপুরে হলদিয়া মহকুমা হাসপাতালে করোনা বেড প্রদানের সময় উপস্থিত ছিলেন হলদিয়ার মহকুমা শাসক মিস্টার পুনিয়ান, কারখানার কর্তৃপক্ষের এইচ আর অঙ্কিত প্রকাশ  ও বিভিন্ন পদাধিকারী, দুর্গাচক থানার ওসি বিপ্লব হালদার ও আই সি,হলদিয়া মহকুমা হাসপাতালে সুপারিনটেনডেন্ট সুমনা দাস গুপ্ত প্রমূখ ।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু