রবীঠাকুর - দীপঙ্কর চক্রবর্তী

রবীঠাকুর
দীপঙ্কর চক্রবর্তী  


বোশেখ মাসের আকাশ জুড়ে
রবীর সুরে মাতি
গাছে গাছে ফুলের ডালি
রঙবেরঙের পাখি।।
ছোট বড় সবার মনে
তোমার আসন পাতা
তোমার কথায় সকল সভা
হ্রদয়েতে গাঁথা।।
সারা মাসে তোমার কথায়
সবার মনের কোনে
তোমায় নিয়ে বাঁচা মরা
লেখায়, গানে,গানে।
এই যে কবি,এই যে ঋষী
পথ ভোলা এক পথিক
আমরা যেন থাকি বেঁচে
বুকে নিয়ে অমূল্য এক মানিক।।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

কৃস্টিলোক ময়দানে এক অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী

উত্তর দিনাজপুর জেলাপুলিশের যোগব্যায়াম শিবির