কবিতার নাম - অচেনা বৈশাখ

অচেনা বৈশাখ
       প্রেরণা দাশগুপ্ত  

অচেনা এই বৈশাখে,
কেবলই চেনা তুমি।
তোমার লেখা 'বলাকা-‌গোরা-গীতাঞ্জলি',
 আঁচড় কাটে স্মৃতিপটে সবার প্রিয় সেই 'চোখের বালি'।
'আগুনের পরশমণি' ছুঁইয়ে প্রতি প্রাণে,,
ভুবন মোদের ভরিয়ে দিলে সুন্দর গানে গানে।
পুরানো সেই দিনের কথায়,
ফিরে পাই তোমায় ভাইয়ের মায়ের স্নেহ - মমতায়।
তব ভুবনে তব ভবনে তুমি আছো চির স্মরণে,
গীতবিতান আর কিশলয়ের পাতায় পাতায় আছো প্রভু‌ তুমি যত্নে।
অচেনা এই বৈশাখে আমার পরান যাহা চায়,
সংরক্ষিত তা কেবলই রবিঠাকুর তোমার সাহিত্যচর্চায়।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু