রবীঠাকুর - দীপঙ্কর চক্রবর্তী

রবীঠাকুর
দীপঙ্কর চক্রবর্তী  


বোশেখ মাসের আকাশ জুড়ে
রবীর সুরে মাতি
গাছে গাছে ফুলের ডালি
রঙবেরঙের পাখি।।
ছোট বড় সবার মনে
তোমার আসন পাতা
তোমার কথায় সকল সভা
হ্রদয়েতে গাঁথা।।
সারা মাসে তোমার কথায়
সবার মনের কোনে
তোমায় নিয়ে বাঁচা মরা
লেখায়, গানে,গানে।
এই যে কবি,এই যে ঋষী
পথ ভোলা এক পথিক
আমরা যেন থাকি বেঁচে
বুকে নিয়ে অমূল্য এক মানিক।।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু